![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মানুষ, অপছন্দ করি মানুষের নীচতা।
আজকে ব্রাজিল-স্পেন ফুটবল যুদ্ধ, খেলাটা দেখার আগ্রহ আছে ২০০%, কিন্তু অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবো কিনা সেটাই হচ্ছে প্রশ্ন! আমি খেলাধুলার খুব ভক্ত, সবসময় সব ধরণের খেলার খবরই রাখার চেষ্টা করি...সুযোগ পেলে এখনও খেলতে নেমে যাই। অনেকদিন পর ইচ্ছা হচ্ছে ছোটবেলার মত কাঁদা মেখে বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে ফুটবল খেলি!
আমার কাঁদা মাখা জার্সি ধুতে ধুতে ক্লান্ত আম্মু যে আমাকে কত বকাঝকা করেছেন তাঁর হিসাব নেই, তবুও আমি খেলেছি। খুব যে ভালো খেলতাম তা না, তবে আগ্রহ ছিল অনেক। চশমা পড়ে বৃষ্টি আর কাঁদার মাঝে যারা ফুটবল খেলার চেষ্টা করেছেন তারাই বুঝবেন সেটা আসলে কেমন পেইন! এই পেইন আমি প্রতিদিন নিতাম, আর আফসোস করতাম নিজের দুর্বল চোখের জন্য। আহা, যাদের চশমা নেই তাঁরা না জানি কি সুখেই আছে!
আমাদের বাসার সামনেই এক বিশাল মাঠ ছিল (এখনও আছে!), সেখানে বিকাল থেকেই আশেপাশের সব এলাকা থেকে ছেলেপিলে, চাচারা জড়ো হতেন। সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দুই দলের দুই ক্যাপ্টেন (বেশীরভাগ সময়ই বয়স্ক চাচারা ) তাঁদের দলের খেলোয়াড় বেছে নিতেন। কোন ধরাবাঁধা নিয়ম নেই খেলায়, একেক দলে অনেক সময় ২০-২২ জনও হয়ে যেত, পাস-টাস এর কোন বালাই নেই। বল যার পায়ে সাড়া মাঠ তাঁর পেছনে! আর আমি বল নিয়ে তেমন কারিকুরি করতে না পারায় ডিফেন্সে দাঁড়িয়ে থাকতাম, বল আসলেই সজোরে উড়িয়ে দিতাম! (এটা অবশ্য বেশ ভালোই পারতাম)
অনেক মিস করি সেই খেলাটা, ছেলে বুড়ো সবার সাথে একসাথে সেই খেলাটা সারাজীবন মনে থাকবে। ক্রিকেট আমাদের প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও এখনও কিন্তু বাংলাদেশের বেশীরভাগ মানুষ ফুটবলের পাগল। অথচ আমাদের ফুটবল দিন দিন শুধু নিচেই নামছে, আফসোস। এখনকার ছেলেরা এইসব খেলাধুলা করার চেয়ে বিভিন্ন গ্যাজেটস নিয়েই বেশী ব্যাস্ত, ক্লাস ৮-৯ এ পড়া ছেলেরা মাঠে ফিল্ডিং না করে রাস্তায়/পাড়া মহল্লায় ফিল্ডিং মারতেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে! আমি যেই মাঠে খেলে বড় হয়েছি, সেখানে একই সাথে ৫ টা খেলা হতো। অনেকে জায়গার অভাবে খেলতে পারত না, আজকে সেই মাঠ খাঁ খাঁ করে। এই প্রজন্মটা মাঠে গিয়ে খেলার চেয়ে বাসার ভেতরে মনিটরের সামনেই খেলেই বেশী আনন্দ পায়। আমি আবার ফিরে যেতে চাই সেই সময়টাতে, মাঠে নেমে কাঁদা মেখে খেলতে চাই আবার...কারো কাছে একটা টাইম মেশিন হবে?
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬
নিস্প্রভ নীল বলেছেন: আসলেই তো! নেক্সট বিশ্বকাপ তাহলে কীভাবে দেখবো? চাকরি বাকরি বাঁচিয়ে চলাই তো ঝামেলা হয়ে যাবে মনে হচ্ছে। :'(
২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭
নৈঋত বলেছেন: খালি একটা কথাই বলতে ইচ্ছে হয় "দিনগুলো মোর সোনার খাচায় রইলো না" :'(
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯
নিস্প্রভ নীল বলেছেন: ঠিক বলেছেন ভাই। আমি যেই মাঠে খেলেছি সেই মাঠ দেখলে ঢাকার ছেলেদের মাথা খারাপ হয়ে যাবে, অথচ সেই মাঠেও এখন কাক রোদ পোহায়!
৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কালকে আবার কলেজ.....কোচিং....প্রাইভেট।
কোন উপায়ই নাই খেলা দেখার।
৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০২
নিস্প্রভ নীল বলেছেন: আরে ব্যাপার নাহ, কলেজ কোচিং অনেক করা যাবে। কিন্তু এরকম ম্যাচ আর পাবেন না!
৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৩
লিঙ্কনহুসাইন বলেছেন: খেলাটা বোধহয় দেখা হবেনা ।/
৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
নিস্প্রভ নীল বলেছেন: মিস কইরেন না, পড়ে কিন্তু আফসোস করবেন!
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৫২
হাসান মাহবুব বলেছেন: ক্রিকেট তাও মাঝে মধ্যে খেলা হয়। এই তো মাস তিনেক আগেও খেললাম। কিন্তু ভার্সিটি ছাড়ার পর আর ফুটবল খেলা হয় নাই। কবে হবে আবার কে জানে!
০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:০১
নিস্প্রভ নীল বলেছেন: আমি কয়েক মাস আগে কোম্পানির একটা ট্রেনিং এ গিয়ে একদিন খেলেছিলাম, কিন্তু সেই খেলায় সাধ মিটে নাই একেবারেই।
৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:০০
আনমনা 007 বলেছেন: সবাই এভাবে ট্রাই করেন.........
০১ লা জুলাই, ২০১৩ রাত ১:০৩
নিস্প্রভ নীল বলেছেন: করতেসি!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ভোর ৪টায় ম্যাচ !! এ ধরনের অকোয়ার্ড টাইমে আগে কখনো খেলা দেখিনাই।এখন অব্দি ইচ্ছা আসে ৩।৪৫ এ ঘুম থেকে উঠে ম্যাচ দেখবো, কিন্তু তখন কি অবস্থা হবে বুঝতেসিনা।
ওয়ার্ল্ড কাপ '১৪ ও যেহেতু ব্রাজিলে তো ধারণা করতেসি ঐ ম্যাচগুলাও ১টা/৪টা এ ধরণের সময়েই হবে।সমস্যা রে ভাই সমস্যা ||