নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

রিয়েল মেডিক্যাল জোক : ভাইভারঙ্গ

১০ ই মে, ২০১৩ বিকাল ৩:০৯

আমার কজনা সৃজনশীল ফ্রেন্ডু আছে।

তারা প্রস্তুতি ছাড়াই

ভালো পরীক্ষা দেয়ার

ব্যাপারে খ্যাত।



তাদেরই

১জনা গ্যাছে বায়োকেমিস্ট্রি পরীক্ষা দিতে।

প্রশ্ন হোয়েছে- মাইক্রোমিনারেলস

এবং ম্যাক্রোমিনারেলস কী?

বন্ধুর সৃজনশীল মস্তিষ্ক

মুখস্থবিদ্যায় বিশ্বাসী না। মগজ

না হাতড়ে তার সিনথেসিস-

'মাইক্রোমিনারেলস : মিনারেলস

হুইচ আর মাইক্রো ইন সাইজ।'

ম্যাক্রোমিনারেলসের

সংজ্ঞা সে কী দিয়েছিল

তা মনে হয় আর বোলতে হবে না।



আরেক সৃজনশীলকে স্যর ভাইভায়

ধরেছে- আচ্ছা বল তো DMARD

কী?

কিছুক্ষণ এদিক ওদিক

তাকিয়ে টাইম পাস কোরে তার

সৃজিত আনসার- 'ডায়াবেটিস

মেলাইটাস উইথ একিউট

রেসপিরেটরি ডিসট্রেস!'

জবাব শুনে স্যর ভ্রূ কুঁচকে চোখ পিট

পিট কোরে কিছুক্ষণ এদিক ওদিক

তাকাতে থাকে,

কাউকে খোঁজে মনে হয়।

কাউকে না দেখে শেষে স্যর

চিত্কার করে- 'এই এটারে উঠাও ত

এখান থেকে!'



আরেক

অতিসৃজনশীলকে এনাটমি ভাইভাতে স্যর

ম্যান্ডিবল ধরায়।

স্যর বলে- এইটা কী?

বন্ধু বলে- ম্যান্ডিবল!

স্যর : বাহ, ক ত এদিকে কী যায়?

বন্ধু : এঁ উঁ উঁ...ভেসেল যায় স্যর।

স্যর : কী ভেসেল?

বন্ধু : এঁ উঁ...স্যর এ

মুহুর্তে মনে পড়ছে না স্যর।

স্যর : ঐ দিকে কী যায়?

বন্ধু : স্যর নার্ভ যায় স্যর।

স্যর : কোন নার্ভ?

বন্ধু : উঁ উঁ উঁহ, পারতাম, এখন

ভুলে গেছি স্যর।

স্যর : তোর অবস্থা ত সুবিধার

না রে! আইচ্ছা ক, লাস্ট চান্স,

এইখানে কী লাগে?

বন্ধু : স্যর মাসল স্যর।

স্যর : কী মাসল?

বন্ধু (বেশি সিনথেসিস

হোয়ে যাচ্ছে দেখে বিব্রত

হোয়ে মাথা চুলকাতে চুলকাতে,

প্রচুর উপস্থিত বুদ্ধি খাটিয়ে) : এঁ

স্যর উঁ স্যর ম্যান্ডিবুলারিস স্যর।

শুনে স্যরের ম্যান্ডিবল অনেকক্ষণ

ধরে ঝুলে থাকে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮

আলবিরুনী বলেছেন: ++++++

২| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কালোপরী বলেছেন: :| :| :|

৩| ১০ ই মে, ২০১৩ রাত ৯:০৩

rakibmbstu বলেছেন: কিচুই বুজলুম ন....

৪| ১০ ই মে, ২০১৩ রাত ৯:১৪

বইয়ের পোকা বলেছেন: ভাই কিছু মনে করবেন না, যেখান থেকেই দিয়ে থাকেন না কেন। একটু ঠিক করে তো দিবেন। লাইন গুলা উল্টাপাল্টা হইয়া আছে।

৫| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪

সৈয়দ শওকত আলী বলেছেন: আলবিরুনী, কালোপরী > :-)
rakibmbstu > মেডিক্যাল পারসন হোলে বোঝার কথা।
বইয়ের পোকা > মোবাইল থেকে লিখি ত, ১টু সমস্যা থেকে যায়। এখন ঠিক আছে?

৬| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:১২

ইলুসন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৩৫

সৈয়দ শওকত আলী বলেছেন: 3:-)

৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~

৯| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৭

সৈয়দ শওকত আলী বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.