নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ দেখি মানুষ পড়ি

কাজী গোলাম রাব্বানী

ভাল লাগে আনন্দের জুস খেতে

কাজী গোলাম রাব্বানী › বিস্তারিত পোস্টঃ

ফরহাদ মযহার শাহবাগে এসে সবার কাছে ক্ষমা চাইবে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

মজহার সাহেব পরিষ্কার করে বলেছেন ৪২ বছরের বাংলাদেশের ইতিহাসে এরকম সংকটে জাতি ইতোপূর্বে পড়ে নাই। এ সংকট তৈরি করেছে শাহবাগের তরুণরা। শাহবাগের ফ্যাসিবাদী তরুণদেরকে তিনি অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আগামীকালের হরতাল ডাকা মাওলানা সাহেবদের প্রতি এই তরুণদেরকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছেন...শিবু কুমার শিল এর স্ট্যাটাস থেকে নিলাম...



এখন কন বন্ধুরা আমরা এই ফরহাদ মযহারকে কি করবো...সে আমাদেরকে ক্ষমা চাইতে বলেছে জাতির কাছে...কারণ শাহবাগে যাহা ঘটেছে তাহা নাকি ফ্যাসিবাদ...আমি আন্দোলনের নেতাদের দৃষ্টি আর্কষন করছি...তারা যেন আজ আনুষ্ঠানিকভাবে ফরহাদ মযহারকে জাতীয় দালাল বলে ঘোষণা দেয়...এবং ফরহাদ মযহার শাহবাগে এসে সবার কাছে ক্ষমা চাইবে...নইলে লুঙ্গিতে আগুন ধরাইয়া দিমু...

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: শুধু ক্ষমা চাইলে হইবো না, প্যান্ট খুইলা কানে ধইরা উঠবস করা লাগবো। উঠবস শেষে কানে ধইরা ব্যাঙের মত ফাল পাড়তে হইবো।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

কাজী গোলাম রাব্বানী বলেছেন: হা হা হা...

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

দাউদ রনি বলেছেন: তার লুঙ্গিতে আগুন দিব আমরা।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

সবুজ ভীমরুল বলেছেন: আপনাদের অসভ্য মন্তব্য দেখেই বুঝতে পারছি আপনারা কেমন লোক!! /:)

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

শিপু ভাই বলেছেন:
দালালের দালাল এই ফরহাদ মাজহার!!!


ফ তে ফরহাদ
তুই রাজাকার- তুই রাজাকার!!!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: রাজাকারদের কাছে পশ্চাদ্দেশ ভাড়া দেয়া ফরহাদ মাজহার এর কাছ থেকে আর কী আশা করা যায়!

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

রাফা বলেছেন: ফরহাদ মাজহার,আর মা.রহমানরা তাদের কাজ করুক।আমরা যেনো তাদের মত একই সমতলে না নেমে আসি।সময়ই বলে দেবে কারা কোন পর্যায়ের।

জয় বাংলা।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

প্রবালরক বলেছেন: তরুন চেহারা আর তরুন বয়সের কিছু লোক শাহবাগে জড়ো হয়েছে। তাদের দাবী তারা তারুন্যের প্রতিনিধিত্ব করে। এ দাবীর সাথে অনেকেই একমত হবেনা। ফরহাদ মাজহার তাদের একজন।
ফরহাদ মাজহার একজন কবি বর্ষীয়ান চিন্তাবিদ। সুবিধাবাদে গা ভাসিয়ে জাতীয় বুদ্ধিজীবি হননি। তাঁর বক্তব্য নিয়ে একটু ভাবনা-চিন্তা করলে আমাদের নিজেদের উপকার করা হবে বলে মনে করি।

রাষ্ট্রীয় ক্ষমতার সকল সুযোগ-সুবিধা যাদের করায়ত্তে শাহবাগে জড়ো হওয়া তরুন বয়সীরা তাদের তরুন শাখা। ধীরে ধীরে সে চেহারাই ফুটে উঠেছে। দেশের-সমাজের তারুন্যের প্রতিনিধিত্ব করে না তারা। উপরন্তু, বলতে বাধ্য হই যে ক্ষমতাবান কায়েমী শক্তির স্বার্থরক্ষার টুল হিসাবে তারা পরিচিত হতে যাচ্ছে। চিন্তা-চেতনায় তারা আচ্ছন্ন হয়ে আছে সামন্তবাদী ভাবধারায়। তাই তাদের কন্ঠে মধ্যযুগীয় বর্বরতা প্রতিষ্ঠার দাবী - "বিচার ছাড়া ফাঁসী চাই" উঠতে পারে। তাদের দাবীর সাথে ভিন্নমত পোষনকারী ও প্রকাশকারীকে সমুলে ধ্বংস করার প্রতিজ্ঞা করে।
তারুন্য তো বলবে নির্যাতিত শোষিত জনগনের মুক্তির কথা। তারুন্য তো বলবে গনতন্ত্রের কথা। আলোকিত ভবিষ্যতের কথা।
তার বদলে সুদুর অতীতের দিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে বর্তমানের জ্বলন্ত সমস্যাকে এই ফাঁকে আরো জমাট বাধার সুযোগ করে দেয়ার ধুর্ত কৌশলে শাহবাগী তারুন্য আজ ভাড়া খাটে।


৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

কাজী গোলাম রাব্বানী বলেছেন: আপনি কি মনে করেন শাহবাগের তরুণদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে?...আপনি কি মনে করেন যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া একটা ভুল কাজ হয়েছে...? তাহলে ফরহাদ মযহারদের মত দালালরা ঠিক আর আমরা আমজনতা ধইনচা...হাসাইলেন...জয় বাংলা...জয় জনতা...আপনার মতামতের জন্য ধন্যবাদ বন্ধু...

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

কাজী গোলাম রাব্বানী বলেছেন: Click This Link

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

পানকৌড়ি বলেছেন: সকলের সহ্য ক্ষমতা থাকা উচিত । আরেকজনের সমালোচনা থেকে শিক্ষা নেয়া উচিত, আর এ জন্য তো বুদ্ধিজীবিদের আর্বিভাব হয়েছে ।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

কাজী গোলাম রাব্বানী বলেছেন: তারা বুদ্ধিব্যবসায়ী...বুদ্ধিজীবী না...ভুল বুঝবেন না প্লিজ...

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

এই আমি সেই আমি বলেছেন: জামাতের মিলিয়ন ডলার আজ কথা বলছে । সারাজীবন প্রগতির কথা বলে ফ মা এখন আমার দেশে নিবন্দ্ব লেখে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.