নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে সিন্ডিকেটিংএ হাতেখড়ি হয় যেভাবে (উত্‍সর্গ : নবব্লগারগণ)

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

আপনি ব্লগে নতুন। বহু সাধনায় পীড়াদায়ক পর্যবেক্ষণপর্ব সমাপ্ত করেছেন। হয়েছেন সাধারণ। এখনই মোক্ষম সময় ব্লগের সিন্ডিকেটবাজদের খপ্পরে পড়ার। তবে পর্যবেক্ষণ বা নিরাপদ পর্বগুলোতেও যে আপনি নিরাপদ তা নয়। তখনো হতে পারেন আক্রান্ত। বড় মধুর সে আক্রমণ।

নতুন লেখালেখির সময়, একআধটু পাঠক-লাইক-কমেন্ট না পেলে কি আর উত্‍সাহ থাকে? এটা ভালো করেই জানে সিন্ডিকেটবাজরা আর এই ভালনারেবল সময়েই তারা আসে আপনার কাছে।

আপনার নতুন নতুন লেখাগুলোয় কয়েকটি নামের ঘন ঘন আনাগোনা দেখতে পান আপনি। তারা আপনাকে + দেয়, কমেন্টে আপনাকে প্রশংসায় ভাসিয়ে দেয়, আপনি যাই লেখেন না কেন।

আপনি কৃতজ্ঞ হন, অবচেতনে ঋণী অনুভব করেন নিজেকে আর অজান্তেই ঋণশোধের একটা ইচ্ছা নিয়ে ঢুঁ মারেন ঐ মহাজনদের ব্লগে।

ঢুঁ মেরে আপনি টাসকি খান, ঐ মহাজনদের এক একটি লেখায় ন্যূনতম এক হাজার হিট, পঞ্চাশটা + আর পঞ্চাশটা কমেন্ট। এমনিতেই তো অবচেতনে আপনি মহাজনদেরকে + আর কমেন্ট দিতে মুখিয়ে ছিলেন, তার উপর ঐ অবস্থা দেখে তাঁদের লেখার মহত্ব সম্বন্ধে আপনার আর সন্দেহ থাকে না, আপনিও দিয়ে দেন + আর কমেন্টে 'অছাম!'।

এভাবে চলতে থাকে কিছুদিন আর আপনি নিজের অজান্তেই সদস্য হন ঐ মহাজনদের সিন্ডিকেটের, কিন্তু আপনি জানেন না আপনার লেখাগুলোতে মহাজনদের + আর কমেন্ট ছিল আপনাকে তাঁদের দলে ভিড়ানোর জন্য বিনিয়োগ মাত্র, আপনি জানেন না মহাজনদের লেখায় দেখা + আর কমেন্টগুলো ছিল তাদের সিন্ডিকেটসদস্যদের এবং আপনার মতোই নবাগত সরল ব্লগারদের দেয়া আর বাকীগুলো মহাজনদেরই অন্য কয়েকটি নিক থেকে দেয়া।

আপনি যদি ঋণশোধের তাগিদে মহাজনদের লেখায় গিয়ে + আর কমেন্ট না মারতেন তবে দেখতেন কদিন পরেই আপনার লেখাগুলোয় তাঁদের আনাগোনা গেছে কমে, তারা ব্যর্থ হয়েছে আপনাকে স্বীয় সিন্ডিকেটে ঢোকাতে, আপনার ভালো লেখায়ও আর কোন সাড়া দিচ্ছে না।

সিন্ডিকেটের সুবিধা অসুবিধা দুইই আছে। সিন্ডিকেটে ঢুকলে আপনার গুণগ্রাহী পাঠক ও সমর্থকের অভাব হবে না কখনো, তর্কে ঝগড়ায় হেলপার পাবেন, আপনার যে কোন লেখায় 'অছাম' আর + পাবেন। সিন্ডিকেট এড়িয়ে চললে কোন একান্ত ভক্ত বা নিয়মিত পাঠক পাবেন না, এক্সট্রাঅর্ডিনারি লেখা দিয়েই কেবল পারবেন আপনার সিন্ডিকেটহীনতা কাভার করতে ও স্বীকৃতি পেতে, আত্মসম্মান বজায় রেখে চলতে। এবারে সিদ্ধান্ত আপনার, সিন্ডিকেট বজায় রেখে চামচাকূল নিয়ে দাবড়ে বেড়াবেন ব্লগে, নাকি সিন্ডিকেটহীন বন্ধুর পথে একা হাঁটবেন আত্মসম্মানবোধ আর মেধাকে সম্বল করে।

শুভ ও সুস্থ হোক ব্লগজীবন!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

উড়োজাহাজ বলেছেন: আমি সম্ভবত আপনার দেয়া থিওরীর একজন। আমার এখানে কেউ কমেন্ট করে না। আর আমি যার তার লেখায় কমেন্ট করি না। শুধুমাত্র ভালো লাগলেই কমেন্ট করি। আর খুব আপত্তিকর হলে প্রতিবাদ করি।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

হুমায়ুন তোরাব বলেছেন: amio fokir manush.
coz amar posteo comments plus er boro ovab

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১

শিপু ভাই বলেছেন:
কিছুটা সত্য।



আপনিও বিনিয়োগ শুরু করুন- মুনাফা ঘরে তুলুন!!!
শুভকামনা!!!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালোই বলেছেন :D

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

গোবর গণেশ বলেছেন: উড়োজাহাজ বলেছেন: আমি সম্ভবত আপনার দেয়া থিওরীর একজন। আমার এখানে কেউ কমেন্ট করে না। আর আমি যার তার লেখায় কমেন্ট করি না। শুধুমাত্র ভালো লাগলেই কমেন্ট করি। আর খুব আপত্তিকর হলে প্রতিবাদ করি।

হুমায়ুন তোরাব বলেছেন: amio fokir manush.
coz amar posteo comments plus er boro ovab


চলেন পৌষ মাঘে সিন্ডিকেটের কাঁথায় পানি ঢালি।
রাজনীতি আর সিন্ডিকেট বিহীন ব্লগ চাই।
রাজনীতি বর্জিত শিক্ষাঙ্গন চাই।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

বাংলাদেশী দালাল বলেছেন:

শিপু ভাই বলেছেন:
কিছুটা সত্য।


B:-)

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

সৈয়দ শওকত আলী বলেছেন: থ্যাংক য়্যু, মূল্যবান মন্তব্যের জন্য @ সবাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.