নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

Khan IT Source

এস.আর.এফ খাঁন

কম্পিউটার বিজনেস করি, যে কোন কম্পিউটার এক্সাসারিজ ল্যাপটপ ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথেঃ facebook.com/srf.khan অথবা [email protected]

এস.আর.এফ খাঁন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে "জাগরণ" গ্রুপে আপনাকে স্বাগতম! দেখে জেনে তারপর আমাদের সাথে যুক্ত হোন!

১০ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৪

আপনাকে আমন্ত্রণ ফেসবুক-এ "জাগরণ" গ্রুপ-এ স্বাগতম "জাগরণ"-এ । আপনার যে কোন মত প্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম । নিচে যে বিষয় গুলি উল্লেখ করা হয়েছে, সেই বিষয় গুলির উপর- যে কোন আলোচনা মূলক ও যুক্তি ভিত্তিক মতবাদ রাখতে স্বচেষ্ট হবেন এবং সম্মানিত সদস্যগণ সেই অধিকার রাখেন । এমতাবস্থায়; কেউ যদি কারো উপর কোন প্রকার বিদ্বেষ সৃষ্টি করতে চায়, "জাগরণের" ভাব ক্ষুণ্ণ করতে গুরুতর আপত্তিকর বিতর্ক তুলে, তাহলে যে কেউ তার বিরুদ্ধে "সতর্কমূলক" পোস্ট দিতে পারেন । তারপর এডমিনের বিবেচনায় তাকে সম্মানের সাথে গ্রুপ থেকে ওয়ারনিং অথবা রিমুভ করা যেতে পারে এবং সেটা অবশ্যই সবার মতামতের ভিত্তিতে । এর বাইরে যারা পোস্ট করছেন এবং করবেন তা নিজ দায়িত্বে গুরুত্ব সহকারে অন্যদের মন্তব্য গুলিও পর্যবেক্ষণ করবার জন্য অনুরোধ করা গেলো । এতেকরে, কিছু যুক্তি-অযৌক্তিক আলোচনায় তর্ক-বিতর্ক, দ্বিমত, আপত্তিকর কথা থাকতেই পারে, তাকে নিজ গুণে ধৈর্যের দৃষ্টিতে ও বিতর্ককারীকে সঠিক দৃষ্টান্ত দিয়ে বুঝানোর দায়িত্বও "জাগরণ"-এর প্রতিটি সদস্যের । জাগরণের সম্মানিত ও গর্বিত সদস্য হবার জন্য, আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি!



"জাগরণ"



বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশ ও সামাজিকতার যে হাল , প্রণীত নিয়ম, নীতি, সরকার, বেসরকারি ব্যবস্থা, অবস্থা, সমাজ ব্যবস্থাপনা ও মূল তন্ত্রের ব্যাবহার এবং জাতীয় আদর্শের, নৈতিক মূল্যবোধের অবক্ষয় যেভাবে ধীরে ধীরে অথচ নিয়মিতভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে অধোগতির হাত ধরে সাম্প্রতিককালে যে নতুন অনুধ্যানের আশ্বাস দিয়ে ব্যাহত ও নিয়ম-অনিয়মের রেশ ধরে অস্থিতিশীল, অস্থির, দুর্বিষহ পরিবেশের সৃষ্টি এবং যেসব ঘটনার প্রভাবে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা নীতি দুর্নীতিতে অথবা নানান সামাজিক ব্যাধিতে পরিনত হচ্ছে, তার সমাধানে আমাদেরই এগিয়ে আসতে হবে , এটা মনে রাখতে হবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা এই আমাদের নিয়েই । আমরা প্রত্যেকেই এইসব কিছুর সাথে মানসিক ও অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এর কারণ করনীয় দায়ভার, দায়িত্ব আমাদের উপরেই ন্যস্ত ও আমাদের উপরেই বর্তাবে । আমরাই পারি পরিবর্তন, পরিবর্ধন, বিগত সকল ভুল পরিমার্জনের দায়িত্ব মনে করে দেশ ও দশের জন্য প্রয়োজনানুরূপ ব্যবস্থা গ্রহণ করতে । আসুন, আমরা সবাই মিলে এই ব্যপার ও বিষয় গুলি নিজের পরিবার, বন্ধু, পরিজনদের কথা ভেবে একাত্ম হয়ে সমাধানের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে অন্তত এই ক্ষেত্রে সকল শ্রেণী ভেদাভেদ না করে এর সঠিক সমাধানে হাত মিলিয়ে এগিয়ে আসবার ও সমাজ ব্যবস্থার পাশে দাঁড়াবার অঙ্গীকারে বিভিন্ন মতামত ব্যক্ত করে সুস্থ পরিকল্পনা দ্বারা সামাজিক অবক্ষয় রোধ করার দায়িত্বে একমত পোষণ করি ।



ফেসবুক-এ "জাগরণ" গ্রুপ!!



{বিঃদ্রঃ আপনার বন্ধু ও পরিজনদের এই গ্রুপে এড করবার জন্য ও আপনার অভিমত লিখবার জন্য অনুরোধ করা হলো । সেই সাথে উন্নয়নের লক্ষ্যে "জাগরণ"-এ আপনার সদয় ভূমিকা রাখবারও অনুরোধ করা হলো । }





ফেসবুক-এ "জাগরণ"





এখানে ক্লিক করুন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.