![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
আমি আজ শেয়ার বাজার বিষয়ক তিন প্রকার মদনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রথমে তাদের পরিচয় প্রদান করি।
১. বেকুব মদন। (যারা শেয়ার ব্যবসার কিছু বুঝে না কিন্তু ভাব ধরে অনেক বুঝে)
২. আবাল মদন (এরাও কিছু বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এরা সব সময় ''নিউজ'' খোঁজে, অন্যের কথায় প্ররোচিত হয়ে শেয়ার কিনে।)
৩. সেয়ানা মদন (এরা কিন্তু শেয়ার মার্কেট খুব ভাল বুঝে। বলা যায় বিশেষজ্ঞ। এরা নিজে মদন না কিন্তু অন্যকে মদন বানায়। তবে সবাইকে পারে না। অনেক সময় চালাকদের মদন বানাতে গিয়ে নিজেই মদন হয়ে যায়)
প্রথমে আলোচানা করা যাক বেকুব মদন নিয়ে।
গতকালকের এই পোষ্টটি দেখুন। Click This Link তিনি তার পোষ্টের মাধ্যমে আমাদের জানালেন যে নূন্যতম ৪ লাখ কোটি টাকা মার্কেট থেকে গ্যাম্বলাররা নিয়ে গেছে। অথচ ৪ লাখ কোটি টাকা ঢাক শেয়ার বাজারে কত বছরে টার্নওভার হয়ে সেটা গবেষনার বিষয়। তিনি বর্তমান মাকের্ট ক্যাপিটাল কত সেটাই জানেন না। তিনি এও জানে না যে শেয়ার বাজারের পতন শুরু হওয়ার পর এপর্যন্ত কত টাকা টার্নওভার হয়েছে। সেই মদনের জন্য এই লিংক দিলাম। http://dsebd.org/recent_market_information.php আশা করি মদন এবার মাথা খাটানো শিখবে।
সেই মদন আরো প্রশ্ন করে যে, ঢাকা চিটাগাং দুই শেয়ার মার্কেট মিলে দেশে মোট "বিও" এ্যাকাউন্ট সংখ্যা কত ? সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ !
অথচ এই তথ্যটি অর্থমন্ত্রনালয়ের ওয়েব সাইটের প্রথম পাতায় বড় করে দেয়া থাকা উচিত ছিল।
শুনে হাসতে হাসতে পুরাই হা হা প গে
১. সে নিজেই জানে না বিও আইডি কত, মাকের্ট ক্যাপিটাল কত অথচ বলে দিয়েছে নূন্যতম ৪ লাখ কোটি টাকা মার্কেট থেকে গ্যাম্বলাররা নিয়ে গেছে।
২. আরো হাস্যকর বিষয় হলো সে মনে করে অর্থমন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রথম পাতায় বিও আইডি সংখ্যা থাকা উচিৎ। অর্থমন্ত্রণালয় বিও হিসাব নিয়ে ওর জন্য বসে থাকবে? আরে মদন, যদি তাই হয় তবে http://www.cdbl.com.bd কি বসে বসে আঙ্গুল চুষবে? সে সিডিবিএল এর নাম জীবনে শুনছে কিনা সন্দেহ আছে। যদি শুনে থাকত তাহলে অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইটে বিও একাউন্ট সংখ্যা খুঁজে বেড়াত তা। অর্থমন্ত্রণালয়ে বিও আইডি খোঁজা মানে সেলুন দোকানে গিয়ে চায়ের অর্ডার দেয়ার মতো ঘটনা। মৎস ভবনে বাজারের ব্যাগ নিয়ে মাছ কিনতে যাওয়ার মতো ব্যপার।
মদনের জন্য আরো কিছু ওয়েব সাইট এর ঠিকানা দিলাম। শেয়ার ব্যবসা করতে গিয়ে অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইট কোন কমে লাগবে না। কামে লাগবে এই সাইটগুলো
http://www.secbd.org
এসইসি এর এই পেজে গেলে আরো গুরুত্বর্পূণ কিছু লিংক পাবে। http://www.secbd.org/Link.html
সিবিবিএল এর ঠিকানা তো আগেই দিলাম। তবু আবার দিই.. http://www.cdbl.com.bd/
মদন যদি ঢাক শেয়ার বাজারে লেনদেন করতে চায় http://dsebd.org
মদন যদি চট্রগ্রাম শেয়ার বাজারে লেনদেন করতে চায় । http://www.csebd.com/cse/start.html
মদন আরো অনেক বিষয় নিয়ে হাস্যকর কথা বলেছে। বিস্তারিত বললাম না কারণ সেই ব্লগে গেলে আপনারাই দেখতে পাবেন।
এবার আসা যাক আবাল মদন নিয়ে আলোচনায়।
আবাল মদন অনেকেই আছেন। তারমধ্যে যার কথা বিশেষভাবে মনে পড়ছে তিনি ''প্রভাষক''। সেই বিখ্যাত ব্লগার, যিনি ব্লগে নাস্তিকতা আস্তিকতা নিয়ে খোঁচাখুঁচি করতে খুব পছন্দ করতেন। পরে আমজনতার প্যাদানি খেয়ে ব্লগ থেকে পলায়ন করিয়াছেন। তো, হঠাৎ করে একদিন উনার কি মনে হলো তিনি শেয়ার নিয়ে একটি লেখা দিয়ে বসলেন। Click This Link তিনি তার লেখার মধ্যে প্রথমেই বলে নিলেন যে তিনি শেয়ার ভাল বুঝেন না। কিছু জুয়াড়ি চক্রের সাথে মিলে বেশ লাভ করেন। অথচ তিনি ব্লগারদের কিছু হিতোপদেশ দিয়ে বসলেন। সেই সাথে জুয়াড়িদের পক্ষ নিয়ে নাতিদীর্ঘ বয়ান দিলেন। উনার ব্লগে গেলে সেই ক্যাচাল ভাল করে দেখতে পাবেন। জানিনা এখন তিনি এই মন্দা বাজারে কেমন আছেন। কেউ খোঁজ পেলে একটু জানাবেন আশা করি।
এবার আসি সেয়ানা মদন নিয়ে আলোচনায়।
প্রথমে উনার সাথে এই পোষ্টের মাধ্যমে পরিচিত হওয়া যাক। Click This Link
তিনি একদিন এই পোষ্টের মাধ্যমে কি করে কোন শেয়ারের দাম বাড়বে আগে থেকে জানার কৌশল শেখাতে চাইলেন। কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসও করে দেখালেন। উনার সব কিছু ঠিক ছিল কিন্তু খটকা বাধল অন্য জায়গায়। সেটা হলো তিনি আমাকে যখন শেয়ার কিনতে বলছেন প্রকৃতপক্ষে সেটা শেয়ার বিক্রির সময়। উনার হিসাবে আমি যখন শেয়ার কিনব এরপর কিন্তু কমা শুরু করে দেবে। উনার থেকে সাবধান করে তখন একটি ব্লগ লিখেছিলাম। সেটা একটু দেখতে পারেন। জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে। কিন্তু কথা হলো উনার মতো সেয়ানা মদন কেন এই পরামর্শ দিল?
এই পরার্মশ দিল এই কারণে যে এরা হলো গ্যাম্বলার। এদেরকেই জুয়াড়ি বলা হয়ে থাকে। তারা প্রথমে শেয়ার কিনে পরে সেই শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করে। বোকা কিছু মানুষ যখন সেই শেয়ারের প্রতি আকৃষ্ট হয় তখন তাদের কাছে শেয়ার বিক্রি করে লাভটা পকেটে করে তারা বের হয়ে আসে। এই সেয়ানা মদনের পাল্লায় পড়ে যদি আপনি শেয়ার কিনেন তবে নিশ্চিত বোঙ্গা বোঙ্গা। কারণ আপনার শেয়ারটি যদি ''এ'' ক্যাটাগরীরও হয় তবে সেই শেয়ার বিক্রি করতে আপনার তিনদিন লাগবে। ততক্ষণে আপনার আম ছালা দু'টোই শেষ।
বিঃদ্রঃ মদন, বেকুব টাইপের কিছু খারাপ শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত। মেজাজ ঠান্ডা রাখতে পারলাম না বলে শব্দগুলো লিখতে হলো।
ওহ!! লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল.... আর পারছি না... এবার ক্ষ্যান্ত দিলাম।
শেয়ার বিষয়ক আমার অন্য লেখাগুলো। শেয়ার ব্যবসা শিখুন।
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০
হা...হা...হা... বলেছেন: ধইন্যা।
২| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৮
লিফো বলেছেন: T A Vai, আপনে সবাই বুদ্ধিমান। T A Vai তো এখন জমির ব্যবসা করে।
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০
হা...হা...হা... বলেছেন: তাই নাকি!! জানি না তো!!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৮
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ধন্যবাদ লেখাটির জন্য। তবে এভাবে মদন বলে আখ্যায়িত করাটা বেশী অপমান করা হলো না?
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
হা...হা...হা... বলেছেন: শেষে এসে বিঃদ্রঃ দিয়ে দুঃখ প্রকাশ করে দিয়েছি।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
মোজাম্মেল প্রধান বলেছেন: আপনি তিন নম্বর ক্যাটাগরীর মদন কিনা তাতো বললেন না। তবুও প্লাস -এবং নীচের লিংকটার জন্য প্রিয়তে। সময় বুঝে পড়ে দেখবো।
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২
হা...হা...হা... বলেছেন: আমি এই তিন ক্যাটাগরির কোনটাতেই পড়ি না। আলাদা ক্যাটাগরি দিতে হবে।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
জিয়া চৌধুরী বলেছেন: বড়ই প্রীত হইয়া প্লাস দিলাম।
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
হা...হা...হা... বলেছেন:
৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
জিয়া চৌধুরী বলেছেন: আপনি হইলেন চতুর্থ নাম্বার মদন। মানে প্যাচালী মদন।
হা হা হা
ডোন্ট মাইন্ড।
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
হা...হা...হা... বলেছেন: আপনি বোধহয় ঠিক ধরেছেন। তা না হলে নিজের খেয়ে বনের মোষ তাড়াব কেন?
মাইন্ড করিনি। কারণ প্যাচালী মদনেরা মাইন্ড করে না।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আচ্ছা মার্কেট প্রতিদিন পড়ছে কেন? বায়ার তো অনেক দেখি, তারপরেও ফল। এই কারসাজিটা কি ভাবে হচ্ছে?
আর এখন এভারেজ করেও কুল পাচ্ছিনা। আবার কোনো সঙ্ঘবদ্ধ গ্রুপ ফলস সেল দিচ্ছে, এটাও শিওর।
আমার বেক্সটেক্স আছে ৮৩.৪ করে। কনফিডেন্স সিমেন্ট আছে ৩৩০.৫ এভারেজ। এক্সিম ব্যাংক আছে ৬৭.৭ করে।
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬
হা...হা...হা... বলেছেন: বায়ার আছে। কিন্তু সেলার অনেক বেশী। তাছাড়া এখনো যেহেতু মার্কেট খারাপ অবস্থায় আছে সেহেতু বায়ারেরা ''আরেকটু'' কমের আশায় বসে থাকে। মার্কেট না বাড়ার অনেকগুলো কারণ আছে। লিখতে গেলে আরেকটি পোষ্ট হয়ে যাবে। তবে আমার ধারণা কিছুদিনের মধ্যে মার্কেট মোটামুটি স্ট্যাবল হবে। তবে আগের মতো বাড়ার সম্ভাবনা খুব কম।
আপনি যদি লসে থাকেন এবং আপাতত টাকার খুব প্রয়োজন না থাকে তবে শেয়ার গুলো ধরে রাখুন।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০
রফিকুজজামান লিটন বলেছেন: ভালা লিখছেন। ++
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
বিষন্ন একা বলেছেন: আপনাকে বড় বলে বড় সে নয়
লোকে যারে বড় বলে বড় সে হয়।
ভাল লেখেছেন।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০০
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০
একটু বর্ষা... বলেছেন: ভাবছি কিছু শেয়ার কিনুম
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০১
হা...হা...হা... বলেছেন: কিনুন, কিনুন.... এখনি সময়।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
অাবু জাফর বলেছেন: [প্রথমে উনার সাথে এই পোষ্টের মাধ্যমে পরিচিত হওয়া যাক। Click This Link
তিনি একদিন এই পোষ্টের মাধ্যমে কি করে কোন শেয়ারের দাম বাড়বে আগে থেকে জানার কৌশল শেখাতে চাইলেন। কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসও করে দেখালেন। উনার সব কিছু ঠিক ছিল কিন্তু খটকা বাধল অন্য জায়গায়। সেটা হলো তিনি আমাকে যখন শেয়ার কিনতে বলছেন প্রকৃতপক্ষে সেটা শেয়ার বিক্রির সময়। উনার হিসাবে আমি যখন শেয়ার কিনব এরপর কিন্তু কমা শুরু করে দেবে। উনার থেকে সাবধান করে তখন একটি ব্লগ লিখেছিলাম। সেটা একটু দেখতে পারেন। জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে। কিন্তু কথা হলো উনার মতো সেয়ানা মদন কেন এই পরামর্শ দিল? ]
এখানে এই মদন ভাই যখন বিক্রি করতে বলবে তখন ক্রয় করলেই হয়।আর ক্রয় করতে বলবে তখন বিক্রি করলেই হয়।এই ফরমুলাটা খুবিই ভাল কাজ দেয়।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৩
হা...হা...হা... বলেছেন: বিক্রি করার কথা তো বলবে না।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৩
একাকী বালক বলেছেন: সহজ পৃথিবী / আমি মদন হইল এই ব্লগের সবচেয়ে বড় মদন। টেলকো থেকে শেয়ার মার্কেট সব ব্যাপারেই ভাব দেখায় সে মহা কাবিল লোক। লে ম্যান সব ব্যাপারেই। সব কিছুতেই খারাপ খুইজা পায়। ওই পোষ্টে আমার কমেন্ট ডিলিট মারছিল।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৪
হা...হা...হা... বলেছেন: সহমত।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
একাকী বালক বলেছেন: বিঃদ্রঃ মদন, বেকুব টাইপের কিছু খারাপ শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
>>> সহজ পৃথিবী এর অন্য নিক হইল আমি মদন। খ্যাক খ্যাক।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৮
হা...হা...হা... বলেছেন: তাই নাকি!!!! সেই লোক তো এই দেশের সব কিছুর উপর বিরক্ত। উনার এই দেশের কোন কিছুই ভাল লাগে না। সব কিছুতে দু'নম্বরি খুজে পান। আসলেই মদন।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪২
একাকী বালক বলেছেন: আমি মদন / সহজ পৃথিবী এবং থ্রি জি
আমিও একটা লেখছিলাম তারে নিয়া।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬
হা...হা...হা... বলেছেন: পড়লাম। অসাধারণ লেখা। মদনেরা চিরকালই মদন। তারা সব সময় থাকবে।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৮
াহো বলেছেন:
ধন্যবাদ
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০১
হা...হা...হা... বলেছেন: আপনাকেও।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২০
সহজ পৃথিবী বলেছেন: আপনার মাথা এত হালকা কেন ! এই এ্যান্টেনা নিয়ে প্রকৃতিতে কিভাবে টিকে আছেন ! কোন জাতি !
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১
হা...হা...হা... বলেছেন:
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩
হেডস্যার বলেছেন:
পুরাই হা হা প গে টাইপ পোষ্ট।
তয় আমি কোন দলের বুঝতে পারতাছি না
পোষ্ট প্লাস। ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৪
হা...হা...হা... বলেছেন: সবার সব বুঝে কাজ নাই। আপনি পোলাপানগুলারে ঠিক ঠাক মতো পড়ান।
ধন্যবাদ।
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৫৭
রাশেদ মেকানিক্যাল বলেছেন: ভাই একটু দেখবেন?
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮
হা...হা...হা... বলেছেন: দেখেছি। আপনার জবাব সম্ভবত ইতিমধ্যে পেয়ে গেছেন।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৯
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: শুনে হাসতে হাসতে পুরাই হা হা প গে
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৯
হা...হা...হা... বলেছেন:
২০| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১০
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: আমিও বুঝতাম ফারতাছি না আমি কুন দলের!!!
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০
হা...হা...হা... বলেছেন: চেষ্টা করেন, বুঝে যাবেন।
২১| ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩০
অক্টোপাস বলেছেন:
ভালো।
তা আপনি কোন ছকে পড়লেন বুঝলাম না!
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১
হা...হা...হা... বলেছেন: ৬ নং কমেন্ট দেখেন এবং বিচার করেন।
২২| ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪
মদন বলেছেন: ওরররে... আমার কত প্রকারভেদ
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৩
হা...হা...হা... বলেছেন:
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
সিস্টেম বলেছেন: মদন বলেছেন: ওরররে... আমার কত প্রকারভেদ
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৩
হা...হা...হা... বলেছেন:
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২২
রাজীব বলেছেন: ওনার হিসাবে ভুল আছে।
কি বিশ্বাস হয়না ? ওকে, ঢাকা চিটাগাং কার্ব মার্কেট, সারাদেশ তথা বিদেশ থেকে প্রবাসী বিনিয়োগকারী সহ কেউ দাবী করছে ৪০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী কেউ বলছে ৩৩ লাখ। ধরলাম এরা প্রত্যেকে ৮ লাখ টাকা করে গড়ে বিনিয়োগ করেছে এবং ১০ তারিখের দড় পতনের তাদের প্রত্যেকের কাছে অর্ধেক মূলধন অর্থাৎ ৪ লাখ টাকা বাকি আছে। এই ৪০ লাখ বিনিয়োগকারীর বাকি ৪ লাখ টাকা "৪০ লাখ লোকে নিয়ে থাকলে প্রত্যেকে নিয়েছে ৪ লাখ টাকা করে নিয়েছে, ৪ লাখ লোকে নিলে প্রত্যেকে নিয়েছে ৪০ লাখ টাকা, ৪০ হাজারে নিলে প্রত্যেকে ৪ কোটি, ৪ হাজারে নিলে প্রত্যেকে ৪০ কোটি, ৪০০ জেনে নিলে জনপ্রতি ৪০০ কোটি। এবং ৪ জনে নিলে এক একজনে ৪ লাখ কোটি। আর ১ জনে নিলে ১৬ লাখ কোটি টাকা অর্থাৎ মোট ১৬ লাখ কোটি টাকা হাওয়া হয়ে গেছে।
ওনার সূত্র অনুযায়ী ভালো ভাবে হিসেব করলে ৪ লক্ষ কোটি না ৪০ হাজার কোটি হবে।
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১০
হা...হা...হা... বলেছেন: উনার ''৪ লক্ষ কোটি'' দেখেই তো আমার চোখ উল্টে যাওয়ার দশা। আরে শালা, শেয়ার বাজার বিক্রি করে দিলেও তো এত টাকা হবে না।
২৫| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৬
এক্স বলেছেন: ১০ টাকার শেয়ার ১০ টাকায় বিক্রির সিস্টেম করলেই তো আর গ্যান্জাম হয় না. হলে শেয়ার বাজারের পুরো টাকাটাই ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশনে কাজে লাগত. তাহলেই ভুয়া শেয়ারের কোন দৌড় থাকত না... তবে দুঃখের বিষয় এই সিস্টেম করলে তারসাথে পাল্লা দিয়ে ইন্ডাস্ট্রি এক্সপানড করতে পারত কি না সন্দেহ...
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১২
হা...হা...হা... বলেছেন: কোন শেয়ারের ব্যপারে বলছেন বুঝতে পারলাম না।
২৬| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০
পরতেচাই বলেছেন: ধন্যবাদ ভাই।
এই ধসে কিছু বোকা লোক চালাক হবে আর কিছু লোক সারাজীবন বোকায় থেকে যাবে।
ধস নামছে আরও নামুক আমি নিজেও লস খায়। তবুও বাজার ঠান্ডা হক। বোকা লোকরা বাজার থেকে কমুক।
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৫
হা...হা...হা... বলেছেন: সহমত।
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬
জীবন মায়া বলেছেন: সামু প্লাস-মাইনাস বন্ধ করসে তো কি হইসে? মুখে প্লাস কওয়া তো আর আটকাইতে পারবো না। আপনেরে প্লাস। তবে এই লেখা পইড়া কিছু মানুষের শেয়ারানুভূতিতে আঘাত লাগতে পারে।
২৮| ১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০০
নাটেরগুরু বলেছেন: আপনি শেয়ার ব্যবসায়ে ভারী ওস্তাদ দেখছি। শেখালেন অনেক কিছু। এরকম বুঝলে বিলিয়ন টাকার কামাতে বেশী সময় লাগার কথা নয়। এরকম নিশ্চিত করে বলা ঠিক নয়। শেয়ার বাজারে সব কিছুর উপর "কিন্তু" বলে একটা কথা আছে। কোম্পানীর ই পি এস ডবল হল। পি ই অনুপাত অর্ধেক নেমে আসল। কোম্পানী ডিভিডেন্ড দিল শতকরা ১০ ভাগ। বছর শেষে অফিস কেনা, ভুমি কেনার খরচের হিসাবটা ফলাও করে ডি এস ই এর নোটিস এ আসল। তখন ফেইল মারবেন। হাজারো কারনের মধ্যে আপনারটা ছোট একটা কারন হতে পারে তা মানছি। আপনার টুনকো কথার চেয়ে শেয়ার ব্যবসা অনেক গভীর। আপনি ৩ নং মদন তাতে সন্দেহ নেই।
২৯| ২৪ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
Observer বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৫
টুনা বলেছেন: প্রথম প্লাসটা লন জনহিতকর কার্যের জন্য ।
হাত ব্যথার জন্য রেডিয়ান মালিশ করেন