![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
ফাইনাল প্রফেশনালের আগে স্পেশাল ক্লাস নেয়া হোচ্ছে। পোলাপাইন মাইয়াপাইনের এদ্দিনের অর্জন যাচাই করা হোচ্ছে, ডেফিছিয়েনছি ডিটেক্ট করা হোচ্ছে ও তদনুযায়ী প্রতিকারকল্পে তাদের মাঞ্জা মারা হোচ্ছে।
সেদিন ছিল হেপাটোলজি ক্লাস। হেপাটাইটিস আর 'ক্রনিক CLD' পেরিয়ে স্যর চলে এসচেন লিভার টিউমারে।
এক পর্যায়ে স্যর কোয়েস্চান করেন- 'আচ্ছা আপনারা বলেন ত দিকি নি ১টা লিভার টিউমারকে কী কী পন্থায় চিকিত্সা করা যায়?'
১জন: স্যর ল্যাপারোটমি কোরে টিউমার রিছেকশন কোরে দব।
স্যর: আচ্ছা আর?
আরেকজন: স্যর কেমোথেরাপি।
স্যর: আর?
আরেকজন: রেডিওথেরাপি স্যর।
স্যর: স্পেশাল ১টা আছে কেউ বোলছে না কেন?
বিশেষ ১জন: স্যর স্ক্লেরোথেরাপি স্যর।
স্যর: উঁউঁউঁ আচ্ছা আর?
বিশেষ আরেকজন: স্যর এমবোলোথেরাপি কিম্বা ক্রায়োথেরাপি?
স্যর: যেটা চাচ্ছি সেটা পেলাম না! অলদৌ লিল বিট আনকমন বাট স্পেশাল।
দাঁড়ায় অতিবিশেষ ১জন, যে নাকি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভুয়া আনসার দিয়ে থাকে, বলে: ও বুঝেছি স্যর, এন্ডোস্কপিক রিছেকশান অফ লিভার মাছ!
দুঃখে স্যরের মুখ দিয়ে আঞ্চলিক ভাষা বেরিয়ে পড়ে- 'কী??? এইডা আপনে কী কইলেন? :O ' এবং বজ্রাহতের মতো ধপ কোরে স্যর দাঁড়ানো থেকে চেয়ারে পড়ে যান।
২| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: বুঝলাম না ! তবুও হাসির মনে হল
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৩০
ভারসাম্য বলেছেন: লিল বিট আনকমন বাট স্পেশাল থেরাপীটাও পোষ্টের শেষে উল্লেখ করে দিতেন একটু।
আর 'lever mass' কি এন্ডোস্কপিক ওয়েতে resection করা সম্ভব নয়?
আসলে মেডিকেলের লোক না হওয়ায় আমার মত অনেকেই হয়তো হাসির জায়গাটা ধরতে পারবেনা। তবে বোঝা যায় মেডিকেল জ্ঞানসম্পন্নদের কাছে ঘটনাটি বেশ হাস্যরসের উদ্রেক করতে পারে।
৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
সৈয়দ শওকত আলী বলেছেন: মেডিক্যাল পার্সন না হোলে লেখাটা বুঝতে একটু কষ্ট হোতে পারে। আমি দুঃখিত!
৫| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬
ইলুসন বলেছেন: ক্রিয়েটিভ পুলা!
৬| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪০
হাসান মাহবুব বলেছেন: আমার কি হাসা উচিত? কনফিউজড!
৭| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ডাঃ মাহবুব গাউস বলেছেন:
৮| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:২৮
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ ইলুসন , হাসান মাহবুব, ডাঃ মাহবুব গাউস
৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫
De Nova Beplov বলেছেন:
১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১
মদন বলেছেন: কখন হাসতে হবে বলে দিলে সুবিধা হতো।
১১| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
সৈয়দ শওকত আলী বলেছেন: :-) @ De Nova Beplov
বলা যাবে না! @ মদন
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ৮:১১
সাইদুল পবন বলেছেন: যদিও টার্ম গুলা দাঁত ভাঙ্গার মত-------তাহার পরেও বিয়াপক বিনুদিত হইলাম।
ধইন্না লেখকরে