নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের ক্যামোফ্লেজ

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ক্রমশ মৃত্যুর দিকে গুটি গুটি পা ফেলে এগিয়ে যাওয়া এমন কারো সাথে কি কেউ কোনদিন কথা বলেছেন? আচ্ছা মৃত্যুর কিছুটা পূর্ব মুহুর্তে মানুষের অনুভূতি কেমন হয়? তার গায়ের রং, চেহারার ভাঁজ, চোয়ালের মানচিত্র, তার নিউরণের কার্যক্ষমতা এগুলো কেমন থাকে।

কিংবা মৃত্যু পথযাত্রী মানুষটির প্রতি তার আশে পাশের মানুষদের আচরণ কেমন থাকে? এসব প্রশ্নের উত্তর যদি কারো কাছে খুঁজে পেতাম তাহলে নিজের সাথে আসন্ন মরহুম মানুষটিকে মিলিয়ে নিতাম।





ভাগ্য বিশ্বাসী কোনদিনই ছিলাম। কিংবা কোন তদবিরে এতটুকুন বিশ্বাস ছিলনা। মা যতবারই বাহুতে মাদুলি বেঁধে দিয়েছেন ততবারই সেটা ছুঁড়ে ফেলে দিয়েছি। কি অদ্ভুত এখন আমাকে ফুটপাথে অন্যের ভাগ্য গননা করতে করতে নিজের কমনীয়তা হারানো টিয়া পাখি ভীষন টানে। ছুটে যেতে ইচ্ছে করে গনকবাড়ি। বিজ্ঞ টিয়া পাখি কাগজ উঠিয়ে জানিয়ে দিবে আমার শনির দশা ! কিন্তু জেনে কি লাভ ইনসমনিয়ার বাড়তি রসদ ছাড়া।



ক্রিকেট মাঠের খেলার সাথে জীবনের খেলার কোন মিল নাই। স্বদেশের পরাজয় কিংবা ক্ষণায়ু ইনিংস কিছুতেই মেনে নিতে পারিনা। কিন্তু কি আচার্য্য প্রতিক্ষনেই মেনে নিচ্ছি জীবন ইনিংসের নীরব পরাজয়।



অদ্ভুত নগর। সৃষ্টির সেরা মানুষের অহরাত্রি বিচরণ। তবুও ভয়, তবুও শূন্যতা। সম্পর্ক গুলো মাঝে মাঝে নিছক ক্যামোফ্লেজ কিংবা জীবনের বড় ট্রাজেডী। যেন পলাশীর প্রান্তরে দাঁড়িয়ে আছি আরেক সিরাজ ! আশা হীন, ভরসাহীন !



আসন্ন মরহুম একজন মানুষকে খুঁজছি। তার সাথে আমার অনেক বুঝাপড়া আছে। জীবনের জটিল কিছু সূত্রের সমাধান প্রয়োজন। কিন্তু এমন মানুষ কি আদৌ খুঁজে পাওয়া যায় যে জানে তার মৃত্যু অত্যাসন্ন। আচ্ছা যদি খুঁজে পাওয়া না যায় তবে কি নিজের ছায়ার সাথে সেরে নেব কিছু কথোপকথন.....











মন্তব্য ৫৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

আশিক মাসুম বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম :)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। আসলে বিষয়টা দুঃখের। দুঃখের বা নিজের কষ্টের। আপনার ভাল লাগাতে আমার কেমন লাগছে জানিনা

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

জাকারিয়া মুবিন বলেছেন: মৃত‍্যুচিন্তা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে অথবা খারাপ কাজে অনুপ্রাণিত করে!!! কোনটা ঠিক???

কনফিউজড।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

নেক্সাস বলেছেন: দুটোই প্রিয় মুবিন ভাই..

তবে মৃত্যুচুন্তা মুক্তির অন্বেষা হতে পারে

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো মুক্তগদ্য ।


প্রথম ভালোলাগা ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: মামুন ভাই মুক্ত মানুষ। আপনাকেও ভাল লাগে

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

হাসান মাহবুব বলেছেন: লেখাটাতো ভালোই, আরো বেশি ভালো লাগলো ভাবনার মিল পাওয়াতে।

বানানগুলা ঠিক করেন।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

নেক্সাস বলেছেন: হামা ভাই ভাল বল্লে অনেক ভালো লাগে।

আমার বানান ভূলের কথা আর কি বলব !

লজ্জাই লাগে।

আসলে আমি এটা নিজের কিছু ব্যাক্তিগত টানাফোড়েন নিয়ে লিখেছি গদ্য পদ্যা না মুক্ত গদ্য ভাবিনি। অনেকটা ডাইরী প্রলাপ

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

অনীনদিতা বলেছেন: কিছুদিন আগে হাসান মাহবুব ভাইয়ার একটা গল্প পড়েছিলাম।
ওনার লেখাটা পড়ে অনেক মন খারাপ হয়ে ছিল:(
এখন আবার আপনি মন খারাপ করে দিলেন:(

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

নেক্সাস বলেছেন: আমার জন্য আপনার মন খারাপ হয়েছে শুনে কিছুটা ভাল লাগছে অনি।

ধন্যবাদ

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

কামরুল হাসান শািহ বলেছেন:
৪র্থ ভালো লাগা :)

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

নেক্সাস বলেছেন: কেন ভাল লাগলো? :D :D

৮| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

রাইসুল নয়ন বলেছেন: কবি ভাই !!
একবার মরার সাহস নেই,বার বার যদি মরতে পারতাম তবে প্রতি বার ফিরে এসে দেখে যেতাম কে কতটা কাদল :)

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর বলেছিস রে পাগলা...

৯| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার লেখা কোন প্রিকশন ছাড়াই হার্ডব্রেক করে থেমে যায়... ব্যাপারটা কষ্টকর।

ক্যামোফ্লেজ ব্যাপারটা ভাল লাগলো খুব। আর, চিন্তাপ্রবাহটার প্রকাশটাও, উপসস, খুবই সুন্দর :)

দিলেন তো পলাশীর প্রান্তরের কথা মনে করিয়ে। শুধু পলাশী নিয়াই একখান গল্প লিখসিলাম ম্যালা আগে :D

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

নেক্সাস বলেছেন: আসলে কথাটা সত্য। লিখালিখিতে সিদ্ধহস্ত নয় বলে এমন হয়।

আমার নিজেকে আজকাল পলাশীতে দাঁড়ানো সিরাজ মনে হয়।


ধন্যবাদ বন্ধু

১০| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো.
ভাবনাটা আগে একবার পড়েছিলাম. ;)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

নেক্সাস বলেছেন: কোথায় পড়েছেন শাহরুখ ?


ধন্যবাদ

১১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

সোনালী ডানার চিল বলেছেন:


ক্রিকেট মাঠের খেলার সাথে জীবনের খেলার কোন মিল নাই

আসলেই!! লেখা খুব ভালো হয়েছে; আর একটু বিস্তৃত হতে পারতো...........
শুভকামনা।।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: জীবন যেখানে সংকীর্ন হয়ে আসছে সেখানে ভাবনা বিস্তার পাবে কই। অনেকদিন পরে আপনাকে দেখলাম। ভাল আছেন তো ভাই?

ভালো থাকুন

১২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ এবং অসাধারণ।

তবে কিছু শব্দ অন্যভাবে লেখা যেতো মনে হচ্ছে।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। সফল কবি

১৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



+++++++++++++

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০

দানবিক রাক্ষস বলেছেন: ভাষাহীন আমি,
প্রতিবারই আপনার লেখায় আমার জীবনের প্রতিছবি...... তবে কি আমিও নিজের ছায়ার সাথে কিছু কথোপকথন সেরে নিব?

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

নেক্সাস বলেছেন: নানা আপনি ভাল থাকুন। আমি চাইনা আমার ছায়া কেউ মাড়াক

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আপনি আমার অনুসারিত লিস্টে ছিলেন না। নিয়ে নিলাম।
ভালো থাকবেন। :)

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: আপনি আগে থেকেই অনুসারীত।

ধন্যবাদ ভাই

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

মেহেরুন বলেছেন: মন খারাপ করা লেখা :(

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

নেক্সাস বলেছেন: হুম

১৭| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

প্রিয়তমেষূ বলেছেন: অস্হির মনের অস্হির ভাবনা সমগ্র

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

নেক্সাস বলেছেন: অস্হির মনের অস্হির ভাবনা সমগ্র


ঠিক ধরেছেন

১৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল।
+++++++++
আপনার গল্পে দার্শনিক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

নেক্সাস বলেছেন: দার্শনিক কিনা জানিনা ঠিক যাপিত জীবনে যেমন অনুভূত হচ্ছে তাই লিখলাম ডাইরীর খেরো খাতায়।

ধন্যবাদ

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

শিপু ভাই বলেছেন:
সবাই জানে একদিন তার মৃত্যু হবে। কিন্তু বেচে থাকার প্রতি আমাদের খুব লোভ। মৃত্যু চিন্তাটাকে আমরা বরাবরই এড়িয়ে যেতে পছন্দ করি!!!


লেখায়++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

নেক্সাস বলেছেন: আমার বেঁচে তাকায় কোন মোহ নাই ভাই।

ধন্যবাদ

২০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

নেক্সাস বলেছেন: পড়ে কমেন্ট করলাম

২১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:

ঠিক নিজের ছায়ার সাথেই সেরে নেয়া যেতে পারে কিছু কথাবার্তা.... সেইতো মৃত্যুর সবথেকে কাছাকাছি থাকে....


লিখাটি চমৎকার হয়েছে...

শুভকামনা...

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

নেক্সাস বলেছেন:
ঠিক নিজের ছায়ার সাথেই সেরে নেয়া যেতে পারে কিছু কথাবার্তা.... সেইতো মৃত্যুর সবথেকে কাছাকাছি থাকে....

২২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

সোমহেপি বলেছেন: nice!!

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ১৭ তম +++ ভালো হয়েছে

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

২৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

মাহমুদা সোনিয়া বলেছেন: +++++

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সোনিয়া আপা

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯

সায়েদা সোহেলী বলেছেন: আসন্ন মরহুমের অপেক্ষায় আছেন জেনে এলাম হাজিরা দিতে
ভাগ্য নামক শব্দের সাথে খুব করে পরিচিত একজন আমি
না সাপ্তাহিক রাশিফল কিনবা টিয়া পাখির লেখা সাহিত্য ভাগ্য নয়
বিধাতার লেখা উপন্যাস , জা জীবনের চোখ দিয়েই শুধু দেখা যায় গনক এর চোখে নয় ।

লেখায় ভালো লাগা জনিয়ে গেলাম ,
এমন প্রশ্নে আমি আমার নিজ সত্তার সাথেই কথা বলি , চেষ্টা করি

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নেক্সাস বলেছেন: ভাগ্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি করি।

বিধাতার লিখা উপন্যাস করো কারো জীবনে বড় বেশী বেদনার।

ভাল থাকবেন।

ধন্যবাদ আসার জন্য

২৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: আসন্ন মরহুম মানুষ চোখের সামনে দেখেও কখনো বুঝতেই পারিনি সে চলে যাবে। তবে তার বলা কিছু কিছু কথা ভাবলে বুঝি সে নিজেই জানত মারা যাবে কিন্তু আমরাই বুঝতে পারিনি। আমার বাবার কথা বলছি।

তবে আমি ব্যক্তি জীবনে আমার নিজের ক্ষেত্রে ভীষণ ভীতু একজন মানুষ। সারাটাক্ষণ এক ভয়ের ধুকধুকানি নিয়ে চলি, চলতে ফিরতে ভয়ে ভয়ে এতো চমকে উঠি ! বা মৃত্যু নিয়ে বিলাসী চিন্তা অনেক ক্ষেত্রে কাজ করলেও একমাত্র তীব্র বিষাদ ছাড়া বাকী সময়টায় মনে হয় আমি আরও দীর্ঘ দিন বেঁচে থাকতে চাই, জীবন যেহেতু অনেক সুন্দর।

পুরো লেখা জুড়ে বিষণ্ণতার ছড়াছড়ি। আর বিষণ্ণতা খুব সংক্রামক এক ব্যাধি।

ভালো থেকো নেক্সাস।

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১১

নেক্সাস বলেছেন: আমি নিজেও ভীতু।আর ভীতু বলেই মৃত্যু কে ভয় পাই।
জীবন অনেক সুন্দর এই বিষয়টাই আমার কাছে এখন বড় কনফিউশান।
তাই মাঝে মৃত্যুকে আলিঙ্গনের স্বাদ জাগে। আবার মাঝে মাঝে নিজ থেকেই মৃত্যুর গন্ধ পায়। মনে হয় এই বুঝি হাঁটছি মৃত্যুর খুব কাছ দিয়ে।
এসব এলোমেলো জীবনের বিষণ্ণতা ছুঁড়ে যে অভিমানের অন্তহীন বেদনা সেখান থেকেই এই লিখাটা।

ধন্যবাদ অর্পনা পুরোনো লিখা পড়ে মন্তব্য করার জন্য।

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন:

নিজের সাথেই কথা বলে নিতে হবে যে, নেক্সাস ! :|

ভাবনাটা ভালো লাগলো ।।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ পনিপা। মেলা দিন পরে এসে আপনার কমেন্ত দেখলাম। ক্ষমা করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.