নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

তোমাদের এই দিবসের আমি নিকুচি করি

১২ ই মে, ২০১৩ রাত ৯:০৫

১৯৯৪ সালের জুন মাস। পিজি হাসপাতালের সি ব্লকের ২য় তলায় চাইল্ড ওয়ার্ড এর এফ সেভেন বেডে শুয়ে জীবন থেকে বিদায় নেয়ার দিনক্ষন গুনছি। ৭ বছরের বাচ্চা। কিইবা দেখেছি দুনিয়ার। ডিউটি ডাক্তার আসাদ বার বার আম্মাকে শান্তনা দিচ্ছেন সব ঠিক হয়ে যাবে বলে। কিন্তু ডাক্তার ও জানেন আনডায়াগোসিস এ (অজানা রোগ) আক্রান্ত এ শিশুটির হার্টরেট কমে এসেছে,পালস ও কমে যাচ্ছে। শিশুটি কোমায় চলে যাবে এর পর সেখান থেকে আর ফিরে আসবেনা। কিন্তু এ সহজ কথাটি শিশুটির মাকে বলা যাবেনা। দুনিয়ার সব সহজ কথা সহজ করে বলা যায়না।



মুখে আক্সিজেন মাক্স,হাতে পালস অক্সিমিটার লাগানো অবস্থায় কার্ডিও মনিটর এর টু টু শব্দ কানে ভেসে আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আজ আর ফিরে আসতে পারবোনা। আমি কল্পনা করতে লাগলাম আমার বাড়ির পাশের সরিষা ক্ষেত,আমার খেলার মাঠ আর আমাদের ডাকাতিয়া নদীর কথা। আমি হারিয়ে যাচ্ছি অনন্ত নক্ষত্রবীথির জগতে। যে জগত থেকে আর কেউ কখনো ফিরে আসেনা। মনে করতে লাগলাম আমার মায়ের মধুর মুখখানি। মনে মনে বলতে লাগলাম হে পরোয়ার দিগার আমি চলে গেলে আমার মাকে দেখে রেখো।



পরদিন খুব ভোরে আমার ঘুম ভাঙলো। দেখি বিছানার পাশে ফ্লোরে আমার মা জায়নামাজ বিছিয়ে মোনাজাত করছেন আর বলছেন হে পরয়য়ার দিগার আমি তো অনেক দিন তোমার দুনিয়া দেখেছি আমার আর এ দুনিয়া দেখার ইচ্ছা নেই। আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও। দয়ার সাগর আল্লাহ আমার মায়ের কথা শুনেছেন তিনি আমাকে ঐবারের জন্য বাঁচিয়ে দিয়েছেন।



আমি মনে করি আমার এ ২য় বার বেঁচে থাকা শুধু আমার মায়ের বদৌলতে। সেই ঘটনার পর থেকে আমি দেখেছি আমাদের ২ভাই এর মধ্যে আম্মা আমার জন্য এক ধরনের দূর্বলতা অনুভব করেন। আমি ১ ঘন্টার জন্য বাইরে গেলে আম্মা ৩বার ফোন দিবে। আমি মাঝে মাঝে রাগ হই। কারন প্রতিবার ফোন করে তিনি নানান ধরনের আলাপ করে যে আলাপ বাসায় এসে বললেও চলে। একবার রাগ করে বললাম মা তুমি বড্ড ডিস্টার্বিং। মা বললো একদিন বুঝবি। আসলে আমার বুঝতেও বেশী সময় লাগলোনা। মা অসুস্থ হয়ে হাসপাতালে। আমি বাইরে নানা কাজে যাই কিন্তু কেউ ফোন করেনা আমি বার বার মোবাইলের দিকে তাকাই কিন্তু কোন ফোন আসেনা আমার মায়ের। মনটা হু হু করে উঠলো। সেদিন আসলেই বুঝলাম মা কি জিনিস



শুনো রাখো পশ্চিমা দুনিয়ার মানুষেরা মা বাবাকে ওল্ড হোমে রেখে বছরের একদিন মা দিবস,বাপ দিবস নাম দিয়ে তাদের দেখতে যাও। আর সারা বছর কোন খবর রাখনা তোমাদের এই দিবসের আমি নিকুচি করি।

আমরা ভাটির দেশের মানুষ আমাদের মন নদীর কাদার মত নরম। আর বন্ধন ইস্পাতের চেয়ে শক্ত। তোমাদের এই সব দিবসের আমাদের দরকার নাই।

কারন তোমাদের বাবা মা তোমাদেরকে ১৮ বছর পরে ছেড়ে চলে যায় আর আমাদের বাবা মা শরীরের শেষ ফোটা রক্ত দিয়ে হলেও সন্তানকে আগলে রাখে।

আজ মা দিবস নামক তোমাদের এই নাটকে আমরা অংশ নেইনা। আমাদের মা আজ ও সকাল সকাল আমাদের সাথে হম্বি তম্বি করে ঘুম থেইকা উঠাইছে। আমাদের ওই গালাগালি বেশি ভালো লাগে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ৯:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: আপনার যাদু মনির জন্য অনেক আদর আর আদর
লিখেছেন ভাল ভবিষ্যতে সেও পাবে মায়ের কদর

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: পরিবেশ বন্ধুর সাথে কথা বলতে পারলে ভালো লাগতো

২| ১২ ই মে, ২০১৩ রাত ৯:১৭

নীল-দর্পণ বলেছেন: সুন্দর মিস্টি পোষ্ট

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

লাভ ভাই বলেছেন: পড়ে খুব ভাল লাগল..............+++++

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

০৫০৮০২৯ বলেছেন: আমরা ভাটির দেশের মানুষ আমাদের মন নদীর কাদার মত নরম। আর বন্ধন ইস্পাতের চেয়ে শক্ত। তোমাদের এই সব দিবসের আমাদের দরকার নাই।
----সুন্দর বলেছেন, ভালো লাগলো

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক ভালোবাসা রইলো

৫| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৬

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আমার মা কোনো দিবসের ধার ধারেন না, প্রতিদিন ছেলের খোঁজ নেন যদি রেগেও যাই :( মা তো মা-ই তাইনা ! দিবসট আবার কি X(

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.