নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

বেঁধেছি ঘর জল ও নীলের সঙ্গমে

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮





উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু,

যুগ হতে যুগান্তরে, সাগর-মহাসাগরে

যাযাবর পাখির মত দেখেছি ঘুরে ঘুরে;

অক্ষীর তিক্ষ্নতায় বিন্যস্ত জনপদ;

সভ্যতার ষড়ভূজ মানচিত্র,ঈশ্বরের বহুরূপী লীলা-

কত আলোক নগরী, আকাশ চুম্বি অট্টালিকা-

হিমালয় থেকে এন্টার্কটিকা।



তবুও আমি এইখানে-

এই নীল ও জলের সঙ্গমে

পাতি হাসের নরম বুকের স্পর্শ মাখা নদীর তীরে

বেঁধেছি ঘর ঘাষফুল বুকে নিয়ে।



যেখানে

একদিন এসেছিল বর্গী আরব বনিক,

ফিরিঙি, পূর্তগীজ আর মোঘল পাঠান

লুটে নিয়ে ছিল মনিমুক্তা, মাটির নির্যাস

চন্দ্রমল্লিকা আর বাতাবি নেবুর ঘ্রাণ



যেখানে

সজনে পাতার গন্ধে বুঁদ হয়ে থাকা নরম বিকেলে-

উড়ে যায় প্রজাপতি স্বর্ণ লতার বনে,

কামরাঙার নরম শরীরে হাসে হলুদ রোদ,

নিম-নিশিন্দার বিশুদ্ধ বাতাসে দোল খায়

পোয়াতী ধানের শীষ গন্ধ মর্মরে,

হিজলের ডালে ঘুঘুর প্রণয় উৎসবে

জেগে থাকে উদাস দুপুর,

দুরন্ত কিশোর সরিষার ছবি আঁকা পথে

ওড়ায় ঘুড়ি অনিকেত মেঘের সাথে ।

আঁধারের বুকে মাটির প্রদীপ ঝিলমিল,

সহস্ত্র নক্ষত্রের কোলাহলে মায়াবী রাতে

জেগে থাকে রূপালী চাঁদ নির্ঘুম

জোনাকী মেয়ের প্রেমে।



আমি এই স্নিগ্ধ সূবর্ন ভূমে এসে

পদ্মা-মেঘনা-সোমেশ্বরীর ঢেউ বিন্যাসে

ভুলিয়াছি আর পৃথিবীর যত রূপ

আমারে শুধু কাছে ডেকেছে বিস্তৃত ধানক্ষেত,

ধূলার মেঠোপথ, মাঠের পরে বটের ছায়া।

আমার প্রতিক্ষায় যেন তারা বহুকাল বসে আছে চুপ।

আমি এইখানে

এই কোজাগরী পূর্নিমার দেশে,

তাঁতের শাড়ির প্রেম আলিঙ্গনে

বাবুই পাখির মায়ায় বেঁধেছি ঘর

শ্যামল মৃত্তিকার কোল ভালবেসে।

মন্তব্য ৮৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

লাবনী আক্তার বলেছেন: কবিতাটা জীবনানন্দের কবিতার মত মনে হয়েছে।


ভালো লেগেছে। :)

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

নেক্সাস বলেছেন: হাহাহা জীবনানন্দের মত লিখা সাত জনমেও সম্ভব নয়। তবে যেহেতু জীবন বাবুর অন্ধ ভক্ত যেহেতু জীবন বাবুতো কিছুটা ছায়া ফেলবেই।

ধন্যবাদ লাবনী আপনাকে পড়া ও কমেন্ট করার জন্য

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

মাহবু১৫৪ বলেছেন: ১ম ভাল লাগা

++++

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: অনেকদিন পর মাহবু১৫৪ ভাই আমার ব্লগে আসলেন। দেখে খুব ভাল লাগছে।

কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

কাজলরেখা-০১ বলেছেন: বাহ অনেক সুন্দর

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ কাজলরেখা

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

গ্রহণ কালের অথিতী বলেছেন: নান্দনিক শব্দ চয়ন ও দৃশ্যকল্পের মাধ্যমে ভিন্ন রকম ঢংয়ে ধরা দিয়েছে কবির দেশ প্রেম।

কবিতায় অনেক ++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টের জন্য

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

অনীনদিতা বলেছেন: অনেক সুন্দর:)
Happy new year.

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অনীনদিতা। হ্যাপি নিউ ইয়ার

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

ফারজানা শিরিন বলেছেন: জোনাকী'র মিছিলে রাতের ইন্দ্রজাল;

লাইনটা অসম্ভব ভালো লাগলো !?!

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

নেক্সাস বলেছেন: লাইনটা আপনার ভাল লেগেছে জেনে আমারো ভালো লাগছে শিরিন।

অনেক ধন্যবাদ

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

ফারজানা শিরিন বলেছেন: লাবনী আপুর সাথে একমত ।
পড়তে গিয়ে মনে হইছে আবার না নিচে লেখা দেখি জবনান্দ দাশ । শান্তি যে টা নয় । :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

রেজওয়ান তানিম বলেছেন: কবিতায় গভীরতা লক্ষ্য করে প্রীত হয়েছি

আমি ঘুরে বেড়িয়েছি শঙ্খচিলের মত;
আমার বাদামী রং ডানায় সভ্যতার
যড়ভূজ মানচিত্র;

এই তিন লাইনে আমি, আমার ও রং না থাকলেও ক্ষতি নেই মনে হয়।

২য় ও ৫ম প্যারায় জীবনবাবুর ছাঁচ একটু চোখে লাগল

বাকিটা সুন্দর। চমৎকার কিছু উপমা ছিল যা পাঠে আনন্দ পেয়েছি

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

নেক্সাস বলেছেন: আমিও আপনার মূল্যবান কমেন্ট পেয়ে প্রীত হয়েছি কবি।

আপনাকে আনন্দিত করতে পেরে আমিও আনন্দ পেলাম।

আর জীবন বাবু আমার কবিতার প্রেরনা। আমি না চাইলেও উনি আমার কবিতায় ছায়া ফেলে। গুরুর প্রতি ভীষন ভালবাসা বোধ হয় এমনটার জন্য দায়ী। জানিনা এই প্রভাব ইতিবাচক না নেতিবাচক। তবে আমি এতে ভাল লাগা খুঁজে পাই।


ধন্যবাদ কবি।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো..

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

নেক্সাস বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা

১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

জীবন বাবুর প্রভাব ভালোমতই আছে।
কবিতা ভালো লেগেছে।
এক দুইটা টাইপো মিসটেক আছে, (সভ্যাতার)

উপমা বিন্যাস বেশ।
এতো সুন্দর সব শব্দ নিয়ে লিখতে চাই,
পারি না (আফসুস!)

শুভকামনা কবি।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য আমার নিত্য প্রেরণা ভাই।


আপনার কবিতা আমার কাছে সুখাদ্য।


অনেক ধন্যবাদ

১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: আহা !! অতিব সুন্দর !! :)

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

নেক্সাস বলেছেন: অপু বেশী সুন্দর।


ধন্যবাদ অপু

১২| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

ফারাহ দিবা জামান বলেছেন: আহ!
জীবনানন্দ!!!
কেউ কি আছে তার মতন।
উনার প্রেমে পড়েছি যখন আমি ক্লাস নাইনে পড়ি,
কি ভীষণ প্রেম।
সব বই আমার চারিদিকে থাকতো
ঘাস ফুলের মতন ফুটে থাকতো
ঘুমের মাঝে কলমি লতা
খড় কুটো,
লক্ষ্মী পেঁচা,
পাতিহাঁসের নরম আদর
সবি আমার মনে জেগে থাকতো
খুব পছন্দের কবিতা ছিল কিছু
আনমনে মনে মনে
পড়তাম
মন্ত্র মুগ্ধ হয়ে--
গল্পতে মন নাই
নতুন সিনেমাতে মন নাই
ভার্সিটি লাইফও কেটেছে জীবনানন্দের প্রেমে

আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে

শোনা গেলো লাশকাটা ঘরে নিয়ে গেলো তারে


কোনদিন জাগিব না আর
জাগিবার কঠিন বেদনার অবিরাম অবিরাম ভার সহিব না আর

আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি

আলো অন্ধকারে যাই

এমন অনেক অনেক

তোমার কবিতা তাই বুঝি অনেক অনেক মন ছুঁয়ে গেলো।
ভালো লাগলো
শব্দ গুলোর বয়ে যাওয়া
কুল কুল বেগে
গভীর মাটির নীচে
অতলে----------------

যেখানে আর কিছু নেই।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

নেক্সাস বলেছেন: আপনার অবস্থা আমারো। জীবনানন্দই আমার কবিতার প্রথম প্রেম।

জীবনানন্দের কবিতা আমাকে দেখিয়েছে প্রকৃতির গভীর রহস্য ও নান্দনীকতা। জীবনানন্দই আমাকে বুঝিয়েছে মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের ইতিহাস।

জীবনানন্দের কবিতার শব্দ আমার ভিতরে ঝড় তুলে নিয়ত।

তাইতো নিজে কিছু লিখতে গেলে জীবন বাবু চলে আসে নিজের অজান্তেই।



ধন্যবাদ আপনাকে

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

লাবনী আক্তার বলেছেন: আমি কবিতাটা পড়ার পর উপরে নিচে কয়েক বার খেয়াল করে দেখছিলাম যে জীবন বাবুর নাম আছে কিনা? :P

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

নেক্সাস বলেছেন: হাহাহাহ লাবনী আক্তার। জীবন বাবুর মত লিখা কস্মিনকালেও সম্ভব না।

আপনাকে অনেক ধন্যবাদ আবারো

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: বাহ ভাইয়ামনি!!!!!!!!!!!

অনেক সুন্দর!:)

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

নেক্সাস বলেছেন: বাহ বহুদিন পরে শায়মা আমার ব্লগে। দেখে ভাল লাগল। কেমন আছ তুমি?


অনেক ধন্যবাদ পড়ার জন্য

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

ইখতামিন বলেছেন: এ তো জীবনেরই ছায়া কাব্য...
শুভ নববর্ষ..

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দারুণ !! ++++

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেজা ভাই

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। বিশেষ করে সজনে পাতা থেকে অনিকেত মেঘ অংশটুকু অসাধারণ!

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

নেক্সাস বলেছেন: হাসান মাহবুব মানে নমস্য ব্লগার। আর হাসান মাহবুব ভাইয়ের কমেন্ট পাওয়া মানেই ভিন্নরকম স্বাদ।

আপনাকে ভাল লাগাতে পেরে আমি মুগ্ধ ভাই।


আশা করি এভাবে সাথে থাকবেন।

ধন্যবাদ এবং পরবর্তী গল্পের অপেক্ষায়।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মেহেরুন বলেছেন: ১০ম ভালো লাগা রইলো :) দারুন। নতুন বছরের শুভেচ্ছা রইলো। +++++

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

নেক্সাস বলেছেন: মেহেরুন কে অনেকদিন পর পেলাম।


অনেক ধন্যবাদ পড়ে কমেন্ট করার জন্য। আপনাকেও শুভেচ্ছা

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ডানাহীন বলেছেন: শব্দ চয়ন ও উপমাগুলি সুন্দর । ভালো লাগা এবং নতুন বছরের শুভেচ্ছা ।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানাহীন মানব। আপনাকেও শুভেচ্ছা

২০| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সজনে পাতার গন্ধে বুঁদ হয়ে থাকা নরম বিকেলে-
উড়ে যায় প্রজাপতি বাবলার বনে,
কামরাঙার নরম শরীরে খেলা করে
মিঠে হলুদ রোদ,
নিশিন্দার বিশুদ্ধ বাতাসে দোল খায়
পোয়াতী ধানের শীষ,
হিজলের ডালে ঘুঘুর প্রণয় উৎসবে
জেগে থাকে উদাস দুপুর,
সরিষার ছবি আঁকা পথে ঘুড়ি উড়ায়
গ্রাম্য কিশোর অনিকেত মেঘের সাথে ।


এই টুকু সবচেয়ে সুন্দর !

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নাহোল ব্রো। আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগছে।

আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ফারজানা শিরিন বলেছেন: same here @লাবনী আপু । :P

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

নেক্সাস বলেছেন: জীবনানন্দের কবিতার শব্দ আমার ভিতরে ঝড় তুলে নিয়ত।

তাইতো নিজে কিছু লিখতে গেলে জীবন বাবু চলে আসে নিজের অজান্তেই।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

গ্রাম্যবালিকা বলেছেন:


আমারে শুধু কাছে ডেকেছে বিস্তৃত ধানক্ষেত,
ধূলি মলিন মেঠোপথ;আমার প্রতিক্ষায়
যেন বহুকাল পড়ে আছে চুপ।

খুব বেশী সুন্দর লাইনগুলো। গ্রামকে মনে পড়ে গেল।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

নেক্সাস বলেছেন: অন্তরে কান্দে আমার গ্রাম..তথা সমগ্র বাংলাদেশ।


আপনাকে ভাল লাগাতে পেরে আনন্দিত।

অনেক ধন্যবাদ বালিকা

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন: কতদিন দেখি না
বিস্তৃত ধানক্ষেত
পা ছোঁয় না কলমি লতার নরম লতা
মেঠো পথে ধুলো মাখি না
নদী দেখি না
সজনে পাতার গন্ধে আকুলি বিকুলি মন
অন্ধকার নক্ষত্র রাতে জনাকের আলো ছুঁই না
চুলে মাখি না বাতাবি নেবুর ঘ্রাণ
সব চুপ পড়ে আছে


আমার পায়ের নীচে শুধু
শুষ্ক ইটের নুড়ি
আর শহুরে পাথর

সব ছেড়েছুড়ে একদিন সত্যিই চলে যাবো
শ্যামল মাটির কোলে
বৃক্ষের আশ্রয় হব
মাটি হব

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

নেক্সাস বলেছেন: সব ছেড়েছুড়ে একদিন সত্যিই চলে যাবো
শ্যামল মাটির কোলে
বৃক্ষের আশ্রয় হব
মাটি হব




অনেক অনেক ধন্যবাদ আপনাকে।সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব বেশি সুন্দর ! ++++++++++++++++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ তিতির

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

নীলফরিং বলেছেন:

গ্রামে ফেরার ডাক। নগর বন্দর ঘুরে ফিরে অবশেষে স্বস্তির আধার নিজবাসভূম - গ্রামীন মেঠোপথের আকর্ষণ, অচ্ছেদ্য। প্রয়োজনের তাগিদে পরাভূত অতীষ্ট জীবন যতই ঘুরে বেড়াক অর্থনৈতিক ও জাগতিক সম্ভারের টানে এদিক সেদিক; বেলাশেষে শ্রান্তমন খুঁজে ফিরে বিরাণ মায়ের কোল শান্তির সন্ধানে।

তবে ফিরে কী পাওয়া যায় সেইসব ফেলে আসা দিন, ফেলে আসা মানুষের মুখ। সময়ের স্রোতে কাঁদে মায়ার শৃঙ্খল। মেলে না মেলে না, পথিক, হারানো সে চাঞ্চল্যদিন, বালক বা বালিকাবেলা। পড়ে আছে সবকিছুই স্মৃতির অবগুণ্ঠনে শুধুই ধূসর বিকেল হয়ে। কল্পলোকের সরল গ্রামীন মানুসের বিশুদ্ধ ভাবনাগুলো বেশীরভাগ ক্ষেত্রেই এখন রাজনীতি, স্বার্থনীতি আর ফন্দিনীতির নাগপাশে আটকে পড়েছে । বড়ই বেসামাল সবকিছু। রক্ত আর আত্মারা এখানে পালা করে হোলি খেলে সেখানে; প্রিয় স্মৃতির দেশে ছদ্মবেশে। নবান্ন উৎসব কুয়াশার গ্যাঁড়াকলে বন্দী।

তবু শ্যামল মায়ামাখা গ্রামই ভালো। কিছুটা হলেও তৃপ্তির অক্সিজেন মেলে; জানি।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

নেক্সাস বলেছেন: আমি বিদেশ বিভুঁই ছিলাম। বুঝেছি আমার দেশের মায়া কত প্রখর।



ধন্যবাদ প্রিয় ফরিং। ভালো থাকবেন।

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

সোমহেপি বলেছেন: সুন্দর!!

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

রাইসুল নয়ন বলেছেন: প্রতিটা শব্দ যেন জীবনের !

এমন একটা কবিতা জন্ম দেয়ার পর যদি আমি মরেও যাই সত্যি বলছি আফসোস থাকবেনা কোনও!!!!!!
আপনার চিন্তা ভাবনা হ্যাক করতে পারলে মন্দ হতো না !!!!
কবি আর কবিতার প্রতি এ তুচ্ছ জীবনের ভালোবাসা রইলো ।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

নেক্সাস বলেছেন: এত হতাশ কেন নয়ন। লিখালিখির প্রতি তিব্র ভালবাসায় একদিন আপনিও সেরা লিখা উপহার দিবেন এই ব্লগ কে।

আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ নয়ন

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি চমৎকার কবিতা।ভালো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই। পাশে আছেন ---থাকবেন আশা করি

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার এবং চমৎকার।খুব ভালো লাগলো পড়ে।শুভকামনা জানবেন।
+

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: ওরে ওরে চেয়ারম্যান সাহেব যে। এই প্রথম চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে।


চেয়ারম্যান সাহেবের আমার কবিতা ভাল লেগেছে। আমি ধন্য হলাম।


অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

তন্ময় ফেরদৌস বলেছেন: দারুন লেগেছে ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: তন্ময় ভাই অনেকদিন পর আপনাকে পেলাম।অনেক অনেক ধন্যবাদ

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

সায়েম মুন বলেছেন: খুব সুন্দর গোছালো একটা কবিতা। মাটি প্রকৃতির রুপের কথাও উঠে এসেছে কবিতায়। অনেক ভাললাগা এই দীর্ঘ কবিতায়।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

নেক্সাস বলেছেন: হ্যালো সায়েম। অনেকদিন পর আমার বাড়ি।

বাংলার মাটি ও প্রকৃতি আমার আজন্মের প্রেম। দেশের বাহিরে গিয়ে সে প্রেম আরো বেশী টের পেয়েছিলাম।


অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ অনেক সুন্দর

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কান্ডারী

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতা পড়া হলো। কিছু উপমা আর চিত্রকল্প কবিতাকে মোহনীয় করেছে অনেক।
যদিও কবিতায় জীবনানন্দের প্রভাব একটু চোখে পড়েছে!! কিন্তু সব মিলিয়ে অসাধারণ কবিতা বলা যায় বলে আমি মনে করি।

শুভকামনা।।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

নেক্সাস বলেছেন: জীবনানন্দ কে এত বেশী ভালবাসি যে নিজে কিছু লিখতে গেলে নিজের অজান্তে জীবন বাবু এসে যায় কখনো কখনো। জানিনা ইতিবাচক না নেতিবাচক।


পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ প্রিয় সোনালী ডানার চিল

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লাগলো :)

নতুন বছরের শুভেচ্ছা :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

নেক্সাস বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।


ধন্যবাদ পড়ার জন্য

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

শহিদুল ইসলাম বলেছেন: খুব ভালো লাগল

শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

নেক্সাস বলেছেন: কবি আপনাকে মাঝে মাঝে পাইনা। কেমন আছেন?

অনেক ধন্যবাদ

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
দারুন ------কারো কবিতায় মনে হয় দারুন শব্দটা
আমি এই প্রথম বললাম ----- আসলেই অনেক সুন্দর হয়েছে :)
প্লাস +++++++


অনিকেত ---মানে কি জানিনা

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ছুটি..

আপনাদের ভাল লাগাতে পারাটাই লিখার স্বার্থকতা।

আপনাকে পুনরায় ব্লগে সচল হওয়ার আহবান জানাবো সেই সাথে আমার ব্লগে নিয়মিত দেখলে উৎসাহ পাবো ভাই।

অনিকেত মানে খুব সহজ

নিকেত বা নিকেতন হল ঘর বা বাড়ি।
আর অনিকেত হল যার কোন ঘর নাই।
নিরুদ্দেশ, যাযাবর এসব অর্থেও কবিতায় ব্যাবহৃত হয়।

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

রাইসুল নয়ন বলেছেন: কেমন আছেন?
ভালো নেই জানি !
তবুও জানতে চাওয়া !!
ইমন জুবায়ের ভাই এর জন্য সব ব্লগার শোকার্ত ।।
আমরা যারা নতুন তারা তাকে বুঝে ওঠার আগেই চলে গেলো !

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নেক্সাস বলেছেন: ভাল আছি। হুম ইমন ভাইয়ের মৃত্যু আমাদের জন্য বড় শূন্যতা


ধন্যবাদ নয়ন

৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

হ্যাঁ এইবার বুঝেছি --
নিকেতন এর আরেকটা অর্থ মনে হয় বাগান ---
আপনার একটা পোষ্ট আমার ফেবারিটে নিয়ে রাখলাম
যেন আপনার পোষ্ট মিস না হয় --

আর আমার দারুন বানান টা মনে হয় ভুল আছে ---সম্ভবত দারুণ হবে


০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

নেক্সাস বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ ২০১৩

ভাল থাকবেন।

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

অদৃশ্য বলেছেন:



তবুও আমি এইখানে-
এই নীল ও জলের সঙ্গমে
পাতি হাসের নরম বুকের স্পর্শ মাখা
নদীর তীরে বেঁধেছি ঘর-
ঘাষফুল বুকে নিয়ে;
_____________ এখানেই শান্তির বাতাস প্রবহমান...


লিখাটিতে অনেক কিছুই দেখতে পেলাম যেন.... ভালোলাগা জানিয়ে গেলাম...

শুভকামনা.....

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য সবসময় পড়ার জন্য

৪১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

লীলা চক্রব্ত্তী বলেছেন: মন্তব্য করতে গিয়ে, দেখি অনেকেই বলছেন,এ যেন, কবি জীবনান্দের ই ছায়া। আমি আর আলাদা কি বলব? সত্যি-ই তাই। খুব ভাল লাগল।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দিদি। অনেকদিন পরে আপনাকে দেখলাম। কেমন আছেন?

৪২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

লেখোয়াড় বলেছেন:
নেক্সাস....... নেক্সাস......

কেউ যদি কারো সাথে কাউকে তুলনা করে তো আমার খুব খারাপ লাগে।
এই জন্য আমি কবিতা লেখার সময় আমাকে অনেক ভাবতে হয়।
শেষে দেখি আমার কবিতা অনেক কঠিন হয়ে ওঠে।

আপনাকে এখানে অনেকে জীবনানন্দে কথা বলেছে, আমি ঠিক ওভাবে তুলনা করবো না।
আমি বলবো, আপনার মতো লিখেছিলেন জীবনানন্দ। যদি জীবনানন্দ না জন্মাতো?
বা যে এখনো জীবনানন্দ পড়ে নাই?

যা আপনি লিখেছেন সব আপনার মতোই।
লিখুন এমন প্রাজ্জ্বল।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই ।

আমি আসলে খুব ভাল কোন লিখিয়ে না...

মন চাইলে লিখি মনের টানে.তবে কবিতার প্রতি ভালবাসা আবাল্যের। আর ভালবাসা মূলত জীবনানন্দের কবিতা থেকেই উঠে এসে আমার মনে ঠাঁয় নিয়েছে।

তাই আমি নিজে কিছু লিখলে নিজের অজান্তেই জীবনানন্দের শব্দ বা ঢং উঠে আসে।

তবে আমি লিখি নিজের মত করে।

তাই কেউআমাকে জীবনানন্দের অনুসারী বল্লে আমি রাগ করিনা।তবে জীবননান্দের মত বল্লে সেখানে অবজেক্শান থাকে। কেননা জীবনানন্দ ইউনিক। তার মত কেউ হবে কিনা জানিনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.