নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

পৃথিবীর সবচেয়ে কোমল অনুভুতি,

আম, আমলকি, নাশপাতির মত সবুজ;

কিংবা পৃথিবীর সুপ্ত কোন স্বচ্ছ নদী-

দুপুর রোদে চিক চিক করে যার জল;

মিহিন গলার সুরেলা কোন বুনো পাখি-

নরম পালকে ছেয়ে থাকে যার ডানা;

আমি তোমার কাছে খুঁজেছি সেই সব,

হেমলক বিভ্রমে।

পদ্ম পাতায় বিন্দু বিন্দু জল জমায়েছি

তুখোড় ভুলের দিনে,

তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে যেখানে

থেমে যেত একেকটি বিকেল

সেখানে ঘোর ছিল বিড়ালের চোখের মত,

ছিল মেঘের মত জমানো ভাবী কান্না।

প্রেমের শুদ্ধতম প্রতিশ্রুতি বুকে কত রাত,

জেগেছিল ধ্রুবতারা বুকে ,

প্রলয়ের চাষাবাদ সেই সব রাতে

জেনেছি হয়েছিল নির্মম খেয়ালে।





তিলোত্তমা ফানুসের পিছে বহুদুর ছুটে

অবশেষে জেনেছি আলেয়ার কথা,

জেনেছি এতদিন যে হাত ধরে হেঁটেছি স্বপ্নলোকে,

সে কোন অশরীরি ছায়া।







শেখ আহমেদ ফরহাদ

১০ ডিসেম্বর ২০১৫

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুরুর থেকে শেষটা বেশি ভালো লাগল।
শুভ কামনা।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সমালোচনামূলক মন্তব্যের জন্য। শুরু দিকটার সীমাবদ্ধতা কোথা্য বল্লে শিখা হত প্রিয় পাঠক।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভ্রম। প্রেমের ভ্রমে বিরহের নীল ব্যথায় কাতর হয় মানুষ। বাস্তব জীবনেও আমরা কতরকম আলেয়ার পিছু ছুটি। ফলাফল শূন্য সেই সব ছুটে চলায় জীবন আমাদের দুর্বিষহ হয়ে উঠে আরও। ভ্রমশূন্য জীবন শুদ্ধতার পথে হাঁটে। কবিতা ভালো লাগলো নেক্সাস। আমাদের জীবন হোক ভ্রমশূন্য। নিরন্তর শুভ কামনা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য সত্যই অফুরন্ত প্রেরণা। আপনি যে কোন লিখার নৈপথ্য সংগীত টা খুব ভালভাবে ধরতে পারেন। আপনাকে ধন্যবাদ হে বিদগ্ধ পাঠক

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্মমা করবেন,
আমি সমালোচনা কথাটি মাথায় রেখে মন্তব্য করি নি।
একজন অতি সাধারণ পাঠক হিসেবে

"কবিতার শেষের দিকের শব্দ গাঁথুনির কাছে শুরুটা ম্রিয়মাণ মনে হয়েছে।"

আমি ব্লগে নিতান্তই নতুন।
আপনার কবিতা পড়তে পারি, মন্তব্য করতে পারি, বিশ্লেষণ করতে পারি কিন্তু সমালোচনা নয়।

উপরন্তু আমার লেখায় আপনার সমালোচনা কাম্য।
ভালো থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: কিন্তু আমি এমন কমেন্ট পছন্দ করি। একটা লিখা পাঠকের প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে পূর্নাংগ হয়ে উঠে। লিখার পরিশুদ্ধতা কিংবা মুন্সিয়ানা আনার জন্য সমালোচনা অত্যাবশ্যক। মন্তব্য, বিশ্লেষন এগুলো সমালোচনারই অংশ। সমালোচনা শব্দটি নেগেটিভ শুনালেও এটা আসলে পজেটিভ।

ধন্যবাদ

৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

ডি মুন বলেছেন: তিলোত্তমা ফানুসের পিছে বহুদুর ছুটে
অবশেষে জেনেছি আলেয়ার কথা,
জেনেছি এতদিন যে হাত ধরে হেঁটেছি স্বপ্নলোকে,
সে কোন অশরীরি ছায়া।


বাহ, দারুণ। আমার ভালো লেগেছে শেষ লাইনক'টি।

আপনার যে কয়েকটি কবিতা এখন পর্যন্ত পড়েছি, তা থেকে মনে হচ্ছে আপনার কবিতায় উপমা দৃশ্যকল্পে প্রকৃতি দারুণোভাবে আধিপত্য চালায়।

++++

শুভচ্ছা ফরহাদ ভাই
ভালো থাকুন

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

নেক্সাস বলেছেন: প্রিয় মুন একটি গল্পে একটি টুইষ্ট হতে পারে পুরা গল্পের প্রাণ। তেমনি একটি কবিতায় একটি, দুটি কিংবা চারটি লাইন খুব বেশী দাগকাটে। এটাকে বলা চৌম্বক অংশ। এই লাইন গুলো বেশিরভাগ সময় মেটাফরিক হয়।


আর আমার কবিতায় প্রকৃতি আসে একদম সত্য। সে যেদিন থেকে লিখা শুরু করেছি সেদিন থেকে আমার কবিতায় প্রকৃতি নানা ভাবে নানা বৈচিত্রে উঠে এসেছে। আমার কবিটার শব্দেরা প্রকৃতির বুক থেকে জন্ম নেয় যার অেনকাট আমি বলতে চেয়েছে আমার "তোমার আঁচল" কবিতায়।

আমার কাছে কবিতা কোন গল্প বা বক্তব্যের ছন্দবদ্ধ শব্দমুখর প্রকাশ। আমার কবিতায় কিছু বলতে চাওয়ার প্রবনতা আছে। এবং সে চাওয়াটুকু পূরণ করতে পেরেছি কিনা সেটা নিয়ে সজাগ থাকি। তবুও হয়তো সেই অর্থে চমৎকার কিছু লিখা হয়নি আদৌ।



ধন্যবাদ শুদ্ধতম সাহিত্যপ্রেমী সবসময় মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: নামকরণ নিয়ে মনে হয় দ্বিধাদ্বন্দ্বে আছেন। প্রথম মন্তব্য করার আগে নামকরণটা মনে হয় ছিল 'অশরীরী ছায়া', তারপর করলেন ছায়া বিভ্রম'। এখন আবার দেখছি শুধু বিভ্রম। ঘটনা কী? :P
বেশী দ্বিধাদ্বন্দ্ব থাকলে নামকরণটা অন্যভাবেও কিন্তু করতে পারেন। যেমন- 'স্বপ্নলোকের হাত'। কিছুটা রূপকার্থে হবে। :)

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

নেক্সাস বলেছেন: হুম আসলে ব্লগ অনেকটা ডায়রীর মাত। তাই এক্সপেরিমেন্ট। ধন্যবাদ মতামতের জন্য

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

তুষার কাব্য বলেছেন: তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে যেখানে
থেমে যেত একেকটি বিকেল
সেখানে ঘোর ছিল বিড়ালের চোখের মত,
ছিল মেঘের মত জমানো থমথম কান্না।

বাহ্...

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ তুষার ভাই।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই

১০| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

আলম দীপ্র বলেছেন: বাহ বাহ! বেশ লাগল পড়তে ভাই!
চমৎকার! +++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলম

১১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

জুন বলেছেন: ইশ নেক্সাস দেখি রীতিমত কবি হয়ে উঠলো , নাকি আমি প্রথম খেয়াল করলাম বুঝতে পারছি না :)
সুন্দর কবিতায় +

১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপা। কবি হতে পারলাম না এখনো

১২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

আমি তুমি আমরা বলেছেন: শেষ চারটা লাইন বেশ ভাল লেগেছে :)

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। তবে শেষের লাইনগুলি শুরুর লাইংুলোর পরিণতি।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

কাবিল বলেছেন: আমি কবিতা ভাল বুঝিনা
ব্লগে এসে কবিতা পড়তে শুরু করেছি, আস্তে আস্তে ভাল লাগা শুরু হচ্ছে।

আমার মনে হয় কবিতার শেষের লাইন গুলোর উৎস প্রথম লাইন গুলো থেকে।

তাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভাল লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

নেক্সাস বলেছেন: আপনি যে কবিতা কত ভাল বুঝেন সেটা আপনার কমেন্টে পরিষ্কার। অন্তত আমার কাছে আপনি কবিতা বোদ্ধা। যে কথাটকু কিছু কমেন্টের উত্তরে বলতে গিয়েও সাজিয়ে বলতে পারিনা সেটাই আপনি বলে দিলেন। লিখালিখির এই অল্প-বিস্তর সময়ে আপনার কমেন্ট টি আমার কাছে অনন্য এক কমেন্ট।

আমার কাছে কবিতা একটা গল্প বা বক্তব্যের কাব্যিক রূপ। যেটা ফুটে উঠে উপমা, মেটাফোর ইত্যাদির মধ্য দিয়ে। কবিতা নৌকার মত। এটার যেমন যাত্রা আছে সেইসাথে একটা গন্তব্যও আছে। লাইন বাই লাইন সম্পর্ক ধরে রেখে এই নৌকা কে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ করতে হয় টুইষ্টের মাধ্যমে। তখন সে টুইষ্ট টা হয়তো সেরা হয়ে উঠে। তবে সমান ভাবে প্রতিটি লাইন ই কবিতার কাঠামো কে ধরে রাখে।

ধন্যবাদ কাবিল

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

ইমিনা বলেছেন: তিলোত্তমা ফানুসের পিছে বহুদুর ছুটে
অবশেষে জেনেছি আলেয়ার কথা,
জেনেছি এতদিন যে হাত ধরে হেঁটেছি স্বপ্নলোকে,
সে কোন অশরীরি ছায়া।
..................
সত্যি কথাটাই সুন্দর ভাবে বলেছেন। ভালোলাগা রেখে গেলাম :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

নেক্সাস বলেছেন: ইমিনা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

কলমের কালি শেষ বলেছেন: জমানো ভাবী কান্না... এইখানে কি ভারী হবে ।

জেনেছি হয়েছেিল নির্মম খেয়ালে। :)

কবিতার প্রতিটি লাইনের আবেদন অসাধারন লেগেছে ! এত সুন্দর কবিতা লিখেন কিভাবে ! আমাকে একটু ফর্মুলাটা শিখিয়ে দেন । একটি সুন্দর কবিতা লিখতে মুন্চায় । :D B-)

++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কালিহীন কলম। ভাবী বলতে ভবিষ্যত কান্না বুঝিয়েছি।

আপনি কালি ছাড়া কিভাবে সুন্দর করে লিখেন সেটাই আমার কাছে বিষ্ময়। আপনার প্রতি কৃতজ্ঞতা।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তিলোত্তমা ফানুসের পিছে বহুদুর ছুটে
অবশেষে জেনেছি আলেয়ার কথা,
জেনেছি এতদিন যে হাত ধরে হেঁটেছি স্বপ্নলোকে,
সে কোন অশরীরি ছায়া।


খুব সুন্দর , ভালো লেগেছে আমার ।খুব

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

নেক্সাস বলেছেন: অভি ভাই কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ সবসময় নিঃসার্থ ভাবে পাশে থাকার জন্য

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

এহসান সাবির বলেছেন: ভালো লাগা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সাবির

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: তিনটা পার্ট করেন, কাঠামো দেখতে আর বুঝতেও সুবিধা হবে।

সুন্দর লাগলো, পরিনত চিন্তার ফসল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

নুরএমডিচৌধূরী বলেছেন: তিলোত্তমা ফানুসের পিছে বহুদুর ছুটে
অবশেষে জেনেছি আলেয়ার কথা,
জেনেছি এতদিন যে হাত ধরে হেঁটেছি স্বপ্নলোকে,
সে কোন অশরীরি ছায়া।

ভালবাসারা এমনি হয়

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

নেক্সাস বলেছেন: প্রিয় নুর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর! পড়ে ভালো লাগলো!

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: অনেকদিন পর মাসুম ভাই। আপনাকে ধন্যবাদ

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

জাফরুল মবীন বলেছেন: আমার পোস্টে করা আপনার মন্তব্যের সূত্র ধরে আপনার ব্লগবাড়িতে এসে জীবনোপলদ্ধির একটা সুন্দর কবিতা পাঠে ও বোধে মুগ্ধ হলাম। :)

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

নেক্সাস বলেছেন: জাফরুল মবিন ভাই এত সুন্দর কমেন্ট পেয়ে অনেক ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,
নির্মম খেয়ালে যে দেয়াল জুড়ে আলেয়ার কথা
শুদ্ধতম প্রতিশ্রুতি কি তাকে রূপ দিতে পারে ?

ভালোলাগা রইলো। (ভাবী কান্না !)

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

নেক্সাস বলেছেন: না কোনদিনই পারেনা। শুধু সে প্রতিশ্রুতি জীবনের বাঁকে বাঁকে এসে বেদনার ছোঁয়া দিয়ে যায়।

ধন্যাবাদ আপানাকে।

ভাবী = ভবিষ্যত

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিষন্নতার অনুভূতিগুলো যেন ধারণ করেছে সবুজাভ পাতার শরীর। কবিতা এমন চতুর্ভ্রমণকারী, রক্তের ভেতর ঢুকে পড়ে অস্থির প্রাণ সঞ্জীবনী। আর মুহূর্তে পালটানো দৃশ্যপটে যেন জলরঙে আঁকে ছোট্ট ঘর, পৃথিবীর শেষ পথ থেকে খুঁজে পাওয়া আশ্চর্য কথামানুষ। বুকপকেট জুড়ে বসা অদ্ভূত শূন্যতা কেবল জানে, ঘুমঘোরে চলে অনর্থের বিকিকিনি!


মুগ্ধতায় এই লাইনগুলো দিলাম :)

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬

নেক্সাস বলেছেন: আমিতো আপনার লাইমগুলোতে পুরা মুগ্ধ। দারুন। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.