নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

কত সোনার মালিক হোলে দামী মানুষ হওয়া যাবে?

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

কদিন আগে পত্রিকায়

'সবচেয়ে দামী পোশাক' শিরোনাম

দেখে কৌতুহলী হোয়ে খবরটা পড়তে থাকি,

ভাবি না জানি কি ভালো কাপড়

দিয়ে পোশাকটা তৈরি,

না জানি কি অসাধারণ ডিজাইন,

না জানি কেমুন সেলাই আর কাটিং,

কিম্বা হয়তো ওটা কোন

মহামানবের ব্যবহৃত। কিন্তু না,

আমার আশায়

গুড়েবালি দিয়ে তাদের বক্তব্য-

'পোশাকটা অজস্র সোনা আর হীরায়

খচিত, তাই তার এত মূল্য।' হতাশ

হই।

আরেকবার শিরোনাম দেখি-

'পৃথিবীর সবচেয়ে দামী কলম।'

উত্সাহী হোয়ে পড়তে লাগি,

না জানি কলমটা কত সুন্দর,

না জানি এর কালি কত সুন্দর।

কিন্তু না, তাদের কথা-

'কলমটা বেশ কয়টা সোনা আর

হীরায় খচিত। তাই তা এত দামী।'

চরম বিরক্ত হই। এসব কী?

আর এই ত সেদিন, (যদিও

ততদিনে মানুষের মূল্যায়নের উপর

আমি সম্পূর্ণরূপে আস্থা হারিয়েছি),

পত্রিকায় 'জগতের

সবচেয়ে দামী বই' শিরোনাম

দেখে ভাবি ভালো কোনো বইয়ের

সন্ধান পাব আজ, যা পড়ে পরাণ

জুড়িয়ে যাবে, যার লেখক নিশ্চয়

খুব বড় কেউ হবেন, কিম্বা এর

ঐতিহাসিক গুরুত্ব থাকবে। না,

মানুষ তাদের প্রতি আমার 'উঁচু

ধারণা' পরিবত্তন কত্তে দেয় না,

বলে- 'বইটির মলাট সোনায় হীরায়

খচিত।'

মিজাজটা পুরোই বিগড়ে যায়। এই

হোল মানুষের মূল্যায়নপদ্ধতি। সব

কিছুর মূল্যায়ন সোনা আর

হীরা দিয়ে। তাহলে জগতে সব

কিছুর দাম আছে কিন্তু মানুষের দাম

নেই কেন, প্রত্যেকেই ত সোনায়

খচিত।

নাকি দামী হোতে হোলে সোনার

সংখ্যা বাড়াতে হবে, যে যত অধিক

সোনায় খচিত হবে সে হবে তত

দামী মানুষ? যত্তসব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

উনমানুষ বলেছেন: কথা গুলো খুবই সুন্দর, ভাই। ভাল লাগল।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

উনমানুষ বলেছেন: কথা গুলো খুবই সুন্দর, ভাই। ভাল লাগল।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০

সৈয়দ শওকত আলী বলেছেন: থ্যাংক উ!

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০

সৈয়দ শওকত আলী বলেছেন: থ্যাংক উ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.