![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন সকল শক্তির আগে প্রেম তুমি তোমার আসন।
তপ্ত দুপুরের বেত খাওয়া কুকুরের মত করুন দৃষ্টি নিয়ে আর কখনই ডাকবো না তোমায়। তোমার হ্রদয়ে আর কখনোই ঝড়াবো না আমার অর্থহীন ভালোবাসার বৃষ্টি । আমার নোনা জলের অর্থ হয়তো তুমি আর কখনোই বুঝবেনা তবুও কিছু না বলা কথা কিছু সীমাহীন ভালোবাসা আজীবন তোমার ব্যর্থ অপেক্ষায়। সামনের কুয়াশা ঘন দিন আমার অপেক্ষায়, আমার রাত্রি গুলো নির্ঘুম তোমার স্বপ্নে, তারপর হয়তো আবার এলোমেলো নিরবতা,প্রিয় কোন মুখের ঝাপসা অবয়ব, আজ জীবন যেন সময় এর প্রতি ঊদাসীন কোন লোকাল ট্রেন, থেমে আসা বৃষ্টির ফোটার মতো ঝরতে থাকে প্রিয় মুহূর্ত গুলো তবু আধারের মাঝে খুজি আমি দূরের আলো। যা হয়েছে অথবা যা কিছু হবে দূরের একজন যেন থাকে খুব ভালো, সীমাহীন সুখ যেন তাকে ছুয়ে যায় ভোরের আলো হয়ে, অসুস্থ অনুভূতি গুলো মুছে যাক বর্ষার প্রথম ধারায়, অন্ধকার যেন থাকে শুধু তার চোখের কাজলে। তারপরও যখন কোন কিছু ভালো লাগবে না কেউ আর ডাকবে না আশে পাশে কেউ থাকবে না তখন ও বেচে থাকবে তোমার জন্য আমার অনুভূতি গুলো নিঃপ্রান পৃথিবীতে আমি আপ্রান চেষ্টা করে যাব তোমার হ্রদয়ের কাছে আসতে। তুমি ভালো থেকো।
সামিহ্ আতিফ শাওন
২| ২০ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৮
জারনো বলেছেন:
তবে কেন তার জন্য এত চোঁখের জল যে
তার মূল্য জানেনা। কেন তার জন্য এত
হা হুতাশ যে হৃদয়ের রক্তক্ষরণ বোঝেনা।
কেন তার জন্য অপেক্ষা যে কখনোই আপনার
ছিলোনা। কেন তার জন্য এত আশিস যে
আপনার কষ্ট ছুয়ে দেখেনা। কেন তার
হৃদয়ের কাছে যেতে এত আকুলতা যার
কোন হৃদয় নেই। মুছে ফেলুন সব দুঃখ;
ব্যাথা, কষ্ট। মিথ্যা কুহকের পিছনে আর
নয়, হে যুবক তুমি মানুষ হও। সত্য সন্ধানে
বৃতী হও। দেখবে ভালোবাসা তোমার মুঠোয়
ধরা দিবে।
এটি একটি দারুন গদ্য কবিতা হতে পারতো।
২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৮
ুব গস বলেছেন: তবে যে আমাকে ভুলতে হবে বৃষ্টি ভেজা বর্ষার দিন,মেঘহীন শরতের আকাশ,বসন্তের হাতছানি,তারা ভরা আকাশ আর সাগর পারের সেই জ্যোৎস্না যার আলোয় জীবন কে খুব তুচ্ছ মনে হয়। কি করে ভুলবো বলেন। নিজেকে কি কেউ ভুলতে পারে?
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৬
শুভ্রতা বলেছেন: ভালো লিখেছেন