নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

পথ যেতে যেতে -১

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মা আমায় ক্ষমা করো



রাত নয়টা কি সাড়ে নয়টা ! সময়ের ব্যাপারে আমি কখনই একিউরেট না। কারণ প্রাগৈতিহাসিক কাল থেকে আমার হাতে কোন ঘড়ি নাই। 'মুঠোফোনে' ঘড়ি থাকলেও সচরাচর দেখা হয়না। পল্টন মোড়ে বাস কন্ডাক্টরের নানা মুখি গন্তব্যের হাঁক ডাক; ডাইরেক্ট, সিটিং প্রলোভন চলছে অবিরত...



মিরপুরগামী বাসে চড়ে পেছনের চাকা বরাবর আসনটিতে বসে পড়লাম। আমার সহযাত্রী একজন আফ্রিকান। খসখসে কালো চামড়া ফুটে বের হয়ে আসা আঁখি জোড়ায় অপার শৌন্যতা নিয়ে তাকিয়ে আছে জানালার বাহিরে.....আফ্রিকানরা এই দেশটাতে বেশ ভালই মজা পেয়েছে। ঢাকার রাস্তায় হারহামেশাই এদের দেখা যায়। ..



বাসে বা ট্রেনে পাশের যাত্রীর সাথে খোশ গল্প করা আমার একটা অভ্যাস কিংবা বদ অভ্যাস। আফ্রিকান সহযাত্রীর সাথে কথা বলার জন্য মন উসখুস করছে। কিন্তু লোকটা কোন দেশী? কোন ভাষায় কিভাবে কথা বলা শুরু করব বুঝে উঠতে পারছিনা। একেক জাতির একেক রকম সংস্কার। শুনেছি বাসে বা ট্রেনে জাপানীদের কোথায় যাবেন জিজ্ঞেস করতে নেই। জিজ্ঞেস করতে হয় আপনি বেশী দূর যাবেন কি? লোকটার চোখের শৌন্যতা আর চামড়ার কৃষ্ণ রুক্ষতা বলছে সে সোমালিয়ান; কোঁকড়ানো চুল আর শরীরের গঠন বলছে সে নাইজেরিয়ান; থুতনির চারপাশ ঘিরে ছোট ছোট দাঁড়ি বলছে সে সুদানিজ। আমি লোকটা কে নিয়ে নানা কথা ভাবছি আর সে নির্লিপ্ত বাহিরে তাকিয়ে আছে ।

তৎক্ষনে গাড়ি চলে এসেছে শাহবাগ মোড়ে। বেশ কয়েকজন যাত্রী হুড়মুড় করে ঊঠে পড়ল বাসে। হঠাৎ আমার ভাবনা জুড়ে থাকা আফ্রিকান চিৎকার করে উঠলেন " ওই হেলপার খানকির পুত গেইট লাগা"....মুহুর্তে আমি সহযাত্রির পরিচয় পেয়ে গেলাম। মুহুর্তের বিষ্ময়ে তার দিকে অপলক তাকিয়ে রইলাম। মামা ভাড়া দেন কন্ডাক্টরের ডাকে সম্বিৎ ফিরে পেলাম...



শেওড়াপাড়া এসে আমার আফ্রিকান সদৃশ স্বদেশী নেমে গেলেন। আমি জানালার দিকে সরে এসে তার পথের দিকে তাকিয়ে থাকলাম। আমার মাথায় একটা শব্দ কিলবিল করছে - "খানকির পুত"। আমি ভাবছি হয়ত বাসায় লোকটার বৃদ্ধ মা আছে। তিনি বসে আছেন। ছেলে কখন ফিরবে। তারপর এক সংগে খাবেন। কিংবা তার মা অসুস্থ। তিনি ফিরেই মাকে যত্ন করে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিবেন। হয়তোবা তার মা বেঁচে নেই। তাই তিনি নিজের মেয়ে কে আদর করে মা বলে ডাকেন। বাসায় গিয়ে সে মাকে সাথে নিয়ে খাবেন। অথচ একটু আগে তিনি কত অবলীলায় একজন বাস কন্ডাক্টরের মাকে গালি দিলেন। কেঊ তাকে কিছু বল্লোনা, আমিও না। এদেশে মাকে ধরে গালি দেওয়া যেন নিপাতনে সিদ্ধ সমাজ রীতি। আমার মা, তার মা, তিনার মা - কারো মাকেই আমরা সন্মান দিতে পারিনি। আর বাসের হেলপার কন্ডাক্টরের মা হলেতো কথাই নেই। ঘনবসতির এই দেশে অতিরিক্ত যাত্রি উঠানোর যে মহাপাপ তাতে কি হেলপারের মায়ের কোন দোষ ছিল ?? নাকি সে কেন সন্তান জন্ম দিয়েছে এটাই তার দোষ ?? সন্তান ভাল কাজ করলে বাপের বেটা আর খারাপ কাজ করলে খানকির পুত ! সেলুকস একেই বলে।

হায় ! মা, এদেশে তুই সন্তান জন্ম দিলেও দোষ না দিলেও দোষ !



আমি আর কিছুই ভাবতে পারছিনা। আমার মন খারাপ হয়ে গেল। মাথায় চিন চিন করে ব্যাথা অনুভব করতে লাগলাম। এইতো আমাদের যাপিত নগর জীবন। পথ যেতে যেতে মন খারাপের কত ঘটনাই ঘটে যাচ্ছে নিত্য, নীরবে... কোনটা ফেলে কোনটার কথা বলি............??









টিকা: বন্ধু স্বপ্নবাজ অভি'র মাকে নিয়ে যে আহবান, সে আহবানে সাড়া দিয়ে কিছুদিন আগে বাসে ঘটে যাওয়া একটা ঘটনা সবার সাথে শেয়ার করলাম।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

লেখায় আপনার সাথে পথ ঘুরে এলাম। চলুক....

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

নেক্সাস বলেছেন: হুম ভাই ভাবছি পথের নানা সংগতি অসংগতি নিয়ে একটা ধারাবাহিক লিখা লিখবো। জানিনা পারবো কিনা। একটা ক্যামেরা থাকলে ভাল হত। কিন্তু নাই।


ভাল থাকবেন। বাবু কেমন আছে এখন?

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা কোথায় যেন একবার পড়েছিলাম, ফেসবুকে মেবি!
যাই হোক, আসলে আমারও ভীষন কষ্ট হয়, যখন কাউকে দেখি মাকে নিয়ে গালাগালি করে। এটা ভীষন অন্যায়!! ভীষন অন্যায়!।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

নেক্সাস বলেছেন: হুম বস এটা ফেইবুকে দিয়েছিলাম আগে। অভি মাকে নিয়ে লিখার যে আহবান সেটা মথায় রেখে ব্লগেও দিয়ে দিলাম। আমাদের সমাজের রন্ধে রন্ধ্রে কিছু স্বীকৃত অনিয়ম বাস করে। এগুলোর আমুল সংস্কার দরকার কিন্তু কেউ সেটা নিয়ে ভাবেনা।

ধন্যবাদ ভাল থাকবেন

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


এইত ভাই এখন কিছুটা ভালো তবে ঘা শুকাতে অনেক সময় লাগবে।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

নেক্সাস বলেছেন: গুম চিন্তা কইরেন না। তবে সময়টা খারাপ। ওয়েদার একটু টান। সাবধানে রাখবেন। আল্লাহ রহমতে ভাল হয়ে যাবে

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

রাধাচূড়া ফুল বলেছেন: হায় ! মা, এদেশে তুই সন্তান জন্ম দিলেও দোষ না দিলেও দোষ !


হুম! ভাইয়া ঠিক বলেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

নেক্সাস বলেছেন: এটা সমাজ রীতি হয়ে গেছে। যেটা হওয়ার ছিলনা। ধন্যবাদ ফুল

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

সুমন কর বলেছেন: বড্ড ভাল বলেছেন। আসলে আমরা নিজেরাই তো খারাপ!! আমিও নিয়মিত লোকাল বাসে যাতায়ত করি এবং অনেক শিক্ষিত ছেলেদের ও মাঝে মাঝে কিছু বয়স্ক লোককে দেখি অবনিলায় গালি দিয়ে থাকে!! তারা নাকি শিক্ষিত!! আমি তখন, শুধু ওদের দিকে তাকিয়ে থাকি ও সুযোগ পেলে প্রতিবাদ করি। আসলে ছোট ছোট খারাপ শব্দগুলোও বলা উচিত না। আমি এখন পর্যন্ত কোন খারাপ শব্দ উচ্চারণ করিনি। এটা আমার নিজস্ব পণ। চেষ্টা করি, সবাই যাতে খারাপ শব্দগুলো ব্যবহার না করে।
ভালো থাকবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। সুদীর্ঘ দিন বাক্তিগত ঝামেলায় ব্লগে না থাকায় দেরিতে উত্তর দিলাম।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

অদৃশ্য বলেছেন:




আপনার লিখাটি শুরু করবার পর কিছু মজার কথা পেয়ে যাই যা আমাকে হাসতে প্রলুব্ধ করছিলো কিন্তু আমিও হাসতে চাচ্ছিলাম না বা পারছিলামনা শুরুতেই ''মা আমায় ক্ষমা করো'' কথাটির জন্য...

ভেবেই নিয়েছিলান কিছু অতীব জরুরী কথাই আপনি বলতে চাইবেন... তাই মা'য়ের বিষয় নিয়ে একটি লিখাতে ওমন কথা শুনে হাসি ঠাট্টা যেমন মানায় না তেমনি আপনার আমার সবার ভাবনা মতে সেই শব্দ উচ্চারণ করে গালিগালাজ একেবারেই সহ্যের বাইরে... চমৎকার লিখা...


প্রিয় নেক্সাসের জন্য
শুভকামনা...

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫১

নেক্সাস বলেছেন: এই পোষ্ট দেওয়ার পর আমি বোধ হয় অসুস্থ হয়ে পড়েছিলাম। উত্তর দেওয়া হয়নি।

ধন্যবাদ হারিয়ে যাওয়া প্রিয় ব্লগার অদৃশ্য

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

মোঃ নাহিদ শামস্‌ বলেছেন: চমৎকার লেখা...
এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

ডরোথী সুমী বলেছেন: গালি দেবার সময় কেউ একটু চিন্তা করেনা। গালির আগে মাথাকে যদি একবার ভাবার সময় দেয়া যেত তবে কেউই এভাবে মুখ খারাপ করতো না। নিজের মাকে কেউ গালি দিলে মাথায় খুন চেপে বসে। তাহলে, অন্যের মার উদ্দেশ্যে যখন মুখ খারাপ করি তখন.........?

৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

এহসান সাবির বলেছেন: ভাই রাস্তা ঘাটে মা শব্দ নিয়ে যে গালিগালাজ হয় সেইগুলো চিন্তা করা যায় না। আমরাই খারাপ....!!
পোস্টে +++++

১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

আমি ইহতিব বলেছেন: রিকশাওয়ালাদের এই আচরণ খুব কষ্ট দেয় আমাকে, একটু যদি সাইড না দেয় কেউ বা কোন মতে ধাক্কা যদি লেগে যায় শুরু হয়ে যায় মাকে ধরে গালাগালি। অনেক শিক্ষিত(!) মানুষকেও দেখি এমন ব্যবহার করতে। জানিনা এরা কি শিক্ষা পেয়ে বড় হয়েছে।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

বোকামন বলেছেন:
আমি তো সকলস্বার্থে আমিই রয়ে গেলাম, হয়তো আমাদের হতে পারলে ‘মা’ আমাদের সকলের হতেন ....

১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মামুন রশিদ বলেছেন: বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে । গালাগাল এমনিতে ভাল নয়, তার উপর মা কে নিয়ে কোন গালি কখনোই নয় ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

একজন আরমান বলেছেন:
আমরা এটা প্রতিনিয়ত দেখছি আর সেটার ব্যাবহারও করছি ! কারো যেন কন ভাবনা নেই, চিন্তা নেই, নেই কোন বিচার-বিবেচনা ! শিক্ষিত-অশিক্ষিত ব্যাপারটা আমার কাছে বড় নয়, কারণ অনেক শিক্ষিতদেরকেও মা তুলে গালি ব্যাবহার করতে দেখেছি !
Moral excellence is greater than the academic qualification !

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: গালিটা যে শুনছে তার কেমন লাগে! তবে মা-বাবাকে হেয় করা ব্যতিরেকে গালাগালি আমাদের কমই আছে দু:খের ব্যাপার।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

হুমায়ুন তোরাব বলেছেন: ++++++++++++

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

বাংলার হাসান বলেছেন: এদেশে মাকে ধরে গালি দেওয়া যেন নিপাতনে সিদ্ধ সমাজ রীতি।

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: গল্প টা যখন পড়া শুরু করেছি তখনই বুঝেছি আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন B-) B-) B-) B-)
শুভেচ্ছা নেক্সাস ভাই !

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

২০| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শাহেদ খান বলেছেন: কড়া অনুভব, বিষন্ন বোধ।

কমেন্টে ব্লগার বোকামনের কথা'টা ভাল লাগল - "আমি তো সকলস্বার্থে আমিই রয়ে গেলাম, হয়তো আমাদের হতে পারলে ‘মা’ আমাদের সকলের হতেন .... "

শুভেচ্ছা, নেক্সাস।

২১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
প্রিয় ভাই, আপনার এই অনুভবটা যেন আমারই কথা। বহু দিন আমার মনে এই কথাটা গোমরে মরছিল। আপনি তাকে মুক্তি দিলেন। ধন্যবাদ........

২২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি আর কিছুই ভাবতে পারছিনা। আমার মন খারাপ হয়ে গেল। মাথায় চিন চিন করে ব্যাথা অনুভব করতে লাগলাম। এইতো আমাদের যাপিত নগর জীবন। পথ যেতে যেতে মন খারাপের কত ঘটনাই ঘটে যাচ্ছে নিত্য, নীরবে... কোনটা ফেলে কোনটার কথা বলি............??

সহমত। মাকে নিয়ে লেখায় ধন্যবাদ। মায়ের প্রতি শুভেচ্ছা আর শুভকামনা থাকলো। :)

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: রোজ ঘটে চলে অনেক দুঃখজনক ঘটনা।

মা'কে নিয়ে লেখালেখি চলতে থাকুক।

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

ইসতিয়াক অয়ন বলেছেন: X(( X(( X((

শুনেই মাথাটা গরম হয়ে গেল !

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপারটা দুঃখজনক

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

আমি সাজিদ বলেছেন: আসলেই দুঃখজনক।

বাঙালি গালাগালি ছাড়া কথা বলতে পারে না!

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাহমুদ০০৭ বলেছেন: সব কথার মাঞ্জা মেরে দিয়েছেন বোকামন ভাই ।
বুদ্ধিমান বোকা ।
:)

যেহেতু মা মানুষের সবচাইতে সংবেদনশীল জায়গা , তাই মার নাম নেয়া হয় । এর একটা সামাজিক - মনস্তাত্ত্বিক কারণ আছে । কলেবর
বৃদ্ধি হবে বলে বললাম না । ভবিষ্যতে গালি বিষয়ক কিছু লিখব বলে আশা আছে ।

মাকে নিয়ে গালাগালি হতে আগে শিক্ষিত সমাজকে বিরত থাকতে হবে ।
গালাগালি গলাগলিতে পরিণত হক এ কামনা করি ।

সেলুকাস বানান ঠিক করে দেবেন ।

শুভাকামনা রইল প্রিয় নেক্সাস ভাই :)

ভাল থাকবেন ।

২৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

অ্যানোনিমাস বলেছেন: কিছু ব্যাপারে বলার থাকে না কিছুই। শুভকামনা ভাই

২৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমম!

মা'কে নিয়া গালি দিলে মাথায় রক্ত উঠে যায়। মনে আছে বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদান লাল কাড পাইছিলো, মাথা দিয়া টুস মারার কারণে। প্রথমে মনে হইছিল জিদান খারাপ কাজ করছে, লাল কাড তার প্রাপ্য। কিন্তু পরে শুনছিলাম ইটালিয়ান প্লেয়ারটা জিদানের মা'কে নিয়া গালি দিছিলো। এটা শুনার পর মনে হইছে জিদান খুব ভালো করছে!

৩০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

শ্যামল জাহির বলেছেন: মায়ের সম্মানে লিখা 'পথ যেতে যেতে' ভাল লাগলো অনেক।

৩১| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

সায়েম মুন বলেছেন: খুব পরিচিত একটা ঘটনা। দোষ করলো পোলা চাপালো মায়ের কান্ধে! এই ধরনের গালি শোনাটাও পাপ! কিন্তু কোন উপায়ও নেই। আমাদের সংস্কৃতির সাথে যেন এইসব গালি ওতপ্রোতভাবে মিশে গেছে।

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

রোকেয়া ইসলাম বলেছেন: চমৎকার লেখা... খুব ভাল লাগলো।
এক নিঃশ্বাসে পড়ে ফেল্লাম। মাকে নিয়ে লেখা 'পথ যেতে যেতে' ।
শুভেচ্ছা জানবেন।

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

ইখতামিন বলেছেন: চমৎকার লেখা..
আপনি ব্লগে নেই?

৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

একজন আরমান বলেছেন:
মে বি আপনার স্ট্যাটাস এ লেখাটা আগেই পড়েছিলাম। ব্যাপারটা অতি দুঃখজনক কিন্তু অহরহ ঘটছে এমনটা !

banglar_hasan বলেছেন: এদেশে মাকে ধরে গালি দেওয়া যেন নিপাতনে সিদ্ধ সমাজ রীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.