![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে এমন কিছু সময় আসে এমন কিছু কথা থাকে যা কাছের কাউকে বলা যায় না । আজ আমার মন টা তেমনি এক পর্যায়ে আছে। আমি আমার জিবন টা নিয়ে খুব ই হতাশ । ভাবছি ডিভোর্স এর কথা । ডিভোর্স হোলে কি হবে ? আমার একটা মেয়ে আছে। কাস্ডডি হয়ত আমি পাবো , মেয়েটা তার বাবার ভালবাসা থেকে বন্চিত হবে । আর কিছু না।
আমার কি হতে পারে আমি স্থির ভাবে বিস্বাশ করি যে আমি র কোখোনৈ বিয়ে কোরবো না । একটা ছোটো কাজ করি অল্প বিস্তর জানাশোনা আছে হয়ত আরো ভালো একটা কাজ জোটাতে পারব।আমার মেয়ে হয়ত সরকারের কাছ থেকে কিছু পাবে ১৬ বছর বয়স পর্যন্ত। আমি আমার বাবা মা কে আমার কাছে নিয়ে আসবো লন্ডন এর বাইরে একটা বাড়ি কিনে নিব । এখন যে কাজ করি সেটা transfer করে নিব. solved
মেয়ে টাকে ঠিক ভাবে বড় করতে পারলে আমার আর কোনো কষ্ট থাকবে না । এখনকার মত বুকের মাঝে অনবরত রক্ত ক্ষরণ তো আর দেখতে হবে না!!
এমন চলতে থাকলে কিভাবে এ লোকটার সাথে থাকব? লোকটা আমাকে আমার কাছ থেকে আমার মত করে বাচার অধিকার কেড়ে নিয়েছে। অনবরত নিজের ইচছা . কাহা তক আর এমন চলবে এমন জেদি একজন মানুশ একজন মানুষ !!কারো কথা বোঝে না কারো কিছু দেখতে চায় না। অসমভব অহমিকা পুরনো একজন মানুষ। তার নিজের দিক থেকে সে ১০০% ভলো। আমি ও আমার দিক থেকে। আমি sacrificing character হতে চাই না।
আমমু আববু কে বোলতে পারি না আববু আমমু কষট পাবে। যদি ও তারা ই আমাকে জোর করে বিয়ে দিসে। ছোটো বোন কে বলতে চাই না।কাছের বনধু দের কে বলা যাবে না ওরা সবাই সামি কে নিয়ে গরবিনি ।
কারো কাছে একটা মানুষ কে ছোটো করতে চাই না ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩
অপ্রচলিত বলেছেন: হতাশ হবেন না, জীবনে কঠিন সময় আসেই। যাই করেন না কেন, বিস্তর চিন্তাভাবনা করে করবেন আর নিজের প্রতি আস্থা রাখবেন।
দুঃসময় কাটিয়ে উঠুন অতিসত্বর।
নিরন্তর শুভ কামনা থাকলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৭
সারাটাদিন বলেছেন: খুব খারাপ আছি.