নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

চিচিম ফাঁক

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আমার জীবন কবিতায় তুমি বারবার

ফিরে আসো অপাংক্তেয় ছত্রাকের মত,

আমি চাই বা না চাই-তুমি ছায়া ভুত

ঘাপটি মেরে বসে থাকো আর আমাকে চোখ রাঙাও।

আমার যত স্বপ্ন, সুন্দরের যত সাধনা

তুমি রাক্ষসী অনুতাপ হীন গিলে গিলে খাও।

আমার মায়ের কোল দখল করে আমাকে দিয়েছো

তৃণহীন উসর শূন্যতায় নির্বাসন-

বেদুইন পল্লীতে হেঁটে হেঁটে আমি খুঁজেছি তোমার

বিপরীত বাহু- চল্লিশ চোরের গুপ্তধন;

চিচিম ফাঁক ! চিচিম ফাঁক !

আমার ব্যর্থ চোখের জলে তুমি হেসেছো নির্বাক।

তুমি নির্মম প্রহরী-

ঈশ্বরের কৃপার দুয়ার রাখিলে রুদ্ধ করি,

আমাকে দেখালে তৃষিত মেষ পালকের বুক;

জরাজীর্ন আলখাল্লার নীচে পাঁজর ভাঙার শব্দ-

কান্নার জল শুকানো তামাটে চিবুক।



তোমার অভিশাপে শূন্য জীবন খাতা

তেত্রিশ বছরের বিবর্ণ ইতিহাস-

মিছে এই কবিতার খাতা, এই খেলাঘর-

বিষাদের নীল রঙে আাঁকা বিমূর্ত ক্যানভাস।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা!! নেক্সাস ভাই! কবিতার ব্যাপারে পরে আসি। দীর্ঘদিন পর আপনাকে ব্লগে পেলাম। খুব ভালো লাগছে যে ইদানিং বেশ কিছু প্রিয় ব্লগার ব্লগে ফিরে আসছেন, লিখছেন। আমি খুবই আনন্দিত। যদিও ফেসবুক আমাদের সবাইকে খুব কাছে এনেছে তথাপি সৃজনশীলতা প্রেক্ষাপট থেকে দূরে সরিয়ে নিয়েছে সবাইকে! ফেসবুকে কবিতা, গল্প সবই লেখা যায়, পাঠক প্রিয়তা পাওয়াও যায়, কিন্তু হয়ত নিজের সৃষ্টিগুলো সংরক্ষন করা যায় না। এটা ভীষন দরকার। জীবনের কোন এক দিনে, নিজের লেখাগুলো হয়ত আমাদের বিদায়কে কিছুটা আনন্দময় করবে, এটাই আমাদের চাওয়া। আর তাই ব্লগে লেখার কোন বিকল্প নেই।

যাইহোক, কবিতায় ম্যাটাফরিকাল ভাবে নিজের কথা হয়ত মেবি বলার চেষ্টা করেছেন। তবে ভালো করে যদি ভেবে দেখেন, নিশ্চয় জীবনের কিছু না কিছু প্রাপ্তি আছে। সেই অল্প কিছু প্রাপ্তির আনন্দেই উজ্জীবিত হোক আগামীর পথ চলা!

শুভেচ্ছা রইল! :)

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই। জীবনটা না পাওয়ার রঙে রঞ্জিত। তারপরেও আপনার মত একজন বন্ধু সব না পাওয়াকে হয়তো ভুলিয়ে দিতে পারে।
ভাল থাকবেন অনন্ত কাল।

আর পাঠকপ্রিয়তার কথা বল্লেন, আসলে আমি সে ধরণের কেউ নই। ফেইসবুক ব্লগ কোথাও পাঠক প্রিয়তা আমার পাওয়া হয়ে উঠেনি উঠবেওনা। আমি নিজেই সেভাবে নিজেকে চালিত করিনা। একান্ত নিজের মত থাকি। এখানে সে চার/পাঁচ জন মন্তব্য করেছেন আমি ভাবছি এরাই আমার অনেক বড় পাওনা। ১ জন বা ১০০ জন কেউ না কেউ পড়লেই হল।


ভাল থাকবেন

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ কবিতা নেক্সাস ভাই।
অনেক দিন পর ব্লগে দেখে ভালো লাগলো।

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

নেক্সাস বলেছেন: আমারো অনেক ভাল লাগছে শোভন ভাই ব্লগে ফিরতে পেরে। অনেক ধন্যবাদ

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

সুমন কর বলেছেন: কেমন অাছেন? অনেক দিন পর অাপনাকে ব্লগে পেয়ে ভাল লাগল।

তোমার অভিশাপে শূন্য জীবন খাতা
তেত্রিশ বছরের বিবর্ণ ইতিহাস-
মিছে এই কবিতার খাতা, এই খেলাঘর-
বিষাদের নীল রঙে আাঁকা বিমূর্ত ক্যানভাস।


কবিতায় অনেক ভাল লাগা।

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

নেক্সাস বলেছেন: সুমন ভাই আমারো ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে অনেক

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: দারুণ কবিতা

++

ফিরে এসেছেন দেখে ভাল লাগল

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাহবু ভাই

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: "আমার যত স্বপ্ন, সুন্দরের যত সাধনা
তুমি রাক্ষসী অনুতাপ হীন গিলে গিলে খাও। "-ভালো লাগা জানিয়ে গেলাম।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ বড় ভাই

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

মামুন রশিদ বলেছেন: কবিতা ভালো লেগেছে । অনেকদিন পর আপনাকে পেলাম ।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে। কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

নেক্সাস বলেছেন: জী ভাল আছি । আপনি ভাল আছেন?

এমন কোন বিখ্যাত চেলিব্রেটি ব্লগার না। সো ব্লগে আসা না আসার মধ্যে তেমন তারতম্য নাই।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য! ছোট মানুষ এর বেশী আর কি বলবো !

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অভি ভাই

১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো নেক্সাস। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো আছেন তো?

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহবুব ভাই। আছি মোটামুটি। আপনার লিখা মাঝে মাঝে অফলাইনে পড়েছি। কমেন্ত করা হয়নি। কেননা আপনার লিখাি ভেবে কমেন্ট করতে হয়।ভাবতে গেলে মস্তিস্ক এখন জ্যাম হয়ে যায়।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

এহসান সাবির বলেছেন: অনেক অনেক দিন পর আপনার দেখা পেলাম।

ভালো আছেন তো ভাই?

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: হুম এহাসন ভাই আপনাকে দেখে ভাল লাগছে।
ভাল আছি-খারাপ আছি-
এই আর কি

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০

অন্ধবিন্দু বলেছেন:
তেত্রিশ বছরের বিবর্ণ ইতিহাস !

নেক্সাস, কবিতার চিচিম ফাঁকে অতো রহস্য রাখলেন। গিলে খাওয়া খুব মুশকিল হলো ...

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু। আসলে আমি খুব কম লিখিয়েদের একজন। আমি খুব সহজ সরল ভাষায় পাঠক বোধগম্য করে জীবনের কোন ক্ষুদ্র কিংবা বড় দর্শন কে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আবারো বলছি নিছক চেষ্টা করি। আমি কবিতায় উপস্থাপনা থেকে উপসংহার পর্যন্ত বাক্য, শব্দ, দৃশ্যকল্প, ঘটনা এসবের ধারাবাহিকতা রাখতে চেষ্টা করি। খুব বেশী কঠিন শব্দ সংকলন চাইলেও আমার পক্ষে হয়ে উঠেনা। তাই লিখালিখিতে পাঠকপ্রিয়তা সেই অর্থে পাওয়া হয়ে উঠেনি।

যাই হোক কবিতা তার জন্মগত বৈশিষ্ট্যেই দূর্ভোদ্য। কবিতা কি কিংবা কোন কবির লিখিত নির্দিষ্ট একটা কবিতার অর্থ কি এসব প্রশ্নের উত্তর সুনির্দিষ্ট নয়, আপেক্ষিক। কবিতায় অবশ্যই কবির একটা বক্তব্য থাকে, দৃশ্য কল্পনা কিংবা নিজস্ব প্লট থাকে। তথাপী কবিতার পাঠক নিজে যেভাবে পঠিত কবিতার অর্থ দাঁড় করায় সেটাই এক অর্থে উক্ত কবিতার অর্থ বা রহস্য। বলা যায় কবিতা পানির মত। পানি যেমন তার পাত্রের রং ধারণ করে তেমনি কবিতা তার পাঠকের মানস কল্পনা ও দৃষ্টিভঙ্গি কে ধারণ করে।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

জুন বলেছেন: আমার ব্যর্থ চোখের জলে তুমি হেসেছো নির্বাক।
তুমি নির্মম প্রহরী-

এটাই বাস্তব, কারো চোখের পানিতে কারো বিদ্রুপ উসকে উঠে কখনো । এসব ধরতে নেই আর এখন।
নেক্সাস অনেক দিন পর অনেক চমৎকার এক কবিতা নিয়ে ব্লগে প্রবেশ ।
অনেক অনেক ভালোলাগা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

নেক্সাস বলেছেন: ওরে ওরে জুনাপা...
মেলাদিন পরে আপনারে আমার বাড়ি দেখলাম।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতাটা নেক্সাস ভাই।
শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি দুর্জয়

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

অন্ধবিন্দু বলেছেন:







নেক্সাস,
আপনার কথা ভালো লাগলো। আমিতো আপনার কবিতার এই রহস্য খুব করে উপভোগ করে বলেছিলুম- গিলে খাওয়া খুব মুশকিল হলো ... যখন আপনি বলছিলেন-

আমাকে দেখালে তৃষিত মেষ পালকের বুক;
জরাজীর্ন আলখাল্লার নীচে পাঁজর ভাঙার শব্দ-
কান্নার জল শুকানো তামাটে চিবুক


আশাকরি বুঝাতে পারলুম। হা ... আমরা চেষ্টাই করতে পারি। যা হরেক রূপে ধরা দেয় পাঠকের মননে অথবা না। কিন্তু পাঠকপ্রিয়তা দিয়ে কি হয়, নেক্সাস ! নিজের জন্য লিখুন। কবিরা পাঠকের জন্য নয় কবিতার জন্যই লিখে ....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

নেক্সাস বলেছেন: অবশ্য বুঝাতে পেরেছেন বলেই সময় নিয়ে আপনার মন্তব্যের লম্বা উত্তর দিলাম।
যে অংশটুকু আপনি তুলে ধরেছেন এটুক আমারো প্রিয় অংশ যা পুরো কবিতাটার সারমর্মের মেথাফোর।
আপনাকে অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: পেছনে ফিরে আসলাম, কিছু মুগ্ধতা নিয়ে যাবার জন্য, আপনার লেখা সবসময় ভাল লাগার উপকরণ যোগায়, অনেক অনেক শুভ কামনা ভাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য নতুন মাত্রিক অনুপ্রেরণা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.