নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়ারা-হব্রি,
নারিকেল-নাহোইল,
রান্নাঘর-ওশ্যা,
পাতিল-পাইলা,
মোরগ-রাওয়া,
শিম-উশ্যি,
পেঁপে-পোম্বা,
জাম্বুরা-ছোলোম,
জামরুল-লকট,
কবুতর-কইতোর,
মুরগী-মুরহা,
বিড়াল-বিলোই,
সাঁতার-হাতোর,
বোকা-বোগদা,
ড্রয়িংরুম-আইত্না,
স্টোররুম-উগোইর,
ফ্লোর-খাডাল,
লাকড়ি-দাউর,
তরকারীর ঝোল -শালুনের হুররা,
লাউ- কদু,
ধান খেত- কোলা,
গোছল করা- নাইতে যাওয়া,
উঠান-উডান,
পেঁপে - কোম্বা,
শসা- হোয়া ,
গুর-মিডা
বজ্রপাত-ঠাডা
ঝারু-পিছা
তেতুল-ট্যাংগা,
টাকি-চ্যাং ,
পেয়ারা-গইয়া
শিশু-গেদু,
বৃষ্টি-দ্যাওই,
টক-চুক্কা,
সকাল-বেইন্নাহাল,
সরিষার তেল-কউর্-রা ত্যাল,
চাষাবাদ-আইল্লাডি,
দাঁড়িপাল্লা-পালা-পোইরান,
কেরোসিন-কেরেস্তাল,
মাইর-কেনু,
হাস মুরগীর খাবার-আদার ,
ভেলা-ভুর,
চিরুনী-কাহোই,
গ্যানজাম-কের্তোন,
সর্দি-হিওইন,
থুথু-ছ্যাপ .....।।
২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১২
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ। যেই কথাটা বুঝতাম না সেটাও বুঝা হয়ে গেল।
আর হ্যা আমাদের সিলেটি ভাষা কি আপনি পারেন..??
(আর হ্যা আমরার সিলটি মাথ আফই ফারইন নি)
২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৩
শারলিন বলেছেন: না ভাই সিলেটি ভাষা জানিনা এক্কেবারে।
৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
সুন্দর হইছে। বাট কিছু কিছু শভদ শরীয়তপুরের মাইষেও কয়।
৪| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২৮
কল্লোল পথিক বলেছেন: রান্নাঘর-ওশ্যা,
ড্রয়িংরুম-আইত্না,
বেশ দারুন শব্দ।
৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৪
ঘটক কাজী সাহেব বলেছেন: এ ভাই এ, এয়া আমনে হরলেন ডা কি, কনছেন দেহি। বেবাক বরিহাইল্লা কতার মানি গুলান বেবাক গুলানেরে জানাইয়া দেলেন, এই রহম গেদুর নাহান কাম করলে অয়।
আমনে দেহি কউররা তেল, হিং মাছ, ঘোডা কেনু, ঘেডিগুল্লা, আইচা, বদনা, হেরপর যেন কি ভুইল্লা গেছি। আবার মনে আইলে কমু আনে। হেথখুন আম্নে ভালো থাইক্কেন কোলো।
২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৫
শারলিন বলেছেন: আম্নেও কিন্তু কম কইলেন্না.।.।.।
৬| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫১
বিজন রয় বলেছেন: অনেক বরিশাইল্লা শব্দ জানলাম।
++++=
৭| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:২০
ইকরাম উল হক বলেছেন:
তরকারীর ঝোল - শালুনের হুররা
সত্যি সুন্দর
৮| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৪
আর. এন. রাজু বলেছেন: জানেন না, তো জেনে নিবেন।
সমসইস্যা নাই।
৯| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: একখান বাদ গেসে তা হইল " ব্যাডন" = মানে "বালিশের উপরের কভার"। খুব ভাল লাগল।
১০| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৩
মহা সমন্বয় বলেছেন: বরিশাল, নোয়াখালীর ভাষা তেমন সমস্যা না, কঠিন ভাষা হচ্ছে সিলেটের, বুঝতে আমার ঘাম ঝড়ে যায়। আর সবচেয়ে দূর্ভেদ্য ভাষা হচ্ছে চট্রগ্রামের, দুইজন চট্রগ্রামের লোক যদি আঞ্চলিক ভাষায় কথা বলে আমি শুধু হা করে তাকিয়ে থাকি একটি হরফ ও বুঝার সাধ্যি আমার নেই।
রাজশাহী অঞ্চলের ভাষা আমার সবচেয়ে বেশি ভালা লাগে।
১১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২
আরিয়ান রাকিব বলেছেন: ও করছো কি মনু, তোমারে তো গোডা কেনু দেওয়া দটরকার
১২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৪
আরিয়ান রাকিব বলেছেন: অ করছো কি মনু, তোমারে তো গোডা কেনু দেওয়া দরকার
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১
রাসেল ফেরদৌস নূর বলেছেন: হা হা হা হা । খুবই সুন্দর লাগে আমার বরিশালের ভাষা । আমি মাঝে মাঝে বলি । বলতে খুবই মজা লাগে । আর আশেপাশের যারা আমার মুখ থেকে টুকটাক বরিশালের ভাষায় কথা শুনে তারাও হাসে । মোটামুটি একটা বিনোদন জোগায় বরিশালের ভাষা ।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
আহা রুবন বলেছেন: বরিশাল আর চাপাইয়ের ভাষা আমার কাছে রসময় মনে হয়। ভাল লাগল। মেজাজ খারাপ হয় নোয়াখালি আর পুরান ঢাকার ভাষা শুনলে, ভাষা তো নয় যেন সব গালি...
১৫| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭
খাঁজা বাবা বলেছেন: আফা, আম্নহের বাড়ি কোম্মে?
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯
অতৃপ্তচোখ বলেছেন: খুব ভালো একটা পোষ্ট, পড়ে পূর্ণ হল আমার না বুঝা গ্যাপ।
অনেক অনেক ধন্যবাদ