![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইনা আর কোন মায়ের বুক খালি হোক এই নষ্ট রাজনীতিবিদদের ক্ষমতার সিড়ি হবার জন্য।
এক জুনিয়র কলীগের বিয়ে খেয়ে ফিরতে বেশ রাত হয়ে যায়। আমি বসে টিভি রুমে বসি, বাচ্চারা ঘুমায়ে যায় দ্রুতই। স্ত্রী পাশে এসে বসলে আমি একটু ঘনিষ্ট হবার চেষ্টা করি
খলিল ভাবী কে কি সুন্দর লাগছিল দেখেছ? অবশ্য না দেখার কি আছে? তুমি তো ড্যাব ড্যাব করে তাকাচ্ছিলে!!
আমি একটু প্রশ্রয় পাওয়া হাসি হাসি, বউ এর আরেকটু ঘনিষ্ঠ হয়ে রোমান্টিক পরিবেশ তৈরির চেষ্টা করি। আমার তখন খলিল ভাবী নিয়ে আলাপের আগ্রহ কম, আগ্রহ অন্য কিছুতে ।
রোমান্টিক পরিবেশের প্রতি বউ-এর আগ্রহ নাই। সে আহ্লাদি গলায় বলে, ভাবীর শাড়িটা অনেক দামি। আমাকে ওরকম একটা শাড়ি কিনে দিবা?
আমি বলি কেমন দাম হতে পারে অই রকম শাড়ির?
“বেশী নয়, হাজার দশেক টাকা দিও, আমি এর মধ্যে একটা কিনে নিব। শাড়ি কিনার জন্য বেশি টাকা নষ্ট করে লাভ নাই।” এমন একটা হাসি দিল যেন আমার প্রতি অনেক অনুগ্রহ করেছে। আমার পরিবেশের রোমান্টিতার বদলে পকেটের অস্থিরতায় আমার উত্তেজনা বৃদ্ধি পায়। ক’দিন আগেই মেয়ে বড় হলে গয়না লাগবে, আর সোনার দাম বাড়ছে তাই এখন থেকেই সোনার গয়না কিনে রাখা দরকার এই অছিলায় মেয়ের জন্য একটি মালা আর তার সাথে এই পাচ বছরে আমাকে তো কিছু দাওনি তাই মেয়ের সাথে আমাকেও কিন্তু একটা চেইন দিতে হবে......সেই অছিলায় দু ভরি সোনার কার্যাদেশ দেওয়া হয়েছে দুই মাসও হয়নি......এই ধাক্কা সামলাতে আমার কমপক্ষে এক বছর ......... এই সময় আসে দশ হাজার টাকা দামের কম দামী
শাড়ির আবদার!! মেজাজটা বিলা হয়ে গেলেও আমি উত্তেজনা দমিয়ে বলি, এত টাকা দিয়ে শাড়ি এখন কিনার দরকার নাই, বরং দুই-আড়াই হাজার টাকার মধ্যে একটা শাড়ি কিনে নিও।
বউ এবার উত্তেজিত হয়ে পড়ে। ও, আমার বেলায় তোমার পকেট চলে না, নিজের ভাই-বোন কিছু চাইলে টাকা ঠিকই হত।
আমি অনেক কষ্টে নিজের উত্তেজনা কমাই, ঠান্ডা গলায় বলি আমার মা-বোন কাউকেই আমি দশ হাজার কেন,এক হাজার টাকার শাড়িও দেইনি।
বউ এর গলার স্বর উচুতে উঠতে থাকে, কেন তোমার ভাইকে দশ হাজার টাকা দাওনি কম্পিউটার কিনার জন্য?
আমার গলাও উচুতে উঠতে থাকে, কম্পিউটার কিনার জন্য দশ হাজার আর শাড়ি কিনার জন্য দশ হাজারের পার্থক্য বুঝলে আল্লাহ তোমাকে আর মেয়ে মানুষ করে জন্ম দিত না......
বউ দমবার পাত্রী নয়, গলার স্বর আরো বাড়িয়ে বলে, তোমার মায়ের চোখের অপারেশনের জন্য বিশ হাজার টাকা দাওনি?
আমার রোমান্টিক পরিবেশের আকাংখা ততক্ষণে পুরোটায় উবে গেছে। রাগ সামলানোই দায়। গেস্ট রুম ফাকা ছিল......আমি সেখানে ঢুকে দরজা বন্ধ করে দেই। ড্রইং রুম থেকে বউ এর উত্তেজিত গলা আসতে থাকে......
তোমার সংসারে এসে আমার হাড় কালি হলো, দাসীর মত খাটলাম। কি পাইলাম? আমার মত মেয়ে পেয়েছিস বলে এই সংসার এখনো টিকে আছে। অন্য মেয়ে হলে এই সংসারে লাথথি মেরে কবে চলে যেত!
অভিগগতা বলে এই সময় নিশ্চুপ থাকায় শ্রেয়! আমার নিরবতায় বউ এর উত্তেজনা সপ্তমে ওঠে। তুমি থেকে তুই প্রমোশন পায় সম্বোধন।
তোর টাকা তুই তুলে রাখ, আমার কিছু লাগবে না...নতুন বউ নিয়ে হানমুনে যাস।...আবার বিয়ার হাউস হইছে বুড়ার। বিয়ে বাড়িতে সাজগোজ করা মেয়ে দেখে আমাকে আর ভাল লাগে না......আল্লাহ যেন তোর টাকা আমারে না খাওয়ায়, আমি মরলে যেন তোর টাকায় দাফন না লাগে...দুই বাচ্চা সহ যেন ট্রাকের নিচে পড়ি.........
আমি গেস্ট রুমে শুয়ে ভাবি...কেন যে কিছু তুলা কিনে রাখি নাই, কানে দিতে পারলে শান্তি পেতাম...এখন থেকে কিছু তুলা কিনে মানিব্যাগে রাখতে হবে। এই প্রথম একজন শিক্ষিত মানুষ না হয়ে একজন রিক্সাওয়ালা হবার খায়েশ হয় তাহলে হয়ত পরিস্থিতি সহজ হতো!! একটা স্লিপিং পিল খেয়ে দুই হাতে কান বন্ধ করে চাদরের নীচে ঢুকি.........।বাইরে রেকর্ড বাজতেই থাকে উচুস্বরে.........
* * * * * * * * * * * *
ডিসক্লেইমার: কারো ঘটনাগুলো চেনা চেনা মনে হলে সেজন্য লেখক দায়ি নয়। পুরো চরিত্র এবং সংলাপ কাল্পনিক!!
* * * * ** * * *
শেষে দুটি কৌতুক ফ্রী।
এক বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেছেন। বিভিন্ন জন্তু-জানোয়ার দেখাচ্ছেন। এক পর্যায়ে গাধার খাচার সামনে এসে তিনি ছেলেকে বলেন, দেখ এইটা হলো গাধা আর ঐ পাশে যেটি আছে সেটির এই গাধাটার বউ।
ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা গাধারাও বিয়ে করে?
বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাবা, এই দুনিয়ায় শুধু গাধারাই বিয়ে করে!!
* * * *
স্ত্রীঃ আমি যদি খবরের কাগজ হতাম, সারাক্ষন তোমার হাতে থাকতে পারতাম!
স্বামীঃ আমিও চাই তুমি যদি খবরের কাগজ হতে!! তাহলে প্রতিদিন নতুন একটা পেতাম!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১
শরিফ নজমুল বলেছেন: আসলই উত্তেজনাময় রাতগুলো মনে হয় এমনই হয়। কানে তুলা দেবার ব্যাবস্থা রাখা উত্তম।
ধন্যবাদ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৮
রোবট ভিশন বলেছেন: এইটা চিরন্তন সত্য....
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
শরিফ নজমুল বলেছেন: সূর্য পুর্ব ওঠে এটার মতই ......।
ভাই জানের মনে লয় অভিগগতা ভালই.....
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৯
িট.িমম বলেছেন: মজা পাইলাম। ধন্যবাদ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
শরিফ নজমুল বলেছেন: আপনারেও ধন্যবাদ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০
শিমুল আহমেদ বলেছেন: হা হা হা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪
শরিফ নজমুল বলেছেন: আপানর কি বাপ-ভাই নিদেন পক্ষে পুরুষ বন্ধু নাই? দিলে রহম নাই?
মানুষের দু:খে এমন হাসেন কেন?
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫১
মুরাদ আল মামুন বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯
শরিফ নজমুল বলেছেন: পুরুষের দু:খে এমন হাসেন কেন?
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০২
ঘুমরাজ বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
শরিফ নজমুল বলেছেন: পুরুষের দু:খে এমন হাসেন কেন?
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: ভুই পাইছি!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৩
শরিফ নজমুল বলেছেন: ভয় পাইয়েন না ভাইডি..মুদ্রার আরেক পিঠও আছে...
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭
জয় রাজ খান বলেছেন:
...................
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০০
শরিফ নজমুল বলেছেন:
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭
খন্ডকাব্য বলেছেন: অ কি....ভাই যা হুনাইলেন বিয়া করার শখ তো উইড়া গেল .....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০৩
শরিফ নজমুল বলেছেন: ভয় পাইয়েন না ভাইডি..মুদ্রার আরেক পিঠও আছে..
তৌিহদ েহােসন বলেছেন:
এই রকম উত্তেজনা বেচে থাকার জন্য প্রয়োজন আছে।
আর নয়ত জীবন কিসের?
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৪
আঁতেল বলেছেন: চ্রম হৈছে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২২
শরিফ নজমুল বলেছেন: আপনার দোয়া ভাইজান!!
ধন্যবাদ।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৫
হুপফূলফরইভার বলেছেন: খবরের কাগজরে লাইক মারলাম~
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৫
শরিফ নজমুল বলেছেন: এই কৌতুক লাইক করলেন ভাল কথা.....ত্য় ভুলেও বউ কে বলতে যাবেন না.....
ধন্যবাদ!!!!
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
দেশপ্রেমিক পোলা বলেছেন: ভুই পাইছি!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৮
শরিফ নজমুল বলেছেন: ভয় পাইয়েন না ভাইডি..মুদ্রার আরেক পিঠও আছে..
তৌিহদ েহােসন বলেছেন:
এই রকম উত্তেজনা বেচে থাকার জন্য প্রয়োজন আছে।
আর নয়ত জীবন কিসের?
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৫
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: চ্রম হইছে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৫
শরিফ নজমুল বলেছেন:
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭
অ নু বলেছেন: মেয়েরা কি আসলেই এমন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৯
শরিফ নজমুল বলেছেন: সবাই এমন নয়। কেউ কেউ নিশ্চতভাবেই এর চেয়ে অনেক ভাল
কেউ কেউ হয়ত এরকম! বিবাহিত ভাইয়েরা আওয়াজ দেন!!
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: মেয়েরা আসলেই এমন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৩
শরিফ নজমুল বলেছেন: কেউ কেউ নিশ্চতভাবেই এর চেয়ে অনেক ভাল
কেউ কেউ হয়ত এর চে খারাপ!
এটিকে গল্প হিসাবে নেই, প্লিজ!!
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৭
অতৃপ্ত আত্মা বলেছেন: ভাই যা হুনাইলেন বিয়া করার শখ তো উইড়া গেল .....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩১
শরিফ নজমুল বলেছেন: ভয় পাইয়েন না ভাইডি..মুদ্রার আরেক পিঠও আছে..
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
টিপু বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫১
শরিফ নজমুল বলেছেন:
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৯
শরিফ নজমুল বলেছেন:
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪১
তৌিহদ েহােসন বলেছেন:
এই রকম উত্তেজনা বেচে থাকার জন্য প্রয়োজন আছে।
আর নয়ত জীবন কিসের?
তারাতারী আপনার গল্পের নায়িকার মত একটা মাইয়ারে বিয়া করুম ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩০
শরিফ নজমুল বলেছেন: তাড়াতাড়ি করেন।
অফিসের কাজে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে..কারন দেখা যাবে বউ এর ভয়ে (বছর খানেক পরে) বাসায় যাওয়া দেরী করতে অফিসে অনেক সময় দিবেন। তখন প্রমোশন অণিবার্য্য।
বেস্ট অফ লাক!!
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৯
নীল_পদ্ম বলেছেন: হুনচি পাত্রী দেখতেছে, কিন্তু আপনার কতা হুইন্যা ভুই পাইলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৩
শরিফ নজমুল বলেছেন: ভয় পাইয়েন না ভাইডি..মুদ্রার আরেক পিঠও আছে..
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
কুঁড়ের বাদশা বলেছেন: তোমার সংসারে এসে আমার হাড় কালি হলো, দাসীর মত খাটলাম। কি পাইলাম?
বউরা ঝগড়া হলেই এই ডায়লগ দেয় ।
বউরা সংসারটাকে কখনও হয়ত নিজের ভাবতে পারেনা।
পারলে হয়ত অনেক সমস্যার সমাধান হয়ে যেত
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৬
শরিফ নজমুল বলেছেন:
আসলে সংসারকে তারা নিজের ভাবে কিনতু যখন স্বামীর পরিবারের কারো স্বার্থ চলে আসে, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে তখন প্যারাডাইম শিফ্ট হয়ে যায়!!
আরেকটি কমন ডায়ালগ:
আমার মত মেয়ে পেয়েছিস বলে এই সংসার এখনো টিকে আছে। অন্য মেয়ে হলে এই সংসারে লাথথি মেরে কবে চলে যেত!
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
২২| ১৬ ই মার্চ, ২০১১ সকাল ১০:৪৪
রুদ্রপ্রতাপ বলেছেন: রেয়ার কেস
১৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:০৫
শরিফ নজমুল বলেছেন: এটা যদি আপনার জন্য রেয়ার কেস হয়, তার মানে াপনি অনেক উত্তেজনা থেকে বন্চিত
২৩| ১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হা হা হা মুজাইলাম
১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৮
শরিফ নজমুল বলেছেন: ,
,
,
২৪| ১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৪৮
সাদাকালোরঙিন বলেছেন: হা হা হা , দুজনে বেশ মিলেমিশেই আছেন দেখা যায়
১৭ ই মার্চ, ২০১১ রাত ৮:৫৫
শরিফ নজমুল বলেছেন: তা আছি ভাই, মুরুব্বীদের দোয়া আচে না?? অন্যভাবে বললে, উপায় নাই তাই থাকা....
তবে মুদ্রার অপর পিঠও খারাপ নয়....
আপনে আবার হিংসা দিয়েন না, দোয়া রাইখেন....ভাই।
২৫| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৯
অলস ছেলে বলেছেন:
সত্য বড়ই তিক্ত। আফসুস
২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪১
শরিফ নজমুল বলেছেন: সত্য বড়ই তিক্ত!! যা বলেছেন!!!
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৭
জারনো বলেছেন: লেখক বলেছেনঃ ডিসক্লেইমার: কারো ঘটনাগুলো চেনা চেনা মনে হলে সেজন্য লেখক দায়ি নয়। পুরো চরিত্র এবং সংলাপ কাল্পনিক!!
কথাটাযে কত বাস্তব সেটা যদি বুঝতেন তা হলে আর বলতেন না এটা কাল্পনিক !! বিয়ে যদি করে না থাকেন তা হলে আপনার কাছে কাল্পনিক তবে প্রতিটি বিবাহিত পুরুষ ভাবছে আপনি কী করে তার
ঘরের খবর জানলেন !!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৩
শরিফ নজমুল বলেছেন: ভাই অভিগ্গতা কথা বলে! সেটা নিজের হোক আর ধার করা হোক..
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
ইয়াংেমন বলেছেন: স্ত্রীঃ আমি যদি খবরের কাগজ হতাম, সারাক্ষন তোমার হাতে থাকতে পারতাম!
স্বামীঃ আমিও চাই তুমি যদি খবরের কাগজ হতে!! তাহলে প্রতিদিন নতুন একটা পেতাম!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৩
শরিফ নজমুল বলেছেন: সেদিন সোসিওলজি ক্লাসে স্যার পড়াচ্ছিলেন..মানুষ প্রকৃতিগতভাবে পলিগ্যামি (একের বেশী মেট কামনা করে) কিনতু সমাজ তাকে বেধে রাখে...অতি প্রচীন কালে সমাজপতিরা এই নিয়ম তৈরী করেছেন, যাতে আম জনতার জন্য বৌ/সেক্স পার্টনার নির্দিষ্টঝয়ে যায় এবং তারা নিজেরা ইচ্ছেমত বাকীদের ভোগ করতএ পারে........
সে নীতি থেকে এই কৌতুকের জন্ম...আর দুধের সাধ ঘোলে মিটানোর মত আমারা এই কৌতুক পড়ে মজা নেই.....
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৮| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ২:০৪
আজমান আন্দালিব বলেছেন: মারাত্মক অভিজ্ঞতা দেখছি।
পোস্টটি প্রিয়তে রাখতে হইল
০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:১৩
শরিফ নজমুল বলেছেন: ধন্যবাদ।
২৯| ০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৪১
কথা সত্য বলেছেন: বউ যখন ঝগড়া করে তখন আমি হাড়ে হাড়ে বুঝি মানুষ কেন সন্নাসী হয়। আর মেয়েরা শ্বশুড়বাড়ীর লোকদের কেন দেখতে পারে না এই একটা জিনিস আমার মাথায় ঢোকে না। অথচ আমরা ওদের বাবা মাকে তাদের থেকেও অনেক বেশী ভালোবাসি কিন্তু ওরা কেন পারে না?
০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১১:২৪
শরিফ নজমুল বলেছেন: ভাইরে, আসেন কোলাকুলি করি.....মনের কথাগুলি বলে ফেলেছেন....
৩০| ০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১১:২৯
মুহিব বলেছেন: আমার পারিবারিক ঝগড়ার সময় আপনি কি আশেপাশে ছিলেন আর তা নিয়ে এখন গল্প করে বেড়াচ্ছেন?
০৪ ঠা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৮
শরিফ নজমুল বলেছেন: ভাইরে, আমরা সবাই লেজকাটা শেয়াল, সবার দু:খ একই রকম.....
আপনার জন্য সমবেদনা রইল........ আসেন কোলাকুলি করি.....
৩১| ০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১১:৪০
নোবিতা রিফু বলেছেন: খাপে খাপে মিলে গেলো... :-<
০৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১২
শরিফ নজমুল বলেছেন: সব লেজকাটা শেয়াল, একই সুরে দেখি ডাকে.........
সত্য স্বীকার করার জন্য ধন্যবাদ।
৩২| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৩৬
নিঃসঙ্গ পৃথিবী বলেছেন: বেশি জোস
০৬ ই মার্চ, ২০১২ সকাল ১০:২২
শরিফ নজমুল বলেছেন: ধন্যবাদ।
৩৩| ১০ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৯
শরিফ নজমুল বলেছেন: ধন্যবাদ।
৩৪| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৫
মামুণ বলেছেন: ব্যাপুক বিনোদন।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৩
শরিফ নজমুল বলেছেন: ধন্যবাদ।
৩৫| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৮
েটকেনালিজ বলেছেন: চোখ অপারেশন আর শাড়ির পার্থক্য বোঝা অনেক জরূরী। সকাল বেলায়ই ৩৫০০ট চলে গেল খালি খালি, শুধু মাত্র শান্তি বজায় রাখব বলে দিয়ে দিতে হল। তবে সংসারের ভিতরে অনেক ভাল কিছু আছে বলেই আল্লাহ আমাদের এই নিয়ম করে দিয়েছেন। আল্লাহর উপরে ভরসা করাই সব থেকে ভাল কাজ বলে আমার কাছে মনে হয়।
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০০
শরিফ নজমুল বলেছেন: সংসারে অনকে কিছুই ভাল আছে, সন্দেহ নেই।
কিনতু এরপরও শান্তি বজায় রাখবার জন্য যে মুল্য দিতে হয়, তার হিসাব কে রাখে? টাকার হিসাব টা তাও বোঝা যায় কিনতু মানসিক অশান্তির পাল্লা কে দিয়ে মাপবেন?
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৬| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫
উলম্ভ বলেছেন: ভাই এইডা কি পড়লাম ? প্রথমে প্লাস। তার পর ফেভারিট তার পর অনুসরণ। আজকে বউ এর জন্য একটা গিফট নিয়া বাসায় যাওয়া লাগবো। আমার বউ মায়ের চক্ষু অপারেশন আর শাড়ির প্রয়োজনীয়তার পার্থক্য বুঝে এই জন্য কৃতজ্ঞতা গিফট।
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৪
শরিফ নজমুল বলেছেন: "আমার বউ মায়ের চক্ষু অপারেশন আর শাড়ির প্রয়োজনীয়তার পার্থক্য বুঝে এই জন্য কৃতজ্ঞতা গিফট।"
এই গিফ্ট অবশ্যই উনার প্রাপ্য।
আসলে বাবা-মা র কোন স্বার্থের সাথে সংঘাত তৈরী হলে সংসার টা নরকে পরিণত হয়!!
আপনাকে ধন্যবাদ।
"প্রথমে প্লাস। তার পর ফেভারিট তার পর অনুসরণ। "
এই অভাজনের এত কিছু প্রাপ্য!! কৃতগ্গতায় আবদ্ধ হয়ে গেলাম।
৩৭| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১
অদ্ভুত স্বপ্ন বলেছেন: অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ।
বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা।
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৬
শরিফ নজমুল বলেছেন: দিল্লী কা লাড্ডু...খেয়ে পস্তানোয় ভালো......
৩৮| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫০
একলা বগ বলেছেন: ++++++++
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪১
শরিফ নজমুল বলেছেন: ধন্যবাদ....।
তা আপনি কি একলাই থাকবেন নাকি বগি খুজছেন? নাহলে এরকম উত্তেজনা পাবেন কোথায়?
৩৯| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২
মুদ্দাকির বলেছেন: ভাই কয়দিন গেস্ট রুমে ছিলেন ?
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫১
শরিফ নজমুল বলেছেন: হে হে..সব কথা বলতে নেই.....
৪০| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: খবরের কাগজ বালা পাই
আহা তুমি যদি খবরের কাগজ হইতা
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৩
শরিফ নজমুল বলেছেন: ভালা পাওয়া ভাল..কিনতু বউ রে আবার এই কৌতুক শুনাইতে যাইয়েন না......
৪১| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭
তৃতৃতৃতৃতৃতৃ বলেছেন: Do u catagorize ur mother in the same class!! ? what did she use to do with her in laws..!! ? if u have any memories u can share with us!! ?
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৭
শরিফ নজমুল বলেছেন: আপনি তো বেশি সিরিয়াসলি নিয়ে ফেললেন......।
তবে শুধু আমার মা নয়, ঐ জেনারেশন এর বেশীর ভাগ মহিলাই এসব বিষয়ে স্বামীর সিদ্ধান্তে বাগড়া দিতে বলে মনে হয় না....আসলে সামাজিক অবস্থা এবং ক্ষমতায়ন বিচারে তারা ঐ লাইনে চিন্তাই করতেন বলে মনে হয় না.......
আমার মা-খালা সবাইকে দেখেচি তারা খুবই আন্তরিক ভাবেই শ্বসুর-শ্বাসুড়ির সেবা-যত্ন করেচে, তাদের প্রতি দ্বায়িত পালন করেছেন...
৪২| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১২
চাচু বলেছেন: চরম হইছে ভাইজান , পিলাস লন
।
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৮
শরিফ নজমুল বলেছেন: চাচু, আপনি এতদিন পর আসলেন?
তাও তো আসলেন, আমার কদমবুসি লন...।
৪৩| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৩
danpite বলেছেন: Amar pcte game install hoeopen hoccena ken?video card update or ki jn turn on korte bole. . .plz helpVaiara amk bachan.1 month holo pc kineci.ekn game open hoyna
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪১
শরিফ নজমুল বলেছেন: অপ্রসাংগিক মন্তব্য।
৪৪| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৭
মোমের মানুষ বলেছেন: কি হুনাইলেন এটা? বিয়াটা তো আরো ২ বৎসর পিছায়া গেল
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩১
শরিফ নজমুল বলেছেন: ভয় পাইয়েন না ভাই......বিয়া টা করে ফেলেন....
মুদ্রার অপর পিঠও আছে.....সেটাও কিনতু খারাপ না!!!
৪৫| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৪
হিবিজিবি বলেছেন: নরমাল কেইস, এগুলোকে সিরিয়াসলি নিতে নেই !! এগুলো সাময়িক, এই গল্প পড়ে অনেকের মনে হতে পারে সংসার বুঝি গেল!
কিন্তু সব কিছু স্বাভাবিক হতে বেশি সময় লাগে না!! এর পর রোমান্টিসিজম মনে হয় আরো বাড়ে
এমন কিছু মুহুর্ত মনে হয় সব বিবাহিত পুরুষের ডাইরিতেই পাওয়া যাবে!
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৩
শরিফ নজমুল বলেছেন: নরমাল কেইস, এগুলোকে সিরিয়াসলি নিতে নেই.....।
ঠিক কথা....এগুলো সিরিয়াসলি নিলে তো কোন সংসারই টিকতো না!!
তবে মাঝে মাঝে জীবনটা বড় তেতো মনে হয়!!!
৪৬| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: বিয়ে করি নাই, তবে যেটুকু এই লাইনে জানাশুনা আছে, সিচুয়েশান কমন পড়েছে..
আল্লাহ পুরুষদের কে হেফাজাত করুন.. !
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৩
শরিফ নজমুল বলেছেন: আল্লাহ পুরুষদের কে হেফাজাত করুন.. !আমিন!!
৪৭| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪২
তৃতৃতৃতৃতৃতৃ বলেছেন: ma khala k dekhechen... fufu ,chachachira nishchoy kharp chilo.... bujhte perechen nishchoy ki bujhate chylam!!!!!!! cos apnar ma khalarato valo chilo... no doubt...!!!
৪৮| ২৬ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: মুখটা তেতো হয়ে গেল ভাই , করসিলাম একখান বিয়ার খায়েশ !
ইহা কি পড়িলাম
হিহিহিহিহ
+++++
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৯
শরিফ নজমুল বলেছেন: তাড়াতাড়ি বিয়া কইরা ফালান....।তাইলেই না তাড়াতাড়ি অভিগ্গতার ঝুলি বড় হতে থাকবে!!
৪৯| ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০১
মুদ্রাগণক বলেছেন: ভাই বিয়া করি নাই। এরুম অভিজ্ঞতা অ নাই...
বাপরে কি সাংঘাতিক...।
বা... উ... রে...।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৯
শরিফ নজমুল বলেছেন: অসুবিধা নাই..বিয়ার সাথে এরকম অভিগ্গতা ফ্রী তে পেয়ে যাবেন.....
৫০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২
লালকালো বলেছেন: chorom hoiche vaijan......
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
শরিফ নজমুল বলেছেন: ধন্যবাদ
৫১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫
আজনবী বলেছেন: হুম!!!!!!!!!!!!!!
এখন কি অবস্থা????????????????????
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭
শরিফ নজমুল বলেছেন: চামড়া তো মোটা হইয়া গেছে.....গায়ে লাগে না কিছু.....দেখেন না এরকম জ্বালাময়ী পোস্ট আর দিতে পারছি না.....
৫২| ১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
স্বপ্নসমুদ্র বলেছেন: কারে কন??
১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০১
শরিফ নজমুল বলেছেন: কারে কি কই? আপনের প্রশ্নের মর্ম বুঝলাম না
৫৩| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৩
শার্লক বলেছেন: জোশ। মজা পাইছি গল্প আর জোকস দুইটাই দারুন।
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০০
শরিফ নজমুল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫৪| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
নিলু বলেছেন: ধন্যবাদ
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০১
শরিফ নজমুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫৫| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৬
হিমু্_017 বলেছেন: Darun ++
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৩
শরিফ নজমুল বলেছেন: হিমু দের এমন উত্তেজনা ভাগ্যে জুটে না..
তবুও আপানার ভাল লেগেছে জেনে খুশী হলাম.।.।।।
৫৬| ২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭
আল-রোমান বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
শরিফ নজমুল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
মুন্সীজী বলেছেন: ভাই, ভালই লাগলো, সামুতে রি-পোস্ট দিলাম কপি পেস্ট করে । মাইন্ড কইরেন না ।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
শরিফ নজমুল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
মাইন্ড করবার কিছু নাই..তবে যদি শুধু আমার নাম টা থাকে কোনা দিয়ে.....।
৫৮| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
তাসজিদ বলেছেন: তোমার সংসারে এসে আমার হাড় কালি হলো, দাসীর মত খাটলাম। কি পাইলাম? আমার মত মেয়ে পেয়েছিস বলে এই সংসার এখনো টিকে আছে। অন্য মেয়ে হলে এই সংসারে লাথথি মেরে কবে চলে যেত!
আমার ধারণা প্রতিটি বিবাহিত পুরুষ একবার হলেও এ কথা শুনেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২
শরিফ নজমুল বলেছেন: যে মাত্র একবার শুনেচে সে তো নেহায়েত ই ভাগ্যবান,,,,....কেউ কেউ হয়ত মাসে মাসি শুনচে....
আপনার মন্তব্যএর জন্য ধন্যবাদ।
৫৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩০
খেয়া ঘাট বলেছেন: বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাবা, এই দুনিয়ায় শুধু গাধারাই বিয়ে করে!!
হাসতে হাসতে শেষ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
শরিফ নজমুল বলেছেন: ভাই কি জীবিত পুরুষ মানুষ হিসাবে টিকে আছেন নাকি অলরেডি গাধাদের দলে নাম লিখিয়েচেন?
৬০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
শরিফ নজমুল বলেছেন: আপনার হাসি দেখে ভালও লাগলো.....যা দিন কাল পড়েছে হাসি খুজে পাওয়া দায়!!
৬১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমার লাইফ টাও মনে হয় আপনার গল্পের মত।
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
শরিফ নজমুল বলেছেন: ভাই এতো সব পুরুষের গল্প....
৬২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
চুক্কা বাঙ্গী বলেছেন: তোমার সংসারে এসে আমার হাড় কালি হলো, দাসীর মত খাটলাম। কি পাইলাম? আমার মত মেয়ে পেয়েছিস বলে এই সংসার এখনো টিকে আছে। অন্য মেয়ে হলে এই সংসারে লাথথি মেরে কবে চলে যেত!
এই জগত সংসারে এমন কোন বিবাহিত পুরুষ পাওয়া দুষ্কর যে এই ডায়লগ শুনেনাই। কঠিন সত্য কথারে ভাই। আমিও একমত 'এই দুনিয়ায় শুধু গাধারাই বিয়ে করে!!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
শরিফ নজমুল বলেছেন: একমত সে হতেই হবে যে, সব পুরুষই বিয়ের পর তাই কয়.....।
মনতব্যের জন্য ধন্যবাদ।
৬৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭
মি. আলম বলেছেন: আমার আসল নিক তাই আর কিছু বল লাম না। রিস্ক আছে ।
ধন্যবাদ
০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩
শরিফ নজমুল বলেছেন: রিস্ক এভোয়েড করাই বুদ্ধিমানের কাজ!
আপ্নাকেও ধন্যবাদ।
৬৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৮
সত্যচারী বলেছেন: সুন্দর হইসে............. আসলে উত্তেজনাময় রাতগুলো মনে হয় এমনি হয়