নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

পোড়া-পুড়ি (মুক্তগদ্য)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

ইদানিং পোড়া গন্ধে হার মেনেছে ম্যানহোলের কটু গন্ধ। বড় বেশী পোড়াপুড়ি। ঘর পোড়ে, মন পোড়ে, সেলাই কন্যার নিতম্ব দোলানো সুখও পুড়ে যায়। তুষের আগুনে পুড়ে শাষক আর শাষিতের মাঝখানে নির্বাক সমাজ বিজ্ঞান। ক্ষোভে আর বিক্ষোভে রাজপথ পোড়ে। কাল সাপের নিরাপদ ঝাঁপিতে কে যেন লাগিয়ে দিয়েছে আগুন ! জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো....



পোড়ে আত্মা-পোড়ে স্বত্তা; পুড়ে সৃষ্টি, পুড়ে কৃষ্টি। পোড়ে নগরে নাগরিক। সকাল পুড়ে, দুপুর পুড়ে, সন্ধ্যা পুড়ে। চায়ের কাপে পুড়ে যায় হলুদ বিকেল । সব সবুজ পুড়ে চারখার করে ইটের ভাটায় গোপন চিমনি।

রাত পুড়ে গৃহত্যাগী জোৎস্নায় ! ঘুম পুড়ে ঝিঁঝিঁর মায়া ডাকে। স্মৃতি পুড়ে ডাইরীর স্যাঁতস্যঁতে ভাঁজে।

আমিও পুড়ি। নিরন্তর পুড়ি। দু'আঙ্গুলে নিকোটিন দন্ডে পোড়ে নষ্ট সময়।এক জোড়া শীতল চোখে স্বপ্ন পোড়ার দীর্ঘ কবিতা। অতঃপর মন পবনের নৌকা পুড়িয়ে দুর সাগরে স্বপ্নভস্ম ভাসাই।

























(এখন মুক্তগদ্যের যুগ। তাই লিখার চেষ্ঠা। এটি জীবনের প্রথম মুক্ত গদ্যা। কেউ মাইন্ড করলে আমার দোষ নাই)



(উৎসর্গ: প্রিয় ব্লগার স্বদেশ হাসনাইন যার ব্লগে কমেন্ট করতে গিয়ে লিখা এবং রেজোওয়ান মাহবুব তানিম যিনি মুক্তগদ্যের ভীষন ভক্ত)

মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আরজু পনি বলেছেন:

"মুক্ত গদ্য" আর "গদ্য কবিতা"র মধ্যে তফাৎ কি? একটু দ্বন্দ্বে পড়ে গেছি! :|

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নেক্সাস বলেছেন: হাহাহা ামিো জানিনা পনিপা..জানার ইচ্ছায় এদিক সেদিক দেখছি

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

জাকারিয়া মুবিন বলেছেন: ২য় ভাললাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আরজু পনি বলেছেন:

স্বদেশ হাসনাইন যা লিখেন তা আমার কাছে মনে হয় গদ্য কবিতা।

মুক্ত গদ্যের সাইজ মনে হয় আরো বড় হয়.... আপনার কি মনে হয়? একটু বললে বুঝতে পারতাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

নেক্সাস বলেছেন: আসলে স্বদেশ ভাই সিনিয়র লেখক। উনাদের কাছ থেকে শেখার আছে।

আর আমার নিজের কাছেই মুক্তগদ্য জিনিসটা ক্লিয়ার না। যে কয়েকজন কে জিজ্ঞেস করেছি তাদের উত্তর ছিলো আরো কঠিন। তারপরেও যা বুঝেছি তা নিয়ে লিখলাম।

আর গদ্য কবিতা বিষয়টা বুঝি।
গদ্য কবিতার মাত্রা বিন্যাস কোন নিয়ম না মানলেও। বিশেষ বিশেষ সময় নিয়ম মানে। আবার গদ্য কবিতাট শব্দের ব্যবহারীক ছন্দ কাজ করে। যার ফলে লিখাটা আবৃত্তি যোগ্য সুখ পাঠ্য হয়ে উঠে।

ধন্যবাদ পনিপা

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সাহিদা আশরাফি বলেছেন: পোড়াপুড়ি মুক্তগদ্য অনেক ভাল লাগলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

নেক্সাস বলেছেন: অনেক ভাল লাগলো বলে আমি মেলা খুশি

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। মুক্তগদ্য আর কবিতার মধ্যে আমার স্বল্পজ্ঞানে যে ফারাকটা বুঝি, তা হল মুক্তগদ্যে কাব্যিকতা আবশ্যক নয়, কবিতার মত ব্যাকরণীক বিন্যাসেরও প্রয়োজন নেই। ক্যানভাসটা ইচ্ছেমত বর্ধিত করে কিছু স্বেচ্ছাচারী ভাবনা তুলে রাখা যেগুলোর কোন নির্দৃষ্ট গন্তব্য নেই। আপনার লেখাটাকে নির্দ্বিধায় কবিতা বলা যায়। এটা একটা থিমকে ধরেই এগিয়েছে, কাঙ্খিত জায়গায় পৌঁছে গেছে কাব্যিক শব্দ এবং উপমা সমন্বয়ে। মুক্তগদ্যে আপনি মাঝখানের একটি প্যারায় অফটপিকে অন্য কথাও বলতে পারেন।

'পুড়ে' আর 'পোড়ে', এই দুটো শব্দের প্রয়োগ ঠিক হয়নি কিছু জায়গায়। যেমন, দু'আঙ্গুলে নিকোটিন দন্ডে পুড়ে নষ্ট সময়/ পোড়ে হবে। ঘর পুড়ে, মন পুড়ে, পুড়ে সেলাই কন্যার নিতম্ব দোলানো সুখ এসব ক্ষেত্রেও পোড়ে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। এটা মনে হয় আমার পোষ্টে এ যাবৎ কালে আপনার সেরা কমেন্ট। মুক্ত গদ্য হোক আর পদ্য হোক আপনার কাছ থেকে মূল্যবান কমেন্ট পেয়ে লিখা স্বার্থক।

আমি মুক্তগদ্য নিয়ে শিখছি। সময় লাগবে বেশ। আপনার এি কমেন্টখানা সিখার ভান্ডারে সোংযোজিত হল।

তবে একটা কথা সত্য যে একেকজন একেক কথা বলে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভিন্নধর্মী , ভালই লাগল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সুহৃদ

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোরের ভাললাগাও রইলো :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ চোর মামা

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নুর ভ্রাতা

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

রেজোওয়ানা বলেছেন: আমরা সব কিছু শুধু পুড়িয়ে ফেলি, ভেঙ্গে ফেলি.....!!


আপনার আর হাসানের সৌজন্যে মুক্তগদ্য আর গদ্য কবিতার ধরন জানা গেলো, এটা বাড়তি পাওনা হলো!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রেজুপা...

হাসান ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শিখার আছে আমার।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বাপরে সবাই দেখি কি পরিমানে জ্ঞানী কমেন্ট শুরু করছে!! মুক্তগদ্য নামটাই আজকে শুনলাম। কবিতা, মুক্তগদ্য, মুক্ত কবিতার পার্থক্য তো আরো পরের বিষয়।

যাই হোক মূর্খীয় মাথায় যা ধরছে, লেখা ভালো পাইলাম।

"লেখার ছন্দে পুড়ে ছারখার হয়ে যাক যত অন্যায়। পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠুক এক একটি ছন্দ। পোড়া ছন্দে........"


আমিও টেরাই মারলাম। ;) কিচ্ছুতো হয় নাই আগেই জানি। =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নেক্সাস বলেছেন: হাহাহ দেশি।

আছেন কেমন?

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

একজনা বলেছেন: মন্তব্যটা পড়া ছিল। ভাল লেগেছিল। আবারো পড়লাম। আবারো ভালই লাগল পোড়াপুড়ির মুক্ত গদ্য। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই একজনা।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

রাইসুল নয়ন বলেছেন: বরাবরের মতই অসাধারণ ।

আপনার সব সৃষ্টিই আমার ভালোলাগে ।
অনেকদিন পরে পোস্ট দিলেন,
অপেক্ষায় ছিলাম ।

কেমন আছেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

নেক্সাস বলেছেন: ওরে আমার প্রিয় নয়ন ভাই।

অনেক ধন্যবাদ।

কেমন আছেন?

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

অনীনদিতা বলেছেন: +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

রাত পুড়ে গৃহত্যাগী জ্যোৎস্নায়।

জ্যোৎস্না এমনই, অদ্ভূত মোহে ভাবুক কেড়ে যায়।

ভালো লাগলো, পুরোটাই।
গদ্য কবিতা আরো অনেক পাবো, আশা করি।

হাসান মাহবুব ভাই'র মন্তব্যে এক্সট্রা প্লাস।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

নেক্সাস বলেছেন: দেখা যাক দূর্জয় ভাই।

ধন্যবাদ

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

সায়েম মুন বলেছেন: চারিদিকে পোড়ো গন্ধ!
প্রথম গদ্যকবিতা হলেও অনেক ভাল লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: দু'আঙ্গুলে নিকোটিন দন্ডে পোড়ে নষ্ট সময়

আমার কাছে তো গদ্যকবিতা কিংবা বেশ একটা অণুগল্প মনে হল। :|

যাই হোউক, থিমটা আসলেই অনেক ভাললাগসে।
চমৎকার লেখনী, চমৎকার।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: হেল্লো প্রিয়জন...
থিমটা সাম্প্রতিক পোড়াপুড়ি।

জাতীয় পতাকা থেকে বই..

ধন্যবাদ অনেক আপনাকে

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

ইখতামিন বলেছেন:
ত্রয়োদশ ভালো লাগা.

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগলো।++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এই তো দেশি আছি মোটামুটি!! খুব ব্যস্ততা যাচ্ছে। আপনি আছেন কি রকম??

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

নেক্সাস বলেছেন: আমিও ভাল।

চলে যায় দিন রাতের শংকায়...চলে যায় রাত দিনের প্রত্যাশায়

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: রাত পুড়ে গৃহত্যাগী জোৎস্নায় ! ঘুম পুড়ে ঝিঁঝিঁর মায়া ডাকে। স্মৃতি পুড়ে ডাইরীর স্যাঁতস্যঁতে ভাঁজে।

কথাগুলো খুব পছন্দ হৈছে :)

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বালিকা

২১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

রাইসুল নয়ন বলেছেন: ভাইয়া,
আপনার আগেই আমি কিন্তু জানতে চেয়েছিলাম, "কেমন আছেন?"

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: আমি ভালো আছি ভাইয়া।

ধন্যবাদ

২২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

মাক্স বলেছেন: পোড়ে আত্মা-পোড়ে স্বত্তা; পুড়ে সৃষ্টি, পুড়ে কৃষ্টি +++++

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাক্স

২৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: মাসুম ভাই ধন্যবাদ

কেমন আছেন?

২৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

ভুল উচ্ছাস বলেছেন: খাইছে এইভাবে সব পুড়ে ছারখার হয়ে যাবে নাকি? নেক্সাস সব পুড়ুক কি ব্লগ যেন না পোড়ে তাহলে কিন্তু এতো সুন্দর সুন্দর লেখা আর পড়তে পারবো না।


ওহ হ্যা দারুন লিখেছো। ক্যারি অন ভ্রাতা। :) :)

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

নেক্সাস বলেছেন: ভুল উচ্ছাস ধন্যবাদ ব্রো।

ব্লগ না পুড়লে আমিও খুশি

২৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

নেক্সাস বলেছেন: আমার পোষ্টে এই কমেন্টের মানে কি?

শায়মা, দিবা, সান্তনু এরা সবাই সবার প্রিয় ব্লগার।

আমি চাই এরা সবাই সুন্দর ভাবে এই ব্লগে থাকুক।

মন খুলে লিখুক।

২৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

এম হুসাইন বলেছেন: আমিও পুড়ি। নিরন্তর পুড়ি। দু'আঙ্গুলে নিকোটিন দন্ডে পোড়ে নষ্ট সময়।এক জোড়া শীতল চোখে স্বপ্ন পোড়ার দীর্ঘ কবিতা। অতঃপর মন পবনের নৌকা পুড়িয়ে দুর সাগরে স্বপ্নভস্ম ভাসাই।

অসাধারন কথা গুলো। মন ছুঁয়ে গেলো।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

২৭| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে অনেক দিন দেখিনা ব্লগে, মনে পড়েছিলো। :)

কেমন আছেন নেক্সাস?

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: বালিকা নানা ব্যাস্ততায় সময় চলে যায়। সার্বিক অবস্থায় কিছুটা নিরব। সামনে আরো কিছুদিন নীরব থাকবো।

আপনি কেমন আছেন?

আমি ভাল।

ব্লগে সুন্দর সময় কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.