নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্রণের ভুবনের স্বাগতম

হাইপেশিয়া লিজা

আমি একজন আম জনতা

হাইপেশিয়া লিজা › বিস্তারিত পোস্টঃ

বেহায়া কবি

২২ শে জুন, ২০১৬ রাত ৮:০৪

বেহায়া কবি হওয়া আমার স্বভাব নয়
যে কবিকে নিজের কবিতা বিকাবার জন্য
লিফলেট বিলি করতে হয়
আমি তাদের ঘৃণা করি ।
যে কবিকে স্টলে বসে থেকে থেকে
দর্শক ডেকে বলতে হয়
আসেন, দেখেন ভাই ভাল কবিতার
বই আছে এখানে ।
সে সব কবির জন্য আমার করুণা হয়।
তবে আমি কে? আমি কেউ না
আমি সম্মানিত কেউ নই
এই চমকানো দুনিয়ায় আমার
নাম জানা লোকের সংখা সীমীত
তাই বলে কি আমি আমার মনের ভাব কব না!
কব, অবশ্যই কব ।
সেই দিন পর্যন্ত কব যতদিন না
আমার মনের মত কবি দেখতে পাই ।
মনের মত কবি! সে আবার কেমন?
কবি হবে প্রাকৃতিক, কবি হবে নির্মল,
কবি হবে শান্ত ।
বৈষয়িক চাহিদাগুলো থেকে দূরে,
অনেকটাই দূরে ।
যার অগোছালো চুলেও এক অপার সৌন্দর্য
যার ঝোলা ব্যাগটাও হবে আকর্ষণীয়
যার ক্ষাপাটে স্বভাব দেখে
প্রেমে হব বিমোহিত ।
পেটের ক্ষুধা থাকলে কবি হতে আসবেন না
এমন কবি সমাজের কলঙ্ক।
তারপরও যদি লেখক তকমা
গায়ে লাগাতে চান
তবে নিজেকে কবি না বলে
অন্য কিছু বলবেন ।
এমন শব্দ খুঁজে বের করুন
যা পৃথিবীর কেউ কখনো শোনেনি ।
তাহলে দামও পাবেন, নামও পাবেন ।
প্রতিষ্ঠা পাবেন এক ভিন্ন সত্তা হিসেবে
হবেন সম্মানিত এবং প্রশংসিত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.