নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই.....

তুমি হয়ত সবকিছুতে ভালো নও, কিন্তু তোমার উচিৎ সবকিছুতেই তোমার নিজের সেরাটা ঢেলে দেয়া!

নিস্প্রভ নীল

ভালবাসি মানুষ, অপছন্দ করি মানুষের নীচতা।

নিস্প্রভ নীল › বিস্তারিত পোস্টঃ

Elysium (2013)- চুলচেরা সমালোচনা রিভিউ!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩





Elysium মুভিটা দেখলাম, খুব একটা খারাপ না লাগলেও নেইল ব্লমক্যাম্প আর ম্যাট ডেমন এর মুভি হিসেবে আরও বেশী আশা করেছিলাম। অনেকে হয়তো বলবেন যে এটা এই বছরের সেরা সাইফাই, তবে আমার কাছে কিন্তু এর চেয়ে Oblivion অনেক ভালো লেগেছে। এই মুভিতে ভবিষ্যতের যে চিত্র তুলে ধরা হয়েছে সেটা আমার কাছে তেমন বিশ্বাসযোগ্য মনে হল না, না সমাজ ব্যাবস্থা না প্রযুক্তি। বেশ কিছু প্লট হোল আছে ফিল করলাম, তার কয়েকটা হচ্ছে- (স্পয়লার আছে তাই যারা মুভিটা দেখেননি দয়া করে আর পড়বেন না!)

>

>

>

>

>

>

>

১. Elysium জিনিসটা কোনরকম বায়োডোম ছাড়াই একেবারে খোলা অবস্থায় থাকে কিভাবে? মুভিতে দেখলাম ইচ্ছামতো স্পেস শাটল ঢুকছে বেরুচ্ছে কোন বাধা ছাড়াই, এরকম থাকলে বায়ুমণ্ডল থাকে কিভাবে? মাধ্যাকর্ষণ থাকে কিভাবে? সূর্যের অতিবেগুনী রশ্মি বা অন্যান্য ক্ষতিকর রশ্মি থেকে বাঁচে কিভাবে? এর বাইরে কোনরকম প্রটেক্টিভ গ্লাস লেয়ার টাইপ জিনিস থাকা কি যৌক্তিক না?



২. পৃথিবীর সরকার ব্যাবস্থা কি? মুভিতে তো শুধু Elysium আর লস এঞ্জেলেস ছাড়া পৃথিবীর আর কিছুই দেখলাম না? পুরো পৃথিবীর কি অবস্থা সেটা একবারও দেখানো হয়নি। তারমানে কি লস এঞ্জেলসই পৃথিবীর কেন্দ্র, একটাই রাষ্ট্র পৃথিবীতে? ভবিষ্যতের পৃথিবীতে তো রাজত্ব করার কথা চায়নার, আর ইউরোপ বা আমেরিকার অন্যান্য উন্নত রাষ্ট্র/শহরের কোন দিশাও পাওয়া গেলো না। যদি লস এঞ্জেলস থেকেই এভাবে নিয়মিত শাটল যায় তাহলে তো সারা পৃথিবী থেকে প্রতি মিনিটে কয়েকটা করে শাটল যাবে Elysium এর উদ্যেশ্যে। কয়টাকে আটকাবে তাঁরা, তাঁদের তো কোন ডিফেন্স সিস্টেমই দেখলাম না!



৩. মেড-বে জিনিসটা একদম ভুয়া লাগলো, সব কিছুরই একটা লিমিট আছে। মানুষ এমন ম্যাজিকাল একটা জিনিস বানাতে পারলো অথচ অন্যান্য যেসব প্রযুক্তি দেখলাম সবই তো প্রায় ২০১৩ সালের কাছাকাছি। এতে দেখানো হয়েছে যে মরা মানুষকেও মেড-বে জীবিত করতে পারে, এমনকি ব্রেন এর অর্ধেক উড়ে গেলেও সমস্যা নাই (এমনকি দাঁড়িও আগের মত করে দেবে!)। কিন্তু জিনিসটা বিশ্বাসযোগ্য হতো যদি এতে শুধুমাত্র মৃতপ্রায় মানুষকে ভালো করা যায়, “মৃত” মানুষকে যায় না। তারমানে কি Elysium এর সবাই অমর? মানুষ যদি মেড-বে’র মত একটা জিনিস তৈরি করতে পারে তাহলে বয়সকে থামানোর মত কিছু আবিস্কার করতে পারলো না?



৪. ২১৫৪ সালেও একটা মানুষকে খুঁজে পাওয়া এত কঠিন, স্যাটেলাইট এর ক্ষেত্রে ১৫০ বছরে কি কোনই উন্নতি হয়নি নাকি? Elysium এর ডিফেন্স সিস্টেম এতই দুর্বল যে পৃথিবীতে পড়ে থাকা এক পাগলা এজেন্ট এর উপর নির্ভর করতে হয়? Elysium এর সবার বাসাতেই কি মেড-বে আছে? তাহলে সেখানের Hierarchy টা কি? ২১৫৪ সালেও মানুষ ম্যানুয়ালি গাড়ি বা স্পেস-শাটল চালাবে এটা হাস্যকর। Elysium এর পরিবেশ দেখানোর ক্ষেত্রে কল্পনাশক্তির অভাব লক্ষনীয়, যখনি বাইরে দেখিয়েছে, দেখি একটা মেয়ে বিকিনি পড়ে সুইমিংপুল এ সাঁতার কাটছে! এমনকি জামাকাপড় এর ক্ষেত্রেও ২০১৩ সালের স্টাইল সবাই ফলো করবে এটা হজম করা কঠিন।



৫. রোবট এর ফ্যাক্টরিতে কেন লিথাল ডোজ এর রেডিয়েশন লাগবে সেটার কোন ব্যাখ্যা নাই। স্পেস শাটল এ করে পৃথিবীর বাইরে যাওয়া এত সহজ না, এর জন্য বছরের পর বছর ট্রেনিং নিতে হয়। মুভিতে দেখলাম স্ট্র্যাপিং ছাড়াই গ্রেনেড হাতে ম্যাট শাটলে চড়ে Elysium এ যাচ্ছে...মাত্র ১২ মিনিটে! এছাড়া শাটল গুলোর গঠন এমন যে বাতাসের অনেক বাধা পাবে, এটা এত স্পীড তুলতে গেলে তো টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা!



৬. বায়োমেট্রিক এক্সোস্কেলেটন জিনিসটা ঠিক আছে, কিন্তু মাথায় যে এভাবে ইনফো নেয়া যায় আর সেটা চুরি করা এতই সহজ সেটা বুঝলাম না। যে ইনফো দিয়ে পৃথিবীর ইতিহাস বদলে দেয়া যাবে, সেই ইনফো কি আরও অনেক বেশী সিকিউর থাকার কথা না? আর তাহলে কার্লাইল সিস্টেম রিবুট করে নিজেই কেন প্রেসিডেন্ট হয়ে যায় না? মুভি দেখে মনে হল পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য সমস্যা, অথচ এর চেয়েও বড় অন্যান্য ব্যাপারে আরও জোর দেওয়া যেত। এছাড়া মুভির এন্ডিং ও ভালো লাগে নি, কারন পৃথিবীর সবাই Elysium এর বাসিন্দা হয়ে গেলেই সমস্যা দূর হয় না...এতে ঝামেলা আরও বাড়বে, কমপ্লিট ক্যাওস হবে পৃথিবী Elysium দুই যায়গাতেই।



এরকম আরও অনেক জিনিসই আছে। ম্যাট এর অভিনয়ের ভক্ত ছিলাম সবসময়, তবে এই মুভিতে সে নিজের অভিনয় ক্ষমতা দেখানোর সুযোগ তেমন একটা পায়নি মনে হচ্ছে। ভিলেনটাকে (ক্রুগার) ভালো লাগে নি, এমনকি জোডি ফস্টার ও তেমন কিছু করতে পারেন নি। টাইম ওয়েস্ট বলবো না, তবে আশার তুলনায় হতাশ হয়েছি বলতেই হবে। :P

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: সায়েন্সের কথা বাদ দিলাম। সায়েন্স ফিকশনে সায়ন্সের মধ্যে গাঁজাখুরি ফিকশন থাকবেই। এগুলো নরমালি ভুল হিসেবে ধরা হয় না।

এলিসিয়াম এর সবচেয়ে ভালো দিক হলো, বড় এঙ্গেলে শুটিং ভালো হয়েছে।

ম্যাট ডেমন আর নায়িকার কেমিস্ট্রি ভালো করে দেখানো হয় নাই। কারেক্টার গুলো বিল্ড হওয়ার টাইম পায় নাই।

প্রথমে পৃথিবীর করুন অবস্থা - জণগণের করুন অবস্থা দেখালেও, শেষের দিকে এটা শুধু ম্যাট ডেমন আর এলিসিয়াম এর মধ্যকার দ্বন্দ হয়ে গেছে।
মুভিটির শুরু টা ভালো হলেও মাঝপথে এসে এটা হাই টেক একশন মুভিতে পরিনিত হয়েছে। আমার রেটিং ২.৫/৫

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

নিস্প্রভ নীল বলেছেন: কিন্তু ভাই, বড় পরিচালকেরা কিন্তু সবকিছুই খুঁতহীন রাখার ট্রাই করেন। আপনার কথা ঠিক-

"ম্যাট ডেমন আর নায়িকার কেমিস্ট্রি ভালো করে দেখানো হয় নাই। কারেক্টার গুলো বিল্ড হওয়ার টাইম পায় নাই"

আর সাইফাই মুভিতে হাইটেক জিনিস তো থাকবেই, তবে সেটা এই মুভিতে বিশ্বাসযোগ্য হয় নি। কল্পনাশক্তির অভাব ছিল সব দিকেই।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

অথৈ সাগর বলেছেন: ছবিটা আমাকেও হতাশ করেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

নিস্প্রভ নীল বলেছেন: :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

ফয়সালরকস বলেছেন:
এই ছবিটি একবার দেখে ডিলিট করার মত একটা ছবি!

Oblivion তা না! এর ফিলসিফই অন্যরকম ছিল!

Matt Damonবলে নয়...আকর্ষন ছিল Neill Blomkamp কি করেছে এটা দেখা আর ব্যক্তিগতভাবে আমি Sharlto Copley বিরাট ফ্যান! শালারে আমি মাঝে মাঝে 'ফরিদী' ডাকি!

Matt Damon বোনাস। আপনার অবজারভেশন ভালো!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

নিস্প্রভ নীল বলেছেন: আপনার মন্তব্যও যুক্তিযুক্ত, নামী অভিনেতা আর পরিচালক থাকলেও আশা পুরন হলনা আরকি।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

তামিম ইবনে আমান বলেছেন: ডিস্ট্রিক্ট ৯ এর মত অসাধারন একটা মুভি উপহার দেয়ার পরে একই পরিচালক এর এরকম মুভি পাবো আশা করি নাই /:)

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

নিস্প্রভ নীল বলেছেন: হুম, আমিও। তবে একটার পর একটা মুভিতে সমান মান ধরে রাখাটা বেশ কঠিন।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

কেএসরথি বলেছেন: ফ্লপ মুভি। একবার দেখা যায়।

তবে সাউথ-আফ্রিকান ভিলেনটার অভিনয় দূর্দান্ত ছিল।

ওর প্রথম ছবি দেখি "ডিস্ট্রিক্ট-৯" (District-9). সাইন্স ফিকশন। ভালোই ছিল।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

নিস্প্রভ নীল বলেছেন: সহমত। একবারের বেশী দেখবনা।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: পচাঁ মুভি............ X( :P

সাইন্স ফিকসনের ভাত মারছে.... :-P

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

নিস্প্রভ নীল বলেছেন: ভাত মারসে বলবো না, কারন এর চেয়েও খারাপ সাইফাই আমি দেখেছি! :P

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

রাতুল রেজা বলেছেন: আমিও দেখছি, ভাল্লাগে নাই। মরা মানুষ রে ক্যাপস্যুলে ঢুকাইয়া জীবিত করার মত গাজাখুরি ছবি দেইখা টাইমতা নষ্ট করসি। পরিচালকের মাথায়া নির্ঘাত সিট আসে।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

নিস্প্রভ নীল বলেছেন: হাহা! এইটা যে একদিন সত্যি হবেনা সেটা কিভাবে বলবেন? হতেও তো পারে!

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

১৯৭১স্বাধীনতা বলেছেন: পোস্টে ++ মুভিতে ----

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

নিস্প্রভ নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

লিংকন১১৫ বলেছেন: Oblivion যে খুব ভালো লাগছে তা কমু না

কিন্তু Oblivion দেহার পরে Elysium অপেক্ষায় ছিলাম

মাগার প্রত্যাশা পূরণ করতে পারলনা

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

নিস্প্রভ নীল বলেছেন: সহমত। Oblivion কে একেবারে সেরা সাইফাই বলছি না। তবে এই বছরের সেরা বলা যায়, Elysium এর চেয়ে ভালো ছিল।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

চিরতার রস বলেছেন: সবাই যেই হারে বদনাম করা শুরু কর্ছে, দেখার আর ইচ্ছাই নাই #:-S #:-S #:-S

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

নিস্প্রভ নীল বলেছেন: আমার একটা ভুল হয়ে গেলো মনে হচ্ছে। আমার কাছে খুব একটা ভালো না লাগলেও কিন্তু একেবারে খারাপ লাগে নি। আর সবার পছন্দ তো এক না, হয়ত আপনার বেশ ভালো লাগবে। তাই দেখেই ফেলুন!

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

জনাব মাহাবুব বলেছেন: ভাইরে বিরাট সমালোচনামূলক মুভি রিভিউ। B-) B-) B-) B-) B-) B-)

এইবার পরিচালক/প্রযোজকদের ভাত মারবেন আপনি। ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

নিস্প্রভ নীল বলেছেন: হাহা! নাহ ভাত মারার ইচ্ছা নাই...এইজন্যই তো দেশি সিনেমার সমালোচনা লিখি না। আর আমার মনে হয় না এই মুভির পরিচালক ভাত খায়। :P

১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

সুত্রধর বলেছেন: না না ইলিসিয়াম খুব ভাল ছবি। না দেখলে জীবন মিস। ( উপরের মন্তব্য পড়ে কেউ আর ছবিটা দেখবে না, সমালোচকের মূল কাজ ভাল হোক আর খারাপ হোক ছবিটা দেখার আগ্রহ বাঁচিয়ে রাখা। ভাল হলে কেন ভালো, আর খারাপ হলে কেন খারাপ তা ব্যখ্যা করা । লেখক অবশ্য শুরুতে বলেছেন ছবিটা না দেখলে না পড়াই ভাল। এই অ্যাপ্রোচটাকে স্যালুট। তবে দেখার আগ্রহ তৈরী করা সমালোচকের বড় কাজ।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

নিস্প্রভ নীল বলেছেন: আপনার মন্তব্যটা ভালো লাগলো। আমি আসলে সেভাবে খেয়ালই করিনি যে এই রিভিউ পড়লে অনেকে মুভিটা না দেখার সিদ্ধান্ত নিতে পারেন। আসলে আমি ধরেই নিয়েছি যে বিগ বাজেটের সাইফাই হওয়ায় এই মুভিটা সবাই দেখবেন। :)

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: হতাশাটা আরো স্পষ্টই হল। কোথায় জেলা ৯ আর কোথায় বিলাসিয়াম।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

নিস্প্রভ নীল বলেছেন: হাহা! আসলেই, হতাশ হয়েছি। :(

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

সাদা আকাশ বলেছেন: দেখি নাই এখনো।
আর এই রিভিউ পড়ার পর আর দেখার ইচ্ছাও নাই। ভাল করছেন, সময়টা বাঁচাইয়া দিলেন ফালতু মুভি দেখার থেকে।

রিভিউ আকারে চুলচেরা বিশ্লেষণ ভাল লেগেছে :)

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

নিস্প্রভ নীল বলেছেন: না দেখেই এই রিভিউ পড়লেন? তাহলে তো সমস্যা হয়ে গেলো! দেখতে পারেন তবুও, খুব খারাপ লাগার কথা না। :)

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বুঝতে পারছি মুভিটা আর দেখা যাবেনা তবে রিভিউ দারুণ হইছে।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

নিস্প্রভ নীল বলেছেন: ধন্যবাদ। তবে সাইফাই পছন্দ করলে দেখতে পারেন, টাইম পাস হিসেবে খারাপ না।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: স্টোরিটা ভাল হইছে, তারপরও কেন জানি ভাল লাগে নাই :(

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

নিস্প্রভ নীল বলেছেন: আমার কাছে তো স্টোরিটাই অযৌক্তিক লাগলো, কে জানে! তবে টাইম পাস মুভি হিসেবে চলে আরকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.