নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

জামাত-এনসিপি-ইসলামি আন্দোলন বাংলাদেশের জোট ক্ষমতায় আসলে কি জারা-তাসনুভারা মুক্তভাবে চলাফেরা করতে পারবেন?

২৭ শে জুলাই, ২০২৫ রাত ১০:২২



আচ্ছা, ধরেন যদি জামাত-এনসিপি-ইসলামি আন্দোলন বাংলাদেশের কথিত ডা*নপন্থী জোটটি সামনের ইলেকশনে যেমনে পারে তেমনে জিতে (ছলে-বলে-কৌশলে আরকি!) সরকারে যায়, তবে তো সন্দেহ নাই দেশে একপ্রকার ডা*নপন্থীদের শাসন বলবৎ হবে। এখনই এই ইন্টেরিমের আমলে দেশে নারী স্বাধীনতার যেমন অবস্থা, তখন জামাত-এনসিপি-ইসলামি আন্দোলন বাংলাদেশের এই কথিত জোট ক্ষমতায় গেলে নারীরা প্রকাশ্যে চলাফেরাই তো ঠিকমতো করতে পারবে না। স্বাভাবিক পোশাক পরে কোনো নারী বাইরে গেলেও ক্রমাগত মোরাল পুলিশিং বা মবের শিকার হবে নিশ্চিত।

জামাতের সাথে এনসিপির নেতাদের দহরম-মহরম তো সেই পার্টি গঠন করার আগে থেকেই। সম্প্রতি তাদের সখ্যতা হয়েছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশের সাথে। এই তিন পার্টি মিলে জোট করারও কথা রয়েছে! এই প্রেক্ষাপটেই আজকে আমি এই প্রসঙ্গটা উত্থাপন করলাম আরকি! :)

আমার খুব জানতে ইচ্ছে করে, জারা তাসনিম, তাসনুভা জাবীনদের মতো এনসিপির কথিত নারী নেত্রীরা কি এখনকার মতো স্বাধীনভাবে, মুক্তভাবে, চলাফেরা কাজকর্ম করতে পারবেন? তখন তারা কি এগুলা মেনে নিবেন?? নাকি ডানপন্থীদের সকল কথা মেনে নিয়ে একেবারে বাইরে যাওয়া থেকে বিরত রাখবেন নিজেদেরকে এবং ডানপন্থীদের সকল কট্টর অনুশাসন মেনে চলাফেরা করবেন??? বর্তমানে নাহিদ ইসলাম-জারা তাসনিমদের পাশে থাকা কথিত ভণ্ড নারীবাদী আপুরাই বা তখন কি করবেন??

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: অনেকে দেশ ছেড়ে চলে যাবে। তবে ইরানের মতো হলে অনেকে মানিয়ে নেয়ার চেষ্টা করবে।

আমার বিশ্বাস জামাত ক্ষমতায় গেলে ২০১১ সালের মুসলিম ব্রাদারহুডের মতোই গন্ডগোল লাগিয়ে এক বছরের মাথায় সামরিক শাসনের হাতে ক্ষমতা তুলে দিয়ে সরে যাবে। এদের শরীরের বিষ বেশি। এদের ইতিহাস হচ্ছে জাতিগত দাংগা বাধানোর।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৪

শেহজাদ আমান বলেছেন: বলতে চাচ্ছেন, এঞ্চিপির অনেক নারীই দেশ ছেড়ে চলে যাবেন? সামান্থার মতো আমার এক সময়ের সহযোদ্ধা, যে কিনা এখন হিজাবি হয়েছে, সে হয়তো সেই কট্টর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে, কিন্তু জারা, তাসনুভা, জেদনির মইতো স্মার্ট মুক্তভাবে চলাফেরা করা নারীরা কি সেটা মানতে পারবে? :) যদি না-ই পারে, ডানপন্থীদের সাথে এঞ্চিপির এরকম সহবাস তারা কেন মেনে নিচ্ছে? এর বিরুদ্ধে কথা বলছে না কেন?

আর হ্যাঁ, জামাত ভোটে জিতে আসতে পারবে না বলেই মনে করি, যতোই এখন ইদেশে ইসলামিস্টদের ভোট বাড়ুক!, যদি না ছলে-বলে-কৌশলে ইউনুস সরকারকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করিয়ে ্নেয়

২| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১২:২৩

কাঁউটাল বলেছেন: জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে এলজিবিটি লিগ্যাল করে দিবে।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৪

শেহজাদ আমান বলেছেন: হা হা, কেন এমন মনে হলো আপনার, বলুন তো? :)

৩| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১০

কাঁউটাল বলেছেন: ৪ দলীয় ঐক্যজোট ক্ষমতায় ্থাকার সময় দেশে যৌনকর্মি পেশায় নিয়োজিতদের লিগালাইজ করা হয়েছিল। জামাত তখন কি করছে?

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:১১

শেহজাদ আমান বলেছেন: আগে তো জামাত জাস্ট ক্ষমতার ছোট একটা পার্ট ছিল। সামনে যদি ছলেবলে-কৌশলে ক্ষমতায় আসে, তখন তারা তো মেইন পার্টিই হোপে, তখন যে কী করে কে জানে?!? :)

৪| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: জামাত ক্ষমতায় যাবে না। নো নেভার।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:১২

শেহজাদ আমান বলেছেন: ভোটে তো যাইতে পারবে না; কিন্তু এখন যেহেতু ইউনুস সরকারের ক্ষমতার বড় একটা পার্ট তারা, তাই ভবিষ্যতে যদি ইলেকশন ইঞ্জিয়ারিং কইরা ক্ষমতায় আহে, তহন কী করবেন? :)

৫| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: জামাত কোন দিনই ক্ষমতায় আসবে না। এই দেশে আওয়ামীলীগ আর বিএনপি ছাড়া আর কেউ ক্ষমতায় যাবে না কোন দিন! এতো চিন্তার কোন কারণ নেই।

৬| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: জামাত ক্ষমতায় যাবে না। নো নেভার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.