নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

কি বলবেন নিজের সন্তানকে? অধিকার ছিনিয়ে নিলেন না অধিকার বঞ্চিত করলেন !?

২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

কোটা আন্দোলনকারীদের বিবেকের কাছে প্রশ্ন নিজের সন্তানদের কি বলবেন?
# প্রতিবন্ধীর অধিকার ছিনিয়ে নিয়েছি!
# নারী অধিকার ছিনিয়ে নিয়েছি!
# নৃ গোষ্ঠীর অধিকার ছিনিয়ে নিয়েছি!
# মুক্তিযোদ্ধার অধিকার ছিনিয়ে নিয়েছি!

কোটা সংস্কার অবশ্যই প্রয়োজন ছিল কোন সন্দেহ নেই l আমার মতে মুক্তিযোদ্ধার সন্তান কোটা থাক কিন্তু নাতি কোটা অবশ্যই না l এছাড়া জেলা কোটা নারী কোটা থাকা উচিৎ ছিল l কিন্তু ৫% কোটা দাবী একটি অন্যায় অবিচার দায়িত্বজ্ঞানহীন দাবী ঠিক তেমনি ৭% কোটা একটি দায়িত্বজ্ঞান হীন অবিচার হয়েছে সমাজ এবং জাতির প্রতি l এটি অবিচার করা হয়েছে l অথচ সবাই তৃপ্তির ঠেকুর তুলছে l ইতিহাস এবংহ সময় ক্ষমা করবে না l
# নারী / প্রতিবন্ধী / নৃ গোষ্ঠী কোটা অস্বীকার অর্থ সমাজের প্রতি দায় অস্বীকার করা l
# মুক্তিযোদ্ধা কোটা অস্বীকার করা দেশের প্রতি দায় অস্বীকার করা l

যারা দেশ এবং সমাজের দায় আজ অস্বীকার করলেন একদিন দেশ সমাজ আপনাদের দায়িত্ব নিবে না l সময় কঠিন বিচারক l ইতিহাসে সব লেখা থাকবে l আমি সুস্থ সবল আমি বেঁচে থাকবো বাকি সব গোল্লায় যাক!! যারা এমন ধারণায় বিশ্বাসী তারা সমাজ এবং জাতির বোঝা l আমি ভালো থাকবো বাকি সবাই পঁচে মরবে!! কিন্তু তা হয় না প্রকৃতির নিয়ম তা মানে না আমার চারিদিকে আগুন জ্বললে সেই আগুনে আমিও জ্বলবো এটাই প্রকৃতির নিয়ম l

স্রোতের বিপরীতে কথা বলা কঠিন কিন্তু সত্য ঢেকে রাখা যাবে না l ৭% কোটা একটি অন্যায় অবিচার
# নারীর প্রতি অবিচার
# প্রতিবন্ধীর প্রতি অবিচার
# নৃ গোষ্ঠীর প্রতি অবিচার
# স্বাধীনতার প্রতি অবিচার
নিজের স্বার্থের জন্য এতটা অন্ধ হয়ে যাওয়া নিজের জন্যই ক্ষতিকর l


মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:০০

সরকার পায়েল বলেছেন: দুঃখিত রি পোস্ট দেয়ার জন্য আগের পোস্টটি ফন্ট সমস্যার কারনে পুরো লেখা আসেনি l তাই আবার পোস্টটি দিলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন l

২| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:২১

রিদওয়ান খান বলেছেন: ২০১৮ তে তো বাতিল ঘোষণা করা হয়েছিলো সেটা কেমন ছিলো?
ছাত্রদের আন্দোলন কখনোই কোটার বিরুদ্ধে ছিলোনা বরং
তারা কোটা সিস্টেমকে যেনো রিফোর্ম করা হয়া সেটা চেয়েছিলো।
এটা তো ন্যায্য দাবী। আর এই ন্যায্য দাবী আদায়ে ছাত্রী বা নারীদের ভূমিকাও
ছিলো চোখে পড়ার মতো। ওরা কী জেনেবুঝে নিজের পায়ে কুড়াল মারলো?

দ্বিতীয়ত একটা কোটা কতবার ব্যবহার হতে পারে? এখন তো দেখা যাচ্ছে
একটা কোটা একজনই জায়গায় জায়গায় ব্যবহার করছে। ৪বার ৫বার পর্যন্ত ব্যবহার
করছে(!) এমন হলে মেধার আর দরকার কী?

২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৩

সরকার পায়েল বলেছেন: এক কোটা একই ক্ষেত্রে বার বার ব্যবহার উচিৎ না l ২০১৮ তে আন্দোলনের জন্যই বাতিল হয়েছিল কিন্তু তখনও আন্দোলনকারীরা এর বিপক্ষে ছিল না l কোটা না থাকা অন্যায় যেমন তেমনি ৫% দাবী অন্যায় ৭% করা অন্যায় অবিচার l আমরা সবাই মিলে সমাজের প্রতি আরেকবার অবিচার করলাম l আরেকবার আমাদের স্বার্থের কদর্য নগ্নতা বেরিয়ে এলো এর দায় সবার l

৩| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪২

জুন বলেছেন: নারীদের জন্য আলাদা কোটার প্রয়োজন আছে বলে আমি নারী হয়েও তা মনে করি না। আজ সমাজের সর্বস্তরে নারীরা পুরুষের কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনেও তো তারা ছেলে সহপাঠীদের সাথে তালে তাল মিলিয়ে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস আদালত, গার্মেন্টস থেকে বাসা বাড়ি সবখানেই তারা আছেন। তাহলে কেন তাদের জন্য আলাদা করে কোটা রাখতে হবে! তারা চলবে তাদের মেধা দিয়ে, নাকি মনে করেন তাদের মেধা নেই!!

২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৭

সরকার পায়েল বলেছেন: আপনি যত সহজে বলে দিলেন লাগবে না প্রত্যন্ত গ্রামের একজন চাষীর মেয়ে বা পাহাড়ের নৃ গোষ্ঠীর একজন নারী কি একই কথা বলবে???? অবশ্যই না l নিজের অবস্থান থেকে সব কিছু বিচার করা ঠিক না l আমাদের নারীরা অনেক এগিয়েছে ক্ষেত্র বিশেষ পুরুষের চেয়েও এটা সত্য l কিন্তু প্রান্তিক নারীদের জন্য এখনো অনেক কাজ করা বাকি প্রান্তিক জনগোষ্ঠী এখনো পিছিয়ে l শহর আর গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা এক না l

২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৯

সরকার পায়েল বলেছেন: তবে ধন্যবাদ আপনাদের সাহসী মন্তব্যের জন্য এটাও আমাদের নারীদের এগিয়ে যাওয়ার একটি প্রমান l

৪| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৯

রানার ব্লগ বলেছেন: কোন মুক্তিযোদ্ধা এখন এই মুহুর্তে বাংলাদেশের যেকোন চাকুরীর জন্য উপযুক্ত আছে জানাবেন!!

বাংলাদেশের নব্বই শতাংশ মুক্তিযোদ্ধা নাতী পুতি কেউই বিসিএস ক্যাডারের জন্য আবেদন করার মতো উপযুক্ত হতে পারে নাই। কারন তাদের দরীদ্রতা। তারা পুর্ন শিক্ষা গ্রহনের আগেই জীবনের জোয়াল কাধে নিয়েছে। তো এই নাতি পুতিরা যদি কোন রকমে শিক্ষা গ্রহণ করে কোটার মাধ্যমে সরকারী চাকরি পায় এতে জাতি কতোটা ক্ষতিগ্রস্থ হবে?

বাংলাদেশের কতো পার্সেন্ট মেধাবী বিসিএস দেয়?

আমার নিজের অভীজ্ঞতা বলে ২ পার্সেন্ট মেধাবী বাকি যারা আছে এদের সিংহভাগ অতি জঘন্য।

নৃ গোষ্ঠির জন্য অন্তত ৫ শতাংশ থাকা জরুরী ছিলো

প্রতিবন্দীদের জন্যও ৫ শতাংশ দাবী করছি।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫২

সরকার পায়েল বলেছেন: ১৪ বছর বয়সেও যদি মুক্তি যুদ্ধ অংশ নেয় তারপরেও তার সন্তান এখন কোটার মধ্যে পরে না l তবে প্রান্তিক জনগনের জন্য কোটা দরকার সব ক্ষেত্রেই l

৫| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৯

নয়া পাঠক বলেছেন: আমি বুঝিনা কেন সামান্য একটি আন্দোলনকে জলঘোলা করে এত বড় একটা ইস্যু তৈরি করা হলো। এর চেয়ে অনেক বড় বড় বিষয়ও ছিল আন্দোলন করার মত, সাম্প্রতিক প্রশ্নফাঁস চক্র, বিদেশে শত শত হাজার হাজার কোটি পাচারকারী, ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো এখন সব ঢাকা পড়ে গেল এই আন্দোলনের নীচে।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৬

সরকার পায়েল বলেছেন: খেলাটা অনেক গভীরে l আপনি যত বেশি বিদেশ নির্ভরতা কমাবেন সাবলম্বী হতে চাইবেন তত বেশি সমস্যায় আপনাকে ফেলা হবে l এসব পার করেই মাথা তুলতে হবে l

৬| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩৯

বিষাদ সময় বলেছেন: লেখক বলেছেন: ১৪ বছর বয়সেও যদি মুক্তি যুদ্ধ অংশ নেয় তারপরেও তার সন্তান এখন কোটার মধ্যে পরে না l তবে প্রান্তিক জনগনের জন্য কোটা দরকার সব ক্ষেত্রেই l
মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটায় কেন পড়েনা একটু বুঝিয়ে বলবেন কি?

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪৪

সরকার পায়েল বলেছেন: ভাই বয়সের হিসেবেই হবে না l সেই ১৯৭১ এ চোদ্দ বছরের মুক্তি যোদ্ধার সন্তান বয়সের কারণেই সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ কম l

৭| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:২৯

নিমো বলেছেন: বিষাদ সময় বলেছেন: মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটায় কেন পড়েনা একটু বুঝিয়ে বলবেন কি?
দেশের প্রায় দুই তৃতীয়াংশ সময় যে দেশবিরোধী চক্রের হাতে বন্দী ছিল, এটাই কেউ কেউ মানতে চায় না। দেশে দুর্নীতির মহাসমস্যা বিরাজমান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ সমস্যার শেষ নাই। এক আন্দোলনের মোড়কের আবরণে আরেক আন্দোলন আর সরকারের নির্বুদ্ধিতায় কতগুলো নিরীহ মানুষের কম্প্লিট শাটডাউন হয়ে গেছে। ব্লগের বিপ্লবীরা বিপ্লব শেষ করে যখন বার্গার খাইতে থাকবে, তখন ঐ পরিবারগুলো ঘাস-পাতাও খুঁজে পাবে না।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪২

সরকার পায়েল বলেছেন: বিনপি সরকারের সময় জামাতের সেক্রেটারি খুব সম্ভবত মুজাহিদ মন্ত্রী ছিল একদিন সাক্ষাৎকারে সদম্ভ বলেছিল, ১৯৭১ সালে কোন যুদ্ধ হয়নি যা হয়েছিল তা গন্ডগোল আর হাসছিলো l কতটা কষ্ট নিয়ে তা দেখতো হয়েছিল তা প্রকাশ করা কঠিন l কিন্তু আজ শান্তি লাগে এই ভেবে এই পাপরক্ত মুক্ত হয়েছে আমার মাটি খুব শান্তি লাগে l গোড়া উপরে দিয়ে গেছে শেখ হাসিনা এখন আমাদের ডাল পালা কাটতে হবে l সমস্যা কিছু থাকবেই চ্যালেঞ্জ না থাকলে খেলায় মজা নাই l বাকি কাজ ইনশাল্লাহ আমরাই শেষ করবো l

৮| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪০

কামাল১৮ বলেছেন: এই কোটা ব্যবস্থা থাকবেনা ।নারী সংগঠনগুলো কথা বলতে শুরু করেছে।কোর্টে গেলে তারা তাদের অধিকার ফিরে পাবে।সরকারী চাকুরিতে নারী ১০% কম।নারী যেখানে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি।

৯| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৩

বিষাদ সময় বলেছেন: ভাই বয়সের হিসেবেই হবে না l সেই ১৯৭১ এ চোদ্দ বছরের মুক্তি যোদ্ধার সন্তান বয়সের কারণেই সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ কম l
একজন পুরুষের ৫০ বছরেও সন্তান জন্ম দেয়াটা খুবই স্বাভাবিক। একজন ১৪ বৎসরের মুক্তিযোদ্ধার বর্তমান বয়স ৬৭-৬৮ বৎসর।
৫০ বৎসর বয়সে সেই মুক্তিযোদ্ধা যদি তাঁর ১ম, ২য়, ৩য়....... সন্তান জন্ম দিয়ে থাকেন তাহলে বর্তমানে সেই সন্তানের বয়স ১৭-১৮ বৎসর। যদি তিনি ৪০ বৎসরেও কোন সন্তান জন্ম দেন তবে সেই সন্তান এর বয়স এখন ২৭-২৮।
ধন্যবাদ।

১০| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: দেশ বিরোধী একটা চক্র ছাত্রদের বিপদগামী করেছে।

২৭ শে জুলাই, ২০২৪ রাত ১২:০০

সরকার পায়েল বলেছেন: ১৯৭১ এ ও করেছিল অনেক যুবক তরুণ রাজাকার ছিল কিন্তু আমাদের সাহসী মায়ের সন্তানরা ছিল আজও আছে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো সেই সব সূর্য সন্তানদের জন্যই l

১১| ২৭ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫২

নীল আকাশ বলেছেন: ১৯৭১ - ২০২৪ = ৫৩ বছর।
আর কত বছর ধরে দেশটাকে লুটে পুটে খেতে চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.