নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপরাজিতা। কোন বাঁধাই আমার চলার পথে বাঁধা হয়ে থাকেনা। সব বাঁধা কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূলমন্ত্র

শারলিন

শারলিন › বিস্তারিত পোস্টঃ

জিজ্ঞাসার শেষ কোথায়

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

প্রশ্ন: তোমার সাথে কে?
উ: আমার স্বামী
প্রশ্ন: ওহ আমি ভেবেছিলাম তোমরা দুইজন ভাইবোন, দুইজন প্রতিবন্ধী কিনা।
উ: আচ্ছা অসুবিধা নেই।
প্রশ্ন: এক্সিডেন্ট করেছিলে বুঝি?
উ: না জন্ম থেকে।
প্রশ্ন: আল্লাহ তাই! তাইলে বিয়েটা কিভাবে হইল।
উ: আমরা নিজেরা পছন্দ করে করেছি।
প্রশ্ন: তাই কি বল; সবাই মেনে নিয়েছে?
উ: হ্যাঁ প্রথমে একটু সমস্যা হয়েছিল এখন সব ঠিকঠাক।
প্রশ্ন: যাক শুনে ভাল লাগলো, বাসায় কে কে থাকে?
উ: আমরা দুজনেই।
প্রশ্ন: শশুর শাশুড়ি কই থাকেন?
উ: ওনারা বাড়িতে থাকেন।
প্রশ্ন: ওহ আচ্ছা, বাসায় রান্নাবান্না কে করে?
উ: আমিই করি।
প্রশ্ন: তুমি, পার সবকিছু?
উ: হ্যাঁ পারি, ছুটা বুয়া আছে ও সাহায্যে করে।
প্রশ্ন: আচ্ছা আচ্ছা, তাই বল তোমার পক্ষে তো মাছ মুরগি, সব্জি কাটা সম্ভব না।
উ: তা কেন হবে আমি সবই পারি।
প্রশ্ন: সব্জি না হয় কাট মাছ মুরগি এক হাত দিয়ে কাটা সম্ভব নাকি।
উ: কেন টিভিতে দেখেননা অন্ধ মানুষ কতকিছু করে ফেলছে আর আমার তো শুধুমাত্র হাতে সমস্যা। তাছাড়া আমি কোনকিছু না পারলে আমার স্বামী করে দেয় অসুবিধা নেই।
প্রশ্ন: ভাতের মাড় গালতে পার?
উ: পারি সব পারি।
প্রশ্ন: যাক শুনে ভাল লাগলো, বিয়ে হয়েছে কতদিন?
উ: এই হইছে অনেক বছরই তো হয়ে গেল।
প্রশ্ন: বাচ্চা আছে?
উ: না নেই।
প্রশ্ন: সে কি! বাচ্চা নিচ্ছে না কেন কোন সমস্যা?
উ: না কোন সমস্যা নেই. এম্নিতেই নিচ্ছি না।
প্রশ্ন: না না দেরি করোনা পরে কিন্তু সমস্যা হবে। তাড়াতাড়ি নিয়ে ফেল।
উ: দেখি কি করা যায়। আচ্ছা আর কিছু বলবেন?
প্রশ্ন: না আর কি বলব, অনেক কিছু জিজ্ঞাসা করলাম কিছু মনে করোনা।
উ: না ঠিক আছে কি মনে করব।

বি:দ্র: প্রতিদিনই পরিচিত অপরিচিত কারও না কারও কাছ এই ধরনের অসংখ্য প্রশ্নের সম্মুখীন হই। তার কিছু অংশ শেয়ার করলাম।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

রুফাইদা তারান্নুম বলেছেন: এটা দেখে আপনার সবগুলো পোস্ট পড়লাম। প্রশ্নগুলো বন্ধ হবে একদিন নিশ্চয়ই। আপনার লেখা পড়ে মনে হচ্ছে না আপনি প্রতিবন্ধী। আল্লাহ্ সহায়

২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

খাঁজা বাবা বলেছেন: শারিরীক প্রতিবন্ধকতা তো আমরা উতরিয়ে যেতে পারি।
কিন্তু বেশীরভাগ মানুষ ই বুদ্ধি প্রতিবন্ধী, সমাজ এমন কি সে নিজেও তা জানে না।
এদের নিয়ে চলা দুঃসাধ্য।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: যদি মানুষ প্রশ্ন না করে তাহলে জানবে কি করে?

তবে দুষ্টলোকদের প্রশ্নের উত্তর দিবেন না। এড়িয়ে যাবেন।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনি নিজেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী । এই জিনিস টাই মানুষকে জীবন যুদ্ধে জয়ী করে। আপনিও জয়ীদের একজন।

৫| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

লিংকন১১৫ বলেছেন: জার কষ্ট একমাত্র সেই বুঝে তারা বুঝবে কি ।
তারা অবাক হয়. এরাও বিয়ে করতে পারে ! এরাও সংসার করতে পারে কিভাবে কি ।
আমার সৌভাগ্য হয়ে ছিল CSID নামের একটি সংগঠনের সাথে কাজ করার , যখন দেখি ওরা ফেবু তে বিয়ের ছবি দিয়েছে বা কোন পার্টির ছবি দিয়েছে খুব ভালো লাগে। চ্যাটে সব সময় খোঁজ নেয় আমি কেমন আছি ।
আরেহ তাঁদের কি মন নেই , তাঁদের কি শখ আহ্লাদ নেই , তারাও তো কিছু করতে চায় । কেন তোমরা সুযোগ দাও না , দরকার নেই তোমাদের করুণা ।
আমার সৌভাগ্য হয়েছে তাঁদের প্রতিভা দেখার , দেখেছি তাঁদের মনেরজোর । সব ঝেরে ফেলে দিয়ে এগিয়ে জেতে হবে ।
রাজীব নুর বলেছেন: যদি মানুষ প্রশ্ন না করে তাহলে জানবে কি করে?
আরে ভাই আপনি জানেন যখন জিজ্ঞাস করে তখন তাঁর কতো কষ্ট হয় , ধরুন আপ্নাকেই ১০০ জন জিজ্ঞেস করলো আপনার হাত কিভাবে ভাংল ... একাবার দুবার তিনবার তারপত কি আপনার ভালো লাগবে বলুন ।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসব এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবেন।
আপনার প্রতি শ্রদ্ধা।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২

নতুন বলেছেন: just ignore them...

এই রকমের মানুষগুলির বুদ্ধিতে ঘাড়তি আছে সেটা তারা বুঝতে পারেনা। বুঝলে এই রকমরের প্রশ্নগুলি করতো না।

৮| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

নতুন নকিব বলেছেন:



এসব প্রশ্ন যদিও আপনাকে কিংবা আপনাদের মাঝে মধ্যে বিরক্তিকর বিষয় হয়ে ওঠে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ লোক নিছক ভালবাসা আর আন্তরিকতাপূর্ন কৌতুহল মেটানোর জন্য প্রশ্নগুলো করে থাকেন। তবে, সকলেরই অহেতুক প্রশ্ন এড়িয়ে চলা উচিত।

নিরন্তর শুভকামনা আপনার জন্য।
প্রতিবন্ধি মানুষগুলোর কষ্ট বিদূরিত হোক।
তাদের কল্যান হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.