নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

দিবাবসান

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮





দিবাকর চুমিল অস্তাচল, এল বিদায়ের কাল,

আবীরের রঙে লাল সিঁদুর পরিল চক্রবাল।

চারদিক সুনসান, মৌন নিথর সজিবতা

ক্লান্ত দেহে শ্রান্ত হল দিবাচঞ্চল বৃক্ষলতা।

সতু মাঝি তার তরী লয়ে ফিরে এল তীরে,

কিচিমিচি কোলাহলে পাখিরা ফিরছে নীড়ে।

পল্লীবালা চুপচাপ ঘাটে এল জল সিঞ্চনে,

লাজো মুখ খানি তার ঢাকা আছে অবগুন্ঠনে।

গরু মহিষের পাল ঐ ফিরছে গোয়াল পানে,

পিছনে ছুটছে ধুলিমাখা রাখাল হর্ষ মধুর গানে

মসজিদে মুয়াজ্জিন ফুকারি উঠিল আযান,

সমুধুর সুর মর্মে বাজিল,বিমোহিত প্রাণ।

মন্দিরে বাজিল ঘন্টা সাথে উলুধ্বনি সুর,

আরতির ধুপ জ্বেলে মন্ত্র পড়ে ভক্ত ঠাকুর।

সহসা বাদুর ডানায় নামিল সন্ধ্যার ছায়া,

নির্জন আঁধারে মলিন হল গৌধূলির মায়া।





(কবিতা ! আমার অপার্থিব ভাল লাগার বিষয়। যখন একা থাকি, যাপিত জীবনের অযাচিত কোন কষ্টের হীম সরোবরে ডুব দিয়ে বসে থাকি তখন আনমনে প্রিয় কোন কবিতার পংক্তি জাবর কাটি। আমার মায়ের কোল ছিল আমার কবিতা প্রেমের আতুঁড় ঘর। মা খুব সুন্দর করে পল্লী কবির " পল্লী জননী'' আবৃত্তি করতেন। আর আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে মুগ্ধ হয়ে শুনতাম। এভাবে কবিতার সাথে পরিচয় আর দিনে দিনে কবিতার প্রেমে নিজেকে হারিয়ে ফেলা। প্রথম যখন কবিতার সাথে সখ্যতা হয় তখন কবিতার আধুনিক বা উত্তরাধুনিক রূপ অবিদিত ছিল। ছন্দ, মাত্রা লয় এসবের কোন ব্যাকরণ জানা ছিলনা। তখন শুধু কবিতা বলতে বুঝতাম আগের লাইনের সাথে পরের লাইনের ছন্দ মিলিয়ে জীবন্ত ভাবে দৃশ্যকল্প রচনা বা কাহিনী বর্ণনা। আর তাই নিজে কবিতা লিখার ব্যার্থ চেষ্টা প্রথম যখন শুরু করেছিলাম তখন ছান্দসীক লিখাই ছিল সাধনা। উপরের কবিতাটি তারই উদাহরণ। আমি তখন সপ্তম শ্রেনীর ছাত্র। একদিন গৌধুলী লগ্নে বাড়ীর পাশে বাঁশের সাঁকোর উপর বসে ছিলাম। তখন গ্রাম বাংলার গৌধুলীর যে স্নিগ্ধ রূপ আমাকে আপ্লুত করেছিল, তাকে নিয়ে মনে মনে এই লিখাটি সাজিয়েছিলাম। পরে বাড়ি এসে ডাইরীর গোপন পাতায় লিপিবদ্ধ করে রাখি। কজেই এই কবিতার কাব্যমূল্য খুঁজতে যাওয়া নিছকই ব্যার্থ শ্রম )



মন্তব্য ১১০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি সপ্তম শ্রেনীতে থাকা অবস্থায় এই কবিতা লিখেছেন ?! :-*

দারুন সুন্দর!!! যে কোন পূর্নবয়স্ক কবির জন্যও এই লেখা অনেক!


ভালো লাগা রইলো। আপনি একজন বাল্য-কবি-প্রতিভা! :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

নেক্সাস বলেছেন: ভাই বিষয়টা হয়তো বিলিভ করার মত না। তবে এটাই সত্য।

আর বাল্য কবি প্রতিভা কথাটা ভূল। আসলে সে সাময় প্রচুর কবিতা পড়তাম রবিন্দ্রনাথ, জসীম উদ্দিন, গোলাম মোস্তফা, বন্দে আলি মিয়া এদের। কাজেই তখন নির্মোহ অনুকরণ দোষ ছিল। একটা দৃশ্যপট মাথায় আসলে কবিতা সাজাতাম আর শব্দের জন্য আশ্রয় নিতাম বাংলা ব্যাকরণ-এর প্রতিশব্দ অধ্যায়।


ধন্যবাদ ভাই প্রথম মন্তব্যের জন্য

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

লেখোয়াড় বলেছেন:
নেক্সাস,

কবিতায় রবি রবি ভাব আছে।
++++++++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

নেক্সাস বলেছেন: আসলে সে সময় প্রচুর কবিতা পড়তাম রবীন্দ্রনাথ, জসীম উদ্দিন, গোলাম মোস্তফা, বন্দে আলি মিয়া এদের। কাজেই তখন নির্মোহ অনুকরণ দোষ ছিল।

অনেক ধন্যবাদ লেখোয়াড় আপনাকে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

রাইসুল নয়ন বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি সপ্তম শ্রেনীতে থাকা অবস্থায় এই কবিতা লিখেছেন ?! :-*

দারুন সুন্দর!!! যে কোন পূর্নবয়স্ক কবির জন্যও এই লেখা অনেক!


ভালো লাগা রইলো। আপনি একজন বাল্য-কবি-প্রতিভা! :)

এ জন্যই আপনাকে এতো শ্রদ্ধা করি ।।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

নেক্সাস বলেছেন: ভাই বিষয়টা হয়তো বিলিভ করার মত না। তবে এটাই সত্য।

আর বাল্য কবি প্রতিভা কথাটা ভূল। আসলে সে সময় প্রচুর কবিতা পড়তাম রবিন্দ্রনাথ, জসীম উদ্দিন, গোলাম মোস্তফা, বন্দে আলি মিয়া এদের। কাজেই তখন নির্মোহ অনুকরণ দোষ ছিল। একটা দৃশ্যপট মাথায় আসলে কবিতা সাজাতাম আর শব্দের জন্য আশ্রয় নিতাম বাংলা ব্যাকরণ-এর প্রতিশব্দ অধ্যায়।


ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

এসএমফারুক৮৮ বলেছেন: ++

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ফারুক ভাই

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

একজন আরমান বলেছেন:
ছোট বয়স থেকেই আপনার এতো সুন্দর কবিতার হাত দেখে আমি মুগ্ধ।
এতো কঠিন শব্দ চয়ন বোধ করি আমার মগজ থেকে এখনও বের হবে না।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

আসলে এটা সত্য যে বাংলাভাষার প্রতিশব্দ নিয়ে খেলতে আমি ভালবাসতাম সেই ছোটবেলা থেকেই। আর আমি প্রথম মন্তব্যের উত্তরে বলেছি লিখাটা আরোপিত। শব্দ সংযোজনে বাংলা ব্যাকরণের সাহায্য আমি নিয়েছি। এই রকম অনেক কবিতা আছে আমার। সেই ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি প্রথম কবিতা লিখেছিলাম একুশ নিয়ে স্থানীয় ক্লাবের ফোল্ডারে ছাপানো হয়েছিল সেটা।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

মাক্স বলেছেন: ভালোলাগলো!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

আশিক মাসুম বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি সপ্তম শ্রেনীতে থাকা অবস্থায় এই কবিতা লিখেছেন ?! :-*

দারুন সুন্দর!!! যে কোন পূর্নবয়স্ক কবির জন্যও এই লেখা অনেক!


ভালো লাগা রইলো। আপনি একজন বাল্য-কবি-প্রতিভা! :)



সুন্দর বাল্য কবি :) :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

নেক্সাস বলেছেন: ভাই বিষয়টা হয়তো বিলিভ করার মত না। তবে এটাই সত্য।

আর বাল্য কবি প্রতিভা কথাটা ভূল। আসলে সে সময় প্রচুর কবিতা পড়তাম রবীন্দ্রনাথ, জসীম উদ্দিন, গোলাম মোস্তফা, বন্দে আলি মিয়া এদের। কাজেই তখন নির্মোহ অনুকরণ দোষ ছিল। একটা দৃশ্যপট মাথায় আসলে কবিতা সাজাতাম আর শব্দের জন্য আশ্রয় নিতাম বাংলা ব্যাকরণ-এর প্রতিশব্দ অধ্যায়।


ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ছন্দ কাব্য খুব সুন্দর
শুভকামনা

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাই।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন: কে মোরে শোনাল ঐ আজানের ধ্বনি,
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ নাচিল ধমনি ............

এই বিখ‍্যাত কবিতার ছায়া দেখতে পাচ্ছি।

কবিতা পরবর্তী কথায় একটু জানতে চাই, মাত্রা-ছন্দ মিলিয়ে লিখলে কি তা কবিতা হয়না?
ব‍্যাখ‍্যা আশা করছি। ধন‍্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

নেক্সাস বলেছেন: না মুবিন ভাই কায়কোবাদের কবিতার ঢং আলাদা। সে কবিতা টা ছায়া ফেলেছে বলে মনে করিনা। তবে শব্দ চয়নে রবিন্দ্রনাথ অনুসৃত।

মাত্রা ছন্দ মিলিয়ে লিখলে কি তা কবিতা হয়না?

সুন্দর প্রশ্ন করেছেন।
এই প্রশ্নটা আমারো?

কিন্তু কিছু আধুনিক কবি এভাবে লিখলে তাকে কবিতা বলতে নারাজ। তাদের ভাষায় এগুলো সেকেলে। এখন কবিতা লিখতে হবে এমন ভাবে যাতে পাঠক না বুঝে দৌড়ের উপর থাকে আর বই কিনে সেলফে ফেলে রাখে।
তবে আমার ভাষায় এখনো ছন্দ আর মাত্রা মিলানো কবিতা সাহিত্যের শ্রেষ্ঠতম কারুকাজ।

এই কবিতা আবাল্যের সরল মনের লিখা। তাই পোষ্ট করতে ভয় পাচ্ছিলাম। তাই ফুটনোট দিলাম।

ধন্যবাদ আপনাকে।
পেশাগত ব্যাস্ততায় কমেন্টের দেরীতে উত্তর দেওয়ায় সরি।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আরজু পনি বলেছেন:

কি বলবো বুঝতে পাচ্ছি না, দারুন লাগলো বাল্য কবি।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

নেক্সাস বলেছেন: পনি আপা আপনি আমার ব্লগে কমেন্ট করলেন আর আমি কিনা বিজি হয়ে গেলাম। ব্যাপারটা একদম অনাকাংখিত। সরি আপা।

আর বাল্য কবি ব্যাপারটা একদম ঠিক না।

ভাল থাকবেন।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার কবিতা। তারমধ্যে সেই ছোটবেলায় লিখেছেন জেনে অভিভূত হলাম।


শুভ কামনা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কুনো ভাই।

দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সোমহেপি বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সুন্দর কবিতা, ভালোলাগলো।
সুন্দর বাল্য কবি :) B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখি


বাল্য কবি বিষয়টা একদম ঠিক না

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

সাহিদা আশরাফি বলেছেন: ক্লাশ সেভেনের পিচ্চি দেখি অনেক ভালো কবিতা লিখতো ।

তা নেক্সাস সাহেব ওই বয়সেই দেখি বাশেঁর সাকোর উপর বসে বসে পল্লী বালাদের দেখা হতো।ভালো!ভালো!

অসাধারণ কবিত!মুগ্ধ হয়ে পড়লাম।


০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

নেক্সাস বলেছেন: পল্লী বালাদের না দেখলে নিজের বালা খুঁজতাম কিভাবে?

অনেক অনেক ধন্যবাদ।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাল্য কবি, আমিতো মুগ্ধ হয়ে গেলাম,,,,,,,অনেক অনেক শুভকামনা রইল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

নেক্সাস বলেছেন: আমিও আমার ব্লগে আপনাকে দেখে অনেক মুগ্ধ আপা।

আমি কবিতাটা দেওয়ার সময় ভয় ছিল পাঠক কিভাবে গ্রহন করবে? আপনার বা সবার ভাল লেগেছে বলে খুব ভাল লাগছে। আর বাল্য কবি আসলে ব্যাপারটা সেরকম না।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: ক্লাস সেভেনেই বাজিমাত করেছেন। আমিতো ভাবলাম রিসেন্ট কোন লেখা। আপনার কবিতা লেখা ভাবনাও পড়লাম। বেশ লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুন।
আমি কবিতাটা দেওয়ার সময় ভয় ছিল পাঠক কিভাবে গ্রহন করবে? আপনার বা সবার ভাল লেগেছে বলে খুব ভাল লাগছে।
পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

মেহেরুন বলেছেন: অত্যন্ত ভালো লাগলো :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ মেহেরুন আপনাকে

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

রেজোওয়ানা বলেছেন: কবিতার চাইতে নীচের মুক্তগদ্যটা পড়ে বেশি ভাল লাগছে, তবে আপনি যে বয়সে কবিতাটা লিখছেন তখনা আমি 'আষাঢ় মাস গরু খায় ঘাস' টাইপের লেখা লিখতাম!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

নেক্সাস বলেছেন: নেক ধন্যবাদ রেজুপা।

মুক্তগদ্য কি জিনিস আমি এখনো বুঝিনারে বইন।

আষাঢ় মাস গরু খায় ঘাস' এটা লিখেছেন বলে এখন আপনি ডাকসাইটে লিখিয়ে।

আর আমি ছ্যঁ ছ্যঁ ছ্যঁ ছন্নছড়া নস্যি


পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

ইনকগনিটো বলেছেন: অসাধারন একটা চিত্র এঁকেছেন কবিতা দিয়ে! কল্পনা করছি।

ব্রিলিয়ান্ট!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

নেক্সাস বলেছেন: বাহ! আমার কবিতা আপনার মনে কল্পনা জন্ম দিয়েছে জেনে ভাল লাগছে।

ধন্যবাদ ইনকগনিটো আপনাকে।


পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার ছন্দ মিলাইছেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই


পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপনার একটা প্রশংসা না করে পারছি না দেশী ভাই। কবিতার লেখার হাত আপনার অসাধারন। গত কয়েকটা পোস্টে আপনার কবিতাগুলি পড়ে আমি যতটুকু বুঝলাম, আপনার কাছাকাছি মানেরও একটা কবিতা লিখতে আমাকে আরো তিনবার জম্মাতে হবে।
সত্যিই আপনি অসাধারন কবিতা লিখেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

নেক্সাস বলেছেন: দুর কিযে বলেন না।

মুহুরুগঞ্জের ভাই।


ধন্যবাদ আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

সুপান্থ সুরাহী বলেছেন:

সুন্দরম!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

স্বপনবাজ বলেছেন: অসাধারণ হয়েছে এক কথায় !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

লেইট উত্তরের জন্য সরি

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

মামুন রশিদ বলেছেন: বিস্ময়কর ।



সপ্তম শ্রেনীতে পড়ার সময় আমি হাফপ্যান্ট পড়তাম, আর আপনি লুকিয়ে এতো সুন্দর কবিতা লিখতে পারতেন :| ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

লেইট উত্তরের জন্য সরি

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার এ কবিতাটি পড়ে মনে হলো; আপনি আপনার কাব্যপ্রতিভার
পুরোপুরি ব্যবহার পরবর্তিতে করতে পারেননি!!

সপ্তম শ্রেণীর ছাত্র হিসাবে এই কাব্যসাক্ষর আরও অধিক দূরগামী আর
পরিপূর্ণতার নির্দেশক ছিল।

শুভকামনা আপনার জন্যে। আর প্রত্যাশাও বাড়লো এখন.................

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: কথাটা সত্য যে জীবন বাস্তবতায় দীর্ঘ সময় এসব ছেড়ে দিয়েছিলাম। তাই কোন কিছুতেই কিছু হয়ে উঠা হয়নি..

ধন্যবাদ আপনাকে

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


অনেক ভালোলাগা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

শান্তা273 বলেছেন: মুগ্ধ হইলাম!
আর অবাক লাগছে এটা জেনে যে আপনি এই কবিতা সপ্তম শ্রেনীতে পড়ার সময় লিখেছেন।
অসাধারন!
শুভ কামনা থাকল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

নির্জন আঁধারে মলিন হল গৌধূলির মায়া।

অসাধারণ সুন্দর ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর বালার জন্য।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

প্রতীতি বলেছেন: বাল্য কবি B:-/
বাপ্রে!

ভাল লাগল +।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

নেক্সাস বলেছেন: বাল্য কবি কথাটা ঐভাবে ঠিক না...।

ধন্যবাদ আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর কবিতা............
অনেক ভালো লাগলো। পোষ্টে অনেক+++++++++++++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

নেক্সাস বলেছেন: সুন্দর কমেন্ট করায় ধন্যবাদ।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

শ।মসীর বলেছেন: সুন্দর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

নেক্সাস বলেছেন: আমার নেট হঠাত বিশ্রি সমস্যা দেখা দেওয়ায় আমি কোন কমেন্টের উত্তর দিতে পারছিনা বলে দুখিত

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

অনীনদিতা বলেছেন: নেক্সাস!!!!!!!
কোন কথা হবেনা:)
ফা-টা ফাটি------

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

নেক্সাস বলেছেন: অনেক ধইন্যাপাতা অনী আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

অদৃশ্য বলেছেন:



খবই সুন্দর হয়েছে লিখাটি.... আমারতো খুবই ভালো লাগলো.... এটা ভাববার বিষয় যে অতআগে আপনি এমন সুন্দর একটি কবিতা লিখতে পেরেছিলেন....


শুভকামনা....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

নেক্সাস বলেছেন: হ্যাঁ ভাই লিখেছিলাম। তবে শব্দের ব্যাপারে হেল্প নিয়েছি ব্যাকরণ বইয়ের।

ধন্যবাদ আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার অন্য কবিতাগুলোর চেয়ে এটা বেশি ভাল লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লিখেছিলেন সত্যিই। কিশোর বয়সের কাঁচা হাতের লেখা না, একটা পরিণত কবিতা। ছোটবেলায় লেখালেখির অভ্যাস থাকা খুব ভালো। আপনি যে এখন এত ভালো ভালো কবিতা লেখেন তা সেই অভ্যাসেরই সুফল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
আসলে ছোট বেলায় লিখলেও মাঝে লম্বা সময় লিখিনি।

আরো আগে আপনার কমেন্ট আশা করি। যত আশা তত নিচে নামে।


পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

প্রাইসলেস প্রিন্সেস বলেছেন: হেব্বি সুন্দর......... :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

নেক্সাস বলেছেন: হেব্বি ধন্যবাদ আপনাকে

৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

চয়নিকা আহমেদ বলেছেন:
অনেক সুন্দর কবিতা নেক্সাস।

সপ্তম শ্রেণীর বলে একেবারেই মনে হয় না!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

নেক্সাস বলেছেন: অনেক ধইন্যাপাতা চয়নিকা আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা পড়ে একবারও মনে হয় নাই, কোন বাচ্চার লেখা। অনেক ম্যাচিউরড লেখা। মগ্ধ।

ভালো লাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

নেক্সাস বলেছেন: নারে ভাই ক্লাস সেভেন মানে বাচ্চা। কেন যেন মনে হয় অনেক বড় ছিলাম তখনো। হয়তো একটু ইঁচড়ে পাকা।

ধন্যবাদ আপনাকে।

পেশাগত ঝামেলায় দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

নীলঞ্জন বলেছেন: দিবাকর চুমিল অস্তাচল, এল বিদায়ের কাল,
আবীরের রঙে লাল সিঁদুর পরিল চক্রবাল।
চারদিক সুনসান, মৌন নিথর সজিবতা
ক্লান্ত দেহে শ্রান্ত হল দিবাচঞ্চল বৃক্ষলতা।
- কষ্টের লাল লাল ছোপ।++++++

ভালোলাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নীল দাদা।

উত্তর দেরী হওয়ার আন্তরিক দুঃখিত

৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

নিবেদীতা বলেছেন: ভাল লাগল বাল্য কবি।
+++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

উত্তর দেরী হওয়ার আন্তরিক দুঃখিত

৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন! সপ্তম শ্রেনীতে আমি এই সব তেমন কিছুই বুঝিতাম না। আমার দৌড় ছিল, সুকুমার রায় পর্যন্তই।

অনেক আগে থেকেই আপনি দেখা যাচ্ছে পরিনত লেখা লিখেন। ভালো লাগল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

উত্তর দেরী হওয়ার আন্তরিক দুঃখিত

৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লিখেছিলেন সত্যিই। কিশোর বয়সের কাঁচা হাতের লেখা না, একটা পরিণত কবিতা। ছোটবেলায় লেখালেখির অভ্যাস থাকা খুব ভালো। আপনি যে এখন এত ভালো ভালো কবিতা লেখেন তা সেই অভ্যাসেরই সুফল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

উত্তর দেরী হওয়ার আন্তরিক দুঃখিত

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ক্লাস সেভেন !!!!!!!

অবশ্যই ১১-১২ বছরের বালকের জন্য এই কবিতা লেখা একটা বেশ কঠিন কাজ। চর্চা অব্যাহত থাকুক...

রেজোওয়ানা বলেছেন: আপনি যে বয়সে কবিতাটা লিখছেন তখন আমি 'আষাঢ় মাস গরু খায় ঘাস' টাইপের লেখা লিখতাম!! :D :D

আমারও একই অবস্থা...

স্মৃতিচারণটা ভাল লাগলো খুব। শুভকামনা রইলো নেক্সাস।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নেক্সাস বলেছেন: হাহাহাহা প্রিয় ফ্রস্টেটেড । আসলে ১১-১২ বছরে অমন ছোট ছিলামনা। বেশ পাকাই ছিলাম বলা যায়। ডাইরী লিখতাম তখনো। রাজনীতি বুঝতাম। আর ছোট কি?

ধন্যবাদ আপনার কমেন্টরের জন্য।
এই কবিতা পোষ্ট করার আগে ভাবতাম এটা একটা অপরিনত হাতের লিখা পাগলামি। কিন্তু আপ[নারা যখন বলছেন পরিণত তখন শুধু ভাল লাগছে আর অবাক হচ্ছি। এটা লিখতে বাংলা ব্যাকরণের অনেক আশ্রয় নিয়েছি। ইনফ্যাক্ট সেসময় অনেক লিখেছি এরকম। সবগুলোই ব্যাকরণ থেকে সাহায্য নিয়েছি প্রতিশব্দের জন্য।


নানা ঝামেলায় দেরীতে উত্তর দিলাম বলি সরি।

৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++++++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয়জন

৪৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল+++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বাঁধান হারা

নানা ঝামেলায় দেরীতে উত্তর দিলাম বলি সরি।

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: পেশাগত কিছু বাজে সময় অতিক্রম করছি। তাই কমেন্টের উত্তর দিতে পারছিনা। সকল প্রিয় ব্লগারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হোপ আজ রাতে আবার সরব হব।

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

অনীনদিতা বলেছেন: তারাতারি সরব হোন:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

নেক্সাস বলেছেন: হুম সরব হয়েছি । ধন্যবাদ। ভাল থাকবেন

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সপ্তম শ্রেণীতেই এতো দূর্দান্ত কবিতা?
বিস্ময় এবং মুগ্ধতা।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

নেক্সাস বলেছেন: আসলে ১১-১২ বছরে অমন ছোট ছিলামনা। বেশ পাকাই ছিলাম বলা যায়। ডাইরী লিখতাম তখনো। রাজনীতি বুঝতাম। আর ছোট কি?

ধন্যবাদ আপনার কমেন্টরের জন্য।
এই কবিতা পোষ্ট করার আগে ভাবতাম এটা একটা অপরিনত হাতের লিখা পাগলামি। কিন্তু আপ[নারা যখন বলছেন পরিণত তখন শুধু ভাল লাগছে আর অবাক হচ্ছি। এটা লিখতে বাংলা ব্যাকরণের অনেক আশ্রয় নিয়েছি। ইনফ্যাক্ট সেসময় অনেক লিখেছি এরকম। সবগুলোই ব্যাকরণ থেকে সাহায্য নিয়েছি প্রতিশব্দের জন্য।


নানা ঝামেলায় দেরীতে উত্তর দিলাম বলি সরি।

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি দেখি জন্ম থেকেই প্রতিভাবান। অনেক সুন্দর! :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: জি না আমি জন্ম থেকে গবেট।

অনেক ধন্যবাদ।


নানা ঝামেলায় দেরীতে উত্তর দিলাম বলি সরি।

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন নেক্সাস !:#P !:#P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

নেক্সাস বলেছেন: ওহ ধন্যবাদ পনিপা

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে !:#P



সুন্দর কবিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা কবি !:#P !:#P

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন। !:#P !:#P !:#P

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P !:#P !:#P ...

বাল্য কবির অসাধারণ কবিতায় অনেক ভালো লাগা

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

অনীনদিতা বলেছেন: অহো!দেরি করে ফেললাম:(
শুভ জন্মদিন:)
খাওয়া কিন্তু পাওনা রইলো:)

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: আগামী বছর খাওয়াবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.