![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মানুষ, অপছন্দ করি মানুষের নীচতা।
রিভিউ (নেগেটিভ!)- গুল্লুগাল্লু Godzilla (2014)
IMDb- 7.2 (will be reduced eventually)
My rating- 5.5
Why man Why?! পরিচালক Gareth Edwards ব্যাটা করলি কি এইটা? অনেকদিন থেকে মুলা ঝুলিয়ে বছর শেষে বস যখন ইনক্রিমেন্ট না দেয় তখন যেমন লাগে ঠিক তেমন লাগছে Godzilla দেখার পর। ২ ঘণ্টার একটা মুভি বানিয়ে ফেলল কোন প্লট ছাড়াই? ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছাড়াই? শালার মুভির নামই Godzilla আর সেই Godzilla স্ক্রিনে আসে ১ ঘণ্টা পর? ব্যাকস্টোরি জিনিসটা দরকার আছে, কিন্তু এর মানে এই না যে অপেক্ষা করতে করতে মানুষকে ধৈর্যের চরম সীমায় নিয়ে যেতে হবে...কিছু কিছু গান আছে না যে শুরুর ২ মিনিটই জ্যামিং করে মেজাজ খারাপ করায় দেয়? এর চেয়েও খারাপ অবস্থা রে ভাই! পরিচালক সাহেব এইভাবে মুলা ঝুলিয়ে স্ক্রিনের সামনে বসিয়ে রেখে শেষ পর্যন্ত পচা ডিম খাওয়ালো দর্শকদের, পেট খারাপ হলে এর দায়ও নিতে হবে তাঁকে।
আমি বুঝি না মনস্টার মুভিতে সবসময় দর্শকদের গাঞ্জা খাওয়ানোর চেষ্টা করে কেন? প্যাসিফিক রিম মুভিতে বিশাল বড় কাইজুকে সাধারণ গুলি করে মারতে যায়, ফাইটার প্লেন পর্যন্ত মিসাইল না মেরে কাইজুর একদম কাছে গিয়ে পয়েন্ট 00000000000.22 বোরের গুলি মারে (রিলেটিভ টু কাইজু); আর কাইজুর বাড়ি লেগে ধ্বংস হয়...আর ইউ কিডিং মি? নিউক্লিয়ার বোমা মেরেও যাকে মারা কঠিন তাঁকে গুলি মারার কি ফায়দা সেটা তারাই জানে। সেইম জিনিস হল Godzilla এর ক্ষেত্রে, ফাইটার প্লেন নিয়ে কাছে গিয়ে গুলি মারে… হাহাহা! নিউক্লিয়ার বোমায় কাজ হবে না ভালো কথা, নন নিউক্লিয়ার কিন্তু যথেষ্ট শক্তিশালী বোমা বা মিসাইল কি এখনও মানবজাতি আবিস্কার করে নাই? আর নিউক্লিয়ার বোমা মারতে গেলে ট্রেনে করে নিতে হবে কেন? বম্বার প্লেনগুলা তাহলে এক্সিবিশন এর জন্য বানাইসে?
পুরা মুভিতে Godzilla এর স্ক্রিন টাইম ছিল বড়জোর ১৫ মিনিট, এর মধ্যে ১০ মিনিট আবার সাঁতার কাটা আর গর্জন এর জন্য প্রযোজ্য। ৫ মিনিট এর ফাইট, সেটাও আবার শুরু হওয়ার সাথে সাথেই কাট অফ করে নায়কের বউয়ের চেহারা দেখানো শুরু করে, অদ্ভুত! একটা ক্যারেক্টার এর জন্যও দর্শক কোন কিছু ফিল করবে না, কারন ফিল করার মত ডেভেলপমেন্ট তো হয়ই নাই। পুরা মুভিতে একটু পর পর অ্যামেরিকান মিলিটারি এর খামাখা প্যাঁচাল, অগুরুত্বপূর্ণ ডায়লগে স্ক্রিন টাইম নষ্ট করা ছিল অভাবনীয়। মুভিটা বানাইসে অ্যামেরিকার বাজার হিসাব করে, তাই Godzilla কে সাঁতার কাটিয়ে জাপান থেকে নেভাডায় নিয়ে আসলো...ভাবলাম অন্তত কিছু না কিছু তো পাবো, অন্তত লাস ভেগাসে একটা জম্পেশ ফাইট দেখবো, কীসের কি? প্রত্যেকটা ফাইট সিন/ Godzilla সিন করসে রাতের অন্ধকারে, যাতে CGI তে খরচ কম হয়... ফাইট দেখবো কি, আমি তো স্ক্রিনের দিকে তাকিয়ে Godzilla কে খুঁজতে খুঁজতেই সব শেষ।
পুরা মুভির একমাত্র ভালো দিক হচ্ছে Bryan Cranston এর অভিনয়, যেটা মুভি শুরুর ২০ মিনিটের মধ্যেই শেষ। মুভি রিলিজের আগে যেই পরিমান হাইপ তোলা হইসে, এবং ট্রেলার দেখে আমিও যথেষ্ট আশাবাদী ছিলাম…বলতে বাধ্য হচ্ছি সেই আশাকে নির্মমভাবে হতাশায় রুপান্তরিত করেছেন পরিচালক সাহেব। এত টাকা খরচ করে এত ভালো ভালো অভিনেতা নিয়ে এর চেয়ে অনেক ভালো কিছু বানানো সম্ভব ছিল। এইটার আবার সিকুয়েল ও আসবে, কি যে হবে আল্লাহ মালুম!
২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:১৯
নিস্প্রভ নীল বলেছেন: এইটা দেখতে পারেন, তবে ভালো প্রিন্ট আসলে বাসায় বসে দেখাই ভালো হবে। ট্রান্সফরমারস তো দেখবোই!
২| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৫
বটের ফল বলেছেন: দেখার ইচ্ছা ছিল। কিন্তু এখন আর নাই। বাচায়া দিলেন ভাই। অনেক গুলো টাকা বেচে গেল আমার। ধন্যবাদ নেন ।
২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:২০
নিস্প্রভ নীল বলেছেন: দেখেন, তবে বাসায় বসে দেখেন। মুভিটা আরও অনেক ভালো হতে পারতো।
৩| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৭
amhabib বলেছেন: আমার কাছে পুরা ভুয়া লাগছে, ৯০০ টাকা প্যাসিফিক ওসানে ফালায় দিয়া আসছি
২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৫
নিস্প্রভ নীল বলেছেন: আমারও, এর চেয়ে প্যাসিফিক রিম অনেক ভালো ছিল।
৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন: এত ভুয়া!
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫২
নিস্প্রভ নীল বলেছেন: এত্তগুলা ভুয়া ভাই!
৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৩
আমিজমিদার বলেছেন: হতাশ হইছি
:-<
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫২
নিস্প্রভ নীল বলেছেন: হইছিইইইইইইইইইইইইইই
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ ভোর ৬:২৯
রিফাত হোসেন বলেছেন: আমিও দেখি নাই, আইমেক্স থ্রিডি দেখার টার্গেট ছিল কিন্তু আপনার মত রিভিউ পড়লাম বেশ কয়েকটা একই ধরনের । তাই থ্রিডি তে মজা পাব না + কাহিনী ও চরিত্র অসমতার কারনে যাচাই করে দেখা থেকে বিরত থাকলাম । তবে সামনের
বু্ইঝা লন কি হইতে পারে 
গাড়ি রোবটের মুভি কুইলাম মিস করুম না