![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
গত ঈদের কিছুদিন পরেরে কথা,যশোর থেকে ঢাকা আসতে হবে খুব জরুরী তলব। টিকেট কিনতে যেয়ে দেখি টিকেট নাই । যাইহোক পাশের এক কাউন্টারে দেখলাম এক ভদ্রলোক চিৎকার করতেছে আমি ওই ছিটে যাবনা । দরকার হলে আমি আজ ঢাকায় যাবনা । আমি খুব খুশি মনে যেয়ে মনির ভাইকে বললাম ভাই টিকেটটা আমায় দেন । মনির ভাই বলল তুমি সত্যিই যাবা??আমি বললাম কেন নয়? তার পর etc............
যাইহোক আমার পাশের ছিটের লোকটার নাম পরিচয় একটু পরেই দেয়া যাক। বাসে উঠলাম ছিটেও বসলাম । একটু পর দেখি সবাই আমার দিকে এমন ভাবে তাকায় আছে,মনে হলো বাসে নতুন কনো জানোয়ার উটেছে। নিজের দিকে মনের অগোচরে একবার তাকালাম,তখন মনে হলো,না আমিতো ঠিকই আছি তাহলে??
তাহলে হ্যাঁ আমাদের দিকে তাকিয়ে আছে সবাই। কিছু সময় পর আমি আমার পাশের ছিটের লোকটাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি?? কোথাই যাবেন??উনি বলল আমি ঢাকা যাবো আর আমার নাম ববি জানেনতো আমারদের নামের আগেপিছে কিছু থাকতে নেই ।আমি বোকার মতো জিজ্ঞাসা করলাম কেন ? উনি বললেন আমরা কনো ধর্মেরনা । মানুষের নামের আগে থাকে তার ধর্মের বিশেষণ। আমরাতো জড় বস্তু না,আবার আমরা জানোয়ারো না,তাহলে আমরা মানুষ কি??(মৃদু হাসি)।
একটু পর আমি আবারো জিজ্ঞাসা করলাম আপনি কোথায় গেয়েছিলেন ? উনি বললেন আমারতো মা নাই,তাই সর্দারের কাছে গিয়েছিলাম। আচ্ছা মা ছাড়া কি কেও পৃথিবীতে আসতে পারে ?থাক যুক্তি তর্কে নাইবা গেলাম। ও হ্যাঁ উনার পরিচয় দেবার কথা ছিল।
উনি একজন হিজড়া ।আচ্ছা হিজড়া দের সম্পর্কে একটু বলি পৃথিবীতে যখন মানবজাতির আবির্ভাব তখন থেকে এই হিজড়া দেরও আবির্ভাব। হিজড়া শব্ধটা এসেছে আরবি হিজরত থেকে যার আভিধানিক অর্থ পরিবর্তন । ইংরেজিতে বলে ইউনাক । পৃথিবীতে দুই ধরনের হিজড়া রয়েছে। পুরুষের মতো শারীরিক গঠন আর মানসিকভাবে নারীর স্বভাব, তাদেরকে অকুয়া বলা হয়। এছাড়া, অন্য প্রকৃতির যারা তাদেরকে জেনেনা বলা হয়। অকুয়া ও জেনেনা জাতির হিজড়া হচ্ছে প্রকৃতির সৃষ্টি। আর মানুষের হাতে সৃষ্ট বা ক্যাসট্রেড পুরুষদের বলা হয় চিন্নি। তাহলে উনিওতো কনোনা কনো মায়ের সন্তান ,তবে তিনি তার মা নেই বললেন যে,থাক সেই প্রশ্ন আর নাইবা করি কি বলেন?
আচ্ছা আমরা সমাজের এই ভদ্র বেক্তি গুলো সব সময় বলি হিজড়ারা যেখানে সেখানে কাপড় উদাম করে ফেলে অনেকেই চাঁদাবাজী, সন্ত্রাসী ও অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে। হ্যাঁ আমিও স্বীকার করতেছি কিন্তু কেন করে??যে সমাজে একজন বাক্তি নিজের মাকে মা বলে ডাকতে পারবেনা,বোনটাকে কাছে নিয়ে আদর করতে পারবে না,কনো পাবলিক বাসে উঠতে পারবে না,মসজিদ,মন্দির,গির্জায় যেতে পারবেনা । ইস্খুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়য়ে যেতে পারবেনা,যে সমাজের লোক তাদের দিয়া যৌন ক্ষুদআ নিবারন করে তাহলে তারা মানুষ কি ? পেটের ক্ষুদার জন্য আমরা কোটি কোটি টাকা ঘুষ খাই,সুদ খাই আর তারা বাজারে গিয়ে বিষ টাকা চাঁদা চাইলেই দোষ?
হ্যাঁ দোষতো অবশ্যই ওরা কি আর আমাদের মতো ভদ্র ব্যাক্তি না কি!!আমি উনার সাথে যতটা সময় কথা বলেছি আমার সব প্রশ্নের উত্তর কেন জানি প্রশ্ন করার আগেই পেয়ে যাচ্ছিলাম। আমি যদি খুব বড় বড় কথা বলে থাকি,তাহলে ক্ষমা চাচ্ছি মোল্লা,পূরিত,ফাদার,গুণীজন সবার কাছে আপনাদের কাউকে কটাক্ষ করে আমার এই লেখা না । নেহাত শখের বসত লেখা । আজ ভুপেন হাজারীর একটা গানের কথা মনে পড়তেছে
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না…ও বন্ধু।।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২
শাহরিয়ার বাপন বলেছেন: বিষয়টা কি আমরা অমানবিক করে তুলতেছি না?আর চাঁদাবাজি তার জন্ন্য দায়ি কারা?
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
কালীদাস বলেছেন: এরা যেধরণের চাঁদাবাজি করে এবং মাইন্ড গেম খেলে, পাবলিক এদের সাধে ভয় পায় না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২
শাহরিয়ার বাপন বলেছেন: ভাই একটা মানুষ তখনি জীবন বাজি রাখে,যখন এই সমাজ তাকে বাধ্য করে।আর এই গেমে একটাই অপশন চাঁদাবাজি,নতুবা মৃত্যু। আপনি ভিকটিম হলে কি করতেন?
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭
নিউ মার্কেট বলেছেন: ভাই আমার মনে হয় আপনার কথাটা একপাক্ষিক হয়ে গিয়েছে। আমার এও মনে হয়েছে আপনি এর ভুক্তভোগী হন নাই কখনও। আপনাকে সাজেস্ট করবো নিয়মিত ট্রেন ভ্রমণের জন্য।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
শাহরিয়ার বাপন বলেছেন: ভাই আমি একপাক্ষিক বা প্রাদেশিক কথা বলতেছি না,কথাটা হলো হক বা নাগরিক অধিকার।আশা করি বুঝতে পেরেছেন
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
পুলক ঢালী বলেছেন: বেশ কিছুদিন আমি নিয়মিত ট্রেনে ভ্রমন করেছি ওরা জীবন ধারনের জন্য টাকা চায় ১০টাকা করে দিয়ে দিতাম কারো সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি টাকা না দিলে বলে আমাদের কেউ কাজ দেয়না কিন্তু আমাদের তো ক্ষুধা লাগে কি করবো আপনারা বলেন তোরা বল ইত্যাদি ইত্যাদি। টাকা না দিলে কি আর করবে হয় ভেংচি কাটবে আর না হয় অঙ্গ ভংগী করবে। ওদের কাছে সুশীল আর সৌজন্যমূলক ব্যবহার আশা করলে বলবো ওদের কি লেখাপড়া করার শিক্ষা নেওয়ার সুযোগ আছে ? সুশীল সুস্থ্য মানুষেরা যেখানে মাদক সন্ত্রাস অসামাজিক কার্যকলাপে লিপ্ত সেখানে সুযোগ বঞ্চিত হিজরাদের দোষ খুঁজে লাভ কি ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
শাহরিয়ার বাপন বলেছেন: ধন্যবাদ পুলক ভাই আপনার অতি মুল্ল্যবান কিছু কথার জন্ন্য
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
মাঘের নীল আকাশ বলেছেন: বাংলাদেশের হিজরারা পূনর্বাসিত হতে চায় না, কারণ চাঁদাবাজী তাদের অনেক বড় একটি আয়ের পথ এবং অন্যের ভয় পাওয়াটাকে এরা উপভোগ করে...এটাই বাস্তবতা!
লেখক সম্ভবতঃ কখনও হিজরা আক্রমনের শিকার হন নাই!
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
শাহরিয়ার বাপন বলেছেন: ভাই পূনর্বাসন করার পূর্বে তাদের প্রতি মানবিকতার হাত বাড়াতে হবে।আর তাদেরকে আমরাই পুশুতে রুপান্তর করতেছি,আর বাস্তবতা এই যে পশু মানুষকে ভয় দেখাবে।একবার শুধু একবার তাদের জায়গাই গিয়ে দাড়িয়ে দেখেন না,দৃষ্টিকোণ পরিবর্তন হয়ে যাবে আপনা আপনি।
হ্যা এটা সত্য আমি কখনো হিজরাদের আক্রমনের শিকার হয় নি,তার মানে এই নয় যে আমি কনো হিজরার সাথে কথা বলি নাই।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অকুয়া ও জেনেনা জাতির হিজড়া হচ্ছে প্রকৃতির সৃষ্টি।-----------------প্রকৃতির সৃস্টি বলতে আপনি কি বোঝাচ্ছেন একটু খোলাসা করে বলবেন!???
আমার বাবুর বয়স ০৩+ হওয়া সত্বেও আমার অনুপস্থিতিতে বাসায় ঢুকে জোর করে ১০০০/- টাকা নিয়ে গেছে....এবং আমার স্ত্রীকে গালিগালাজ করে ...এগুলো দেখে এখন আমার বাবু বাসায় কেউ নক্/বেল বাজালেই ভয় পায়।
আর এদের অন্যায় আবদার প্রতিবাদ করলে পরে দলবল সহ আসে ...( আপনি পুলিশে ফোন করেও কোন সাহায্য পাবেন না)।
সরকার তৃতীয় লিঙ্গের পুনাঙ্গ নাগরিক অধিকার না দিলে আপনি/আমি...কিছুই করতে পারবো না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
শাহরিয়ার বাপন বলেছেন: অকুয়া এবং জেনেনা এরা সৃষ্টিকর্তার সাভাবিক নিয়মে সৃষ্ট যেমন আমি,আপনি। আর আপনার অভিমত নিয়ে নতুন করে কিছু বলার নাই।সরকার....হ্যা হ্যা
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
তাসজিদ বলেছেন: এদের বিষয় টা সত্যি অমানবিক।
তবে এ কথা অস্বীকার করা যাবে না, এরা বর্তমানে সবথেকে বড় চাঁদাবাজ।