![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৫ মার্চ ১৯৭১ রাতে সুইপার রাবেয়া খাতুন রাজারবাগ পুলিশ লাইনের এস এফ
ক্যান্টিনে ছিলেন।পুলিশদের প্রতিরোধ ব্যর্থ হবার পরে ধর্ষিত হন রাবেয়া
খাতুন।সুইপার বলে প্রাণে বেঁচে যান কারণ রক্ত ও লাশ পরিস্কার করার জন্য
তাকে দরকার ছিল সেনাবাহিনীর।এরপরের ঘটনার তিনি যে বিবরণ দিয়েছেন তা এইরকম :
২৬ মার্চ ১৯৭১,বিভিন্ন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের ধরে আনা
হয়।আসা মাত্রই সৈনিকরা উল্লাসে ফেটে পড়ে।তারা ব্যারাকে ঢুকে প্রতিটি
যুবতী,মহিলা এবং বালিকার পরনের কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ করে লাথি মেরে
মাটিতে ফেলে ধর্ষণে লিপ্ত হতে থাকে।রাবেয়া খাতুন ড্রেন পরিস্কার করতে করতে
এই ঘটনা প্রত্যক্ষ করেন।পাকসেনারা ধর্ষন করেই থেকে থাকেনি,সেই মেয়েদের
বুকের স্তন ও গালের মাংস কামড়াতে কামড়াতে রক্তাক্ত করে দেয়,মাংস তুলে
নেয়।মেয়েদের গাল,পেট,ঘাড়,বুক,পিঠ ও কোমরের অংশ তাদের কামড়ে রক্তাক্ত হয়ে
যায়।এভাবে চলতে থাকে প্রতিদিন।যেসব মেয়েরা প্রাথমিকভাবে প্রতিবাদ করত তাদের
স্তন ছিড়ে ফেলা হত,যোনি ও গুহ্যদ্বা্রের মধ্যে বন্দুকের নল,বেয়নেট ও
ধারালো ছুরি ঢূকিয়ে হত্যা করা হত।বহু অল্প বয়স্ক বালিকা উপুর্যুপুরি ধর্ষণে
নিহত হয়।এর পরে লাশগুলো ছুরি দিয়ে কেটে বস্তায় ভরে বাইরে ফেলে দেয়া হত।হেড
কোয়ার্টারের দুই,তিন এবং চারতলায় এই্ মেয়েদের রাখা হত,মোটা রডের সাথে চুল
বেঁধে।এইসব ঝুলন্ত মেয়েদের কোমরে ব্যাটন দিয়ে আঘাত করা হত প্রায়
নিয়মিত,কারো কারো স্তন কেটে নেয়া হত,হাসতে হাসতে যোনিপথে ঢুকিয়ে দেওয়া হত
লাঠি এবং রাইফেলের নল।কোন কোন সৈনিক উঁচু চেয়ারে দাঁড়িয়ে উলঙ্গ মেয়েদের
বুকে দাঁত লাগিয়ে মাংস ছিড়ে নিয়ে উল্লাসে ফেটে পড়ত,কোন মেয়ে প্রতিবাদ করতে
গেলে তখনই হত্যা করা হত।কোন কোন মেয়ের সামনের দাঁত ছিল না,ঠোঁটের দু’দিকের
মাংস কামড়ে ছিড়ে নেয়া হয়েছিল,প্রতিটি মেয়ের হাতের আঙ্গুল ভেঙ্গে থেতলে
গিয়েছিল লাঠি আর রডের পিটুনিতে।কোন অবস্থাতেই তাঁদের হাত ও পায়ের বাঁধন
খুলে দেয়া হত না,অনেকেই মারা গেছে ঝুলন্ত অবস্থায়।
রাজারবাগ পুলিশ লাইনের একজন সুবেদার খলিলুর রহমানের অভিজ্ঞতা এইরকম :
মেয়েদের ধরে নিয়ে এসে,ট্রাক থেকে নামিয়ে সাথেই সাথেই শুরু হত ধর্ষন,দেহের
পোশাক খুলে ফেলে সম্পূর্ণ উলঙ্গ করে ধর্ষণ করা হত।সারাদিন ধর্ষণের পরে এই
মেয়েদের হেড কোয়ার্টার বিল্ডিং এ উলঙ্গ অবস্থায় রডের সাথে বেঁধে ঝুলিয়ে রাখ
হত,এবং রাতের বেলা আবারো চলত নির্যাতন।প্রতিবাদ করা মাত্রই হত্যা করা
হত,চিত করে শুইয়ে রড,লাঠি,রাইফেলের নল,বেয়নেট ঢুকিয়ে দেয়া হত যোনিপথে,কেটে
নেয়া হত স্তন।অবিরাম ধর্ষণের ফলে কেউ অজ্ঞান হয়ে গেলেও থামত না ধর্ষণ।
ডোম পরদেশীর বর্ণনা থেকে নিচের ঘটনাগুলি জানা যায় :
২৭ মার্চ,১৯৭১,ঢাকা মিটফোর্ড হাসপাতালের লাশ ঘর থেকে লাশ ট্রাকে তুলতে গিয়ে
একটি চাদর ঢাকা ষোড়শী মেয়ের লাশ দেখতে পান পরদেশী।সম্পূর্ণ উলঙ্গ লাশটির
বুক এবং যোনিপথ ছিল ক্ষতবিক্ষত,নিতম্ব থেকে টুকরো টুকরো মাংস কেটে নেয়া
হয়েছিল।
২৯ মার্চ শাখারীবাজারে লাশ তুলতে গিয়ে পরদেশী সেখানকার প্রায় প্রতিটি ঘরে
নারী,পুরুষ,আবাল বৃদ্ধ বনিতার লাশ দেখতে পান,লাশগুলি পচা এবং বিকৃত
ছিল।বেশিরভাগ মেয়ের লাশ ছিল উলঙ্গ,কয়েকটি যুবতীর বুক থেকে স্তন খামচে,খুবলে
তুলে নেয়া হয়েছে,কয়েকটি লাশের যোনিপথে লাঠি ঢোকান ছিল।মিল ব্যারাকের ঘাটে ৬
জন মেয়ের লাশ পান তিনি,এদের প্রত্যেকের চোখ,হাত,পা শক্ত করে বাঁধা
ছিল,যোনিপথ রক্তাক্ত এবং শরীর গুলিতে ঝাঝরা ছিল।
ঢাকা পৌরসভার সুইপার সাহেব আলীর ভাষ্যে ২৯ মার্চ তার দল একমাত্র মিটফোর্ড
হাসপাতাল থেকে কয়েক ট্রাক লাশ উদ্ধার করে।তিনি আরমানীটোলার এক বাড়িতে দশ
এগারো বছরের একটি মেয়ের লাশ দেখতে পান,সমস্ত শরীর ক্ষতবিক্ষত,জমাট বাঁধা
ছোপ ছোপ রক্ত সারা গায়ে,এবং তার দেহের বিভিন্ন স্থানের মাংস তুলে ফেলা
হয়েছিল।ধর্ষণ শেষে মেয়েটির দুই পা দু’দিক থেকে টেনে ধরে নাভি পর্যন্ত ছিড়ে
ফেলা হয়েছিল।
৩০ মার্চ ঢাবির রোকেয়া হলের চারতলার ছাদের উপরে আনুমানিক ১৯ বছরের একটি
মেয়ের লাশ পান সাহেব আলী,যথারীতি উলঙ্গ।পাশে দাঁড়ানো একজন পাক সেনার কাছ
থেকে তিনি জানতে পারেন মেয়েটিকে হত্যা করতে ধর্ষণ ছাড়া অন্য কিছু করার
দরকার পড়েনি,পর্যায়ক্রমিক ধর্ষণের ফলেই তার মৃত্যু ঘটে।মেয়েটির চোখ ফোলা
ছিল,যৌনাঙ্গ এবং তার পার্শ্ববর্তী অংশ ফুলে পেটের অনেক উপরে চলে
এসেছে,যোনিপথ রক্তাক্ত,দুই গালে এবং বুকে কামড়ের স্পষ্ট ছাপ ছিল।
’৭১ এ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পাকবাহিনীর একটি বিরাট ক্যাম্পে পরিণত করা
হয়।এখানে বন্দী ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী মঞ্জিলা এবং তার দুই
বোন মেহের বানু এবং দিলরুবা।।তাদেরকে আরো ৩০ জন মেয়ের সাথে একটি কক্ষে
তালাবদ্ধ করে রাখা হয়,সার্বক্ষণিক প্রহরায় থাকতো দুজন সশস্ত্র গার্ড।এই
মেয়েগুলোকে ওই ক্যাম্পের সামরিক অফিসারদের খোরাক হিসেবে ব্যবহার করা
হত।প্রতি সন্ধ্যায় নিয়ে যাওয়া হত ৫/৬ জন মেয়েকে,এবং ভোরবেলা ফিরিয়ে দেয়া হত
অর্ধমৃত অবস্থায়।প্রতিবাদ করলেই প্রহার করা হত পূর্বোক্ত কায়দায়।একবার
একটি মেয়ে একজন সৈনিকের হাতে আঁচড়ে দিলে তখনই তাকে গুলি করে হত্যা করা
হয়।এই বন্দীশালায় খাবার হিসাবে দেয়া হত ভাত এবং লবন।
সাংবাদিক রণেশ মৈত্রের একটি অনুসন্ধান থেকে জানা যায়,রংপুর ক্যান্টনমেন্ট
এবং রংপুর আর্টস কাউন্সিল ভবনটি নারী নির্যাতনের জন্য ব্যবহার করা হত।এখানে
বন্দী ছিল প্রায় একশ মেয়ে এবং প্রতিদিনই চলত নির্যাতন,যারা অসুস্থ হয়ে পড়ত
তাদের হত্যা করা হত সাথে সাথেই।স্বাধীনতার পরে আর্টস কাউন্সিল হলের পাশ
থেকে বহুসংখ্যক মহিলার শাড়ি,ব্লাউজ,অর্ধগলিত লাশ,এবং কংকাল পাওয়া
যায়।প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়,রংপুর থেকে প্রায় তিনশ/চারশ মেয়েকে
ঢাকা এবং অন্যান্য স্থানে পাচার করে দেওয়া হয়,তাদের আর কোন সন্ধান মেলেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান বিভাগের ছাত্র ছাত্রীদের একটি গবেষণায়
জানা যায় রাজশাহীর জুগিসশো গ্রামে মে মাসের কোন একদিন পাকবাহিনী ১৫ জন
মহিলাকে ধর্ষণ করে এবং অন্যান্য নির্যাতন চালায়।এ অঞ্চলের ৫৫ জন তরুনীকে
ধরে নিয়ে যাওয়া হয়।বাঁশবাড়ীয়া গ্রামে পাকবাহিনী প্রায় দেড়শো জন বিভিন্ন
বয়সী মেয়েকে ঘর থেকে বের করে প্রকাশ্যে ধর্ষণ করে।এদের মধ্যে ১০ জনের তখনই
মৃত্যু হয়।
একই গবেষণা থেকে বাগমারা গ্রামের দেলজান বিবির কথা জানা যায়।সময়টা ছিল
রমজান মাস,দেলজান বিবি রোজা ছিলেন।হঠাৎ পাকসেনারা ঘরে ঢুকে পড়ে এবং ধর্ষণ
শুরু করে।একই গ্রামের সোনাভান খাতুনকেও রাস্তার মধ্যে প্রকাশ্যে ধর্ষণ করা
হয়।
১০ ডিসেম্বর যশোরের মাহমুদপুর গ্রামের একটি মসজিদ থেকে এগারোটি মেয়েকে
উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়।তাদেরকে যুদ্ধের সময় প্রায় সাত মাস ধরে
মসজিদের ভেতরেই ধর্ষণ এবং বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়।
যশোর ক্যান্টনমেন্টে চৌদ্দ দিন বন্দী থাকা হারেছ উদ্দিনের ভাষ্যে জানা যায়
ক্যান্টনমেন্টে ১২ থেকে ৫০ বছর বয়সের ২৯৫ জন মেয়েকে আটক রাখা হয়েছিল,তাদের
উপর নির্যাতন চলত প্রতি রাতেই।হারেছ উদ্দিনের সেলটি বেশ খানিকটা দূরে
থাকলেও নির্যাতনের সময় মেয়েদের চিৎকার তিনি শুনতে পেতেন।প্রতিদিন বিকেলে
একজন সুবাদার এসে এসব কে কোথায় যাবে তার একটি তালিকা বানাত,সন্ধ্যা হলেই এই
তালিকা অনুযায়ী মেয়েদের পাঠানো হত।অনেক সময় খেয়াল খুশিমত বাইরে নিয়ে এসে
তাদের এলোপাথাড়ি ভাবে ধর্ষণ করা হত।
কুষ্টিয়ার কুমারখালীর মাটিরহাট গ্রামের ফুলজান যুদ্ধের সময় আট মাসের
গর্ভবতী ছিল,তার বাবা মায়ের সামনেই তাকে কয়েকজন সৈনিক উপুর্যুপুরি ধর্ষণ
করে।তার গর্ভের সন্তানটি মারা যায়।
কুমারখালির বাটিয়ামারা গ্রামের মোঃ নুরুল ইসলামের বর্ণনায় একটি আপাত-অদ্ভুত
ঘটনা জানা যায়।ঐ এলাকার একজন রাজাকারকে একদিন দুজন পাকসেনা মেয়ে যোগাড় করে
দিতে বললে সে তাদেরকে তার বাড়ি নিয়ে যায়,খবর পেয়ে বাড়ির সব মেয়ে পালিয়ে
গেলেও তার বৃদ্ধা মা বাড়িতে থেকে যান।সৈনিক দু’জন রাজাকারটির বুকে রাইফেল
ঠেকিয়ে পালাক্রমে তার মাকে ধর্ষণ করে।এর পরে রাজাকারটির আর কোন খোঁজ পাওয়া
যায়নি।
নারী নির্যাতনের ক্ষেত্রে কম যায়নি বিহারীরাও।নৃশংসতায় তারা কোন কোন সময়
ছাড়িয়ে গিয়েছিল পাকবাহিনীকেও।২৬ মার্চ ’৭১ মীরপুরের একটি বাড়ি থেকে
পরিবারের সবাইকে ধরে আনা হয় এবং কাপড় খুলতে বলা হয়।তারা এতে রাজি না হলে
বাবা ও ছেলেকে আদেশ করা হয় যথাক্রমে মেয়ে এবং মাকে ধর্ষণ করতে।এতেও রাজি না
হলে প্রথমে বাবা এবং ছেলে কে টুকরো টুকরো করে হত্যা করা হয় এবং মা মেয়ে
দুজনকে দুজনের চুলের সাথে বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে ক্যাম্পে নিয়ে
যাওয়া হয়।
খুলনার ডাঃ বিকাশ চক্রবর্তীর কাছ থেকে জানা যায়,সেখানকার পাবলিক হেলথ কলোনি
এলাকায় মুক্তিযুদ্ধের সময়ে স্থাপিত ক্যাম্পে বিপুল সংখ্যক মেয়েকে(প্রায় সব
বয়সের) আটকে রেখে পূর্বোক্ত কায়দায় নির্যাতন চালানো হয়।যুদ্ধ শেষে
ক্যাম্পের একটি কক্ষ থেকে কয়েকটি কাঁচের জার উদ্ধার করা হয়,যার মধ্যে
ফরমালিনে সংরক্ষিত ছিল মেয়েদের শরীরের বিভিন্ন অংশ।অংশগুলি কাটা হয়ে ছিল
খুব নিখুঁতভাবে।
তথ্যসূত্র :
১. ৭১-এর নারী নির্যাতন,কাজী হারুনুর রশীদ সম্পাদিত
২ .বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র,অষ্টম খন্ড,হাসান হাফিজুর রহমান সম্পাদিত
এসকল কুত্তার বাচ্চাদের জন্য আজ হুমায়ুন আহমেদ স্যারের "জোছনা জননীর গল্প" বইটার লিঙ্ক দিলাম
http://www.mediafire.com/?vkrho3ds22velzi
আমার আত্মা ক্ষত বিক্ষত বাংলাদেশীএই কুকুরদের আচরনে। হে মহান শহীদেরা তোমাদের পবিত্র আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থী।
সরি আমার মনটা খুব খারাপ হয়ে আছে। কেন যেন চোখ গোলা হয়ে আসছে।
লেখাটা লেখতে গিয়ে কতবার যে চোখ মুছেছি বলতে পারবনা। আমার মা আমার পাশে ছিলো বলল বেটা ছেলে কি এমন লিখছিস যে মেয়েদের মত কাঁদতে হবে?
মা একটু পড়ে আর বসে থাকতে পারলোনা।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
মতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
২| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৫
সুমন এম রহমান বলেছেন: আজ প্রথম আপনার সাথে একমত হলাম, যারা দেশের মাটিতে ভারত ও পাকিস্তানের দালালী করে তাদের গদাম।
উহারা বেঈমান, বিশ্বাসঘাতক, এরা পিশাচ এরা পশু , এদের জন্যই ৭১ এ হত্যাযজ্ঞ হয়, এদের জন্যই ফেলানীরা মারা যায়। আর এরা দালালী করে রোজগার করে।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: আসুন এই দালাল দের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি
৩| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:১১
দা লর্ড বলেছেন: অনেক ভাল লিখেছেন।
যারা দেশের মাটিতে ভারত ও পাকিস্তানের দালালী করে তাদের গদাম।
উহারা বেঈমান, বিশ্বাসঘাতক, এরা পিশাচ এরা পশু , এদের জন্যই ৭১ এ হত্যাযজ্ঞ হয়, এদের জন্যই ফেলানীরা মারা যায়। আর এরা দালালী করে রোজগার করে।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২০
শরীফ মহিউদ্দীন বলেছেন: লেখাটা আমার নয় বরং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলীল থেকে সংগ্রীহিত কিছু অংশ
৪| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৩
মেঘেরদেশ বলেছেন: যারা দেশের মাটিতে ভারত ও পাকিস্তানের দালালী করে তাদের গদাম।
উহারা বেঈমান, বিশ্বাসঘাতক, এরা পিশাচ এরা পশু , এদের জন্যই ৭১ এ হত্যাযজ্ঞ হয়, এদের জন্যই ফেলানীরা মারা যায়। আর এরা দালালী করে রোজগার করে।একমত
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২১
শরীফ মহিউদ্দীন বলেছেন: কষ্টে শোকে প্রতিবাদের সব ভাষা হারিয়ে ফেলেছি ভাই
৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৭
নষ্ট কবি বলেছেন: পাকি দের কেন যে সাপোর্ট করে কে জানে
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: এই প্রজন্মের কাছে আমরা আমাদের মহান যুদ্ধের কথা তুলে ধরতে পারি নাই তাই হয়তো।
এখন যে বা যারা বাপের নামে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি নামের ব্যবসা করে তারা ও সবচেয়ে বেশী দায়ি।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:২০
অগ্নি দগ্ধ বলেছেন: কিছু অংশ পড়ার পর এর পড়তে পারতেছিনা। মূলত সহ্য করতে পারতেছিনা।
হে মহান শহীদেরা তোমাদের পবিত্র আত্মার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা তোমাদের ভুলবনা।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:২২
মুহাম্মদ ফয়সল বলেছেন: এরা বাংলাদেশী না, এরা জারজ!
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: ঠিক এরা জারজ
৮| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৮
চারু_চারবাক বলেছেন: স্টেডিয়ামে এইগুলারে চটকানো যায় না?
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: ভাবছি নেক্সট ম্যাচে গিয়ে তাই করবো
৯| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৪
বুমবুম বলেছেন: এদের সম্পর্কে বলার কিছুই নাই ..............আমাদের দেশটাই হতভাগা
এইসব কুলাংগার দেরকে এখনো এই দেশ লালন পালন করতেছে
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমাদের দেশটাই হতভাগা
১০| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪০
নাহিদ তামিম বলেছেন: এরা অনেকেই না বুঝে এ সব করতেছে তাদের নিয়ে কেন এত লাফালাফি??? আমাদের দেশে অনেকেই আছে যারা নিরবে বাংলাদেশের ক্ষতি করছে, তাদের জন্য আপনারা কে কি করছেন খুব জানতে মন চায়। একবার নিজেকে প্রশ্ন করুন??? শুধু শুধু এই সব অবুঝদের নিয়ে মেতেছেন
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: দুনিয়ার সব বুজে গার্ল ফ্রেন্ড কিভাবে পটাতে হবে তা বুঝে ।বুঝেনা শুধু স্বাধীনতা তা কি করে হয়।
আসলে এরা বুঝতেই চায়না
১১| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৭
মাহিরাহি বলেছেন: বর্ণনা শুনে মন খারাপ হয়ে গেল।
নাহিদ তামিমের সাথে আমি কিছুটা একমত।
আপনার বর্ণিত এই ইতিহাস নতুন প্রজন্মের অনেকেই হয়ত জানেনা।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: এরা জানতেই চায়না ভাই
১২| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫০
টুকিঝা বলেছেন: সবটুকুন পড়ার ক্ষমতা নাই আমার!!! আর কিছু বলারও নাই, এত কিছুর পরও যারা ওদের সাপোর্ট দিতে পারে তাঁদের উন্নত চিকিতসার দরকার আছে বলে মনে করি!!!
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: লেখাটা লেখতে গিয়ে কতবার যে চোখ মুছেছি বলতে পারবনা। আমার মা আমার পাশে ছিলো বলল বেটা ছে কি এমন লিখছিস যে মেয়েদের মত কাদতে হবে?
মা একটু পড়ে আর বসে থাকতে পারলোনা।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৬
অনির্বাণ রায়। বলেছেন: মুহাম্মদ ফয়সল বলেছেন: এরা বাংলাদেশী না, এরা জারজ!
সব গুলারে গ্যালারী থেকে মেরে ফেলা উচিত । এদের জন্য দেশ কখনোই আগাতে পারবে না ।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: সব গুলারে গ্যালারী থেকে মেরে ফেলা উচিত
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৩
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: চোখ ভিজে গেল পড়তে পড়তে। পৃথিবীর ইতিহাসে এমন দেশ পাওয়া যাবে না, যারা স্বাধীনতার ৪০ বছর পরেও, নিজের দেশের বিপক্ষে হানাদার দেশের খেলায়, হানাদারদের সমর্থন করে। থুতু দেই ঐসব নরকের কীটগুলোর মুখে।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩১
শরীফ মহিউদ্দীন বলেছেন: তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৪
কপালপোড়া বলেছেন: আরে ভাই এরা চিকিৎসার উর্ধে। এদের ধরে ধরে স্টেডিয়ামের উপর থেকে পাছায় লাথি দিয়ে উপর থেকে নিচে ফেলা উচিত। যাতে আর দেশের জন্য এমন লজ্জাজনক কাজ না করতে পারে।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
ইশতিয়াক আহমেদ বলেছেন: ভাই এদের এসব বলে লাভ নেই। ওদের পরিষ্কার যুক্তি খেলা তো খেলাই।
যারা দেশের বিপক্ষে ভারত ও পাকিস্তানের দালালী করে তারা বেজন্মা।
Click This Link
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১০
টকঝালমিষ্টি বলেছেন: আহারে দেশপ্রেম দেখে যারপরনাই প্রীত হলুম দাদা! আরে এরাতো সামান্য দর্শক, খেলা ভাল লেগেছে, পতাকা উড়িয়েছে ঠিকমযমন বাংলাদেশের তরুন কিশোর রা বা্রজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ায় বিশ্বকাপ ফুটবল খেলার সময়, সেরকম। এই সহজ কথাটা বুঝলেন না? এসেছেন এখানে দেশপ্রেম দেখাতে? '৭১ এর পাকি সেনারা যে বর্বরতা চালিয়েছে তার কুশলী ও সরষ বর্ণনা দিয়ে আ ব্লগারের আবেগ উস্কে দিতে?
আরে মশাই নেপালে বাংলাদেশের বেতনে রাষট্রদূত ভৌমিক বাবু বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে যখন তার গাড়ীতে ভারতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়ায়, তখন কটা পোষ্ট দিয়েচছলেন? কবার তার প্রতবাদ করেছিলেন?
দেশপ্রেম অবশ্যই ভাল জিনিস, তবে তা নিয়ে ধান্দাবাজী খুবই ন্যাক্কার জনক একটা বিষয়।
কবে আপনার একটু বুঝতে শিখবেন এসব?
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: শুধু কবি শামসুর রাহমানের মতো বলতে চাইঃ
আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতে
অভিশাপ দিচ্ছি।
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ঞপক্ষ
দিয়েছিলো সেঁটে,
মগজের কোষে কোষে যারা
পুতেছিলো আমাদেরই আপনজনের লাশ
দগ্ধ, রক্তাপ্লুত,
যারা গনহত্যা
করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক
পশু সেই সব পশুদের।
ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাঁড়
করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।
হত্যাকে উতসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভতস গন্ধ দিয়েছে
ছড়িয়ে,
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না
কামনা।
আমাকে করেছে বাধ্য যারা
আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত
সিড়ি ভেন্গে যেতে আসতে
নদীতে আর বনবাদাড়ে শয্যা পেতে নিতে
অভিশাপ দিচ্ছি আজ সেইখানে দজ্জালদের।
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৫
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: এি পোষ্টটা এখন পর্যন্ত ৩০৩ বার পড়া হয়েছে। মাত্র ১৩ জনের ভাল লেগেছে। বাকিদের কি এই পোষ্ট পড়ে ভাল লাগেনি?
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬
নীরব দর্শক বলেছেন: এই ইতিহাসগুলো সবার জানা উচিৎ।
পোষ্টা স্টিকি করা হোক।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩২
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনার দাবীর প্রতি সমর্থন রইলো
২০| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬
নাহিদ তামিম বলেছেন: ষহমত@ টকঝালমিষ্টি
এরা অনেকেই না বুঝে এ সব করতেছে তাদের নিয়ে কেন এত লাফালাফি??? আমাদের দেশে অনেকেই আছে যারা নিরবে বাংলাদেশের ক্ষতি করছে, তাদের জন্য আপনারা কে কি করছেন খুব জানতে মন চায়। একবার নিজেকে প্রশ্ন করুন??? শুধু শুধু এই সব অবুঝদের নিয়ে মেতেছেন।
কোন মুক্তিযোদ্ধার জন্য কি কোন দিন কিছু করেছেন????? তাদের ঘরে গিয়ে দেখেছেন কি তাদের কষ্ট???
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: পাকি দালাল না বুঝে কথা বলবি না। আমার ইতিহাস বলে আমার পূর্বপুরষের আগমনের সংবাদ শুনে অনেক রাজাকার প্যান্ট নষ্ট করে ফেলেছে। আমার পিতার পবিত্র রক্ত আমার শরীরে এবার তোদের প্যান্ট খোলা করে ছাড়বো দেখিস
২১| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৭
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: আইসা পড়ছে ছাগুর পোনা। ধর হালারে, পাছা দিয়া বেয়নেট ধুকায়া দেই।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: দেন তাড়াতাড়ি দেন দেরি করলে ফাকিস্তানে চইলা যাইতে পারে
২২| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৯
অনিক আহসান বলেছেন: @ টকঝালমিষ্টি
নিম চন্দ্র মাথায় গু মাইখা ঘুরলে আপনিও কি মাথায় পুরিষ মেখে ঘুরবেন?
পোস্টে++
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৫
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: @ টকঝালমিষ্টি ও নাহিদ তামিম: আপনারাও কি ঐদিন ষ্টেডিয়ামে ফাকিস্তানের পতাকা উড়িয়েছিলেন নাকি?
@টকঝাল মিষ্টি: আর্জেন্টিনা/ ব্রাজিলরে পাব্লিক সাপোর্ট করে অন্য দেশের সাথে খেলা হলে। বাংলাদেশের সাথে ওদের খেলা হলে ঠিকই বাংলাদেশ সাপোর্ট করে।
আর ফাকিস্তানের খেলা ভালো লাগার কি আছে? যে দেশের অনেক ক্রিকেটার টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং করে, তাদের জন্য ভালোলাগা কি? নৈতিকতা বলে কি কিছুই নাই? অবশ্য ছাগুদেশের সাপোর্টারদের নৈতিকতা না থাকলেও চলে। ৩০ লাখ শহীদের জীবন আর ২ লাখ মা-বোনের সম্ভ্রম লুটের ৪০ বছর পরও যারা ক্ষমা চায়নি, তাদের ছানাপোনা আর জারজ সন্তনদের কাছে নৈতিকতার আশা করাই ভুল।
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩০
এ আর সজল বলেছেন: পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন কর, করতে হবে...............
২৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৬
চারু_চারবাক বলেছেন: @টকঝালমিষ্টি.....কিরে ছাগু, তুইও ছিলি নাকি ঐদিন স্টেডিয়ামে?
২৬| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৫
তাবন বলেছেন: আমারতো মনে হয় গালে পতাকা আকাটাই টকঝালমিস্টি....এই জন্যই শালার লাগতাসে বেশি...পাকি বীর্যের উৎকৃস্ট উদাহারন...পারলে জানটাই দিয়ে দেয়..তো চইলা যাসনা তোর ফ্রিয় ফাকিস্তানে...এইখানে পরিবেশ গন্ধ করস কেনরে বেজন্মা...
২৭| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২
বাউন্ডুলে রুবেল বলেছেন: নেক্সাস বলেছেন: আমার আত্মা ক্ষত বিক্ষত বাংলাদেশীএই কুকুরদের আচরনে। হে মহান শহীদেরা তোমাদের পবিত্র আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থী।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো
উদাস দাওয়ায় ব’সে আছেন – তাঁর চোখের নিচে অপরাহ্ণের
দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল।
স্বাধীনতা, তোমার জন্যে
মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে
নড়বড়ে খুঁটি ধ’রে দগ্ধ ঘরের।
২৮| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২
সামদ বলেছেন:
২৯| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৬
বল্টু মিয়া বলেছেন: দুইডা পাকি বির্য ধরা খাইছে রে। অতি নিম্নমানের ছাগু যত্রতত্র ল্যাদায়
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমি বুঝিনা এরা কি চায় ? এরা কি এই দেশের মাটি ফুল ফলে বড় হয়নাই?
কেন তারা আজো পাকিস্তান পাকিস্তান করে।
স্রষ্টা তার প্রতিশোধ পাকিদের থেকে নিচ্ছেন। দেখন না অফুরন্ত সম্পদ থাকার পর ও দেশটাতে আজ কোন শান্তি নাই।
৩০| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৮
এসাসিন বলেছেন: @ টকঝালমিষ্টি ও নাহিদ তামিম: আপনারাও কি ঐদিন ষ্টেডিয়ামে ফাকিস্তানের পতাকা উড়িয়েছিলেন নাকি।
লেখক আপনার কষ্টের সহযাত্রী হলাম।
৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:১০
অিপ্রয়ংবদা বলেছেন: বাংলাদেশের সাথে খেলা হলে বিপক্ষ যে কোন দেশকেই সাপোর্ট করা চরম অন্যায়। কিন্তু আপনারা যে হারে পাকিস্তানীদের ব্যাপারে অশ্লীল শব্দ ব্যবহার করছেন সে ক্ষেত্রে স্বাধীনতার অনেক পরে জন্ম নেয়া একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবেও আপনাদের কিছুটা প্রতিবাদ করছি।
১. বাংলাদেশ ভারত খেলায় অনেককে ভারত সমর্থন করতে দেখেছি, এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি ? আমাদের টেষ্ট স্ট্যাটাস পাওয়ার সময় এবং পাওয়ার পরে পাকিস্তান ক্রিকেট আমাদের অনেক সহযোগীতা করেছে। বাংলাদেশকে আমন্ত্রন জানিয়ে পরিপূর্ন সফর করিয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও আমরা কোন পূর্নাঙ্গ সফর পাইনি।
২. ৭১ এর যে চিত্র লেখক তার লেখায় তুলে ধরেছেন তার সাথে পরিপূর্নভাবে একমত পোষন করছি। আসলেই এভাবে আমাদের মা বোনদের নির্যাতন করা হয়েছে । কিন্তু মনে রাখবেন ওরা কিছু পাকিস্তানী সেনা কর্মকর্তা। এটা সমগ্র পাকিস্তানীদের চিত্র নয়। হুমায়ুন আহমেদের এক উপন্যাসে পরেছিলাম (উপন্যাসের নাম টা মনে নেয় তবে মনে হয় জ্যোৎস্না ও জননীর গল্প) পাঞ্জাবীরা কিভাবে মুক্তিবাহিনীকে সমর্থন ও সহযোগিতা করেছিলো। তারেক মাসুদের মৃত্যুর পর তার একটি লেখা প্রথম আলোয় ছাপা হয় যেখানে তিনি লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময় অসংখ্য পাকিস্তানী লোক মুক্তিবাহিনীকে আশ্রয় দিয়েছে , সহযোগীতা করেছে। তাদের ব্যাপারে কি বলবেন ?
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: অিপ্রয়ংবদা বলেছেনঃ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য পাকিস্তানী লোক মুক্তিবাহিনীকে আশ্রয় দিয়েছে , সহযোগীতা করেছে। তাদের ব্যাপারে কি বলবেন ?
বলবো আপনি এই মুহূর্তে ফাকিস্তানে চলে যান। বাংলাদেশ থাকার কোন অধিকার আপনার নাই
৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৩
স্বাধীকার বলেছেন: আমার আত্মা ক্ষত বিক্ষত বাংলাদেশীএই কুকুরদের আচরনে। হে মহান শহীদেরা তোমাদের পবিত্র আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থী।
৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৭
সেলুকাস বলেছেন: @ টকঝালমিষ্টি ও নাহিদ তামিম:পাকি বীর্যে জন্মগ্রহণকারী খানকির পোলারা, লাত্থি দিয়া যেখান দিয়া বাইর হইসস সেখানে হান্দাইয়া দিমু.
আর @ অিপ্রয়ংবদা, পাকিরে গালি দিলে ভারতের কথা আসে কেন? খুব গায়ে লাগে না? লেজ বাইর হইসে. তুইও যা. স্টেডিয়াম এ গিয়া পাকিদের গুয়া চাট.
৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৪
নাহিদ তামিম বলেছেন: যে যে চুদির পোলা না বুঝে দেশ প্রেম ফলাইতেছিস, যদি একবাপের সন্তান হয়ে থাকিস তাহলে পারলে ঐ দুই জনের ২গালে ২টা চড় দিয়ে আয়, দেখবে তোদের ধোনে কত জোর??? কুত্তার বাচ্চারা বাল ফালাইতে পারনা ব্লগে বসে দেশ প্রেম চোদাও?? বাবা জন্মে কোন মুক্তিযোদ্ধারে ১০০টাকা দিয়ে সাহয্য করছিস??? খানকির পোলারা সব। এত যখন দেশ প্রেম পারলে যুদ্ধ অপরাধিদের নিয়ে আদালতের সামনে যা
৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৫
ফয়সাল তূর্য বলেছেন: কুত্তার বাচ্চারা!!
৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
সেলুকাস বলেছেন: @নাহিদ তামিম,এখানে সবাই এক বাপের সন্তান. তুই হইলি পাকি বাপের সন্তান. হের লাইগ্গা এত্ত লাফাস. খানকি মাগির পুতের মুখে এত বড় কথা মানে না. চুতমারানির পুত, যা গিয়া তর পেয়ারের পাকিদের ধোন চোষ.
৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:১০
অসম সমীকরন বলেছেন: ভাই সব টুকু পড়তে পরলাম না আর চোখের পানি রাখতে পারলাম না।
৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:২৫
টকঝালমিষ্টি বলেছেন: আমি পাকস্থানকে ঘৃনা করি না। তবে '৭১ এ যেসব পাকিস্থানী বাংলাদেশে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে হত্যা, ধর্ষণ লুটতরাজ ও সন্ত্রাস চালিয়েছে যুদ্ধেরনামে, তাদের আমি অবশ্যই অন্তর থেকে ঘৃনা করি। ঠিক তেমনি ঘৃনা করি যে সব বাংলাদেশী পীলখানায় আমার আর্মি ভাইদের, তাদের পরিবার পরিজনদের উপরে বর্বর অত্যাচার করে হত্যা করেছে, তাদেরও।
তারা বাংলাদেশী বলেই কি তাদরে অপরাধ জায়েজ হয়ে যাবে?
এখানেই রয়েছে এই ব্লগার আর তার সমর্থকদের সকল আবেগি প্রশ্নের উত্তর।
আমি অন্যায় ও অন্যায়কারীকে ঘৃনা করি, তার জাতি বা তার দেশকে নয়। কেউ আমার সাথে একমত না হতে পারেন, সেটা আমার সমস্যা নয়।
৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৬
যাযাব৮৪ বলেছেন: রাজীবসাদ্দাম বলেছেন: ভাই আমি বাংলাদেশির সাপোর্টার কিন্তু একটি কথা খেলার সাথে দেশের সম্পর্ক কি বুঝলাম না ? এইটা যদি দেশ প্রেম হয় তা হলে পাকিস্তানি খেলোয়ারদের মাঠে ডুকার আগেই মথা ফাটাইয়া প্যাকেট কইরা পাকিস্তানি পাঠাইয়া দেওয়া উচিত ছিল । আর আমাদের দেশে তাহলে পাকিস্তানি খেলোয়ারদের ইনভাইট করা হয় কেন খেলার জন্য ? কিছু ভুল বললে আশা করি ধরিয়ে দিবেন ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: পাকিস্তান খেলা আসা যাওয়া কোন সমস্যা না। সমস্যা হল যারা বাংলাদেশের বিপক্ষে ফাকিস্তানের পতাকা কপালের মত পবিত্র যায়গায় বেধেছে তাদের নিয়া
৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৫
মনে নাই বলেছেন: পাকি বীর্যে যাদের জন্ম তারাই কেবল আমাদের দেশ রেখে পাকিদের সাপোর্ট করতে পারে।
এটা কেবল পাকিদের বেলাতেই নয়, অন্য সবার বেলায়ও সমান ভাবে প্রযোজ্য।
৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৭
যাযাব৮৪ বলেছেন: c`‡¶c AwR©Z mvdj¨ mxgve×Zv (hw` _v‡K)
mxgve×Zv DËi‡Y M„nxZ
c`‡¶c I me©‡kl
cwiw¯’wZ
2009-2010 mv‡j wbgoe wjwLZ R½x m`m¨‡`i †MÖdZvi K‡it
01| gIjvbv mvB`yi ingvb, †RGgwe cÖavbt
‡RGgweÕi ïiv m`m¨ t-
1| fvicÖvß Avwgi fv‡Moe knx` @ bvRgyj @ †LvKv
2| mvgwiK kvLvi cÖavb Avey eKi wmwÏK @ wkwki
3| XvKv wefvMxq cÖavb Avãyjøvn †nj evKx
4| DËiv‡ji cÖavb Avkivd @ iv¾vK @ nvq`vi
5| ivRkvnx wefv‡Mi cÖavb RvgvB iwdK
6| ÒBmjvg I gymwjgÓ Gi cÖavb Avãyi iwng @
kvnv`vZ
‡RGgwe,i Gnmvi m`m¨t-
1| mvgwiK kvLvi m`m¨ kixd @ AvwRR
2| mvgwiK kvLvi m`m¨ meyR
3| bIMvu †Rjvi cÖavb Avãyi iwng
4| MvBevÜv †Rjvi cÖavb wMqvm
5| PvcvBbeveM‡Äi `vwqZ¡kxj Avãyi ivwKe @ mygb
6| PvcvBbeve M‡Äi Avãyi †gvwgb
7| bIMvui †gv¯ÍvwdRyi ingvb g›Uz
8| mvgwiK kvLvi m`m¨ iweDj Bmjvg
9| mvgwiK kvLvi m`m¨ Avãyj gyweb
10| Rvjvj DwÏb @ Rvjvj
11| PvcvBbeveMÄ †Rjvi Avmv`yj
‡RGgwe,i Mv‡qvi Gnmvi m`m¨t-
1| bv‡Uvi †Rjvi nv‡dR kvnveywÏb
2| PvcvBbeveM‡Äi †bQviæj
৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ ভোর ৫:২৮
টুকিঝা বলেছেন: স্রষ্টা তার প্রতিশোধ পাকিদের থেকে নিচ্ছেন। দেখন না অফুরন্ত সম্পদ থাকার পর ও দেশটাতে আজ কোন শান্তি নাই।
হুম, সহমত। আমাদের কাঁদিয়ে, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ওরাই বা ভাল থাকবে কেন!!!
৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৪
কেল্টুদা বলেছেন:
উরে খাইছে !! এইখানে ও দেখি আন্তর্জাতিক রাজনীতি হান্দাইয়া গেছে।
পুর্বপুরুষের পোন্দের আগুনে আইজকার ফাকিস্তান জইলা পুইড়া মরতেছে।
তা বইলা খেলার মাঠে এই বাল টাইনা আনার কামডা কি, একটু বুঝাইয়া কন দেহি।
নো পিছলা পিছলি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: পাকিস্তান খেলা আসা যাওয়া কোন সমস্যা না। সমস্যা হল যারা বাংলাদেশের বিপক্ষে ফাকিস্তানের পতাকা কপালের মত পবিত্র যায়গায় বেধেছে তাদের নিয়া
আপনার জন্ম পরিচয়ের জন্য আফসোস হচ্ছে আহারে
৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪০
সুব্রত সরকার বলেছেন: এইসমস্ত পাকী বীর্যের সন্তানদেরকে জারজ বলিলে জারজেরাও লজ্জা পাইবে।
৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: জবাব একটাই, এদেরকে "শুট অন সাইট"
৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩২
bangal manus বলেছেন: পোষ্টা স্টিকি করা হোক।
৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৪
দেখি তো পারি কিনা..... বলেছেন: পাকিস্তান বাংলাদেশ খেলা হলে আমাদের কিছু বল্গার ভাইদের পাছার চুলকানি উঠে, এই সময় এরা তাদের দেশ প্রেম এর চরম বহি:প্রকাশ ঘটায়। আপনারা যদি দেশের মান সম্মান নিয়ে এতই চিন্তা করেন তাহলে আমাদের দেশ কেন পরপর র্দূনীতিতে ১ম হয়। কেন আমাদের দেশে এত সন্ত্রাসী কর্মকান্ড হয়, কেন লাশ কেটে টুকরা টুকরা করা হয়, ....আর ওই সময় আপনাদের দেশ প্রেমের তো কোন আলামত দেখিনা। ১৯৭১ সাল আজ থেকে ৪০ বছর আগে চলে গেছে। তাহলে কেন আমরা এখনো ৪০ বছর পিছিয়ে থাকব। আর ৪০ বছর আগে যারা যুদ্ধ করেছিলো এখন অনেকেই মারা গেছে বা তারা ওই পথে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখন তাদের নতুন সরকার নতুন নিয়ম কানুন আর বিশেষ করে ওরা তো এখন আর আমাদের বিরুদ্ধে কথা বলে না তাহলে আমাদের কেন পাকিস্তান নাম শুনলে মাথয়ি খুন চাপবে।
খেলাধুলায় ইন্ডিয়া বরাবরই আমাদের বিরুদ্ধে আজেবাজে কথা বলে আবার ইন্ডিয়া বাংলাদেশ খেলা হলে আমাদের দেশের মালুরা যখন স্টেডিয়ামে ইন্ডিয়ার পতাকা নিয়ে দৌড়ায় তখন তো কাউকে এত দেশ প্রেম নিয়ে ফালাফালি করতে দেখি না। অথচ এই ইন্ডিয়া বরাবরই আমাদের সাথে আমাদের স্বার্থবিরুদী অনেক কর্মকান্ড করে আসতেছে এখনও করতেছে....
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: দেশ বিরোধী যে কোন শক্তির বিরুদ্ধে চলুন তীব্র প্রতিবাদের শপথ করি
৪৮| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৭
রাস্তার ফকির বলেছেন: আমরা অনেকেই জানি ১৯৭১ এর সময় অনেক পশ্চিম পাকিস্তান এর অনেকই থেকে গিয়েছে। যারা নিজেদের কে এখনো পাকিস্তানের বংশভূত পরিচয় দেয়। তারা যদি পাকিস্তান কে সাপোর্ট করে তাইলে আমার মনে হয় না কোন রাগ করা উচিত। কারন লন্ডন কিংবা মেলবোর্ন এ যখন বাংলাদেশ খেলতে যায় তখন যারা ওখান কার বাংলাদেশী বংশভূত অনেকেই আছে যারা বাংলাদেশেই আসে নাই কখনো। কিন্তু তারা খেলা দেখতে যায় বাংলাদেশ কে সাপোর্ট করতে।
আমি ব্যাক্তিগত ভাবে পাকিস্তান দল এর খেলা পছন্দ করি। কিন্তু নিজের দেশের সাথে খেলা হলে বিন্দু মাত্র সিম্পেথি থাকে না তাদের জন্য। সবার আগে নিজের দেশ। হৃদয়ে বাংলাদেশ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনি মনের কথা বলেছেন
৪৯| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪২
দেখি তো পারি কিনা..... বলেছেন: রাস্তার ফকির : ভাই আপনার সাথে আমি সর্ম্পূন একমত।
৫০| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৩
আমিই আজাদ বলেছেন:
চোখের পানিতে সবকিছু ঝাপসা ভাসছে.....
৫১| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৩
ইয়াংেমন বলেছেন: টুকিঝা বলেছেন: স্রষ্টা তার প্রতিশোধ পাকিদের থেকে নিচ্ছেন। দেখন না অফুরন্ত সম্পদ থাকার পর ও দেশটাতে আজ কোন শান্তি নাই।
সহমত প্রকাশ করলাম।
৫২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৫
শহিদুল বলেছেন: কুত্তার বাচ্চা এই গুলা
৫৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২০
যত্নহীন রবি বলেছেন: চোখের পানিতে সবকিছু ঝাপসা ভাসছে.....
৫৪| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪০
নীল সুমন বলেছেন: কুত্তার বাচ্চারা!! পাকি জারজ।
দু:খজনক হল এরা সারা দেশে ঘুপটি মেরে আছে । এখনই উপযুক্ত সময় এদেরকে গদাম দেওয়ার।
৫৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৩
মাথা ঠান্ডা বলেছেন: ভাষা নেই ঘৃনা জানানোর ।
৫৬| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১১
নিভৃত ভালবাসা বলেছেন: নেক্সাস বলেছেন: আমার আত্মা ক্ষত বিক্ষত বাংলাদেশীএই কুকুরদের আচরনে। হে মহান শহীদেরা তোমাদের পবিত্র আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থী।
৫৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৬
েখারেশদ আলম বলেছেন: ভাই এই কুত্তার বাচ্চাদের এক সাথে ব্রাশ পাওয়ার করে মেরে ফেলা উচিৎ,তাহলে শহীদদের আত্না শান্তি পাবে। ছিঃ ছিঃ কুত্তার বাচ্চারা ছিঃ।
৫৮| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৬
ক্রিস্টিয়ান বলেছেন: বাংলাদেশে কিছু পাকিস্তানি আছে। বঙ্গবন্ধু সরকার সহ অন্যান্য সরকার বেশ কয়েকবার তাদের বলেছে এদেশের নাগরিকত্ব গ্রহণ করতে, কিন্তু তারা রাজি নয়। আবার পাকিস্তান সরকারও তাদের নিতে রাজি না। এটা একটা জাতীয় সমস্যা। কিন্তু এই জন্য তাদের দোষ দেওয়া যায় না, তাদের বেশীর ভাগই ঘটনার শিকার। তারা পাকিস্তান সাপোর্ট করতেই পারে।
কিন্তু যে, সকল বাংলাদেশী পাকিস্তানকে নগ্নভাবে সাপোর্ট করে, তাদের ধিক্কার।
৫৯| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
মুরাদ আহমেদ ১ বলেছেন: কুত্তার বাচ্চা ইন্ডিয়ার দালাল................................
৬০| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লিখেছেন
৬১| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২
টুনা বলেছেন: আমি গালাগালি পছন্দ করি না। তবে এখন গালি দিতে খুব মন চাইছে।আপনারা কেন ভুলে যাচ্ছেন যে,এইসব ধর্ষিতা মা-বোনেরা নিজের অজান্তেই কিংবা না বুঝে দূর্ভাগ্যক্রমে কিছু জারজ ভুমিস্ঠ করেছিলেন আর এরাই সেই জারজ।
৬২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫১
মো আব্দুল করিম বলেছেন:
@সুমন এম রহমান বলেছেন: যারা দেশের মাটিতে ভারত ও পাকিস্তানের দালালী করে তাদের গদাম।
উহারা বেঈমান, বিশ্বাসঘাতক, এরা পিশাচ এরা পশু , এদের জন্যই ৭১ এ হত্যাযজ্ঞ হয়, এদের জন্যই ফেলানীরা মারা যায়। আর এরা দালালী করে রোজগার করে।
... সহমত।
এই ইতরগুলো নাকি ফেইসবুকের মাধ্যমে ক্ষমা চেয়েছে? তারপরও এদের গদাম দেওয়া হোক।
৬৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
রুদ্র নীল বলেছেন: লেখক বলেছেন: দুনিয়ার সব বুজে গার্ল ফ্রেন্ড কিভাবে পটাতে হবে তা বুঝে ।বুঝেনা শুধু স্বাধীনতা তা কি করে হয়....
৬৪| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
নাহিদ তামিম বলেছেন: @তাজুল ইসলাম মুন্না: আদম-হাওয়া কিছু না জানার পরও বাচ্চা পয়দা করে ফেলল আর আমরা তো এই জেনারেশন এর সো এই ব্যাপারে এক্সপার্ট হওয়াটাই স্বাভাবিক।
৬৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২
নীল-দর্পণ বলেছেন: অসুস্থা লাগছে লেখাটা পড়ে!
কিন্তু একটা প্রশ্ন প্রায়-ই আমার মাথায় আসে সেটা হলো, আমাদের দেশে যারা যুদ্ধাপরাধী ছিলো তাদের বিচার নিয়ে খুব লাফালাফি-তোরজোর চলে কিন্তু তৎকালীন পাকিস্তানীদের...বিচারের কথা কেনো আসে না!
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: সকল অপরাধীর বিচার হওয়া উচিত
৬৬| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯
আ.র.জা বলেছেন: যারা পাকিস্তানি পতাকা নিয়ে স্টেডিয়ামে গিয়ে সাপোর্ট দিতেছে তাদের ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। তারা কি পাকিস্তানি অথবা আটকে পড়া বিহারী?
তবে যদি বাংলাদেশি হয়ে থাকে তবে তাদের ধিক্কার জানাই।
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: তাদের ধিক্কার জানাই।
৬৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
এ যুগের শ্রীকান্ত বলেছেন: যেজন বঙ্গেত জন্মি করে ফাকিস্তানী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমি জানি এরা ফাকিস্তানের প্রোডাক্ট
৬৮| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩
দুষ্টু ছোড়া বলেছেন: ঘৃনা!
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: ওদের লজ্জা নাই
৬৯| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫১
মেঘে ঢাকা তারা বলেছেন: বানোয়াট কাহিনী দিয়া কতদিন চালাবেন। আর যুদ্ধে একটু আধটু এরকম হয়ই। যুদ্ধটা আমরাই শুরু করসিলাম কিনা।
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: কুত্তার বাচ্চা দূরে গিয়া মর।
৭০| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৯
মেঘে ঢাকা তারা বলেছেন: গালাগালি শুরু করে দিলেন? সত্য কথা সহ্য করতে না পারলে এমনই হয়। এসব মিথ্য প্রচার অনেকদিন করসেন। ৪০ বছর হইল। ভারতে দালালী করতে তো মিথ্যা লাগবেই। আর বেশিদিন নাই। আপনাদের ভারত ভাগতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: শিবিরের ছাগু শুন আমার সাথে বেশী লাফালাফি করবিনা। তোদের মত নিন্ম মানের ছাগুর বুদ্ধি দেখে আমি অবাক হইনাই।
ভারতের অন্যায়ের বিরুদ্ধে আমার পোষ্ট দেখস নাই তাই তুই আমারে চিনস নাই।
৭১| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ৬৯ নাম্বার কমেন্টে ঐসব জারজদেরই একজনকে দেখা গেলো!
৭২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১০
মেঘে ঢাকা তারা বলেছেন: পাকিরা হয়তো কিছু এমন করসিল, কিন্তু আপনারা সেটা বাড়ায়া বলেন। বললেন 'কিছু মেয়ে ধরে আনার পর পাকিরা উল্লাসে ফেটে পড়ল'.. এই কথা কি বিশ্বাসযোগ্য না গল্প গল্প লাগতেসে?
৭৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩২
আবিরে রাঙ্গানো বলেছেন:
৭৪| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৮
দেশপ্রেমী বলেছেন: গালি দেয়ার মতো ভাযা হারায় ফেলছি...
+++++
৭৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪১
বাংলাদেশি বাংগালী। বলেছেন: বাংলাদেশের সাথে খেলা হলে পাকিস্তানের সাপোর্ট করা কি ধরণের মাণষিকতা?
আমার বুঝে আসছে না।
৭৬| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: এদের গালি দিলে গালির অপমান
৭৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:০০
পুদিনা পাত০০৭ বলেছেন: দুনিয়ার সব বুজে গার্ল ফ্রেন্ড কিভাবে পটাতে হবে তা বুঝে ।বুঝেনা শুধু স্বাধীনতা তা কি করে হয়।
আসলে এরা বুঝতেই চায়না
৭৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৮
পুদিনা পাত০০৭ বলেছেন: ফেসবুকে শেয়ার করা যায়না কেন?
৭৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৭
সুমনের স্বপ্ন বলেছেন: আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতে
অভিশাপ দিচ্ছি।
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ঞপক্ষ
দিয়েছিলো সেঁটে,
মগজের কোষে কোষে যারা
পুতেছিলো আমাদেরই আপনজনের লাশ
দগ্ধ, রক্তাপ্লুত,
যারা গনহত্যা
করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক
পশু সেই সব পশুদের।
ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাঁড়
করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।
হত্যাকে উতসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভতস গন্ধ দিয়েছে
ছড়িয়ে,
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না
কামনা।
আমাকে করেছে বাধ্য যারা
আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত
সিড়ি ভেন্গে যেতে আসতে
নদীতে আর বনবাদাড়ে শয্যা পেতে নিতে
অভিশাপ দিচ্ছি আজ সেইখানে দজ্জালদের।
৮০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯
মেঘে ঢাকা তারা বলেছেন: অভিশাপ ভারতের দালালদের দেন। তারাই এখন দেশের শত্রু।
৮১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৫
শয়তান ২০০০ বলেছেন: চোখের পানিতে সবকিছু ঝাপসা
৮২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩০
শয়তান ২০০০ বলেছেন: টকঝালমিষ্টি - bangalir Ch**a na. amar ken jani mone hoitache oi hoilo 2nd pic'er mayada. shalar ei jaroj der kutta deya ...... kora uchit.
৮৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১:৩০
tshahrear বলেছেন: ও আচ্ছা বুঝলাম ............ তা ভাই আফ্রিদি ১৯৭১ সালে কোন সেক্টরে হের 'ফারফরমেন্স' দেহাইসে কন দেহি?? একটু 'নিদর্শন' দেইখা আসি........ আপনের দাদা যদি রাজাকার হয় তাইলে আপনেও বোধহয় রাজাকার ??? কয়দিন আগে একটা খবর দেখসিলাম যে এক মহিলার বাবা রাজাকার, কিন্তু সে নিজে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা এবং সহযোগী আর সে হিসেবে একজন মুক্তিযোদ্ধা......... কিন্তু তার গ্রামের মানুষ তাকে অপমান করে কারণ তিনি একজন রাজাকারের মেয়ে........... তখন অনেকেই তাকে সম্মান জানিয়েছেন এবং ইতিবাচক কমেন্ট করেছেন........ তাহলে এখন কেন এই খেলোয়াড়দের গালিগালাজ করছেন ???? এরা হয়তবা তাদের ইতিহাসও ঠিকমত জানে না......... আপনার পূর্বপুরুষ যদি অপরাধ করে আর তার জন্য যদি আপনাকে কেউ দোষ দেয়......... আপনার কি ভালো লাগবে ????????
৮৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৫
আবির রঙ বলেছেন: চোখ ভিজে গেল পড়তে পড়তে।
আমি গালাগালি পছন্দ করি না।আজ এখানে অভিশাপ দিচ্ছি।এই কু.... বাচ্চাদের এক সাথে ব্রাশ পাওয়ার করে মেরে ফেলা উচিৎ,তাহলে শহীদদের আত্না শান্তি পাবে। ছিঃ ছিঃ
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫২
শরীফ মহিউদ্দীন বলেছেন: দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
৮৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৮
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আমাদের এই নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অনেক কম জানি।আমাদের পরের প্রজন্মরা হয়তো এটা ভুলে যাবে।কিন্তু এই স্বাধীনতা,মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার।আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো সম্পর্কে জানানোর দায়িত্ব আমাদেরই।
আসুন, এই বিজয়ের মাসে আমরা সবাই শপথ করি-আমরা সবাই প্রতি সপ্তাহে মাত্র ১০ মিনিট করে নতুন প্রজন্মের একজনকে স্বাধীনতার ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, এদেশের মুক্তিসংগ্রামের কারা বিরোধীতা করেছিল, রাজাকার-আলবদর-আলশামস, গোলাম আজম-নিযামি-মুযাহিদ-ছাইদি সর্ম্পকে বুজাই।
+++++সহ প্রিয়তে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমি ভাই শক্ত মনের মানুষ ভাবতাম নিজেকে। কিন্তু বিজয়ের এই মাসে হুমায়ুন স্যারের জোছনা জননীর গল্প পড়তে পড়তে চোখের পানি মুছলাম কেন বুঝতে পারছিনা।
মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷
কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷
মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷
৮৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ২:০৯
blue_blood বলেছেন: i lost my words...hate them
৮৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ২:২২
রিফাত বিন সাদিক বলেছেন: টকঝালমিষ্টি মেঘে ঢাকা তারা তোদের মত শুওরের বাচ্চার জন্য কোন বিচারের প্রয়োজন নাই, কসম আল্লাহর আমি যদি কোন দিন ক্ষ্ণমতা হাতে পাই তোদের মত কুত্তাদের কুত্তা দিয়ে মারাব আর লাস যাতে এইদেশে দাফন না হয় সেই ব্যাবস্থা করব
৮৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ২:৩৮
kak বলেছেন: নিজের দেশের খেলায় নিজের দেশ বাদ দিয়া অন্য দেশের সাপোর্ট করাকে জারজের সাথে তুলনা করা অলংঘনীয় অপরাধ!!! এদের অবশ্যই বিচার হওয়া উচিত।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: এদের বিচার এখনই হওয়া উচিত
৮৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
টিকলু বলেছেন: কুত্তার বাচ্চা...পাকিস্তান.....লাথ্তি মার..জারজদের
৯০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৩
লিন্কল্ন বলেছেন: পোষ্টা স্টিকি করা হোক
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৯১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫
টিকলু বলেছেন: পোষ্টা স্টিকি করা হোক
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৯২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
এন ইউ এমিল বলেছেন: যাহারা লাফাইয়াছে, তাহাদের ডিএনএ টেষ্ট করা জরুরী হইয়া পড়িয়াছে
৯৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫২
েছাট বালক বলেছেন: আমার কিছু বলার নাই, এই সকল পাকিদের যারা ডেকে নিয়ে এসছে খেলায় তাদের বিরুদ্ধে ছাড়া। আর হুমায়ন আহমেদের শুভ্র বইটি আপনার পড়ার আমন্ত্রণ রইল।
আরেকটি কথা লেখকের ডিএনএ টেস্ট জরুরী, এত গালমন্দ ভাষায় সন্দেহ আমার বৃটিশ ডিএনএ কিনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১০
শরীফ মহিউদ্দীন বলেছেন: পাকিদের গালি দেওয়ায় আপনার কোথায় লেগেছে সেটা বুঝতে পারছি।
আপনার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া এর কিছুই করার নাই
৯৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৭
sohagamin বলেছেন: ভাষা নাই................ আমার সোনার দেশ আমি তোমায় ভালোবাসি, যত দিন বাচবো ততদিন ভালো বেসে যাবো...............
৯৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭
সজল৯৫ বলেছেন: ধন্যবাদ মূ্ল্যবান কিছু তথ্য শেয়ার দেয়ার জন্য........
৯৬| ১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
যত্নহীন রবি বলেছেন: লেখক আপনাকে ধন্যবাদ পোষ্টটির জন্য । আমার একটি লিখাতে এই লিখা কিছু অংশ ব্যবহার করেছি । কৃতজ্ঞতায় আপনার নাম উল্লেখ করছি । আশা করছি কিছু মনে করবেন না । ভালো থাকবেন ।
৯৭| ১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪২
এ.কে.এম. সাঈদ বলেছেন: এখানে একটু দেখেন Click This Link
৯৮| ১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫
এ.কে.এম. সাঈদ বলেছেন: @ মোরশেদুল আজাদ পলাশ আমি আপনার সাথে একমত । পোস্ট ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৯৯| ১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩৪
খেলা বলেছেন: হুমমম আনেক দুঃখ লাগলো আমাদের কে বলার জন্যে আপনাকে আনেক ধন্যবাদ।
আর সবার এই লেখা পরে যাদের মন কাদে নাই তারা সবাই বেজন্মা,,,,,,আরে সালারা খানকির পোলারা সোন আর্জেন্টিনা পতাকা উড়ায় বিশ্বকাপ ফুটবল খেলার সময় কেনরে তখন সোদিআরব খেলে না তখন তোদের ইমান কোথা যায়? নাকি তখন তদের ইমান থাকে না ।বেজন্মার দল... আমার এই লেখা যদি না মোচ্ছা হয়।কিচ্ছু বলে বল আমি আছি
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: তোমার লেখা মুছবো কেন? এটাই তো চিহ্ন তোমার রাজাকারীর। আর আর আর্জেন্টিনার সাথে তোমার কোন সালে যুদ্ধ হয়েছে, কিংবা বাংলাদেশ কবে আর্জেন্টিনার সাথে খেললো।
ফাকিস্তানের বিপক্ষে বলায় তোমার কোথায় লেগেছে জানতে চাই ?
১০০| ২২ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪৭
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: ami ja bujhlam samu chagu pale
১০১| ২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: dear blogger have u got that?
pls make confirm.
so, i can keep ur request.
২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার ফ্রেন্ড রিকুয়েষ্ট ১৫ দিনের জন্য বন্ধ দয়া করে একটা রিকুয়েষ্ট পাঠাবেন কি। এই লিঙ্কে
http://www.facebook.com/sharif.qadri
১০২| ২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৫
আমি নি (?) বলেছেন: আমার ধারনা ছিল সেদিনের পাকি পতাকা বহন কারীরা বিহারী। কিন্তু উপরের কিছু ব্লগারের মন্তব্যে মনে হচ্ছে- তারাও সেখানে ছিল পাকি পতাকা নিয়ে। অবশ্য তারা বিহারী কিনা জানিনা!
আমি যেহেতু মহাম্মদপুরে থাকি, এখানকার বিহারীদের সাথে প্রায় সময়ই দেখা সাক্ষাৎ হয়। আজব এক জাতী। এদশে থাকে। ব্যবসা বানিজ্য করে। অনেকে ভোটারও হয়েছে- ভবিষ্যতে জামাতে ইস্লামকে ভোট দেবার নিয়তে। অথচ- তারা ক্যম্পে পাকিস্তানের পতাকা ওরায়। পাকিস্তানের জাতীয় দিবস বেশ ঘটা করে পালন করে। চুল কটাতে গিয়ে দেখি (সেলুন ও মাংসের ব্যবসাটা বিহারীগন করে), তাদের দোকানের টিভিতে সারাক্ষন পি টি ভি চলে।
অথচ সে পেয়ারের পাকিস্তান কোনদিন তাদের খোজ খবরও নেয় না!
১০৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৩
রাশেদ হাসান নোবেল বলেছেন: খুব ইচ্ছে করছে ১ ২ ৩ ৪ ৫ ....... করে ৩০ লক্ষ পর্যন্ত গুনি। দেখি কতটা সময় লাগে । আমরা সংখ্যাটা জানি কিন্তু হয়ত বুঝিনা বা ঠিকমত আনুভব করিনা।
কিছু কমেন্ট পড়ে মনেহল ।
১০৪| ১৩ ই জুলাই, ২০১২ রাত ১১:২৬
আমি ব্লগার হইছি! বলেছেন: এ আমাদের জাতীয় লজ্জা ।
১০৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৪
রাখালছেলে বলেছেন: পাকিদের মুখে থুতু মারি সবসময় । সারা জীবন তাই করব । যতদিন বেচে থাকব তাই করে যাব। ওরা সবসময় হিংস্র পশু হিসেবে পরিচিত । পৃথিবীর সব মানুষ তাই জানে। তাদের দেশের দিকে তাকালে বোঝা যায় তারা কত নিম্ন শ্রেনীর পশু। তাদের ক্রিকেটার টাকা নিয়ে ম্যাচ হেরে যায়। আমাদের যে পশুগুলা তাদের সাপোর্ট করে তারা কিছু না বুঝেই করে । ওরাও পশুর সমতুল্য ।
১০৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৪
মুসাফির রাজিব বলেছেন: পাকিস্তানি খানকি মাগিদের সাথে ঠিক ঐরকমই করা উচিত যেভাবে ওরা আমাদের সাথে করেছিলো । রাস্তার এইডস আলা কুত্তা দিয়া ওগো মা বোনদের চুদা খাওয়ানো দরকার । "afridi pls marry me" ভুসকি মাগি তোরকি পাকিস্তানির লেওরা এতই চুষতে মন চাইল, তোর বাপের ধজভঙ্গ লেওরা চোখে দেখলিনা । আহাম্মকের বাচ্চারা গুলা ভুইলা গেছে যে ওগো মা বইনদের দুধ কাইটটা ওরা বল বানাইয়া খেলছে । শুয়ারের বাচ্চারা ...............
১০৭| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১১
মাইরালা বলেছেন: পাকিস্তান জিন্দাবাদ
ভারতীয় কুকুরের বীর্যে জন্মানো কুত্তারা রেন্ডিয়ায় চলে যা।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৩
নেক্সাস বলেছেন: আমার আত্মা ক্ষত বিক্ষত বাংলাদেশীএই কুকুরদের আচরনে। হে মহান শহীদেরা তোমাদের পবিত্র আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থী।