নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

রহস্যের জ্যামিতি আঁকতে আঁকতে ক্রমশ

বুড়ো হয় সময়,থেমে যায় কম্পাস-

পেন্সিলের তলানীতে ভাঙা গড়ার ইতিহাস

খেয়ালে আঁকা-খেয়ালে মুছে ফেলা মানচিত্র-

ধুসর স্মৃতির ক্যানভাস।



হৃদয়ের শ্রান্ত সমুদ্রে সায়াহ্নের বিমর্ষ রেখাপাত,

দোলে বয়সী সূর্যের টলমল ছায়া,

চোখের কোনে অশ্রু ছলছল,

হাতছানি দেয় কোন সুদুরের সকরুণ মায়া।



নিম পাখি ডেকে গেলে ফ্যাকাসে করুণ চাঁদ

জেনে যায় জীবনের অমোঘ বারতা।

আলো আর আঁধারে চলে লুকোচুরি

পিলসুজে নিবু নিবু দীপ কাঁপে জুরিজুরি

চেনা মুখগুলো অচেনা হতে হতে

নামে প্রগাঢ় অন্ধকার,যমদূত যায় ফিরি।



সাড়ে তিন হাত জমিনের নিখুঁত পরিমাপ

বিজনে নিশ্চল পড়ে রয় অপঠিত এপিটাফ









শেখ আহমেদ ফরহাদ

১৫ ডিসেম্ভর ২০১৪; সন্ধ্যা ৬.৪৫ মিনিট







মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা +

অনেক শুভকামনা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

হাসান মাহবুব বলেছেন: বিষাদী কবিতায় ভালো লাগা।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



মৃত্যুটাই এমনি ।
সাড়ে তিন হাত জমিনের নিখুঁত দেয়ালে এপিটাফ লেখেনা কেউ !

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আজমেদ ভাই নিত্য মন্তব্য করে প্রেরণা দেওয়ার জন্য। মানুষের চির সত্য গন্তব্য মৃত্যু। এটা এমন এক বিষয় যার কোন পূর্ব অভিজ্ঞতা থাকেনা। আমি জাষ্ট মৃত্যুর পূর্ব সময়ের কিছু মুহুর্ত কে ধারণ করার চেষ্টা করেছি।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

নিলু বলেছেন: লিখে যান

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০

নেক্সাস বলেছেন: লিখেই যাচ্ছি ভাই। কিন্তু কাজ হচ্ছেনা

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

এহসান সাবির বলেছেন: নিম পাখি ডেকে গেলে ফ্যাকাসে করুণ চাঁদ
জেনে যায় জীবনের অমোঘ বারতা।
আলো আর আঁধারে চলে লুকোচুরি
পিলসুজে নিবু নিবু দীপ কাঁপে জুরিজুরি
চেনা মুখগুলো অচেনা হতে হতে
নামে প্রগাঢ় অন্ধকার,যমদূত যায় ফিরি।

সাড়ে তিন হাত জমিনের নিখুঁত পরিমাপ
বিজনে নিশ্চল পড়ে রয় অপঠিত এপিটাফ



দারুন........

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাবির ভাই। ভালো লাগলো আপনারমন্তব্য

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

সায়েদা সোহেলী বলেছেন: শুরুর দিক টা বেশি ভালো লেগেছে কবি :)

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

নেক্সাস বলেছেন: উরি উরি গরিবের বাড়ি হাতির পাড়া। ..ধন্যবাদ ভাই

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

আলম দীপ্র বলেছেন: দারুন লেগেছে !

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: সাড়ে তিন হাত জমিনের নিখুঁত পরিমাপ
বিজনে নিশ্চল পড়ে রয় অপঠিত এপিটাফ ।


অমোঘ নিয়তি । মৃত্যুই শেষ কথা । কবিতা ভালো লেগেছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

নেক্সাস বলেছেন: জ্বী মামুন ভাই এই নিয়তি বরণ করে নেওয়ার পূর্বক্ষনটাকে কল্পনা করার চেষ্টা করেছি।


ধন্যবাদ আপনাকে

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সাড়ে তিন হাত জমিনের নিখুঁত পরিমাপ
বিজনে নিশ্চল পড়ে রয় অপঠিত এপিটাফ

দারুন লাগলো শেষ দুটি লাইন ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


সাড়ে তিন হাত জমিনের নিখুঁত পরিমাপ
বিজনে নিশ্চল পড়ে রয় অপঠিত এপিটাফ



মুগ্ধতা বরাবরের মত।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

জুন বলেছেন: রহস্যের জ্যামিতি আঁকতে আঁকতে ক্রমশ
বুড়ো হয় সময়,থেমে যায় কম্পাস-


সেদিন হয়তো কেউ আমাদের কবরে লিখবে সাদামাটা এক এপিটাফ ।
অনেক ভালোলাগলো বিষাদ কবিতা নেক্সাস
+

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপা

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

নুরএমডিচৌধূরী বলেছেন: রহস্যের জ্যামিতি আঁকতে আঁকতে ক্রমশ
বুড়ো হয় সময়,থেমে যায় কম্পাস-
পেন্সিলের তলানীতে ভাঙা গড়ার ইতিহাস
খেয়ালে আঁকা-খেয়ালে মুছে ফেলা মানচিত্র-
ধুসর স্মৃতির ক্যানভাস।
===============

লিখায়++++

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: সাড়ে তিন হাত জমিনের নিখুঁত পরিমাপ
বিজনে নিশ্চল পড়ে রয় অপঠিত এপিটাফ...


মন ভারী করা কবিতা। সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.