নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথে পান্তরে

সাহারিয়ার নেওয়াজ

সাহারিয়ার

সাহারিয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর বিজ্ঞাপন

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

আজকের প্রথম আলো তে মোট ১৭ টি বিজ্ঞাপন দিয়েছে, ইউএসএ, কানাডা, ইউকে, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, মালয়শিয়া, স্পেইন সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে কখনও বিনা বেতনে, কখনও স্বল্প সময়ে ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে, সবচাইতে আশ্চর্য্য লাগল ইউএসএ, কানাডা IELTS ছাড়া ভর্তির সুযোগের কথা বলে (GRE/TOEFL এর কথা বলে কথা বোধোয় জানেইনা !!!)। ১টা না ২টা না ১৭ টা প্রতিষ্ঠান প্রথম আলোর মত প্রধান পত্রিকায় ভাওতাবাজীর বিজ্ঞাপন দিয়েছে!!!! যেখানে পোলাপাইন GRE/TOEFL-এর স্কোর নিয়ে এপ্লাই করে রিজেকটেড হয়ে যায়, সেখানে কিভাবে তারা GRE/TOEFL/ IELTS- ছাড়া ইউএসএ / কানাডা তে ভর্তি করে দিবে আল্লাহ জানেন! টাকা পেলেই দ্বায়িত্বশীল পত্রিকার এ ধরনের প্রতারকদের বিজ্ঞাপন ছাপিয়ে দিচ্ছে, বুঝিনা তাদের ছাপানোর আগে দায়িত্বটা কি মাথায় থাকেনা ??? যেসব দেশের বিজ্ঞাপন দিয়েছে আমার জানামতে সেসব দেশে টাকা দিয়ে পড়তে চাইলেও GRE/TOEFL/ IELTS/ Some special scholarship and ইউরোপের কয়েকটি দেশ ছাড়া মোটেও সম্ভবনা, অন্ততপক্ষে ইংলিশ স্পিকিং দেশেতো না-ই!!! পররাষ্ট্র মন্ত্রানালয়ের এই বিষয়টা সিরিয়াসলি বিবেচনায় আনা উচিৎ, মিডিয়াই বা চোখে কি টিনের চশমা পড়ে থাকে নাকি!!! ২টি বিজ্ঞাপনে দেখলাম প্রতিষ্ঠান প্রধানের ছবি সহ দেওয়া। আমি ৩ বছর যাবৎ এই লাইনে খোঁজাখুজি করা পাবলিক, আমারতো মনে হয় আমি যতদূর জানি কোন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি লাগে উনারা তাও জানেনা !!! অনলাইনে গিয়ে গুগোল আংকেলরে জিগাইলেই সেই দেশের ভর্তি প্রক্রিয়া সব পাওয়া যাবে !!!! উনারা ১-২-৩ হাজার টাকার বিজ্ঞাপন নিশ্চয়ই এমনি এমনি দিচ্ছেনা !!! ২-৩ টা মুরগী নিশ্চয়ই পায়!!! এগোলা দেখার কি কেও নাই ????



S M Atique Chowdhury

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

সাদা-কালো বলেছেন: যে দেশের চাদে সাইদির ছবি দেখা যায় সেদেশে মুরগি পাওয়া যাবেনা??? তবে এর দায়ভার সরকারের

২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২

হানযালা বলেছেন: যে কোনো পত্রিকার সবচেয়ে বড় মিথ্যা বিজ্ঞাপন।
প্রেস ইন্সটিটিউট বিষয়গুলো দেখতে পারতো। দলবাজি করেই তাদের দিন পার হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.