নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্রণের ভুবনের স্বাগতম

হাইপেশিয়া লিজা

আমি একজন আম জনতা

হাইপেশিয়া লিজা › বিস্তারিত পোস্টঃ

বিধাতার রাজ্যে ভাল জিনিস অল্প হয় বলেই তা ভালো

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩০

‘বিধাতার রাজ্যে ভাল জিনিস অল্প হয় বলেই তা ভাল নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি’-অমিত রয়, শেষের কবিতা ।
আমি শুরু থেকেই মাঝারি, মানে গড় পড়তা বা অ্যাভারেজ । এই ধরনের মানুষগুলোর মধ্য এক ধরনের টেনডেন্সি থাকে পৃথিবীর সব কিছুতেই পারদর্শি হওয়ার ।কোন একটি বিশেষ বিষয়ে এরা মনোযোগ সব সময় কেন্দ্রীভূত রাখতে পারেনা । তাই অনেক সময়ই তাদের অনন্য হয়ে উঠা হয়না । আবার অনেকের বেলায় হয়ও । আমার বেলায় কোনটা তা বিধাতাই জানেন। এ নিয়ে আমার খুব বেশী মাথা ব্যথা নেই ।

ইনবক্সে, অনেক সময় সরাসরি এবং অনেক সময় টিম্পনি কেটেও অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপনি এত কাজ একসাথে করেন কি করে?কোনটাইতো মনে হয় ভাল মত করতে পারেন না । তাদের জন্য আজকের এই লিখা ।তাই উত্তরটা একটু গুছিয়েই দেই।
শিক্ষকতা আমার পেশা এবং এক রকম নেশাও। একজন ভাল মানের রিচারসার হওয়ার তীব্র আকাক্ষা আমার বহুদিনের । জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি ।চাপ ছিল সবসময়ই শুধু পড়ালেখা করার।ডাক্তার হওয়ার স্বপ্ন ব্যার্থ হওয়ায় ভাঙ্গা মন নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হই। প্রথম দিকে খাপ ছাড়া লাগলেও আস্তে আস্তে গণিতকে ভালবাসতে শিখি ।

গণিত নিয়ে স্বপ্ন দেখতে শিখি ।এখন গণিত তথা বিজ্ঞানের সদূর প্রসারি চিন্তা নিয়ে আমার ঘুম ভাঙ্গে আর ঘুমোতে যাই। বিজ্ঞান বিষয়ক লিখাকে জনপ্রিয় করে তুলতে নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করছি । ধিরে ধিরে আরও নানাবিধ লিখালিখির সাথে সম্পৃক্ততা বাড়ছে এবং এটা এখন একটা সামাজিক দায় বদ্ধতায় দাঁড়িয়ে গেছে ।বলতে পারেন একরকম ঘোরতোড় নেশার মতন হয়ে যাচ্ছে দিন দিন ।সুতরাং পেশা এবং নেশা যখন একসাথে মিশে যায় তখন অনেক কিছুই সম্ভব আর এ জন্য আমি চির ঋণী আমার প্রিয় উইনির কাছে।।
গান গাওয়ার অভ্যেস অনেক আগের ।


হল লাইফে বন্ধুদের ঘুম ভাঙ্গত আমার গানে আর তারা ঘুমোতে যেত আমার গানের চিৎকার নিয়ে । কেউ কখনো নিরাস করেনি, হতাস করেনি আমায় ।সবাই উৎসাহ দিয়েছে । প্রতিটি মানুষেরই কাজের পরে রিলাক্সের দরকার হয় ।আমার রিলাক্স হচ্ছে গান ।গান আমার ক্লান্তি দূর করে, আমাকে মুক্তি দেয় সমস্ত যণ্ত্রণা থেকে ।গান লিখি, সুর করি । কিছুদিন আগ পর্যন্তও গান নিয়ে তেমন কোন চিন্তা ছিলনা । কিন্তু অনেকের অনুরোধেই গান নিয়ে কাজ করতে চাই ।সরাসরি ভোকালে আমাকে পাওয়া না গেলেও আমার গান নিয়ে অদূর ভবিষ্যতে অনেকেই হয়ত কাজ করবেন ।সর্বোপরি একজন মানুষের ঐ কাজই করা উচিত যা সে ইনজয় করে। আমি আমার প্রতিদিনের এই প্রতিটি কাজই ভীষণ রকম ইনজয় করি, সেই সাথে ভালবাসি । সুতরাং এরা আমার লাইফে বাঁধা হয়ে দাঁড়ায় না ।কোন একটা কাজ করার সময় আমি অন্য কাজকে এর সাথে সমপৃক্ত করি না বা করার চেষ্টা করি না। তাই আমি বলবো আমি ভাল আছি, আছি বেশ। আপনি আপনার প্রশ্নের সদোত্তর পেলে আমি খুশি ।না পেলেও ক্ষতি নেই কারণ কেউ আপনাকে দিব্বি দেয়নি উত্তরটা খোঁজার । সবাই দোয়া করবেন আমার জন্য ।আছি, থাকবো, থাকতে চাই আপনাদের মাঝেই ।


হাইপেশিয়া লিজা
১৩/০৬/২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.