| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলটা বড্ড সুন্দর
চলো দুজন অসীম পর্যন্ত হেটে চলি
হাঁটতে হাঁটতে যখন ক্লান্তি নেমে আসবে শরীরে ও মনে
তখন না হয় সাঁঝের আলোয় দুজন বসবো কোন অচেনা জায়গায়
অন্ধকার আমার ভীষণ ভয় লাগে
দিনের চকচকে আলোটা নিঃশেষ হয়ে রাত নেমে আসা মুহুর্তকে
আমার মনে হয় প্রকৃতির এক নিষ্ঠুর খেলা
এমন ভয় লাগা, ভয় পাওয়া মন খারাপ করা সময়ে
স্বপ্ন দেখে না হয় শুরু করবো নতুন পথ চলা
সংসার শুরুর আগেই তোমায় বলছি...
আমাদের ছোট্ট সংসারে তার জন্য একটু জায়গা রাখতেই হবে
তুমি তাকে ঈর্শা করতে পারবে না বলে দিলাম
তোমার ঘরের পুরোটা জায়গা আমি নেবোনা
দেয়ালের একটু খানি আর পুরো ঘরের এক কোণা রাখবো তার জন্য
কারণ সে না থাকলে আমার সমস্ত ঘরটা হবে ফাঁকা।
তোমার অনুপস্থিতে আমি তার সাথে গাইবো, তার গানে নাচবো
আবৃত্তি করবো তার সাথে গলা মিলিয়ে
কতবার ভেবেছি তাকে এড়িয়ে চলবো
কিন্তু ভদ্রলোক বিশ্রী রকমের নাছোড়বান্দা
তাকে যেমন এড়িয়ে চলা যায়না, তেমনি যায় না করা অবহেলা
একজন নারীর মনসতত্ত্ব এত সুন্দর করে আর কেউ
বুঝতে পেরেছে কিনা আমি জানিনা।
আমার বাবাকে বলবো তোমার সংসরে পণ হিসেবে তিনি যেনো দেন
রবী বাবুর সমস্ত বই, সমস্ত গানের রেকডীংগুলো
অবসরে দুজন বসে শুনবো
জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে
শিখেছি আমি তার কাছে
প্রেম ও শিখিয়েছেন তিনিই
বিরহে জ্বলে পুড়ে অঙ্গার হওয়ার কষ্টটা
বুঝতে পেরেছি উনার বই পড়ে।
তার লেখনিতে আশ্রয় খুঁজেছি বহুবার
তিনি আমার রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ ।
বিশেষ দ্রষ্টব্য: আজ বাইশে শ্রাবণ।রবী ঠাকুরের প্রয়াণ দিবস। তার প্রতি অসীম শ্রদ্ধাঞ্জলী প্রকাশের এই ক্ষুদ্রচেষ্টা।
©somewhere in net ltd.