নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

একটা জারজ সন্তানের আদ্যোপান্ত

০১ লা জুন, ২০১৫ রাত ১২:১২

আমি রানা ( ছদ্দনাম ) । সমাজের দেওয়া আমার অন্য একটা নাম আছে,সকলে আমাকে জারজ বলে ডাকে। লোকে মুখে শুনা আমার জন্ম ফরিদপুরের দৌলদিয়া পতিতালয়ে। নাম না জানা কনো এক পুরুষ আর এক মহিলার বৈধ বা অবৈধ দহৈক মিলনের ফল আমি। আমার জন্মও হয়তোবা কনো এক মহিলার গর্ভে, যখন আমি তার গর্ভে তখনি এই সমাজ আমাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে আগুন্তুক জারজ সন্তান হিসাবে । প্রকৃতির অপরিবর্তনশীল নিয়মে যে জননীর গর্ভে আমার জন্ম,আমি তাকে বা তার স্বামী / খদ্দের কে দেখিনি কখনো। আমার জানতে ইচ্ছা হয়, দেখতে ইচ্ছা হয় ঐ জননীর স্বামীকে যার পৌরুসত্তের অভিলাষে কনো এক মেয়ে/মহিলার পুণ্য/ পাপের ফল আজকের আমি। আমি প্রশ্ন করতে চাই ঐ পুরুষকে তার শরীরের এই বাসনা তাকে কতক্ষণ শান্তিতে রেখেছিলো? আমি জানতে পারি নাই ঐ মহিলা বা তার স্বামীর নাম। আমি দেখেছি কি তাদের? হয়তোবা না। আমি জানতে পারিনি মা নামের সেই মহিলার বীরত্বগাথা,তেমনি জানতে পারিনি সেই জন্মদাতা পিতা নামের পুরুষের পরিচয় যে আমার জন্মের মাঝে বপন করে গেছে তার প্রতি সমাজের অমোঘ ভালোবাসা। আমি ঘৃণা করি সেই অজানা পিতাকে যে আমার মাকে শারীরিক সম্ভোগের পর হত্যা করেছে । আমি বড় হয়েছি বাস্ত এই শহরের বিভিন্ন রেল ইষ্টিশনে ,প্রতিটা রেলগাড়ি এসে তুমাদের নিয়ে যায় তোমাদের প্রিয়জিনের কাছে,কিন্তু কনো গাড়ি আসে না আমাকে নিয়ে যাবার উদ্দেশে। এই আমি আর ঐ রেল গাড়ি পাশাপাশি পড়ে থাকি এক অমোঘ আশায়, হয়তো কনো এক মৌশল কালে দেখা হবে তুমাদের সাথে আমাদের। যখন কনো ছেলেকে দেখি তার মায়ের কাছে বায়না ধরতে,তখন আমারও খুব ইচ্ছা করে আমার জননীকে খুঁজতে,তখন খুঁজি আমার মাকে বিশ্বের সকল মায়ের প্রতিমূর্তিতে। আপনাদের এই সভ্য সমাজে আমাদের দাম আপনাদের বাসার অতি আদরের কুকুরের থেকেও কম। কিন্তু আপনাদের কাছে একটা দাবি নিয়ে আছি আপনাদের এই সমাজে আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে জারজ হিসাবে স্বীকৃতি দেন তাহলে অন্যদের সাথে আমাদের একটা পার্থক্য পরিলক্ষিত হবে।

লেখাটা শুরু করার পরে আমার এক ছোট ভাই আমাকে বলল বাপন ভাই শিরোনামটা পরিবর্তন করে “ তথাকতিত একটা জারজ সন্তানের আদ্যোপান্ত” দিলে বেশি মানানসই হবে, কারণ আমরাও এই সমাজেরই প্রতিনিধি, তাই সমাজ যাদেরকে জারজ বলে আমরা সেই বলাকে প্রত্যাখ্যান করি। সেজন্যই "তথাকথিত" শব্দটি জুড়ে দিয়ে নিজেদের অবস্থানকে জানাতে চাই। ভাই আমি তুমার ভাবনার প্রতি পূর্ণ সন্মান রেখে বলি আসলে তথাকথিত বললাম না কারণ জারজ সন্তান কথাটির মাঝে যে নেগেটিভিটি আছে আমার চিন্তা তার সাথে সমান্তরালে চলে না। জগতের সকল "জারজ" সন্তানদের প্রতি আমার একধরণের অনুভুতি কাজ করে যেটাকে সহানুভুতি কিংবা সমবেদনা বলে তাদের খাটো করার ধৃষ্টতা করতে আমি পিছিয়ে যাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.