![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
গতবছর একটি চুক্তিপত্র করতে গিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিলাম। সাধারণত আমাদের দেশে কেউ কারো সাথে কোন চুক্তিপত্র/দলিল করতে গিয়ে ইচ্ছে মাফিক ৫০, ১০০, বা ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র/দলিল তৈরি করে থাকে। কিন্তু আমার ইচ্ছে ছিল আমি জেনে, বুঝে ঠিক কত টাকার স্ট্যাম্প আমার চুক্তির জন্য প্রয়োজন তা বেচে নেব। কিন্তু আমার পরিচিত কেউ আমাকে এ ব্যপারে সাহায্য করতে পারল না। পরে নেটেও অনেক খোঁজাখুজি করলাম, কিন্তু কোন লাভ হলো না। নেটেও কোন তথ্য পেলাম না। এরপর গেলাম একজন স্ট্যাম্প ভেন্ডারের কাছে, দুঃখজনক ব্যপার হলো তিনিও বলতে পারলেন না, শুধু অনুমানের উপর বলে দিলেন যে সম্ভবত ২০০ টাকার স্ট্যাম্প লাগবে। শুনে মেজাজ তিরিক্ষি হয়ে গেল, যাদের কাজই স্ট্যাম্প নিয়ে তারাও বলতে পারছে না, এটা কেমন কথা? পরে বাধ্য হয়ে আন্দাজের উপর একটি স্ট্যাম্পে দলিলটি করে নিলাম।
আমার ধারণা আমার মতো অনেকেই এ সমস্যায় পড়ে থাকেন। আজ প্রথম আলোয় এ নিয়ে একটি মূল্যবান লেখা এসেছে। সেখান থেকে সামুর ব্লগারদের জন্য শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে।
রাজউকের প্লট এবং ট্যাক্সের দলিলের জন্য মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প
ট্রাস্ট ডিড-ক্যাপিটাল দলিলের জন্য মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প
অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প
নকলের কবলা দলিল, বন্ড, বণ্টননামা, সার্টিফাইড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প
অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প
হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, নাদাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার স্ট্যাম্প
চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট
রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প
আমমোক্তারনামা দলিল এবং সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প
তালাকের হলফনামার দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্প
পার্টনারশিপ বা অংশীদারি দলিলের জন্য ২০০০ টাকার স্ট্যাম্প
মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে-
ক. এক টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২০০০ টাকা
খ. ২০ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকার স্ট্যাম্প।
গ. এক কোটি এক টাকার ওপরের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার এবং প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্পে সম্পাদন করতে হবে।
২০১২-১৩ অর্থবছরের বাজেট অনুযায়ী, গত ১ জুলাই থেকে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
শ।মসীর বলেছেন: ভাল ইনফো.....।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
হা...হা...হা... বলেছেন: আশাকরি কাজে লাগাবেন। ধন্যবাদ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
ফিরোজ-২ বলেছেন: দরকারী পোস্ট।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪
হা...হা...হা... বলেছেন: কাজের মানুষদের জন্য অবশ্যই দরকারি। আশাকরি আপনারও কাজে লাগবে। ধন্যবাদ।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
নষ্টালজিয়া বলেছেন: কাজে লাগবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫১
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১০
কামরুল হাসান শািহ বলেছেন: দরকারী পোস্ট
++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৩
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০
িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ, তথ্যগুলো দরকারী
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪
বাকপটু বলেছেন: কপি পেস্ট পোস্ট হলেও আপনি স্বীকার আর লিঙ্ক দিছেন।
এইজন্য ধইন্যা
আর দরকারী পোস্ট
+
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭
হা...হা...হা... বলেছেন: সরাসরি কপি পোষ্টকে ঘৃণা করি।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩০
মাথা ঠান্ডা বলেছেন: কাজের পোস্ট।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রিয়তে
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
ত্রিকালদর্শী বলেছেন: ভাল পোষ্ট।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮
রিফাত হোসেন বলেছেন: সর্বোচ্চ স্ট্যাম্প এর কাগজ কি ১০০ টাকার না _+{?
তাহলে ৫০০০ টাকার স্ট্যাম্প এর কি হপে +
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বিষন্ন একা বলেছেন: +++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
ইসমাইল_১ বলেছেন: কাজের পোষ্ট ।
১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
রঞ্জন সরকার জন বলেছেন: কাউকে টাকা ধার দিলে কত টাকার স্ট্যাম্পে কর্জ চুক্তিনামা করতে হয়? কর্জ চুক্তিনামার একটি খসড়া পাওয়া যাবে?
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
নীলঞ্জন বলেছেন: দরকারী পোস্ট।
প্রিয়তে নিলাম।+++