নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

সজল বলছি

সজল বলছি › বিস্তারিত পোস্টঃ

ছেলে মেয়ে বন্ধুত্বা

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬

এটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বন্ধুত্বকে আপনারা কে কিভাবে দেখেন?



প্রথমে নিজের মতামত টা দিচ্ছি। আমি এক সময় মনে করতাম একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে অবশ্যই ভালো বন্ধুত্ব হওয়া সম্ভব। কিন্তু ধিরে ধিরে আমার ধারনাটা ভুল প্রমানিত হয়েছে। আমি আমার কাছের অনেক ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব ও এর শেষ পরিনতী দেখেছি। এখন আমার ধারণাটা অন্যরকম। আমি মনে করি একটি ছেলেও একটি মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা খুবই কম। একটি ছেলে ও একটি মেয়ের বন্ধুত্বের আয়ু ও খুব কম হয়। বিশেষ করে মেয়েটির বিয়ের সাথে সাথে বন্ধুত্বও প্রায় শেষ বলা যায়। এছাড়া আরো কিছু জটিলতা সৃষ্টি হয়। হয়তো দুজন দুজনকে ভালোবেসে পেলল, তাহলে সেটা খুবই ভালো। কিন্তু যদি সেটা একতরাফা হয়ে যায় তাহলেই বন্ধুত্বের দফারফা। এছাড়া দুজন খুব কাছাকাছি থাকতে থাকতে শারীরিক ভাবে কাছে চলে আশার সম্ভাবনাও থাকে। সুতরাং সব মিলিয়ে আমার মতামত হলো একটি ছেলের সাথে একটি ছেলের কিংবা একটি মেয়ের সাথে একটি মেয়ের যেমন বন্ধুত্ব হওয়া সম্ভব এটি ছেলে ও একটি মেয়ের মধ্যে তেমন বন্ধুত্ব হওয়া অসম্ভব প্রায়।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৭/-৪

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০

হাইফেন বলেছেন: জানিন্যা বস, হেই ভার্সিটি কুচিং এর সময় থিকা পেরেম করি, অন্য মাইয়ার লগে হেইভাবে মিশি নাই, তয় বন্ধুত্ব হইবার পারে মনে কয়..আমারগো অনেকেরই তো হইতেচে

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৩

সজল বলছি বলেছেন: বন্ধুত্ব তো হয়.... কিন্তু ঠিকঠাক থাকে কতো দিন?

২| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪২

লেখাজোকা শামীম বলেছেন: তাজা অভিজ্ঞতার থিকা কইলেন মনে লয় ?

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৫

সজল বলছি বলেছেন: তাজা ও বাসির মিলিত মিশ্রন।

৩| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৩

মেঘ দূত বলেছেন: ঠিক বকেছেন

৪| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৬

মিআমি বলেছেন: হাছা কথা ।
এছাড়া দুজন খুব কাছাকাছি থাকতে থাকতে শারীরিক ভাবে কাছে চলে আশার সম্ভাবনাও থাকে। সুতরাং সব মিলিয়ে আমার মতামত হলো একটি ছেলের সাথে একটি ছেলের কিংবা একটি মেয়ের সাথে একটি মেয়ের যেমন বন্ধুত্ব হওয়া সম্ভব এটি ছেলে ও একটি মেয়ের মধ্যে তেমন বন্ধুত্ব হওয়া অসম্ভব প্রায়।
প্লাস++++++++++++++++++++++++

৫| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০

সোনালীডানা বলেছেন: সহমত@লেখক+

৬| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমিও হেই স্কুল লাইফ থেইকা প্রেম করি! তাই, তেমন কিছু কইতে পারি না। তয় একটা জিনিস আমি বিশ্বাস করি, তা হইল, যে কোন সম্পর্কে একটা গ্যাপ রাখা উচিত। গ্যাপ রাখলে কোন প্রবলেম নাই। কিন্তু গ্যাপটা ভাঙতে গেলেই যত প্রবলেম!

৭| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

সাঈফ শেরিফ বলেছেন: শুভ "নারীবাদী ও প্রগতিশীলদের ঠ্যাঙ্গানি" মুবারক, মাইনাস সহকার।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

সজল বলছি বলেছেন: নারীবাদী ও প্রগতিশীল কইথেইক্কা আইল?

৮| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

কুয়াশায় ডাকা বলেছেন: সহমত... একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে তেমন বন্ধুত্ব হওয়া অসম্ভব...

৯| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ব্যাপারটা জটিল। তাই জটিলতা এড়ানোর জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখা সকলের জন্য কল্যাণকর মনে করি।

১০| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৪

অনাহূত বলেছেন: একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব হওয়া সম্ভব যদি সেটা স্বাভাবিক হয়। আমি বলতে চাইছি যে- যদি একটা ছেলে একটা মেয়েকে কিংবা একটা মেয়ে একটা ছেলেকে অন্যান্যদের চাইতে বেশী সময় দেয় এবং একজন আরেকজনের উপর অনেককিছু নিয়ে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে বন্ধত্ব থেকে সম্পর্কটা অন্যদিকে নেয়। আর এটাই স্বাভাবিক, মানব মনের জৈবিক চাহিদাই এ জন্যে দায়ী।

১১| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫

তাজা কলম বলেছেন: ছেলে-মেয়ের বন্ধুত্ব, শুধুই কি হরমোনের খেলা?

১২| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৯

বৃত্তবন্দী বলেছেন: সহমত নই।
আমার ফ্রেন্ড খুবই কম, তার ভিতরে মেয়ে কিছু মেয়েও আছে। এবং আমরা কখনো ছেলে মেয়ে হিসেবে আলাদা করি না...

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

সজল বলছি বলেছেন: অপেক্ষা করুন। হয়তো এক সময় মনোভাব পরিবর্তন হবে।

১৩| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০০

জহির২০১০ বলেছেন: নিজের স্বভাব অন্যকরম বলে মনে করছেন যে, সবাই মনে হয় এক। নিজেকে ঠিক করুণ, তাহলে আপনার ধ্যানধারণা পালটে যাবে।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

সজল বলছি বলেছেন: আমার লেখার সার কথাটাই আপনি বুঝেননি। আবার পড়ুন, বুঝুন তারপর মন্তব্য করুন।

১৪| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০১

সোনালীডানা বলেছেন: যারা শুধুমাত্র বন্ধুত্বের কথাটি বলে,তারা আসলে একটা ছদ্মবেশ নিয়ে থাকে।সেটা অনেক কারনে হতে পারে।
যাকে ভালবাসি সরাসরি বললে হয়ত রিফিউজড হতে পারি অথবা পারিবারিক/সামাজিকভাবে স্বীকৃতি পাবোনা,তাইতো বন্ধু বলি শুধু।তবুতো কাছে থাকা যায়।
সুযোগ-সন্ধানীদের জন্যও এটা একটা এটা একটা চমৎকার মাধ্যম তাদের অপকর্ম সাধনের জন্য।

আমার ভাবনাটা জানালাম আরকি.......

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

সজল বলছি বলেছেন: অনেকের ক্ষেত্রে আপনার কথাটি হয়তো ঠিক।

১৫| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০১

নষ্ট গিটার বলেছেন: সত্যি। কিন্তু একথা বু্ঝাতে গলার পানি শুকায় নেন তবু বুঝবেনা। =))

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

সজল বলছি বলেছেন: দেখতেই তো পারছেন, কিছু পাবলিক আমার লেখাটার মানে না বুঝে আমাকে ব্যাক্তিগত ভাবে আক্রমন করছে।

১৬| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৮

সোনালীডানা বলেছেন: @বৃত্তবন্দী

আপনি যে ফ্রেন্ড গ্রুপের কথা বললেন এরা কি শেষ পর্যন্ত টিকে থাকবে ছেলে বা মেয়ে যাই হোক??

লেখক ও বলেছেন এমন রিলেশন হয় কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না বা থাকলেও সেটা আর বন্ধুত্ব থাকেনা।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

সজল বলছি বলেছেন: এই কথাটাই বুঝাইতে পারলাম না। বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ।

১৭| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯

ম্যাক্স পেইন বলেছেন: এছাড়া দুজন খুব কাছাকাছি থাকতে থাকতে শারীরিক ভাবে কাছে চলে আশার সম্ভাবনাও থাকে। সুতরাং সব মিলিয়ে আমার মতামত হলো একটি ছেলের সাথে একটি ছেলের কিংবা একটি মেয়ের সাথে একটি মেয়ের যেমন বন্ধুত্ব হওয়া সম্ভব এটি ছেলে ও একটি মেয়ের মধ্যে তেমন বন্ধুত্ব হওয়া অসম্ভব প্রায়।



শারিরিক সম্পর্কের সাথে যদি বন্ধুত্ব থাকে তাহলেই শুধু সম্ভব

১৮| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১১

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আগে একটা মাইয়া মানুষ আমার কাছে আইনা দেন

১৯| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: কথাডা অস্বীকার করা যায়না।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

সজল বলছি বলেছেন: বিস্তারিত মতামত যদি দিতেন ভালো লাগত।

২০| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৪

সাইলেন্সার বলেছেন:

এসব কথা বলে প্রগতিশীলদের গতিশীলতা নষ্ট করার অধিকার আপনার নেই্................... ;)

২১| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০

সানিদ বলেছেন: আপনার কথা ঠিক আছে। বিপরীত লিঙ্গের দুইজনের ভিতরে বন্ধুত্ব তখনই হতে পারে যখন উভয়ের Common Sense খুব শক্তিশালী হবে। আমরাতো জানিই "Common sense is a sense which is uncommon to the common people".
তবে এইটা সম্ভব। আমার ছেলেবেলার বন্ধুদের মাঝে বেশ কয়েকজন মেয়ে আছে। আজ আমরা সবাই মুটামুটি প্রতিষ্ঠিত। তারপরও বন্ধুত্ব টা আগের মতই আছে।
তবে আমার একটা নিজস্ব ধরনা আছে। ইচ্ছা হলে একটু ভেবে দেখবেন। আমার মনে হয়, বন্ধুত্ব ব্যাপারটা সবসময় সহপাঠী, সমবয়সী কিংবা Yearmate এরমাঝে সীমাবদ্ধ থাকা উচিৎ। তার বাইরে সম্পর্কটা ঠিক বন্ধুত্ব নয় বরং "বন্ধুত্বপূর্ণ অন্যকোনো সম্পর্ক" হতে পারে।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

সজল বলছি বলেছেন: আমার ছেলেবেলার বন্ধুদের মাঝে বেশ কয়েকজন মেয়ে আছে। আজ আমরা সবাই মুটামুটি প্রতিষ্ঠিত। তারপরও বন্ধুত্ব টা আগের মতই আছে।

আপনি ভাগ্যবান।

বন্ধুত্ব ব্যাপারটা সবসময় সহপাঠী, সমবয়সী কিংবা Yearmate এরমাঝে সীমাবদ্ধ থাকা উচিৎ। তার বাইরে সম্পর্কটা ঠিক বন্ধুত্ব নয় বরং "বন্ধুত্বপূর্ণ অন্যকোনো সম্পর্ক" হতে পারে।

আপনার সাথে সহমত..

২২| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২

নাফিস ইফতেখার বলেছেন: আপনার থিওরী বা চিন্তাধারা হয়তো একটি বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে খাটবে তবে আমার ও আরো অনেকের ক্ষেত্রে নয়। বিশেষতঃ আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা খুবই ভিন্ন কথা বলে।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

সজল বলছি বলেছেন: আপনার থিওরী বা চিন্তাধারা হয়তো একটি বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে খাটবে


ঠিক ধরেছেন। সবার ক্ষেত্রে সব এক রকম হতে পারেনা।
আপনাকে ধন্যবাদ।

২৩| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৩

বৃত্তবন্দী বলেছেন: @সোনালীডানা- হুঁ আমাদের পড়াশুনা শেষ হয়েছে বছর ৩/৪ হয়। এখনও তো টিকেই আছে দেখছি। সাথে আমাদের ভিতরে কোনো রকম মন বা দেহ রিলেটেড কোনোই প্রশ্ন জাগেনি। কি জানি ভাই, আমাদের ভিতর মনেহয় কোনো অস্বাভাবিকতা আছে।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

সজল বলছি বলেছেন: আপনি শুধু মন বা দেহ রিলেটেড ব্যপার ভাবছেন কেন? এছাড়াও তো অনেক কারণ আছে। আপনার মেয়ে ফ্রেন্ডদের কারো বিয়ে হয়েছে? যদি হয় তাহলে কি বন্ধুত্বটা আগের মতো আছে?

২৪| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫

সীমান্ত আহমেদ বলেছেন: আপনার মতের সাথে মোটামুটি একমত। সাথে আরো কিছু আনুষঙ্গিক ব্যাপার বলি। যেমন ছেলে মেয়ে কনসারভেটিভ ধরলে দুইজন ভিন্ন ধর্মের ছেলেমেয়েদের মাঝে বন্ধুত্ব একই ধর্মের দুজন ছেলেমেয়ের চেয়ে বেশি কাছাকাছি হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো ছেলে মেয়ের মাঝে বিয়ে হবার সম্ভাবনা যত কম হবে ভালো বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা ততো বাড়বে।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০০

সজল বলছি বলেছেন: হয়তো.....

২৫| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪

আমি স্বার্থপর বলেছেন: Click This Link

২৬| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪

বাহারুল ইসলাম বাহার বলেছেন: +++++++++

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০১

সজল বলছি বলেছেন: +++

২৭| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪১

পানকৌড়ি বলেছেন: আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় আমি বলবো অবশ্যই সম্ভব । যদিও আমার সবচেয়ে কাছের বান্ধবীর চেয়ে ওর জামাইর সাথে আমার এখন ভালো সম্পর্ক । ওনার সাথেই বেশী আড্ডা মারা হয় । আর ওর সাথে আমার কখনো শরীরের টাচ ও লাগেনি ।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

সজল বলছি বলেছেন: আপনার মতো এমন ভাগ্যবান আপনার জীবনে আর কতো জন দেখেছেন বলুন তো? হাজারেও তো এমন ভাগ্যসবার হয়না?

২৮| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৪

হীরণ্ময় বলেছেন: এত ফালতু একটা পোস্টে মাত্র ২টা - !

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

সজল বলছি বলেছেন: বিষয়টা বুঝার চেষ্টা করো। না বুঝে কথা বলবানা।

২৯| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৫

হীরণ্ময় বলেছেন: তার মধ্যে আমার নিজের একটা !

৩০| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৫

সোনালীডানা বলেছেন: @বৃত্তবন্দী
হা হা ভাই এভাবে বলছেন কেন?আমিতো শুধু আমার ধারনাটা লেখকের সাথে মিলিয়ে বলেছি।সেটা সত্যি নাও হতে পারে।সবাই সব কিছু বুঝে ফেলবে এমন তো না হওয়ার সম্ভাবনাই বেশি তাইনা...।

৩১| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

অকৃতকার্য বলেছেন: ছেলে ও মেয়ের বন্ধুত্ব পুরোই একটা কাল্পনিক ধারনা।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

সজল বলছি বলেছেন: হুমম....

৩২| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

হীরণ্ময় বলেছেন: Click This Link

তাড়তাড়ি করেন !

৩৩| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

রিমঝিম বৃষ্টি বলেছেন: কি যে কন? ছেলেতে মেয়েতে ভালই বন্ধুত্ব হয়। আর সেটা অনেক দূর যায়। যেই টা সেম জেন্ডারে হয় না।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

সজল বলছি বলেছেন: খিক.......

৩৪| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

প্রচেত্য বলেছেন: চিন্তা করতেছি

৩৫| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

কাঙাল মামা বলেছেন: একমত হইলাম না। অনেক ক্লোজলি অনেক মেয়ে বান্ধবীর সাথে মিশছি। কোনোদিন সেক্সুয়ালি এরাউজড হই নাই বা ভালোবাসা মনে জাগে নাই। অবশ্য আমার গার্লফ্রেন্ড আছে!! সেটাও একটা কারন হইবার পারে! তারপরেও মনে হয় ঐভাবে চিন্তা করা সম্ভব না। বন্ধু মানে বন্ধু:)

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১০

সজল বলছি বলেছেন: আরে ভাই শুধু সেক্সুয়ালি এরাউজড এর কথা ভাবছেন কেন?

৩৬| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১

ফাহিম আহমদ বলেছেন: ভাইরে, আমি পেরেম-টেরেম কিচ্ছু........ই করিনা। ...............

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

সজল বলছি বলেছেন: গুড বয়.....

৩৭| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৪৬

কাঙাল মামা বলেছেন: "এছাড়া দুজন খুব কাছাকাছি থাকতে থাকতে শারীরিক ভাবে কাছে চলে আশার সম্ভাবনাও থাকে।"

আপনার এই বাক্যটা পড়ে ভাবছি :)

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:১৩

সজল বলছি বলেছেন: ভাবনা শেষে আওয়াজ দিয়েন।

৩৮| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮

অন্ধ আগন্তুক বলেছেন: অতীব সত্য কথন।
দুজন যখন খুব কাছে চলে আসে তখন একজন প্রায়শই দূর্বল হয়ে যায়, তারপরই ভো কাট্টা.........

খুব বাজে একটা অবস্থা হয় তখন।
+ + + + +

০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৪

সজল বলছি বলেছেন: অতীব সত্য কথন।:)

৩৯| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৩

লালসালু বলেছেন: পেলাস
হাছা কুথা কুইছেন ভাই।

০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬

সজল বলছি বলেছেন: :) আনাকেও পেলাস

৪০| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৫

সজীব রক্‌স বলেছেন: ভালো মোনডো বুঝি না। তবে অর শেষ েদকেত চাই।

৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩২

নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: গুড পোস্ট। প্লাস

৪২| ২৯ শে জুন, ২০১০ বিকাল ৪:০৪

শেখ ইরফান বলেছেন: vai bondhu jinishta ki tai bujhlamna jbone.. ja bujhc seta hoilo emon "nishartho shomporko" er dabi tule ato shather shomporko ai duniay nai.. bondhu word tai ekta confusing word. oneke 1 min tei friend deke fele kauke jodio se janeina friend hote hole ki hote hoy..

amar mote shudhu nishartho relation kei friendship bola jay...

ar chele meyer bondhutto kokhonoi shomvob na.. sudhu contradiction kei jodi bondhutto bola jeto tahole to hotoi......

keu ki kokhono real ekdom real friend paisen? jara paisen bole mone koren tara abar ektu chinta koren--10 year por abar chinta koiren.... result will be ZERO...........

nothing else

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.