নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথে পান্তরে

সাহারিয়ার নেওয়াজ

সাহারিয়ার

সাহারিয়ার › বিস্তারিত পোস্টঃ

ღ_অভিমানী ভালোবাসা_ღ

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

খুব অবাক হয়েছিলাম,যেদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে!!

আজ ও অবাক হলাম,যখন তুমি বললে,ফিরতে চাও তুমি!!

নতুন করে ভালোবাসতে চাও!!



আমি তো বদলাই নি,সেই যেমন ছিলাম ঠিক তেমনি আছি।।সেই ভালো লাগার মূহূর্তগুলোও বেশ মনে আছে।।আগে তোমায় নিয়ে ভবলে,তোমার মিষ্টি হাসি টা ভেবে,নিজেও মনে মনে হাসতাম।।

এখন ও ভাবি,তবে তোমায় নিয়ে নয়,তুমি ছেড়ে চলে যাবার পরের সেই মূহূর্তগুলোকে,খুব মনে পড়ে।।



একটিবারের জন্য হলেও ফিরে তাকাও নি তুমি,বার বার ফিরিয়ে দিয়ে তুমি আমাকে,

সেই তুমি এখন নিজেই ফিরতে চাইছো??

কেন?



এখন তুমি কাদোঁ আমায় ভেবে,তোমার অশ্রু গড়িয়ে বালিশ ভিজে,

আর্শ্চয্য তাই না!!

খোদা তোমায় আমার সেই কষ্টের প্রাপ্তি গুলো ফিরিয়ে দিয়েছেন,যেই স্মৃতি আজ ও বয়ে বেড়াচ্ছি নীরবে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

রাইসুল নয়ন বলেছেন: অভিমান করে লাভ কি ভ্রাতা !!
রমণীরা শুধু রমণ খোঁজে, হৃদয় এর কি বা মূল্য আছে তাদের কাছে !!

অবাক দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া কি ই বা করার আছে !!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

রাইসুল নয়ন বলেছেন: অভিমান করে লাভ কি ভ্রাতা !!
রমণীরা শুধু রমণ খোঁজে, হৃদয় এর কি বা মূল্য আছে তাদের কাছে !!

অবাক দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া কি ই বা করার আছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.