নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর ডাক্তার বিষয়ক এলার্জী, একটি প্রকাশিত সংবাদ ও কিছু কঠিন সত্য

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮



আজকে এক সিনিয়র বড় ভাই সুসংবাদ দিলো তিনি বি সি এস এ চান্স পেয়েছেন শুনে খুশি হলাম সাথে সাথে আমার চোখে ভেসে আসলো সেই বিখ্যাত বিজ্ঞাপন প্যারাসিটামল দুইবেলা। :(

ব্যপারটা যাদের কাছে খোলাসা নয় তাদের বলছি বিসিএস ক্যাডারগন সর্বপ্রথম নিয়োগ পাবেন এমন একটি থানায় যেখানে যেতে ঢাকা থেকে ১/২ দিন লাগে। বেতন ১৭০০০ টাকা , থাকার জন্যে পাবেন কোয়ার্টার। থাকবেন পলেস্তারা খসা, ডাম্প পড়া, জানালার কাঁচ ভাঙ্গা সরকারি কোয়ার্টারে। এ টাকায় না চলবে জীবন না সংসার।



হাসপাতালের জন্য যে শুধু ডাক্তার নামক প্রানীটিই আবশ্যক নয়, তার সাথে সাথে প্রর্যাপ্ত পরিমানের ঔষধ,ভালো ওটি, প্রশিক্ষিত নার্স, ওয়ার্ড বয় সহ নানান উপকরন দরকার হয়। সেটা মোটামুটি বেমালুম ভুলে থাকবে সরকারী যন্ত্র। বেচারা ডাক্তার না পাবে ঔষধ না পাবে অন্য সাহায্য। যে রোগী আসবে প্যারাসিটামল দুবেলা দেয়া ছাড়া তার আর কোন গতি থাকবেনা। এর মধ্যে থাকবে লোকাল প্রেসার অমুক দলের তমুক লিডার/ক্যাডার। তবুও ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দারের চিকিতসা চালিয়ে যেতেই হবে । না হয় আবার ডাক্তারের দুনিয়ায় থাকা মোটামুটি মুশকিল হয়ে যাবে।



পেছনের বেঞ্চ বসে থাকা বন্ধুর সাথে একদিন দেখা হবে সে বিশাল পয়সা ওয়ালা। ওমুক কোম্পানীর এক্সিকিউটিভ অফিসার। বাড়ী,গাড়ী কোনটারই কোন অভাব নাই। বিসিএস ক্যাডার ডাক্তার স্বপ্ন দেখে একদিন সেও কিনবে স্বপ্নের গাড়ি। তাইতো তার প্রতিক্ষায় কাটে "মেরা নাম্বার আয়েগা"



প্রথম আলো পত্রিকায় আজ দেখলাম ঢাকার ডাক্তাররা গ্রামে যেতে চাননা। তারা রিপোর্টটি এমন ভাবে সাজালেন যেন ডাক্তার নামক এই প্রানীটির জন্মই হয়েছে গ্রামে থাকার জন্য। শহরে থাকবে মুক্ত মনের অধিকারী এসময়ের তথাকথিত সুশীল সাংবাদিক সমাজ। ডাক্তারের ছেলেমেয়েরা পড়াশোনা করুক যেখানে ইচ্ছা। আমার জানা মতে কোন ডাক্তারই গ্রামে থাকতে আপত্তি করবেনা কিন্তু তার আগে ডাক্তারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কথা কই একবারও তো বললেন না সুশীল সাংবাদিক ভাইয়েরা।



প্রিয় সাংবাদিক ভাই আপনাদের মত হলুদ সাংবাদিকতার মত হলুদ ডাক্তারীর কোন সুযোগ আমাদের নাই। আপনাদের সাংবাদিক মারা গেলো আপনার দেশব্যাপি আন্দোলন করলেন । আমরাও চাই তার বিচার হোক কিন্তু কিছুদিন আগে আমার বোন ডাঃ সাদিয়া মারা গেলো কর্মস্থলে। আপনারা ছোট্ট একটি রিপোর্ট ছাপিয়ে শেষ করলেন।



অনেক সাংবাদিক ঐ হসপিটালে গিয়েছিলো রিপোর্ট করতে ... কারন তারা নাকি শুনেছেন ডাক্তারের ভুল চিকিতসায় রোগি মারা গেছে। যখন শুনলেন ডাক্তার মারা গেছেন। তখন যেন তাদের আগ্রহ মাঠে মারা গেলো। তার মানে ডাক্তার মরার খবর আপনাদের পত্রিকার কাটতি দেবেনা।আপনাদের আগ্রহ দিল্লির ধর্ষন,আমার বোনের একটাই দোষ সে ডাক্তার তাইতো তার খুনের খবর আপনাদের আগ্রহ তৈরী করেনা।



দেশ কাঁপানো মেধা তালিকায় স্থান করা ছেলে মেয়েরাই হয় ডাক্তারী না হয় প্রকোশলী হয়। রাগ করবেননা আপনাদের অনেকের শিক্ষা অনার্স পাস কোর্স পর্যন্ত। অতএব মেধার মূল্য আপনাদের কাছে থাকবে এটা আমরা আশা ও করিনা।



সব শেষে বলবো ডাক্তাররা গ্রামে চিকিতসা দিবেন অবশ্যই দিবেন তবে তার আগে সরকারের উচিত সেখানে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরী করে দিতে হবে। যাতে করে ডাক্তারের আর প্যারাসিটামল দুই বেলা দিতে না হয়। এতে ডাক্তার এবং রোগী উভয়েই সন্তুষ্ট থাকবে।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

নিশ্চুপ শরিফ বলেছেন: আপনার পোস্টের সাথে দ্বিমত করার কোন উপায় নেই। পাশের দেশে বা বিদেসের প্রতি আমাদের যা প্রেম দেশের প্রতি তত নাই। তবু হলুদ সাংবাদিকতার মত কি হলুদ ডাক্তারি করা হয়না? টাঙাইলে সদর হাসপাতালে কাকির চিকিৎসার জন্য গিয়েছিলাম। দিনে মাত্র ২ ঘণ্টা দাক্তার ভিজিট করেই ফুট।আর সাড়াদিন একটা ডাক্তার নাই। নার্স পুরা হাঁসপাতাল চালায়।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

শরীফ মহিউদ্দীন বলেছেন: সমস্যা সব জায়গায় কিন্তু ভাই সরকারের উচিত ডাক্তারদের সমস্য ও চাহিদা সবার আগে পূর্ন করা,কারন তারা মানুষের জীবন নিয়ে কাজ করে।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

-এভারগ্রীন নাহিদ- বলেছেন: হাতে গনা ২-৩ জন ডাক্তার এর বাড়ী গাড়ী নাই।
অনেক কিছু বলেছেন সত্যি। তবে কিছু কথা অতিরঞ্জিত।
আচ্ছা বলতে পারেন যে ছেলে টা পাবলিক মেডকেল থেকে পড়ে এসে আজ কে ডাক্তার হইছে তার পিছনে কত লাখ টাকা সরকার ঠালছে?
আমি নিজে দেখেছি সরকারী হাসপাতাল এ বসে সরকারের ফ্যান এর হাওয়া খাইয়া এরা ভিজিট নেয়।
সবাই এক না।

তবে ডাক্তার ডাঃ সাদিয়া মারা যাওয়ার পর সাংবাদিক এর আচরন ও ছিলো লজ্বা জনক।
অমানুসের মত কথা বলছে তারা।
আসলে কি জানেন সবাই নিজের কথা ভাবতেছে। কিন্তু বুঝতে পারে না এতে নিজের ক্ষতি টা ই আগে হয়ে যাচ্ছে।

ডাক্তারি কি এক সময় মহান পেশা ধরা হত। এখন কশাই আর ডাক্তার এক ই রকম।
সরকারী হাসপাতাল এ অনেক মেশিন থাকার পর ও পাইভেট এ পাঠায়।
অপারেশন করতে হলে পাঠায় পাইভেট এ।
কেনো বলতে পারেন?

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: হাতে গনা ২-৩ জন ডাক্তার এর বাড়ী গাড়ী নাই

আপনি অনেক কিছুই জানেন না আমরা জানি ভেতরের খবর

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

শেরশাহ০০৭ বলেছেন: ক্ত-বেতন-দরকার X( X( X( X( X(

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

_তানজীর_ বলেছেন: "পেছনের বেঞ্চ বসে থাকা বন্ধুর সাথে একদিন দেখা হবে সে বিশাল পয়সা ওয়ালা। ওমুক কোম্পানীর এক্সিকিউটিভ অফিসার। বাড়ী,গাড়ী কোনটারই কোন অভাব নাই। বিসিএস ক্যাডার ডাক্তার স্বপ্ন দেখে একদিন সেও কিনবে স্বপ্নের গাড়ি। তাইতো তার প্রতিক্ষায় কাটে "মেরা নাম্বার আয়েগা" "

আপনার লেখার সাথে কিছুটা একমত। তবে গাড়ি কেনা যদি কারো স্বপ্ন হয়, তাহলে তার বিসিএসে না যাওয়া জাতির জন্য মঙ্গলকর বলে মনে করি। টাকা দিয়ে যদি কেউ নিজের দর বিচার করে, মানুষ হিসেবে তার অধ:পতন অনেক আগেই হয়ে গেছে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: গাড়িটা রুপক অর্থে আর্থিক স্বচ্ছলতার প্রতিক হিসাবে...

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

আশীষ কুমার বলেছেন: ঢাকা থেকে যেতে ২ দিন লাগে এমন ৫টি উপজেলার নাম বলুন।

১৭০০০ টাকায় না পোষালে বিসিএসের স্বপ্ন দেখা অন্যায়। বিসিএসের স্বপ্নের সাথে ১৭০০০ টাকাও থাকে সবসময়। (আমি নিজেও ১৭০০০ হাজার টাকার কামলা, ইউনিয়নে পড়ে আছি।)

সরকারের অবশ্যই উচিত সব সুযোগ সুবিধা কনফার্ম করে একজন ডাক্তারকে গ্রামে পাঠানো। সেটা না পারা পর্যন্ত গ্রামের লোকদের চিকিৎসাবঞ্চিত রাখা হোক। তাই না?

হলুদ সাংবাদিকতা ছাড়া বাকী অনেক বিষয়েই একমত নই। হলুদ সাংবাদিকতার বিষয়টি উল্লেখ করায় ধন্যবাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

ইন২বাংলা বলেছেন: বিসিএস ক্যাডারে ডাক্তার হওয়ার শর্ত হলো প্রথমে প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিতে হবে। সেই শর্তে রাজী হয়ে চাকুরীতে যোগ দিয়ে শর্ত ভঙ্গ করে ঠিক মতো ডিউটি না করা এক ধরনের প্রতারণা।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

শরীফ মহিউদ্দীন বলেছেন: শেষের প্যারাটা আবার পড়ুন

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

মন মাতাল বলেছেন: ভাই আপনি ঠিক বলেছেন। তবে একটু সংশোধন করলে ভালোই হতো ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

ফ্যাট পান্ডা বলেছেন: "আচ্ছা বলতে পারেন যে ছেলে টা পাবলিক মেডকেল থেকে পড়ে এসে আজ কে ডাক্তার হইছে তার পিছনে কত লাখ টাকা সরকার ঠালছে। "

সত্য কথা। কিন্তু শুধু ডাক্তারদের বেলায় এই সত্য কথাটা বলা হয়। অন্যদের পেছনে সরকারের খরচ হয়না?

গ্রাম এ সুযোগ সুবিধা কম। এটা সত্যি। ইউপি চেয়ারম্যান এসে ধমক দিয়ে যাবে এটাও সত্য। কিন্তু যারা সরকারি চাকরীতে যায় তারা এসব জেনেই যায়। তাই যাওয়ার পর হা-হুতাশ টা আমি সমর্থন করিনা। আর যাওয়ার পর কর্মক্ষেত্রে না থাকা আরও অন্যায়। তার থেকে সরকারী চাকরী না করা ভালো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

শরীফ মহিউদ্দীন বলেছেন: শেষের লাইনটা আবার একটু পড়ূন

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

আদার ব্যাপারি বলেছেন: বেশি টাকা উপার্যনের লক্ষ্য থাকলে সরকারী ডাক্তার হওয়ার দরকার কি? প্রাইভেট ক্লিনিক খুলে বসলেই ত হয়।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

প্যারাসিটামল বলেছেন: Post a +. Ami akta koshaikhana dimu

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

িভৃতচারী বলেছেন: পোষ্ট এ +
মেধার সম্মান বাঙালী জাতি দিতে শিখেনি। কিংবা বলতে পারেন, বোকার রাজ্যে বুদ্ধিমান হওয়াটা বোকামি।
মানুষের সেবা কিংবা পাবলিক এর ট্যাক্স এর টাকায় মেডিকেল এ পড়ার দায়বদ্দতা থেকেই ডাক্তার বিসিএস এ যায়। যেখানে না পায় সন্মান, না পায় সংসার চালানোর টাকা। উপরুন্ত উটকো জামেলা তো আছেই। কেন ভাই, ডাক্তার ছাড়া অন্য পাবলিক ভার্সিটি তে পোলাপান কি সরকারি টাকায় পড়ে না? তারা সরকারি টাকায় পইরা কোন আউটপুট টা দেয়? সালার পাবলিক সব আছে সুধু ডাক্তার এর পাছায় আঙ্গুল ঢুকানোর ধান্দায়।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

-এভারগ্রীন নাহিদ- বলেছেন: আসলে ই আমরা ভীতরের অনেক কিছু জানি না।
জানি না কি করে ডাক্তার থেকে পশু হয়।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

রুদ্র মানব বলেছেন: পোস্টটা সত্যিকার অর্থেই চমৎকার । পোস্টে +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.