|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জীবনে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে...। কিছু ভাল কথা যে, মানুষের মনকে কতটা প্রভাবিত করতে পারে এটাই তার প্রমান। পারলাম না আপনাদের এত এত ভালোবাসাকে ফিরিয়ে দিতে। 
সুধু কিডনি না, নিজেকেই বিক্রি করে দিলাম আপনাদের নিস্বার্থ ভলোবাসার কাছে। নতুন ভাবে চিন্তা করতে শিখলাম জীবন নিয়ে। 
দোয়া করবেন আমার জন্য। 
আমার আম্মুর ব্যাপারে হয়তো অনেকের মনে একটা ভুল ধারনা কাজ করছে, মা এমন হয় কি করে যে, কিডনি বিক্রি করে তার টাকা শোধ দিতে হবে!। আসলে ব্যাপারটা তেমন না, আমি চেয়েছি আমার কারনে পরিবারে যেন কোন অশান্তি না হয়। আর আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিল এবং এখন ও আছে। তাই এই বিশ্বাসটাকে নষ্ট করতে চাইনি বা এখন ও চাইনা। একটু ভেবে দেখুনতো আমার উপর কতটা বিশ্বাস বা আস্থা থাকলে এত গুল টাকা আমার হাতে তুলে দেয়। একই কথা প্রযোয্য আমার রিলেটিভ দের ক্ষেত্রেও। তাই তারা চাওয়া মাত্রই আমি তাদের টাকা দিয়ে দিয়েছি এবং আম্মুর টাও দিতে চেয়েছি যেন আমার উপর তাদের বিশ্বাসটা নষ্ট না হয়ে যায়। আমি জানি, আম্মুর পায়ে ধরতে হবেনা সুধু একটু বুঝিয়ে বল্লেই হবে। আমার আম্মুকে আমি অনেক ভালবাসি তাইত তার মনে কস্ট দিতে চাইনি। আর এই কিডনি বিক্রির কথাও আমি তাকে কখনও বলতাম না। এটা সোনার পরে একটা কিডনি নিয়ে হয়ত আমি বেচেঁ থাকতাম কিন্তু আমার আম্মু থাকত না। আমার মনে হয় পৃথিবীর কোন মা ই এটা মেনে নিতে পারবেনা।  
আমি ভেবেছি এভাবে, একটা কিডনি নিয়েওতো মানষ বাঁচে তাইনা! আর যদি এই কিডনি বিক্রি করে সবার বিশ্বাস, সবার ভালবাসা এবং পরিবারের শান্তি ধরে রাখা যায় তাহলে সেটাইত ভাল। আমি জানি এটা (কিডনি বিক্রি) জীবনের জন্য অনেক বড় ঝুকির একটা কাজ। কখনও ভাবতে চাইনি এভাবে, কারন আমি জানি ভাবলেই মনটা দুর্বল হয়ে যাবে। এটাকে আমি খুব সহজ ভাবে নিয়েছি। পোস্ট দেবার পর একটা অপরিচিত নাম্বার থেকে যখন রিং হচ্ছিল তখন আমি বুঝে গিয়েছিলাম এই ফোনটা আমার কিডনির জন্যই, বুকের মাঝে কেমন যেন করে উঠল, কিন্তু এই কেমন করে উঠাটাকে অমি পাত্তাদিতে নারাজ, মনটাকে বুঝ দিলাম এটা খুব সহজ কাজ অনেকেইত করে তুই ও পারবি, তোর এই সামান্য কাজের জন্য যদি তোর পরিবারের সাবার ভাল হয় তবে তুই কেন করবি না? তুই কর কথা শুনবি না কিডনি তোকে বেচতেই হবে। খুব সহজ ভাবেই তার সাথে কথা বললাম। কিন্তু কিডনির দাম ঠিক করা নিয়ে বিপাকে পড়লাম কত দাম হতে পারে, কত দাম চাইতে পারি! আমি চেয়েছি আম্মুর টাকা শোধ করার পরেও যেন আমার হাতে ৫লক্ষ টাকার মত থাকে কারন আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব। যেটা আমার প্লান ছিল শেয়ার ব্যবসা শুরু করার আগে থেকেই। ভেবেছিলাম বিবিএ পাশ করে বের হতে হতে, শেয়ার ব্যবসা থেকে যে লাভ আসবে এবং আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে কম্পিউটার বিজনেস শুরু করব (এ বিষয়ে আমার ভালই ধারনা আছে)। আমি জানি আমার হতে ৫লক্ষ টাকা থাকলে অনেকেই আমাকে ব্যবসা করতে টাকা দেবে। 
অনেক কিছু লিখলাম ভুল হলে মাফ করবেন। 
হেরে গেলাম আপনাদের ভালোবাসার কাছে।
রাতে একটা স্বপ্ন দেখেছি। ভেবে ছিলাম সেটা নিয়ে পোস্ট দিব কিন্তু এখন আর দিতে ইচ্ছা করছে না।
---------------------------------------------------------------------------
আমি অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কোন ব্লগার কি আমাকে হেল্প করতে পারেন... 
কোথায় গেলে কিডনি বিক্রি করতে পারব।
বড় কোন হসপিটাল অথবা ক্লিনিকে যোগাযোগ করলে কেমন হয়...?। যেমন, ল্যাবএইড বা স্কয়ার হসপিটাল।
আর একটা কথা কেমন দাম পেতে পারি?
ইনফরমেশনস [/su
*বয়স ২৪ বছর।
*কখনও ধুম পান করিনি।
*কোন ধরনের বাজ নেশা নেই।
*বড় ধরনের কোন অসুখ হয়নি।
*ব্লাড গ্রুপ এ+
কিডনি বিক্রির ব্যাপারে আমার সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।
যোগাযোগ : ০১৫৫******৫১
# আমি জানি না আসলে একটি কিডনির দাম কত।একটা আনুমানিক দাম যদি কেউ বলতে পারতেন তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হত।জানলে একটু জানাবেন।আমি অপেক্ষায় রইলাম।#
 ৯৫ টি
    	৯৫ টি    	 +২/-০
    	+২/-০  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৪২
২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৪২
শেয়ার কথা... বলেছেন: জবাব দিতে চাইনা...।
২|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:০২
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:০২
রাহাত আহমেদ শাওন বলেছেন: আপনি কত টাকা পেলে বিক্রি করবেন????
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:২৩
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:২৩
শেয়ার কথা... বলেছেন: আমি ঠিক জানিনা একটা কিডনির দাম কত হতে পারে। সে জন্যই আপনাদের সাহায্য চাচ্ছি।
আমি চাইলেইত হবে না...  
৩|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:০২
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:০২
জাহাঁপনা। বলেছেন: কি কারোনে বিকরি কোরটেসেন
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:৫৮
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:৫৮
শেয়ার কথা... বলেছেন: ১ নম্বর কমেন্ট...।
৪|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:০৯
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:০৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অবশ্যই কোনো কারণ আছে এতো বড় সিদ্ধান্ত নেয়ার পেছনে কিন্তু আপনাকে অনুরোধ করছি আরেকবার ভেবে সিদ্ধান্ত নিতে। একবার বাস্তবায়ন করে ফেললে আর কিন্তু ফেরার পথ থাকবে না। 
ভালো থাকবেন....
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৩৮
২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৩৮
শেয়ার কথা... বলেছেন: আমি জীবনের বড় বড় সিদ্ধানত গুল খুব সহজ ভাবে নেই। আর এটা আমি অনেক ভেবেই নিয়েছি...।
৫|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:২১
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:২১
অপ্রিয় বলেছেন: দাম কত?
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:৫৭
২৩ শে জুন, ২০১১  দুপুর ১২:৫৭
শেয়ার কথা... বলেছেন: আপনি কি নিবেন...?
৬|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৪৭
২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৪৭
অনিক বলেছেন: আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আল্লাহ করুন আপনি সব ঝামেলা কাটিয়ে উঠুন। তবে ব্লগে হয়তো তেমন সাড়া পাবেন না। বিক্রি যখন করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন তখন ইত্তেফাক কিংবা প্রথম আলোর শুক্রবারের সংখ্যায় একটা বিজ্ঞাপণ দিন ভাল সাড়া পাবেন এবং উপযুক্ত মূল্য পাবেন। কারণ আপনি যা বিক্রি করছেন সেটা পূরণের আর কোন সম্ভাবনা নেই তাই যত বেশী মূল্য পাবেন ততটা আপনি উপকৃত হবেন। আর হুট করে কোন সিদ্ধান্ত নেবেন না, যা করবেন ভেবে চিন্তে করবেন।
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৫১
২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৫১
শেয়ার কথা... বলেছেন: ধন্যবাদ। একটা আনুমানিক দাম যদি বলতে পারতেন তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হত।জানলে একটু জানাবেন।
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৫৪
২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৫৪
শেয়ার কথা... বলেছেন: এই যে, আপনার থেকে যে তথ্য পেলাম এটাই অনেক বড় পাওয়া...। ভাল থাকবেন।
৭|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৫৮
২৩ শে জুন, ২০১১  দুপুর ১:৫৮
রিয়া০০১ বলেছেন:   
   :#>
  :#>   
   
 
  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:০২
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:০২
শেয়ার কথা... বলেছেন: বুঝলাম না।
৮|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:০২
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:০২
অনিক বলেছেন: আমার ধারণা ন্যুনতম এ লক্ষ টাকা আপনার পাওয়া উচিৎ আর যদি কোন সহৃদয়বান ব্যক্তি হন যিনি বিদেশ যেয়ে চিকিৎসা করানোর পরিবর্তে দেশেই করাতে চান তাতে তিনি আর্থিকভাবে সাশ্রয়ী হবেন সেক্ষেত্রে আরো অনেক বেশী মূল্য আপনি পেতে পারেন। তবে আপনি বারগেইন করতে পারেন পাঁচ লক্ষ টাকা চেয়ে কারণ আপনি যত বেশী পাবেন আপনার ঋণ পরিশোধে তত বেশী সুবিধে হবে। আর যিনি সত্যি সত্যি নিতে আগ্রহী তাঁকে ব্যাপারটা খুলে বলতে পারেন সেক্ষেত্রে মানবিক কারণে হয়তো আপনি বেশী মূল্য পেতে পারেন।
৯|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:১০
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:১০
বিবর্ণ সময় বলেছেন: আমি একটা কর্নিয়া বেচুম । ১ কোটি টাকা লাগবো।
১০|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:১৫
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:১৫
শোভন এক্স বলেছেন: একটা কিডনির একটাই যদি নস্ট হয়ে যায় তখন আপনি কি করবেন ভেবে দেখেছেন? সিদ্বান্ত নিয়েছেন, ভালো কথা, তবে আর কিছুদিন অপেক্ষা করে দেখলে হয়না? অন্য কোন ভাবে হয়তো টাকার ব্যবস্থা হয়ে যাবে।
১১|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:২৩
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:২৩
এম আই এইচ রাজন বলেছেন: ভাই অপেক্ষা করেছেন, আর কয়েকটা দিন  অপেক্ষা করেন। ইদানিং মার্কেট ভালো যাচ্ছে।
তারপরও যদি না হয় তাহলে আপনার কিডনির দাম তিন (৩) থেকে পাঁচ (৫) লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। আর যদি কোন দয়ালু ব্যাক্তি বা ভালো কোন সুযোগ পেয়ে যান তাহলে ৮/১০ লক্ষ টাকাও বিক্রি করতে পারবেন।
এ ক্ষেত্রে আপনি ভালো কোন হাসপাতালে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন ।
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:০৪
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:০৪
শেয়ার কথা... বলেছেন: কিছুদিন আগে ২লাখ ৩লাখ... ৫লাখ টাকা পরিচিত জনদের কাছে চাওয়া মাত্রই পেতাম। এখন বুঝতেছি ৫ টাকা ১০ টাকার কি মুল্য।
ভাই আমার মিনিমাম ১০ থেকে ১৫ লাক্ষ টাকার প্রয়োজন।
আমি জানি, এখনও যদি আমার নিজের জন্য কিডনির প্রয়োজন হত এবং তাতে যদি ২০-২৫ লাখ টাকাও খরচ হত এবং তা আমার পরিবার নির্দ্বিধায় করত।
-----------------------------------------------------
আসলে, যখন বিপদ আশে তখন খুব কাছের মানুষ গুলও দুরের হয়ে যায়। সবার কাছেই আপনি তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে যাবেন।  
আমি আম্মুকে বলেছি, তোমাদের টাকা যেভাবেই হোক আমি ফিরিয়ে দিব। তাই আমাকে আমার কথা রাখতেই হবে....।
১২|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:৪৩
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:৪৩
অন্ধ তীরোন্দাজ বলেছেন: আমার এক ছোট ভাইয়ের ভাগনের দরকার। আপনি যদি সত্যিই বিক্রি করতে চান তাহলে এইখানে মেইল করেন।
[email protected]
  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:৪৪
২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:৪৪
শেয়ার কথা... বলেছেন: যদি তাদের আর্থক অবস্থা ভাল হয় তাহলে আমার মোবাইল নাম্বারটা তার কাছে দিয়ে দেন।
১৩|  ২৩ শে জুন, ২০১১  দুপুর ২:৫৩
২৩ শে জুন, ২০১১  দুপুর ২:৫৩
মারভিন বলেছেন: হিমেল বাতাসে দুলে মৃদু কাশফুল
নদীর দু-কূল তাই আনন্দে আকুল,
এক চিলতে মেঘ, আর এক টুকরো আলো
কিছুই চাই না আমি, শুধু তুমি থাকো ভালো
আল্লাহ আপনার মঙ্গল করুক, আমিন
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:০৬
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:০৬
শেয়ার কথা... বলেছেন: ধন্যবাদ।
১৪|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:২৪
২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:২৪
সবুজ মানব বলেছেন: কিডনির দাম বেশী না ৫০০-৬০০ টাকা হবে। :> 
আপনে কি কিডনি বেচে আইফোন কিনবেন নাকি ভাই???
১৫|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:৪৩
২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:৪৩
কলমবাঁশ  বলেছেন: 
ভাই আমিও একটা কিডনি বিক্রী করতে চাই। রক্তের গ্র“প AB(+)Ve। দামটা একটু ভালো মানের হওয়া দরকার। উল্লেখ্য যে, আমি শেয়ার ব্যবসা করি না, আর এতে লসও খাই নাই। । টাকাটা অন্য কাজে দরকার। ভাই আপনি কোন ব্যবস্থা করতে পারলে আমাকেও একটু ইনফর্ম কইরেন। 
[email protected]
১৬|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:৪৩
২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:৪৩
কলমবাঁশ বলেছেন: [email protected]
১৭|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:৪৫
২৩ শে জুন, ২০১১  বিকাল ৩:৪৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি একটা কিডনী, একটা চোখ, একটা হাত, একটা পা বেচুম   
 
১৮|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৪:২০
২৩ শে জুন, ২০১১  বিকাল ৪:২০
সোজা সাপটা বলেছেন: যে হারে আপনার পোস্টে আইসা সবাই ঠ্যাং ঠুং নাড়ি ভুড়ি বেচা শুরু করছে তাতে খুব শীঘ্রই আপনার আর কিছু বেচা হচ্ছেনা।
আর আপনাকে বলি  শেয়ার মার্কেট যদি ভালো না হয় তবে কিডনি প্রাইসও কম পাবেন আর  শেয়ার মার্কেট ভালো তো আপনার কিডনিও বেচা লাগছেনা।
সে যাই আপনার সৎ উদ্দেশ্য সফল হোক
১৯|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:০২
২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:০২
কিছুক্ষণ বলেছেন: আমি ফুল বডি বিক্রি করুম... চোখ, কিডনি, ব্লাড, লিভার যা যা লাগে খুইলা খুইলা নিতে পারবেন... ব্লাডগ্রুপ ও+ .... কত দিবেন কন!?
২০|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:৩০
২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:৩০
অনিক বলেছেন: একটা কাক কোন কারণে মৃত্যুবরণ করলে শত শত কাক তার কাছে এসে কা কা চীৎকার করে সমবেদনা জানায় অথচ কোন মানুষের বিপদে আমরা মানুষ নামের কিছু পশু সমবেদনাতো জানানো দূরের কথা পারলে তার লাশ নিয়ে উৎসবে মেতে উঠি। আমরা নাকি শ্রষ্ঠ জীব- আমাদের শ্রেষ্ঠত্বের কারণেই আমরা অন্যকে তাচ্ছিল্য করতে ভালবাসি। মানুষকে উপহাস করতে ভালবাসি। আসলে মানুষ যতক্ষণ না নিজে কষ্ট ভোগ করছে ততক্ষণ পর্যন্ত অন্যের কষ্টটা বুঝতে পারেনা। আল্লাহ্ না করুন পোস্টদাতার মতো আপনারা তেমন বিপদে না পরেন। তাহলে বুঝতেন মানুষ কোন পর্যায়ে গেলে তার নিজের শরীরের অঙ্গ বিক্রি করার জন্য মরিয়া হয়ে ওঠে। 
আল্লাহ্ সবার মঙ্গল করুন।   
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৩২
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৩২
শেয়ার কথা... বলেছেন: ভাইয়া আমি এখন আর কার কথায় কিছু মনে করিনা। যার যা ইচ্ছা বলুক..। 
আমার মা ই আমাকে বুঝল না.... আর এরাতো....
এই টাকাটা যে আমাকে কিডনি বেচে দিতে হবে এমন অবস্থা কিন্তু আমার ফ্যামিলির না। 
কিন্তু তাদের চাপ আমি নিতে পারছিনা। এই অবস্থায় তাদের নাকি টাকা লাগবে। আগে আমি আম্মুকে শান্তনা দেবার জন্য  বলেছিলাম অল্প টাকা লস আছে চিন্তা করনা (আসলে লসের পরিমান আনেক অনেক গুন বেশি)। এখন আম্মু বলছে সেই অল্প লস দিয়েই তাদের টাকা দিয়ে দিতে।
এখানে একটা কথা আছে। শেয়ার মার্কেট ভাল হলেও আমি আগের যায়গায় যেতে পারব না কারন, আমার পরিচিত জনদের কাছথেকে যে টাকা নিয়েছিলাম তার সবেই তাদের এই খারাপ মার্কেটে দিয়ে দিতে হয়েছে। তাই আমার হতে এখন খুবই সামান্য টাকা আছে। এখন ইন্ডেক্স ১০০০০ হলেও এ টাকা দিয়ে সেই আগের যায়গায় পৌছানো সম্ভব না।
২১|  ২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:৫৪
২৩ শে জুন, ২০১১  বিকাল ৫:৫৪
রিফাত হোসেন বলেছেন: ১ম কথা বিক্রি করার দরকার নাই ।
২য় কথা যেহেতু মূল্যবান অংশ তাই অবশ্যই অল্প দামে বিক্রি করবেন না ।
৩য় কথা  Click This Link  পড়ে দেখেন 
সেই মোতাবেক দামক ২ কি ৩ লাখ টাকায় বা হায়েস্ট ৫ টু ১০ হতে পারে বৈকি কিন্তু তা ভাগ্য জুটবে কি না !
কিন্তু আমার কথা হল শরীরের অপরিহার্য অংশ মাত্র ২ কি ৫ লাখ টাকায় বিক্রি করবেন ???????
এতে আমি বেনিফিট দেখছি না । 
যদি  পারেন ১৫ কি ২০ লাখ টাকায় বিক্রি করুন । বা আরও দামে তাহলে পোষবে ০. ০০০০০১ %
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:১৩
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:১৩
শেয়ার কথা... বলেছেন: ধন্যবাদ.....। আমার ১০ থেকে ১৫ লক্ষ টাকা প্রয়োজন। 
পেপার, পত্রিকায় খোজ করছে। দোয়া করবেন যেন এমন একটি পার্টি পেয়ে যাই।
২২|  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৪৯
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৪৯
বিপ্লব কান্তি বলেছেন: পৃথীবিতে মানুষ বড়ই অসহায়, তাই না !!!!
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৪৫
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৪৫
শেয়ার কথা... বলেছেন: ঠিক তাই..।
২৩|  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৫০
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৫০
আন্ধা পোলা বলেছেন: ভাই কিছু মনে কইরেন না গায়ে পইড়া উপদেশ দেই " আরেকটু ভাইবা দেখেন" 
  
   
   
 
আল্লাহ আপনার সহায় হোন!
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৪৭
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৪৭
শেয়ার কথা... বলেছেন: ভাবতে গেলেনই মন দুর্বল হয়ে পড়বে। তাই ভাবতে ইচ্ছা করে না। 
আপনাকে ধন্যবাদ। 
২৪|  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৫৮
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৬:৫৮
মুরুববী বলেছেন: আপ্নের বয়স কত ?
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৩৯
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৩৯
শেয়ার কথা... বলেছেন: ২৪ বছর।
২৫|  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:০৮
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:০৮
ইশতে আশিক বলেছেন: যত কষ্ট হোক বেচবেন না। কেননা আর্থক সংকটের কারনে যখন একবার বিক্রি করার চিন্তা করেছেন ভবিষ্যতে বড় কোন চিন্তা করতেও পিছপা হবেননা। চোখ বন্ধ করে সয়ে যান যা হচ্ছে আপনার উপর।একটানা একটা উপায় হয়েই যাবে। ইনসাল্লাহ হয়ত বা এক বছর পর আজকের এই দিনের কথা চিন্তা করে মনে মনে বলবেন কি পাগলামোটাইনা আমি করতে গিয়েছিলাম।
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৫২
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৫২
শেয়ার কথা... বলেছেন: “ইনসাল্লাহ হয়ত বা এক বছর পর আজকের এই দিনের কথা চিন্তা করে মনে মনে বলবেন কি পাগলামোটাইনা আমি করতে গিয়েছিলাম।” 
আপনাদের এই ভাল ভাল কথা গুলই মনটাকে কেমন যেন করে দেয়।  
২৬|  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:১০
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:১০
শিপু ভাই বলেছেন: আপনি সাফ সাফ জানিয়ে দেন- "এখন কোন টাকা পয়সা দিতে পারব না। যেদিন পারব সেদিন দিব।"
কিডনি বিক্রির চিন্তা বাদ দেন। ফালতু চিন্তা। সবাই এজন্যই মজা কর্তেছে। বেঁচে থাকলে আপনি নিশ্চই টাকা কামাতে পারবেন। 
আল্লাহকে স্মরন করুন। মায়ের পায়ে পড়ে যান। পজিটিভলি নতুন করে আয় করার চেস্টা করুন। "পুরুষ মানুষের" মত বাচুঁন।
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৫৭
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৫৭
শেয়ার কথা... বলেছেন: “পজিটিভলি নতুন করে আয় করার চেস্টা করুন। "পুরুষ মানুষের" মত বাচুঁন।”
আপনাদের এই ভাল ভাল কথা গুলই মনটাকে কেমন যেন করে দেয়।
২৭|  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৪৮
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৪৮
সজীব আকিব বলেছেন: 
না, ধার নিয়ে তা যদি বিশেষ কোনো কারণে ফেরত দিতে না পারেন তবে কিডনি বিক্রি করে দিতে হবে এমন কোনো নিয়ম কোথাও নেই। 
  ২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৫৬
২৩ শে জুন, ২০১১  সন্ধ্যা  ৭:৫৬
শেয়ার কথা... বলেছেন: কিন্তু কি করব বলেন...। প্রতিদিন এই যন্ত্রনা আর ভালোলাগেনা।
২৮|  ২৩ শে জুন, ২০১১  রাত ৮:১১
২৩ শে জুন, ২০১১  রাত ৮:১১
এফ এন এফ বলেছেন: 
সবগুলো কমেন্ট পড়লাম, আপনি এখন যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি এই সিদ্ধান্ত আরো পাচ বছর আগে নিয়েছিলাম, তখন আমার অবস্থা (আপনার কমেন্ট অনুযায়ী) আরো অনেক বেশী খারাপ ছিলো। কিন্তু আমার শেষ পর্যন্ত কিডনী বিক্রী করতে হয় নাই। মহান আল্লহ আমাকে ওই অবস্থা থেকে আমাকে এখন অনেক ভালো রেখেছে। আমি আপনাকে একটা কথাই বলবো আপনি এই সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসেন, আর কিছুটা ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে। 
  ২৩ শে জুন, ২০১১  রাত ১০:২১
২৩ শে জুন, ২০১১  রাত ১০:২১
শেয়ার কথা... বলেছেন: দোয়া করবেন।
২৯|  ২৩ শে জুন, ২০১১  রাত ৮:২৬
২৩ শে জুন, ২০১১  রাত ৮:২৬
জাফরুল বলেছেন: দোয়া করি যেন ভালো দামে বিক্রি করে আপনার শুভ উদ্দেশ্য হাসিল করতে পারেন। আমিন।
  ২৩ শে জুন, ২০১১  রাত ১০:১৮
২৩ শে জুন, ২০১১  রাত ১০:১৮
শেয়ার কথা... বলেছেন: ধন্যবাদ।
৩০|  ২৩ শে জুন, ২০১১  রাত ৯:২৯
২৩ শে জুন, ২০১১  রাত ৯:২৯
কিছুক্ষণ বলেছেন: হুমম এমন কিছুই ভাবছিলাম তাই একটু মজা করছিলাম... দু:খ পাইওনা ছোট ভাই.... কিন্তু এখন যা বলব তাতে কষ্ট পাও এইটা আমি চাই....
"ইচ্ছা করতেছে ঠাডাইয়া একটা থাপ্পর মাইরা তোমার কানের পর্দা ফাটাইয়া ফালাই. গেছিলা জুয়া খেলতে এখন হাইরা আইছ কিডনি বেচতে... মিয়া তোমার তো ২টা কিডনিই বেচা উচিৎ একটা বেইচা ধার শোধ করবা আরেকটা বেইচা কিছু আবার শেয়ারে খাটাবা, কিছু এমএমএল ব্যবসায় আর কিছু দিয়ে একটা প্লাস্টিকের কিডনি কিনে নিবা... ২৪ বছর বয়স, গেছিলা জুকারবার্গ (ফেসবুকের মালিক)হইতে? আরে সেই বেটা তো টাকা ঢালছে আইডিয়ার পিছনে, আর তুমি ঢালছ শুন্যের পিছনে...হয় ইউনি এর লাস্ট ইয়ার না হয় মাত্র পাশ করে বের হইছ.. কোন কষ্ট না করেই আংগুল ফুলে কোটিপতি হওয়ার ইচ্ছা!! এখন আবার আইছ আরেকটা জুয়া খেলে ১৫ লাখের সমস্যা সলভ করতে...তুমি তো মিয়া জীবনেও টাকার মুল্য বুঝবা না!! ১৫লাখ টাকা তিলে তিলে পরিশ্রম করে আয় কর তাহলে বুঝবা..."
বেশি কইয়া ফালাইলে সরি... এখন আসো সমাধানে...
" তোমার পরিবার যেহেতু তোমার জন্য ২০-২৫ লাখ নির্দ্বিধায় খরচ করত তাহলে বলা যায় তোমাদের আর্থিক অবস্থা কিডনি বেচার মতন না... মিয়া বাঘের মতন ১দিন বাচো... বিলাইয়ের মতন ১০০বছর বেচে কি কোন লাভ আছে? বাসায় গিয়ে মাকে সব কথা বলে কান্না করে পা ২টা ধরবা... মায়ের মন সন্তানের বিপদে গলবেই... কোন না কোন সাহায্য সে তোমাকে করবেই.... যদি কোনই সাহায্য না করে বাসা থেকে বের হয়ে যার যার কাছ থেকে টাকা নিছ সবার কাছে এক এক করে যাবা আসল অবসথা বলবা... এরপরে বলবা যে টাকা ফিরিয়ে দিবা তোমাকে যেন সময় দেয়, লাগলে চুক্তিপত্র সই করবা... আর তারা রাজি না হলে বলবা আপনারা চাইলে পুলিশ ডাকতে পারেন... আমার কিছু করার নাই... মিয়া তেলাপোকার মতন বেচে থেকে কি লাভ, পারলে মিয়া মানুষের মতন বাচ.... তেলাপোকার কথা কেন বললাম জানো? তেলাপোকা পৃথিবির সবচেয়ে প্রাচীন প্রানীদের মধ্যে একটা...এরে কেউ পাত্তা দেয় না মনে রাখে?!! এরপরে যদি আবার জুয়া খেইলা একলাফে বড়লোক হইতে ইচ্ছা করে তাইলে থাপড়াইয়া আরেক কানের পর্দা ফাটাইয়া দিব."
যাউগ্গা কিছু মনে কইরো না...ভাল থাক...
৩১|  ২৩ শে জুন, ২০১১  রাত ৯:৩৮
২৩ শে জুন, ২০১১  রাত ৯:৩৮
কিছুক্ষণ বলেছেন: জীবনের জন্য টাকা, টাকার জন্য জীবন না... টাকা আসবে যাবে এটাই দুনিয়ার নিয়ম... পরিশ্রম কর, ধৈর্য ধর এক সময় লাইফে অনেক টাকার মালিক হবা...শুধু শুধু জীবনের এক কঠিন সময়ে নিজের ক্ষতি করোনা... পরে কোটি কোটি টাকা দিয়েও সেটা মেক-আপ দিতে পারবা না....
  ২৩ শে জুন, ২০১১  রাত ১০:২২
২৩ শে জুন, ২০১১  রাত ১০:২২
শেয়ার কথা... বলেছেন: সময় করে এত বড় কমেন্ট করার জন্য ধন্যবাদ সাথে বকা দেবার জন্যও। আসলে আমার এই কষ্টের কথা গুলো পরিচিত কার কাছে শেয়ার করতে পারছিনা। তাই ভেতরে ভেতরে আর বেশি ভেঙ্গে পড়ছি।
তবে এখন আপনার এবং আরও ভাইয়াদের কমেন্ট পড়ে কেন যেন আবার বাঁচতে ইচ্ছা করছে। জানিনা এই ইচ্ছাটা কত সময় ধরে রাখতে পারব।
দোয়া করবেন আমার জন্য।
আম্মুকে বলার একটা প্লান করছি...।
৩২|  ২৩ শে জুন, ২০১১  রাত ৯:৫৫
২৩ শে জুন, ২০১১  রাত ৯:৫৫
আমি-মুসাফির বলেছেন: সবকিছুর পরও উনি আপনার মা।
সবকিছু মায়ের কাছে খুলে বলুন(যদি ওনার হার্টফেল করার সম্ভাবনা না থাকে),  তার পর মায়ের পরামর্শ নিন এবং সেমত চলুন। দেখবেন জীবন অনেক সূখের হবে। 
  ২৩ শে জুন, ২০১১  রাত ১০:০৬
২৩ শে জুন, ২০১১  রাত ১০:০৬
শেয়ার কথা... বলেছেন: আগামীকাল জবাব দিব...। 
ভেবে দেখি অন্য কোন পথ খুজে পাইকিনা।
৩৩|  ২৩ শে জুন, ২০১১  রাত ১০:২৪
২৩ শে জুন, ২০১১  রাত ১০:২৪
নীল-দর্পণ বলেছেন: পরিবারের ছেলেকে ধার দিয়েছে সেটা আবার লসে পড়েছে বলে ফেরত নেওয়ার জন্যে চাপ!! 
কিডনী, চোখ বেচার মত চিন্তা না করে বাঁচার মতন বাঁচুন। 
বিপদের সময় কেউ সাথে না থাকলেও আল্লাহ আছে। 
চিন্তা-ভাবনা করুন
আর কিছু করতে না পারি শুভকামনা ও দোয়াত করতে পারি আপনার জন্যে। সেটাই করলাম
  ২৩ শে জুন, ২০১১  রাত ১১:০১
২৩ শে জুন, ২০১১  রাত ১১:০১
শেয়ার কথা... বলেছেন: এখানে দোস আমারই কারন আমি আম্মুকে বলেছিলাম আমার তেমন লস নেই, তাই এখন আম্মু বলছে যা লস হয়েছে তাতোহয়েই গিয়েছে বাকি যা আছে তা তুলে দিতে।
আমি ভেবেছিলাম সুধু সুধু বাসার সবাইকে টেনশনে রেখে লাভ কি... মার্কেটতো ভাল হয়েই যাবে। কিন্তু এর মাঝে (এই খারাপ মার্কেটে) আমি অন্য যাদের কাছ থেকে টাকা এনেছিলাম তার সবই ফিরিয়ে দিতে হয়েছে। এখন আমার হাতে সামান্য কিছু টাকা আছে। মার্কেট ভাল হলেও সেটা দিয়ে আর আগের অবস্থানে ফিরে যাওয়া যাবেনা। যদি এই অবস্থায় সাবার টাকা না দেওয়া লাগত তাহলে হয়ত কিছু দিন অপেক্ষা করলে হত...। 
উদাহরন, ধরুন আপনি ২০লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন।
এর মধ্যে আপনার পরিবারের থেকে ১০লক্ষ এবং বাকি ১০ লক্ষ অন্য মাধ্যম থেকে।  এখন সেই ২০ লক্ষ টাকার শেয়ার হয়েছে ১৩ লক্ষ টাকা। এই অবস্থায় আপনার ধারকরা ১০লক্ষ টাকা সবাইকে ফিরিয়েদিতে হল। তাহলে আপনার হাতে থাকল মাত্র ৩ লক্ষ টাকা। 
তো এবার একটু ভেবে বলুনতো এই ৩লক্ষ টাকা আমি কিভাবে আম্মু হাতে তুলে দেই। যেখানে সে জানে বেশি হলে ১ থেকে দেড় লক্ষ টাকা লসে আছি।
আর অপেক্ষা করলেও কি এই ৩লক্ষ টাকা সেই ১০ লক্ষ টাকার কাছে যাবে?
হ্যা, যেতে পারত যদি সাবার টাকা এই মুহুর্তে আমার দেওয়া না লাগত।  
আগে ভাবতাম শেয়ার ব্যবসা করে আবার ফকির হয় কিভাবে? একটা শেয়ারতো আর ০ টাকা কখনও হবেনা। এখন বুঝি কিভাবে ফকির হয়।
৩৪|  ২৪ শে জুন, ২০১১  রাত ১২:২২
২৪ শে জুন, ২০১১  রাত ১২:২২
মেকগাইভার বলেছেন: যদি মানূষের মতন বাচটে চান তাহলে কিডনি বেচে টাকা দেবেন কেন? আপনি সুস্থ সবল মানূষ আপনি ৮-১০ হাজার টাকার চাকরি তো অন্তত পাবেন। তাহলে গায়ে খেটে মাসে ৫ হাজার টাকা করে ফেরত দেন।
৩৫|  ২৪ শে জুন, ২০১১  রাত ১২:৫০
২৪ শে জুন, ২০১১  রাত ১২:৫০
স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাই, একই সমস্যায় পড়েছি আমিও........!!! তবে ভেঙ্গে পড়িনি........!! মা'কে সোজাসুজি বলে দিয়েছি......... "একটা পয়সা লস দিয়েও কোনো শেয়ার বিক্রি করে তোমাকে টাকা ফেরত দিতে পারবনা....তুমি যত পারো চিল্লাচিল্লি করো....তবুও এখন টাকা দিতে পারবনা....." 
.......মা ও আমার কথা কিছুটা হলেও মেনে নিয়েছে!!! আমাকে আরো ১ বছর সময় দিয়েছে কারন আমার উপর উনার বিশ্বাস একটু বেশীই.... হয়তোবা একটু কঠোরতা দেখিয়েছি, কিন্তু সেটা সবার ভালোর জন্যই....পরে মাফ চেয়ে নিলেই হবে....কারন মা তার সন্তানকে মাফ করবেনা তো কে করবে????!!!!!!   
   
   
 
.............তোমাকে বলছি, তোমার মা'র সাথে খোলাখুলি কথা বল!! তোমার সমস্যার কথা জানাও!!! সমাধান চাও(মা হয়তোবা শেয়ার ব্যবসা সম্পর্কে  তেমন কিছু নাও জানতে পারে, তবুও কাজটা করো..!! এতে কি লাভ, তা পরে বুঝতে পারবা....!!   
   
   )...মনে হয় বেটার রেজাল্ট আসতে পারে......!!!
 )...মনে হয় বেটার রেজাল্ট আসতে পারে......!!!
..............সবশেষে বলি, জীবন নিয়ে জুয়া খেলা বাদ দাও!!! জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা কর!!! সবচেয়ে আসল কথা, কারো ধিক্কারে কান দিওনা......!!! তুমি যা করেছ, ঠিক করেছ!!! ব্যবসায়ে তুমি আজ যে লস খেয়েছ, তার জন্য দায়ী শুধু তুমি একা না!!! তার মূলে রয়েছে কতিপয় উচ্চ পদস্থ সুশীল ব্যক্তির কালো হাত!!! তুমি তাদের ধোঁকাবাজির শিকার!!! আর তুমি যদি ধোঁকাবাজির শিকার হও, সেটার জন্য তো আর পুরোপুরি তোমাকে দোষ দেওয়া যায়না....!!! ব্যবসায় লাভ লোকসান দুটাই আছে, এটা মেনে নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা কর.....!!!!
৩৬|  ২৪ শে জুন, ২০১১  রাত ১২:৫২
২৪ শে জুন, ২০১১  রাত ১২:৫২
বনলতাসেন বলেছেন: sudhu dhuklam apnar ai post a comment korar jonno... ami dordrro poribar ar chele. amar jomano sob taka.. khub e alpo apnar tulonai..invest korechilam share a.. bolte paren amar 60% nai hoia gece.. ta o asa chari nai.. share ar ses dekhe charbobo... Allaha vorosa 6 month khub koste katisi. akhon net a kichu kaj taj kore chalchhi. apnake unurodh korbo je ja boluk kane tula dea pore thekn.. vule o kidni bechar nam nnean na.. Allaha ek matro sokol somossar spdhan korte paren.. Inshallaha Allaha khub taratari apnar somossar somadhan kore diben...
৩৭|  ২৪ শে জুন, ২০১১  রাত ১২:৫৪
২৪ শে জুন, ২০১১  রাত ১২:৫৪
দু-পেয়ে গাধ বলেছেন: আপনার মানসিকতা বুঝলাম কিন্তু সমর্থন করতে পারলাম না। আপনার যদি টাকা ফেরত দেবার মতন অবস্থা না থাকে তবে এখন দেবেন না। যে বস্তু আপনার কাছে নাই তা কেউ আদায় করতে চাপ দেবার কথা ভাবতে পারে তখনই, যখন আপনি কিডনি বেচে টাকা জোগাড়ের মতন চিন্তা করবেন।
যার টাকা ফেরত দেবেন তাঁর কি অবস্থা এতই খারাপ যে টাকার অভাবে মারা যেতে বসেছেন? তা না হলে এমন সিদ্ধান্ত বোকামি।
যা বুঝলাম আপনি এর আগে শেয়ার ব্যবসা করে দুম করে কোটি টাকা  বাগাতে চেয়েছিলেন। এখন আবার দুম করে ১০/১৫ লাখ চাইছেন। বাস্তবে ফিরে আসুন, লাখ লাখ টাকা দুম করে হয় না, তার পিছনে সময় এবং চিন্তা দুটোই লাগে।
৩৮|  ২৪ শে জুন, ২০১১  রাত ১:০৬
২৪ শে জুন, ২০১১  রাত ১:০৬
দু-পেয়ে গাধ বলেছেন: আর একটা কথা, আপনি কি জানতেন না যে ব্যবসায় লোকসান হতেই পারে। তবে নিশ্চয় লোকসান হলে কি করবেন সেটাও ভেবে নেমেছিলেন। তখন কি ঠিক করে এসেছিলেন যে লোকসান হলে কিডনি বেচে দেবেন?
মাথা ঠান্ডা করে চিন্তা করতে না শিখে ব্যবসায় নামাটাই আপনার উচিত হয়নি। এই রকম আবেগ আর সেন্সিটিভ মন নিয়ে কোনো ব্যবসাই করা যায় না। বাস্তবে ফিরুন, আর দশটা সফল ব্যবসায়ী যেভাবে লোকসানের মোকাবিলা করে, তারা এই রকম পরিস্থিতি যেভাবে সামলায় সেই ব্যাপারগুলো জানার এবং ব্যবহার করার চেষ্টা করুন।
ব্যবসার মূল বিষয়টাই আপনি এখনো বোঝেন না। প্রফিট-লস এর অঙ্ক বুঝলে কিডনি বেচে টাকা শোধ করার কথা চিন্তাই করতেন না। (এটা পুরোটাই লস।) 
বাজার ওঠার অপেক্ষা করুন আর সেই সময়টা শেখার কাজে লাগান। যেদিন আবেগ বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন সেদিন ব্যবসা করা উপযুক্ত হবেন।
৩৯|  ২৪ শে জুন, ২০১১  রাত ১:১৯
২৪ শে জুন, ২০১১  রাত ১:১৯
নরকের দেবদূত বলেছেন: ভাই এই দুনিয়াতে মা-ই আপনার সবচেয়ে আপনজন, আপনার সমস্যা তিনি অবশ্যই বুঝবেন। তাই যান, মাকে সব খুলে বলুন, কান্নাকাটি করে ক্ষমা চান। কিডনি বিক্রির কথা ভুলে যান, নতুনভাবে চিন্তা করা শুরু করেন, নতুনভাবে বেঁচে থাকেন।
শোভন এক্স বলেছেন: একটা কিডনির একটাই যদি নস্ট হয়ে যায় তখন আপনি কি করবেন ভেবে দেখেছেন?
শোভন ভাইয়ের কথাটাও ভেবে দেখেন।
৪০|  ২৪ শে জুন, ২০১১  রাত ১:৩৭
২৪ শে জুন, ২০১১  রাত ১:৩৭
নিভৃত নয়ন বলেছেন:  অনেকে খুব সুন্দর সুন্দর সাজেশন দিছে তাই আলাদা করে কিছু বলার প্রয়োজন দেখছি না।
আপনি আমার সমবয়সী তাই উপদেশ দেয়া মানায় না,বন্ধুত্তের মতো একটা কথাই বলব,
  ২৪ টা বছর,২৪*৩৬৫ দিন।এতদিন ধরে আজকের এই পরিনত আপনি।আর সেই নিজেকে এতদিনে গড়ে তোলার পর আজ শুধুমাত্র মানসিক শান্তির জন্য ধ্বংস করে দিবেন?
বলছেন মায়ের কথা,যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে আপনাকে দুনিয়ার আলো দেখাল,আর তিনি বুঝবেন না আপনার কথা!!!!!!!!বলার মতো বলুন।বলতে হয় দেখে বলবেন টা না,সন্তানের মতো মায়ের কাছে গিয়ে বলুন।তিনি অবসসই বুঝবে।
মা বুঝবে না?//ওকে বুঝল না।মাকে বলুন মা,কিডনি বিক্রি করে তমার টাকা এনে দিচ্ছি।থাপ্পর একটা খাবেন নিশ্চিত।(মনে হয়না এটা করার দরকার হবে)
আমার নিজের কথা বলি,তখন ভার্সিটি লাইফের শেষ দিকে,ভর্তি পরিক্ষায় খারাপ হুয়ার কারনে নিজের আর বাবা মার সপ্ন অনেক আগেই অনেকটা ধ্বংস করছি।শেষ দিকে এসে একটা বিসয়ে ফেল করলাম।ফার্স্ট ক্লাস মিস হয়ে যাওয়া প্রায় নিশ্চিত।বের হয়ে যে বেকার বসে থাকতে হবে তার শতভাগ গ্যারান্টি।অথচ চারটি বছর ধরে বাবা মাকে বলে আস্তেছি যে ভালো রেসালত আছে।সেই সময় আবার আমার প্রেমিকার অন্নের সাথে বিয়ে হয়ে যাওয়া অবস্থা।ফেল করার কারনে এমন অবস্থা যে চার বছরে বের হতে পারব কিনা জানিনা।আর তখন পরিবার কে কি বুঝাব।সেই সময় মাথায় আত্মহত্যার ভুত চাপছিল মারাত্মক ভাবে।সবচেয়ে অপরাধি মনে হচ্ছিল আমার সহজসরল বাবা মা আর সেই মেয়েটি যে আমাকে নিয়ে এত সপ্ন দেখে।একটা একা হলের ছাদে গিয়ে কদেছি কত।কোন লাভ নাই শুধু হতাশা বারে।
ডেল করনেগির বই পরতাম।একটা কথা হটাত বেশি ভালো লাগল,সমস্যাগুলো খণ্ডিত করে এক এক সমাধান করুন।
জেই ভাবা সেই কাজ।প্রথমেই আম্মুকে ফোন,প্রায় চল্লিশ মিনিট মোবাইলে আমি সব সত্য কথা বলে দিছি তবু কাদতে কাদতে।আম্মু কিছু বলে নি,শুধু শুনছে।তাতেই মনটা হালকা।
আজ চার বছরে অনার্স শেষ।ফার্স্ট ক্লাস আছে।ব্যাচের ১২০ জনের ভিতর সবার আগে চাকুরী পাইছি।বাসা নিয়ে আম্মুকে কাছে এনে একসাথে থাকি।আরামে আছি।ভালো আছি।
আমার এত কথা,নিজের কথা বলার পিছনে একটায় কারন আত্মহত্যার কথা কত ভাবক্সহি,ছাদে দাড়িয়ে ভেবছি লাফ দিব।কিন্তু দেই নি বলেই মনে হয় আজ কিছুটা হলেও মানসিক সান্তিতে জিবঞ্জাপন করতে পারতেছি।,বন্ধু হার মেনো না।ভালো সময় তোমার জন্য অপেক্ষা করতেছে।শুধু দরকার মানসিক শক্তি আর অদম্য ইচ্ছা।
আর ফালতু চিন্তাভাবনা সম্পূর্ণ বাদ দিয়ে পসিটিভ কিছু ভাবুন।নিজের জীবনকে মূল্যবান ভাবুন।আশা করি সাওবকিছু দ্রুত সাভাবিক হয়ে যাবে।
৪১|  ২৪ শে জুন, ২০১১  রাত ২:২৭
২৪ শে জুন, ২০১১  রাত ২:২৭
পাস্ট পারফেক্ট বলেছেন: আপনেরে ধইরা দুই গালে ২ চটকনা মারতে ইচ্ছা করতাসে। বাসায় সাফ জানায় দেন না কেন যে- টাকা পয়সা দেওন যাইবো না, তোরা যা পারোস কর!!!!!!!!!!!!!!!
খুব বেশি অসুবিধা হৈলে বাসা থেকে পলান। বান্দারবান, কক্সবাজার, সুন্দরবন ঘুইরা আসেন। ভালা লাগবো। আর পারলে একটা প্রেম করা শুরু করেন।
জীবন বহুত সুন্দর। এমন হেলাফেলা করলে একদিন এমন রিটার্ন পাইবেন যে আর আফসোস করা ছাড়া কিছুই করার থাকবো না।
৪২|  ২৪ শে জুন, ২০১১  রাত ২:৪৫
২৪ শে জুন, ২০১১  রাত ২:৪৫
অ্যামাটার বলেছেন: আপনারে সামনে পাইলে কানের নীচে ঠাডায়ে একটা চড় মারতে মঞ্চাইতেছে।
৪৩|  ২৪ শে জুন, ২০১১  রাত ৩:০৩
২৪ শে জুন, ২০১১  রাত ৩:০৩
তন্দ্রাহারা বলেছেন: বুঝতে পারছি আপনি অনেক ঝামেলায় আছেন। তার পরও একটা প্রশ্ন করি, একবার ভেবে দেখুন, আপনি যখন আপনার কিডনি বিক্রি করা টাকা আপনার মা এর হাতে তুলে দিবেন, তখন আপনার মা এর মনের অবস্থা কেমন হবে? চোখ বন্ধ করে একবার উনার সেই মুখটা ভাবার চেষ্টা করুন।
আল্লাহ আপনার সহায় হোন।
৪৪|  ২৪ শে জুন, ২০১১  রাত ৩:০৫
২৪ শে জুন, ২০১১  রাত ৩:০৫
রাখালীয়া বলেছেন: মায়ের সাথে রাগ করতে হয় না ভাইয়া।একটু সাহস করে উনাকে সব খুলে বলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে।ভালো থাকবেন।
৪৫|  ২৪ শে জুন, ২০১১  রাত ৩:১৭
২৪ শে জুন, ২০১১  রাত ৩:১৭
িবিডেপম বলেছেন: আপনার লেখায় কমেন্টস দেওয়ার জন্য লগিন করলাম।আমি বাংলা টাইপ তেমন জানিনা।কিবোর্ড দেখে টাইপ করি।এখন ল্যাপটপে।তাই বাংলাও নাই।অনেক কষ্টে লিখতে হচ্ছে।আপনার আবেগের আমি সন্মান করি।আমি হলেও তাই চিন্তা করতাম হয়তো। বা ঘর থেকে বের হয়ে যেতাম।যেদিন টাকা ফেরত দেওয়ার সমার্থ হতো সেদিন এসে ফিরত দিতাম।অথবা চিতকার করে বাসায় জানিয়ে দিতাম অনেক লস হয়েছে।যেদিন পারবো পুরোটা শোধ করে দিব।তোমরা যদি বলো ঘর থেকে বের হয়ে যাব।যেদিন টাকা শোধ করতে পারব ফিরব।
যাই হোক উপদেশ দেওয়া সহজ।কিন্তু বাস্তবতার মুখে আপনাকেই পড়তে হবে।আমার আশেপাশে অনেকেই আছে, যারা আপনার চেয়ে অনেক বেশী বিপদে আছে।যদি শেয়ার ছাড়া অনলাইনে কিছু করতে চান আমাকে মেইল করতে পারেন: [email protected] ।শুভ কামনা রইল।
৪৬|  ২৪ শে জুন, ২০১১  রাত ৩:২৮
২৪ শে জুন, ২০১১  রাত ৩:২৮
চশমখোর বলেছেন: শেয়ার বাজারে শুধু আপনি একাই নন। আরো লক্ষ লক্ষ লোক ধরা খেয়েছে। তাই বলে তারা কিডনি বেঁচে দিবে? আমার বন্ধুদের মধ্যে সবার অবস্থাই খুব খারাপ। তারপরও তারা আশা করে আছে একদিন শেয়ার বাজার আবার চাঙ্গা হয়ে যাবে এবং ওরা আবার হাসবে। 
ভাই জীবনে বেঁচে থাকলে টাকার অভাব হবে না। একটু ধৈর্য্য ধরেন দেখবেন সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা পৃথিবীর সবচেয়ে আপনজন। মাকে বুঝিয়ে বললে মা অবশ্যই বুঝবে। বিপদের দিনে মা ই তো আপনার পাশে দাঁড়াবে বন্ধুর মতো। মাকে সবকিছু খুলে না বললে মা আপনার পাশে দাঁড়াবে কেমন করে? মাকে সবকিছু খুলে বলুন দেখবেন তিনি অবশ্যই আপনার এই বিপদের দিনে আপনাকে সাপোর্ট করবে।
ভালো থাকবেন এই দোয়াই করি। উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। 
৪৭|  ২৪ শে জুন, ২০১১  রাত ৩:৪২
২৪ শে জুন, ২০১১  রাত ৩:৪২
মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: chokhe pani dhore rakhte parlam na.shudhu cmnt korar jonno mob theke login korlam. Shurutei amar kach thekeo etka chotkana grohon korun. Etogula manush er ei upodesh,onuvuti kivabe oggrajjo korben?
Ektu kheyal kore dekhun doridro ei deshe eto nai,corruption,vejal er modhdhe amra beche achi etai ki beshi na?
Mayer pa dhore pore thakun...
Valo thakun.allah apnar mongol korun.
৪৮|  ২৪ শে জুন, ২০১১  ভোর ৪:৫৮
২৪ শে জুন, ২০১১  ভোর ৪:৫৮
আশিক মাসুম বলেছেন: আমিও বাচতাম চাই.....।  
   
 
৪৯|  ২৪ শে জুন, ২০১১  ভোর ৫:০২
২৪ শে জুন, ২০১১  ভোর ৫:০২
রিয়েল ডেমোন বলেছেন: হুম  
  
 
পোষ্ট হিট   
   
   
 
৫০|  ২৪ শে জুন, ২০১১  ভোর ৫:১৭
২৪ শে জুন, ২০১১  ভোর ৫:১৭
এ হেলাল খান বলেছেন: জীবন একটাই একে উপভোগ করুন। কেন শুধু শুধু সর্বনাসা পথে পা বাড়াচ্ছেন। সম্ভব হলে আপনার মাকে এই পোষ্টটা পড়তে দিন। আপনার জন্য শুভ কামনা।
৫১|  ২৪ শে জুন, ২০১১  ভোর ৫:২৫
২৪ শে জুন, ২০১১  ভোর ৫:২৫
কামরুল হাসান শািহ বলেছেন: ১ মাসের জন্য পালিয়ে যান। সব ঠিক হয়ে যাবে।
৫২|  ২৪ শে জুন, ২০১১  ভোর ৬:২২
২৪ শে জুন, ২০১১  ভোর ৬:২২
রাখাল ছেলে বলেছেন: ekta kothai boli, shamanno kichu takar jonno e kaz na kore, onno kichute involve hoon, jemon job ba onno kichu, maake kichu na bolleo buzhe niben. Kosto korun, samne onek shomoy pore ache
  ২৪ শে জুন, ২০১১  রাত ১১:৪৮
২৪ শে জুন, ২০১১  রাত ১১:৪৮
শেয়ার কথা... বলেছেন: কস্ট করে ছোট থেকেই বড় হব। দোয়া করবেন আমার জন্য।
৫৩|  ২৪ শে জুন, ২০১১  ভোর ৬:৩০
২৪ শে জুন, ২০১১  ভোর ৬:৩০
আন্ধা পোলা বলেছেন: মন দুর্বল হওয়ারই তো দরকার। 
বয়সে ছোটো হমু আপনার নায়লে কিছুক্ষনের কমেন্ট টা রিপলাই করতাম।
অইটা কয়েকবার পড়েন মনটা আর একটু দুর্বল হোক! 
  ২৪ শে জুন, ২০১১  সকাল ৭:৩৫
২৪ শে জুন, ২০১১  সকাল ৭:৩৫
শেয়ার কথা... বলেছেন: এখন মনে হচ্ছে আমি একা নই...।
৫৪|  ২৪ শে জুন, ২০১১  সকাল ৯:২২
২৪ শে জুন, ২০১১  সকাল ৯:২২
১১স্টার বলেছেন: ১নং কমেন্ট টা আমার ছিলো।
আপনি তো আপনার আম্মুকে বলেছেন যে যেভাবেই হোক আপনি টাকা ফেরত দিয়ে দিবেন। সো ধর্য ধরুন সামনে আর একটা চান্স নেন দেখেন ভাগ্য ফিরতে পারে। তখন ব্যবসার টাকা থেকেই ফেরৎ দিবেন। 
আর না হলে আপনার আম্মুকে বলেন একটা কিডনি তে অতোটাকা হচ্ছেনা তোমারা একজন আমার সাথে চলো দুইটা কিডনী বিক্রী করতে হবে তারপর তো আর আমি বাচবোনা তোমরা একজন টকাগুলো নিয়ে আসবে। দেখবেন আপনার আম্মু বলবে না বাবা আমার টাকা লাগবে না আমার সোনা মানিক কে আমি হারাতে চাইনা। হা হা ভালো বুদ্ধি দিলাম ফি পাঠাইয়া দিয়েন।
  ২৪ শে জুন, ২০১১  রাত ১০:৪৩
২৪ শে জুন, ২০১১  রাত ১০:৪৩
শেয়ার কথা... বলেছেন: কত ফি চান বলেন....। বাকি শেয়ার গুল বিক্রি করে আপনার ফি দেই....। হা হা হা
৫৫|  ২৪ শে জুন, ২০১১  সকাল ১১:৪২
২৪ শে জুন, ২০১১  সকাল ১১:৪২
লাল চাঁন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইলো, এছাড়া আমাদের কিইবা করার আছে, আপনার পোষ্টটি পড়ে নিজেকে ধরে রাখতে পারিনি তাই এ পোষ্ট গত রাতে দিয়েছিলাম
  ২৪ শে জুন, ২০১১  রাত ১০:৩৮
২৪ শে জুন, ২০১১  রাত ১০:৩৮
শেয়ার কথা... বলেছেন: আপনারা পাশে ছিলেন বলেই হয়ত...... কি বলব বলেন!
৫৬|  ২৪ শে জুন, ২০১১  দুপুর ১২:২৪
২৪ শে জুন, ২০১১  দুপুর ১২:২৪
আমি রাইন বলেছেন: কিডনি আপনার. রাখেন, বেচে দেন, আপনার খুশি। একটা কথা বলেন আজকে যদি আপনার একটা কিডনি খারাপ হয়ে যায় ,আপনার বাসা থেকে কি  ১০/১৫ লাখ টাকার  অভাবে আপনার চিকিৎসা হবে না? 
কি বলতে চেয়েছি বুঝবেন আশা করি।
আপনার যদি মনে হয় যে কিডনি বেচাই সমাধান, করুন সেটা।
পরে আফসোস করবেন আপনি,আর কারো কিছু আসবে যাবে না।
৫৭|  ২৪ শে জুন, ২০১১  বিকাল ৪:১১
২৪ শে জুন, ২০১১  বিকাল ৪:১১
এ হেলাল খান বলেছেন: আপনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আপনাকে ধন্যবাদ। জীবনটা উপভোগ করুন। চলার পথে অনেক বিপদ আসবে তাই বলে হেরে যাবেন না। শুভ কামনা রইল আপনার জন্য।
  ২৪ শে জুন, ২০১১  রাত ১১:৪৫
২৪ শে জুন, ২০১১  রাত ১১:৪৫
শেয়ার কথা... বলেছেন: ধন্যবাদ।
৫৮|  ২৪ শে জুন, ২০১১  রাত ৯:০১
২৪ শে জুন, ২০১১  রাত ৯:০১
আমি-মুসাফির বলেছেন: কিডনি দেবেন!
আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না, আপনি অনেক মহৎ লোক।
তবে টাকার জন্য নয়, একজন মৃত্যুপথযাত্রীকে বাচাতে কিডনি দিয়েন। 
একজন লোক আপনার কিডনি নিয়ে বেচে থাকবে আর সারা জীবন মনে মনে আপনাকে ধন্যবাদ জানাবে। 
টাকায় জন্য  কিডনি বেচতে হবে না। 
আমি জানি একদিন আপনি অনেক টাকা কামাবেন। বিশ্বাস করলেন না। ৫ বছর পর দেইখেন।
(সঠিক সিদ্ধান্তের জন্য সাধুবাদ।)
  ২৪ শে জুন, ২০১১  রাত ১০:৩৬
২৪ শে জুন, ২০১১  রাত ১০:৩৬
শেয়ার কথা... বলেছেন: “আমি জানি একদিন আপনি অনেক টাকা কামাবেন। বিশ্বাস করলেন না। ৫ বছর পর দেইখেন” 
আপনার এই কথাটাই আমার জন্য অনেক বড় পাওয়া। 
এই পোস্ট এবং পোস্টের প্রতিটি কমেন্ট আমি প্রিন্ট করে একটা ফাইলে রেখে দিব। যদি কোনদিন বড় হতে পারি সেদিন সবাইকে দেখাব।
দোয়া করবেন আমার জন্য যেন বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি। একটা বিজনেস সুরু করতে যাচ্ছি। কাল বাবা মাকে এ ব্যাপারে জানাব।
৫৯|  ২৪ শে জুন, ২০১১  রাত ৯:১০
২৪ শে জুন, ২০১১  রাত ৯:১০
সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানালাম ,সঠিক সিদ্ধান্তটিই নিলেন অবশেষে ...
  ২৪ শে জুন, ২০১১  রাত ১০:৪১
২৪ শে জুন, ২০১১  রাত ১০:৪১
শেয়ার কথা... বলেছেন: আপনারা পাশে ছিলেন বলেই হয়ত পারলাম....। 
দোয়া করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। 
৬০|  ২৪ শে জুন, ২০১১  রাত ১১:০০
২৪ শে জুন, ২০১১  রাত ১১:০০
ডিসকো বান্দর বলেছেন: আমার বিশ্বাস হচ্ছে না! ভাইরে, কিডনি দিয়েন না। আপনি কি ফান করতেছেন??
৬১|  ২৪ শে জুন, ২০১১  রাত ১১:২০
২৪ শে জুন, ২০১১  রাত ১১:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ৩০ নং এ করা িকছুক্ষণ এর মন্তব্যটি শেয়ার ব্যবসা করে এক লাফে শত কোটি টাকার মালিক হতে চান তাদের প্রিন্ট করে বাধিয়ে রাখার অনুরোধ রইল।
আর যারা মুসলিম এবং পরকালে বিশ্বাস করেন, তাদেরকে এই শেয়ার ব্যবসা কতটুকু হালাল/হারাম সেটা একটু ভাল আলেমদের সাথে আলোচনা করে তারপর বিনিয়োগ করার অনুরোধ রইল। আল্লাহর কাছে শুধু চাইলেই হবে না, তার নির্দেশিত পথে চলতেও হবে, তাহলেই আল্লাহ আমাদের ভালবাসবেন... 
  ২৪ শে জুন, ২০১১  রাত ১১:৪০
২৪ শে জুন, ২০১১  রাত ১১:৪০
শেয়ার কথা... বলেছেন: আপনাদের সবার কছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে কিছুক্ষন ভাইয়ার কাছে।
৬২|  ২৫ শে জুন, ২০১১  সকাল ৮:২৭
২৫ শে জুন, ২০১১  সকাল ৮:২৭
নীরব একজন বলেছেন: আজকে একটা কিডনি মাত্র ৫-৬ লাখে বিক্রি করে আপনার শরীরের উপর যে অন্যায় করবেন, তার খেসারত কয়েক বছর পরেই দেবেন অন্য শারীরিক সমস্যায় পড়ে আপনি নিজেও, হাজারটা অসুখে পড়ে অপারেশান, টেস্ট আরো হাবিজাবি নিয়ে কতযে খরচে পড়ে পুরা ফ্যামিলি ফতুর করে দেবেন তা নিজেও বুঝতে পারছেন না। একটা কথা বলি "একটা কিডনি দিয়ে মানুষ কখনোই স্বাভাবিকভাবে বাচতে পারে না" 
কিছুক্ষন ভাইয়ের কথার পরে আর কিছু চলেনা তাও বলি, শেয়ারের থিওরিটিকাল কথা বলে যারা শেয়ারকে নিরাপদ আর হালাল বলে তারা ভুলে যায় বাংলাদেশের মার্কেটে থোরাই এইসব থিওরি মানা হয়, যা হয় তা স্রেফ জুয়া। একটা মানুষ যদি গালাগালি ভাল পারেও, সেটা গালাগালিই এটাতে ক্রেডিটের কিছু নাই। যে শেয়ার ভাল বুঝে, সে জুয়াটাই ভাল বোঝে, এতা ক্রেডিটের কিছু নাই। আমার বয়সও আপনার মতোই, মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে আছি, আল্লাহ আমাকে আপনার মত সমস্যায় কখনোই ফেলেনাই আলহামদুলিল্লাহ তবে আজকে যাই হইনা কেন তাও সহজে আসিনাই। শুধু শেয়ার না শর্টকাটে, আর পরের টাকায় ব্যবসা করে অল্প সময়ে কখনই ভাল পর্যায়ে যেতে পারবেননা গ্যারান্টিড। 
মার উপরে কেউ নাই, তিনি হয়ত এখন মানসিক চাপে আপনাকে বুঝতে পারেননাই কিন্তু যে সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন শুধু এটাই বলি এখনো তিনি আপনাকে যেদিন জন্ম দিয়েছিলেন, সে সময়ে যেমন একটা ছোট্ট নিষ্পাপ অসহায় পুতুলের মত দেখেছিলেন, আজো সেভাবেই দেখেন আপনি ২৪ বছর বয়সের হলেও, আল্লাহ আপনাকে আপনার বিপদ থেকে তাড়াতাড়ি বের করে আনুন। 
ভালো থাকবেন। 
৬৩|  ২৫ শে জুন, ২০১১  সকাল ১১:২৫
২৫ শে জুন, ২০১১  সকাল ১১:২৫
মানবী বলেছেন: আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে জেনে ভালো লাগলো।
কিডনী বিক্রী করলে হয়তো মায়ের টাকা শোধ দেয়া যেতো, খুব বেশী হলে আপনার আশানুযায়ী আরো পাঁচ লাখ টাকা হাতে আসতো। ভেবে দেখুন, যদি সামান্যতম এদিক ওদিক হতো(এধরনের অ্পারেশনে সব সময় বড় ছোট অনেক ঝুঁকি থাকে) তাহলে আপনার কিডনীর দামের চেয়ে অনেক অনেক বেশী অর্থ খরচ হতো আপনার পরিবারের।
তেমন অঘটন না ঘটলেও আপনি যে সব দিক দিয়ে বর্তমানের মতো স্বাভাবিক জীবন যাপনে সক্ষম হতেন এমনও নয়। আপনি মায়ের টাকা শোধ হতো, তবে সেই পর্যন্তই.. তাঁকে কখনও আরো ১০-২০লক্ষ টাকা হাতে এনে দেবার ইচ্ছেটা স্বপ্ন থেকে যাবার সম্ভাবনা বেশি ছিলো। মাত্র ২৪ বছর বয়সে কিডনী বিক্রীর সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এখন হয়তো কিছু সময় নিবে, তারপরও আপনি পড়াশুনা শেষ করে সাহস, আত্মবিশ্বাস আর পূর্ণ কর্মক্ষমতা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ে কঠিন পরিশ্রম করে ইনশাহআল্লাহ ২০ লক্ষ টাকার চেয়ে ঢের গুন বেশী উপার্জন করবেন, আপনার মা'র মুখেও হাসি ফুটবে।
ভালো থাকুন।
৬৪|  ২৫ শে জুন, ২০১১  সকাল ১১:৪৫
২৫ শে জুন, ২০১১  সকাল ১১:৪৫
আমি-মুসাফির বলেছেন: আমার মনে হয় এখনি আপনার নতুন কোন ব্যবসা শুরু করা উচিৎ হবে না। কারন মানুষ যখন ঝামেলায় পড়ে এবং হতাশ হয়ে যায় তখন একের পর এক ভুল সিদ্ধান্ত নেয় (সব শেয়ার বেচা, কিডনি বেচা ইত্যাদি)।  প্রথমে আপনার উচিৎ কিছু দিন রেস্ট নেয়া, পারলে বাইরে কোথাও কয়েকদিন বেড়িয়ে আসুন, প্রকৃতির মাঝে।
তারপর পারলে একবছর চাকুরী করুন। 
আমি জীবনে অনেক রকম ব্যবসা করেছি, কয়েকটি চাকুরীও করেছি। আমার মনে হয় ব্যবসা করার আগে ১-২ বছর চাকুরী করলে ভালো ধারনা হয়। 
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১১  সকাল ১১:৫৪
২৩ শে জুন, ২০১১  সকাল ১১:৫৪
১১স্টার বলেছেন: আপনি কি শেয়ার ব্যবসার ক্ষতি পূরণ করবেন কিডনী বিক্রী করে?