![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মানুষ, অপছন্দ করি মানুষের নীচতা।
Breaking BAD! যারা এই সিরিজটা দেখেছেন তাঁরা এই নামটা শুনলেই কান খাড়া করবেন, এর সম্পর্কে যেকোনো আলোচনায় অংশগ্রহণ করবেন, বন্ধুবান্ধব সবাইকে দেখতে উদ্বুদ্ধ করবেন, মাথার ভেতরে সবসময় ঘুরতে থাকবে অসাধারন মিস্টার হোয়াইট অথবা Yo Bitch(!) জেসি পিঙ্কম্যান অথবা মিস্টার ফ্রিং বা এর অন্য কোন চরিত্র। অ্যাবসলিউট ব্রিলিয়ান্স জিনিসটা কি সেটা এই সিরিজটা না দেখলে বুঝতে পারতাম না।
আমার মনে হয় আগামী কয়েক দশকে সিরিজ লাভার আর ক্রিটিকরা এই সিরিজের ব্রিলিয়ান্স নিয়ে আলোচনা করবেন, অনেকে হয়তো খুঁত বের করার চেষ্টা করবেন...কিন্তু প্রায় পারফেক্ট একটা জিনিসের খুঁত বের করা প্রায় অসম্ভব! এটা শুধুই একটা হাইস্কুল কেমিস্ট্রি টিচারের “ব্যাড” হয়ে যাওয়ার কাহিনী না, এতে এমন অনেক জিনিস উঠে এসেছে যে এর ইনার মিনিং অনেক গভীর।
নিজের বিবেক কিভাবে নিজেকেই কুড়ে কুড়ে খেতে পারে, নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে সেটা পাওয়া যায় এই সিরিজে, পরিবারের যে কতটা গুরুত্বপূর্ণ আর এর প্রতি ভালোবাসা যে কতটা গভীর হতে পারে সেটাও জানা যায়। অনেক হলিউডি মুভিতেই হয়তো দেখা যায় যে পরিবার এখন আর অতটা গুরুত্ত পায় না, সবাই নিজের সুখটাই আগে দেখে, হয়তো পশ্চিমা সমাজে পরিবারের বন্ধন এখন আর ততটা শক্ত নয়...কিন্তু এই সিরিজটা আমাদের পরিবার নিয়ে নতুনভাবে ভাবতে শেখায়, আসলেই পরিবার সবার আগে, সবসময়। মানুষ যে কারনেই অন্ধকার জগতে প্রবেশ করুক না কেন, সেখান থেকে বেড়িয়ে আসা খুবই কঠিন; এবং শেষ পর্যন্ত সেই অন্ধকার সবাইকেই গ্রাস করে নেয়, পরিনামে পাওয়া যায় অকল্পনীয় যন্ত্রণা। Honesty is the best policy and live an honest life…এটাই হয়তো সবচেয়ে ভালো।
Bryan Cranston আর Aaron Paul এর পারফরম্যান্স এতই ভালো ছিল যে এটাকে শুধু “কেমিস্ট্রি” বললে তাঁদের অপমানই করা হবে, অন্যান্য চরিত্রেও সবাই নিজের সেরাটাই দিয়েছেন... আমার মনে হয় এই সিরিজের সব অভিনেতা/অভিনেত্রীদের পূর্বের কাজগুলোকে এখন পানসে মনে হবে, ভবিষ্যতেও তাঁদের কাজ করতে সমস্যা হবে কারন সবাই সেটাকে তুলনা করবে ব্রেকিং ব্যাড এর সাথে। এটা কিন্তু একটা বড় সমস্যা, খুব বেশী সাকসেসফুল একটা কাজের সমস্যাই হচ্ছে সেটা ভবিষ্যতের কাজগুলোকে ব্যাহত করে...যেমন নোকিয়া নামটা শুনলেই চোখের সামনে ৩৩১০ এর একটা ছবি ভেসে উঠে! শেষ ভালো যার সব ভালো, শেষটা আসলেই অসাধারন হয়েছে, ঠিক যেমনটা আশা করেছিলাম। যারা দেখবেন দেখবেন বলে ভাবছেন, এক মুহূর্ত চিন্তা না করে দেখতে বসে যেতে পারেন। ছোট্ট একটা তুলনা দিচ্ছি, আমি একটা সময় ভাবতাম প্রিজন ব্রেক হচ্ছে বেষ্ট ক্রাইম থ্রিলার শো, আর এখন আমি সেটাকে ব্রেকিং ব্যাড এর আশে পাশেও রাখব না!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯
নিস্প্রভ নীল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। তবে আমি কিন্তু আপনার সাথে দ্বিমত পোষণ করছি, কারন এক্স ফাইলস কে পুরোপুরি ক্রাইম থ্রিলার বলা যায় না। এটা একটা সাইফাই হরর সিরিজ ছিল, আর প্রিজন ব্রেক প্রথম সিজন খুবই ভালো হলেও পরের সিজন গুলোতে মান ধরে রাখতে পারে নি, আস্তে আস্তে খারাপ হয়েছে, রেটিং বা ভিউয়ার দুটাই কমেছে। এমনকি ঠিকভাবে আগ্রহ পর্যন্ত ধরে রাখতে পারে নি, চিত্রনাট্য খুবই দুর্বল ছিল ৩য় এবং ৪র্থ সিজনে। যখনি কাউকে দরকার হয়েছে তাকেই মাঝ থেকে তুলে এনেছে প্রিজন ব্রেকে, এমনকি মরা মানুশকেও। এদিকে ব্রেকিং ব্যাড এর ক্ষেত্রে ঘটনা উল্টো, এটা যতই সামনে এগিয়েছে আরও ভালো হয়েছে। শুধু আইএমডিবি না, মেটাক্রিটিক, রটেন সবগুলতেই কিন্তু অসাধারন করেছে এটি।
সত্যি বলতে কি, ব্রেকিং ব্যাড এর সবচেয়ে বড় শক্তিই হচ্ছে এর চিত্রনাট্য, এর আগে কাউকে আমি এটা নিয়ে অভিযোগ তুলতে দেখিনি। মানুষ কতটা জানে বা কতটা ব্যাবসা করেছে এগুলো তো সিরিজটার মানের নিশ্চয়তা দেয় না। এটা একটা কনটিনিউয়াস সিরিজ, কাহিনী একটু ধীর তাই অনেকেই হজম করতে পারে না। তাই বলে এর গ্রেটনেস কমে যায় না। লস্ট, হিরোজ এগুলো অন্য ক্যাটাগরি...২৪ টা ভালো, কিন্তু ভালোর তো শেষ নেই।
পোস্ট এর মতামতটা একান্তই আমার, অন্যদের সাথে নাও মিলতে পারে। তবে এটা সবাই স্বীকার করবে যে এরকম সিরিজ আগে কেউ দেখেনি।
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
মাহবুব জামান আশরাফী বলেছেন: ব্রেকিং ব্যাড এর 1x6 পর্যন্ত দেখেছি ৷ আমি অনেকের কাছ থেকেই শুনেছি ভাল সিরিয়াল ৷ কিন্তু আমি ইন্টারেষ্ট হারাচ্ছি ৷ আপনি যদি থ্রিলার এর কথা বলেন তাহলে 24 এর উপর কিছু পাইনি ৷ তবে আমি ব্রেকিং ব্যাড দেখব বলে আশা রাখছি ৷ আমার ধারনা ভুল হতে ও পারে ৷
প্রিজন ব্রেক দারুন ছিল , সম্পূর্ন নতুন কনসেপ্ট কিন্তু শেষ পর্যন্ত আমি 24 কেই এখনো এগিয়ে রাখব ৷ লেখক যদি না দেখে থাকেন আশা রাখছি দেখবেন ৷ মাঝে মধ্যে দম নিতে ভুলে যেতে পারেন ৷
শেষে যা বলব তা হল এক এক জনের পছন্দ এক এক রকম এটাই সর্বশেষ কথা ৷
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
নিস্প্রভ নীল বলেছেন: আসলে আমি বিচার করেছি সবটুকু মিলিয়ে, থ্রিল, অভিনয়, চিত্রনাট্য, বিশ্বাসযোগ্যতা, কাস্টিং, লোকেশন ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে। ২৪ দেখেছি, ভালো লেগেছে কিন্তু ব্রেকিং ব্যাড এর লেভেলের মনে হয়নি।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
রাফা বলেছেন: লিংক দিয়ে দিলে ভালো হইতো।দেখে তারপর মন্তব্য করবো।
ভালো লিখেছেন..তাই দেখার উৎসাহ বোধ করছি।
ধন্যবাদ।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
নিস্প্রভ নীল বলেছেন: লিংক দেওয়া যেত, তবে সিরিজ ডাউনলোড করে দেখা তো বেশ ঝামেলা, তাই দেইনি। দেখতে পারেন, ভালো লাগবে আশা করি।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
বিডি আইডল বলেছেন: দেখি নাই...আর সর্বকালের সেরা ঘোষণা দেয়াটা সব সময়ই রিস্কি।
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
নিস্প্রভ নীল বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন বিডি ভাই! তবে আপনার অবশ্যই এই সিরিজটা দেখা উচিৎ, দেখলেই বুঝবেন কেন সর্বকালের সেরা বলেছি।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
বাহলুল বলেছেন: অসাধারন একটা সিরিজ। প্রিজন ব্রেক যত এগিয়েছে তত খারাপ হয়েছে, আর ব্রেকিং বেড এর ক্ষেত্রে উলটো। এরন পল এর অভিনয় ছিল দুর্দান্ত।মনে আছে সিরিজ শেষের আগে শুধু তারিখ গুনতাম কবে নেক্সট এপিসোড আসবে।সিরিজ শেষে খুবই মন খারাপ ছিল। ব্রেকিং বেড এর মত সিরিজ এখন আর পাই না, কেমন পানসে মনে হয়। I miss it.
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
নিস্প্রভ নীল বলেছেন: আসলেই, শেষ করার পর এখন মনে হচ্ছে ইশ আবার যদি দেখতে পেতাম মিস্টার হোয়াইট আর জেসির বন্ধুত্ব... অসাধারন অভিনয়!
৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
বাহলুল বলেছেন: যারা ডাউনলোড করে দেখতে চান তাদের জন্য লিঙ্ক
Click this link
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
নিস্প্রভ নীল বলেছেন: লিংক এর জন্য ধন্যবাদ!
৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
কেএসরথি বলেছেন: অবশ্যই মজার সিরিয়াল। এন্টারটেইনিং।
নাটকের হিরো যে, ভিলেনও সে।
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
নিস্প্রভ নীল বলেছেন: ঠিক, টান টান উত্তেজনা ছিল সবসময়, খুবই এন্টারটেইনিং। তবে নাটক বললে কেমন যেন বাংলা নাটক মনে হয়, তাই আমি টিভি সিরিজ বলাই প্রেফার করি।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: দেখার ইচ্ছা জাগছে।
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
নিস্প্রভ নীল বলেছেন: দেখেই ফেলুন, আপনার সময়টা নষ্ট হবে না গ্যারান্টি দিতে পারি!
৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অসাধারণ একটা সিরিজ। প্রথম সিজনটা পুরো কাহিনির ব্যাকগ্রাউন্ড, তাই শুরুতে একটু স্লো। কিন্তু একবার মজাটা পেয়ে গেলে আর ছাড়া যায় না। সর্বকালের সেরা হয়তো বলবনা, বলবো অসাধারণ...
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
নিস্প্রভ নীল বলেছেন: আসলেই অসাধারন। সর্বকালের সেরা জিনিসটা নিয়ে সবসময়ই তর্ক থাকবে। তবে সর্বকালের অন্যতম সেরা তো বলাই যায়!
১০| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
অনুরনন স্পর্শা বলেছেন: এই সিরিজের সব গুলা পর্ব এক সাথে টরেন্ট ছাড়া নামানোর কুন উপায় আছে কি?
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩
নিস্প্রভ নীল বলেছেন: টরেন্ট ফাইল তো আইডিএম দিয়েও নামানো যায়, ট্রাই করতে পারেন। কিন্তু টরেন্টের চেয়ে ভালো আর কিছু নাই, সত্যি।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
তেপান্তরের পথিক বলেছেন: আবার জিগায়, এই জিনিস মিস করার উপায় আছে ..???....
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪
নিস্প্রভ নীল বলেছেন: নাহ উপায় নাই, তাই তো এক টানে শেষ করে ফেললাম।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ডেক্সটার আগে/ পরে কোন সিরিয়াল নাই আমার মতে
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
নিস্প্রভ নীল বলেছেন: আপনি কি এই সিরিজটা দেখেছেন? না দেখে থাকলে দেখেই ফেলুন, এরপর আবার তুলনা করেন।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে কিছুটা স হমত। কিন্তু আমার মূল কথাটা ছিলো সাবজেনেরা নিয়ে। যদি আপনি বলেন থ্রিলার বলে তাহলে লস্ট, হিরোজ, এক্স ফাইলস এই পর্যায়ে পড়ে যদিও এগুলো সাই ফাই ফিকশনের আন্ডারে থ্রিলারটা এসে পড়ে।
কিন্তু নিখাদ ক্রাইম থ্রিলারে মেলোড্রামার উপস্হিতির একটা মাত্রা থাকে। আপনি সিজন একের মধ্যে বোরিংনেস বা কাহিনীর গতিতে কোনো সমস্যা পাবেন না কারন সিজন একে মাত্র ৭ টা এপিসোড যেখানে বেশ কিছু কাহিনীর উপর জোর দেয়া হয়েছে। এই যেমন সামাজিক টানপোড়েন, আর্থিক দৈন্যতার মাঝে ক্যান্সার, নিজের জ্ঞানকে মেথ বানানোতে কাজে লাগানো এবং সর্বোপরী হাইজেনবার্গ কোন পথে আগাবে সেটা নিয়ে ভাবা।
কিন্তু সিজন ২ এ দেখা যায় মেলোড্রামার পরিমানটা বেড়ে যায়। কিন্তু কাহিনীর মোড় হাতে গোনো কয়েকটা এপিসোডে। যদিও প্রযোজক সাহেব সিজন ৪ পর্যন্ত ১৩টা করে চালানোর বরাদ্দ পেয়েছিলেন এএমসি থেকে তাই সে সংক্ষিপ্ত কাহিনীকে টেনেছেন তাই আপনি যদি গ্রাফ র্যাংকিং দেখেন তাহলে থার্ড সিজন আর ফোর্থ সিজনে গড় দর্শক বাড়ার হার কমে গেছে যা পরে সিজন ৪ এ এসে খবর ফাঁস হলো যে এএমসি ৫ পর্যন্ত চালাবে তখন কাহিনীগুলোও মোড় ঘুরানোর ঠাস বুননে ছিলো। আসলে এএমসি নিজেদের সোপ্রানোস, দ্য ওয়ারের রেকর্ডটাই ভাংতে চাইছে এবং আসলেই সে পেরেছে কিনা সেটা এখন বোঝা যাবে না। বোঝা যাবে আজ থেকে ৫ বছর পর। তখনই প্রতিয়মান হবে এই ড্রামা সিরিজটি কি সোপ্রানোজ বা ওয়্যারকে ছাড়াতে পেরেছে কিনা। আর ২৪ হলো আদর্শ ক্রাইম থ্রিলার। কারন ২৪ ঘন্টায় ঠাস বুনটের থ্রিলার সাথে একশন ক্রাইমের মধ্যে ড্রামার কোনো সুযোগ নেই, নেই দম ফেলার।
ক্রাইম জেনরা হিসেবে এটা আদর্শই বলা যায় কারন এখানে একজন স্কুল শিক্ষকের ড্রাগ লর্ড বনে যাওয়া খুব সুচারূরূপে দেখানো হয়েছে কিন্তু আপনি যদি থ্রিল জিনিসটা দেখতে চান তাহলে সেটা মাঝে মাঝেই মিইয়ে গেছে। আপনি হয়তো বলতে পারেন প্রিজন ব্রেকে হঠাৎ করে মৃত ব্যাক্তিকে ফিরিয়ে এনেছে সেক্ষেত্রে ব্রেকিং বেড সেটা না করলেও ওয়াল্টারের আগমন এবং তার দুর্বল উপস্হিতি অনেকটা হোয়াইটকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে ফেলে যা একটু আকর্ষন কমিয়ে ফেলে। যার ফলে সিজন ৫ এর প্রথম ৮ টা এপিসোড কাস্ট করার পর কাহিনীত ব্যাপক পরিবর্তন এনে বাকি ৮ টা টেলিকাস্ট করে।
আর আমি ব্রেকিং বেডকে মেলোড্রামার অতিরিক্ত উপস্হিতির কারনেই একে ক্রাইম থ্রিলার না বলে ড্রামা সাবজেনেরায় রাখতে যাই। এবং আপনি এই লিংকেও যেতে পারেন যেখানে অনেক বোদ্ধা একে ড্রামা জেনেরায় ফেলে দিয়েছে ।
তবে এটা বলা যায় এই সিরিজটি ক্রাইম আর ড্রামার অদ্ভুত এক মিশেল যাকে আমরা মি. হোয়াইটের অদ্ভুত এক মেটামরফোসিস দেখতে পাই। দেখতে পাই একজন সাধারন নীতিবান শিক্ষক কিভাবে আন্ডারগ্রাউন্ডের সর্দার হয়ে যান এবং কিভাবে তা থেকে ফিরে আসতে গিয়ে নিজেকে উৎসর্গ করেন। তবে তিনি মরে গিয়েও সফল শুধু এ কারনেই যে সবকিছু হারাতে গিয়েও হারায়নি।
আপনার সাথে তর্ক করা আমার উদ্দেশ্য নয়। এটা শুধুই আলোচনা। ব্লগে খুব বেশী লোকের সাথে আলোচনা করার সুযোগ পাই না ইদানিং।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
নিস্প্রভ নীল বলেছেন: তর্ক শব্দটা আসলে ব্যবহার করাই উচিৎ হয়নি, হ্যাঁ আলোচনা বলা যেতে পারে।
আমিও আপনার সাথে আংশিক সহমত, এতে ড্রামার পরিমাণ থ্রিল এর চেয়ে হয়ত কিছু বেশী। তবে আমি নিজে অবশ্য খুবই উপভোগ করেছি প্রত্যেকটা সেকেন্ড। এখানে একজন সাদামাটা স্কুল শিক্ষকের এক নিষ্ঠুর ড্রাগ লর্ড হিসেবে পরিবর্তনটা অসাধারণভাবে উঠে এসেছে। প্রত্যেকটা চরিত্রেই সবাই এত ভালো অভিনয় করেছেন যে প্রায় নিখুঁতই বলবো এই সিরিজকে।
আমার কাছে যেটা ভালো লেগেছে যে এর কাহিনী কখনোই ঝুলে যায়নি, মাঝে মাঝে হয়ত কিছুটা গতি হারিয়েছে...কিন্তু পরক্ষনেই আবার আচমকা মোড় ঘুরেছে কাহিনির। ২৪ এর থ্রিল বিবি এর চেয়ে বেশী হতে পারে, কিন্তু পূর্ণতায় সম্ভবত বিবি'ই সেরা।
আমি ব্লগে খুব একটা আসি না, তাই হয়ত আপনাদের সাথে সেভাবে পরিচয় হয়নি। তবে আপনার মন্তব্যগুলোই প্রমান করে দিল যে, ফেবুর চেয়ে ব্লগে যেকোনো বিষয়ে আলোচনা করার সুযোগ বেশী! মন্তব্যের জন ধন্যবাদ।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ব্রেকিং ব্যাড দেখিনি সর্বকালের সেরা কীনা জানিনা তবে আমার চোখে ২৪ অসাধারণ। আমি শ্রেফ এডিক্টেড হয়ে গিয়েছিলাম এটা দেখতে গিয়ে।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
নিস্প্রভ নীল বলেছেন: দেখে ফেলুন তাহলে, অবশ্যই ভালো লাগবে!
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
খেয়া ঘাট বলেছেন: কয়েকটা পর্ব দেখেছি। বেশ ভালো লেগেছে।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
নিস্প্রভ নীল বলেছেন: শেষ করে ফেলুন জলদি!
১৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেখিনি ...
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
নিস্প্রভ নীল বলেছেন: দেখার ট্রাই করতে পারেন, ক্রাইম থ্রিলার/ড্রামা পছন্দ করলে এটা আদর্শ একটা সিরিজ।
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
আধখানা চাঁদ বলেছেন: ব্রেকিং ব্যাড সিজন ২ দেখছি। আসলেও অসাধারণ। যেমন কাহিনী, তেমন অভিনয়। চিত্রনাট্যের দুর্বলতা আমার কাছে মনে হয়নি। কাহিনীর প্রয়োজনে কিছুটা শ্লথ হয়ত হয়েছে, তবে সিরিজ সময় নিয়ে দেখলে সেটাও প্রয়োজন বলেই মনে হবে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
নিস্প্রভ নীল বলেছেন: সুন্দর মন্তব্য। আপনার সাথে সহমত, তবে আসল মজাটা পাবেন ৪র্থ সিজন থেকে...সত্যিকারের ব্যাড কাকে বলে দেখবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: ব্রেকিং বেড ক্রাইম থ্রিলারের চাইতে ড্রামার মিশেলটা একটু বেশী হওয়ায় সেটা সেরা ক্রাইম থ্রিলার বলা যায় না।যদি সর্বকালের সেরা ক্রাইম থ্রিলার বলা যায় তাহলে সেটা হবে প্রিজন ব্রেক অথবা দ্য এক্স ফাইলস।
ব্রেকিং বেড এর সবচেয়ে বড় দুর্বলতা হলো কাহিনীর দুর্বলতা এবং শেষ সিজনে এসে শক্তিশালী প্রতিপক্ষের অভাব। তবে ব্যাপারটা মানিয়ে গেছে যখন হাইজেনবার্গের কাছে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে সে নিজেই। তবু নিজেকে আশ্বস্ত করেছিলো এই ভাবে যে সে মারা যাচ্ছে। যদিও শেষ পর্যন্ত সে প্রায় সবই খুইয়ে ফেলে।
গত ৫ বছরের মধ্যে এটা সেরা অথবা যদি আইএমডিবি রেটিং দেখে বলেন তাহলে বলতে হয় আইএমডিবি খুব একটা কার্যকরী রেটিং নয়। এমেচার মানুষদেরকে সম্যক ধারনা দেবার জন্য আইএমডিবি সেরা হলেও যখন সর্বকালের সেটা কথাটা এসে পড়ে তখন এটা আর তেমন হালে পানি পাবে না।
যার সবচেয়ে বড় উদাহরন হলো এক্স ফাইলস। কবে শেষ হয়েছে কিন্তু তার নাম এখনও মানুষ বলছে। ব্যাবসায়িক দিক থেকেও এটা অত্যাধিক সফলতা পেয়েছে। এছাড়া লস্ট, প্রিজন ব্রেক, হিরোজ, ২৪ এগুলো সাথে ব্রেকিং ব্রেড এর তুলনা করলে চিত্রনাট্যেই ধরা খেয়ে যাবে।
মেলোড্রামার মিশেলটা একটু বেশী ছিলো বলেই এর বেশ কিছু পর্ব এবং শেষের সিজনের বেশীর ভাগ সময়েই বোরিং ছিলো। সবচেয়ে সেরা এবং ব্যাবসাসফল অথবা সবদিক থেকে বিচার করলে যদি আদর্শ ক্রাইম থ্রিলার আর টানটান উত্তেজনা বলতে যা বুঝায় সেটা হলো ২৪, প্রিজন ব্রেক বা লস্ট
আইএমডিবিই সবকিছু নয়, এটা জনসাধারন্যের নির্বাচনে ভোট পাওয়া খালেদা হাসিনার মতো একটা ব্যাপার