| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনে রাখুন...পুরানো কথা তবুও আবার বলতে হচ্ছে...কারণ বারবার একই কথা আমাদের বলতে হবে...ধর্মকে নিয়ে যারা ব্যবসায় করেন তারা ধর্ম ব্যবসায়ী...লাল সালু দিয়া তারা তাদের পাপ ঢাইকা দিতে চান...এই ব্যবসায়ীদের মূল হাতিয়ার ধর্মপ্রাণ মানুষের আবেগ...ইসলামকে তারা ঢাল হিসাবে ব্যবহার করছে...২০১৩ এই আন্দোলনে কোন কিনারা না করতে পাইরা তারা এখন ধর্ম অবমাননার আওয়াজ তুলছেন...এবং তারা বলতে চাইতাছে শাহবাগ আন্দোলনে ধর্ম বিরোধী স্লোগান হইতাছে...ভাই ও বোনেরা আপনারা যারা শাহবাগ গিয়েছেন এবং ছিলেন তারা জানেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজানের সময় স্লোগান এবং মাইক বন্ধ রাখা হয়...কোন ধরণের ধর্ম বিরোধী স্লোগান এখানে দেওয়া হয় না...এখানে সকল ধর্মের মানুষ এক প্রাণে মিলিত হইয়াছেন। এখন আমার মনে প্রশ্ন জাগে যে জামায়ত শিবির এই আন্দোলন নিয়া মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে এবং শাহবাগ আন্দোলনের মা বোনদের ছবি তুলে তা ফটোশপে এডিট করে নোংরা ছবি বানিয়ে প্রকাশ করছে তারা কোন ধর্মের অনুসারী...আমি তো মনে করি তাদের কোন ধর্ম নেই...ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের এই বদমাইশ ধর্মব্যবসায়ীদেরকে এখনই প্রত্যাখান করার সময় এসেছে...এবং মনে রাখতে হবে জামায়ত শিবিরের কোন ধর্ম নাই...কারণ ইসলাম মিথ্যাচার সয্য করে না...ইসলাম খুন সয্য করে না...ইসলাম শান্তির ধর্ম...খুনী এবং ধর্ষকের বিচার চাওয়া কখনো অপরাধ হতে পারে না...জয় বাংলা...জয় জনতার...জয় হবে শান্তি প্রিয় মানুষের...
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
ছাসা ডোনার বলেছেন: একমত! আসলে জামাতশিবিরের অনুসারীরা তো জানো্যার, তাই ওদের আবার ধর্ম কি?