নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯

কেউ কেউ স্বপ্ন বিক্রি করতে করতে

বুড়িয়ে গেছে;

আর আমি স্বপ্ন দেখতে দেখতে।



রাস্তার মোড়ে ডাষ্টবিনের গন্ধ অবিকল আছে,

পুরোনো হয়নি আততায়ীর ধারালো ছুরি

কেঁদে উঠে রক্ত ভেঁজা বোবা মাটি,

বেকার যুবকের জুতোর তলায় ক্ষয় রোগ

এখনো উপহাস করে।



আমার বাবাও স্বপ্ন দেখতো

আমিও স্বপ্ন দেখি

আমার সন্তানও স্বপ্ন দেখবে,

এক ও অভিন্ন স্বপ্ন,

খুব সাধারণ অথচ অলীক।



তিলোত্তমার স্বপ্নে নিষিদ্ধ হয়েছে আকাশ,

নিয়নের স্বপ্নে চাঁদ।

কিছুই অর্জিত হয়নি,

বিকল ল্যাম্প পোষ্টের নিচে আবছা দেখা যায়

বিকল দেশের ছবি।



আর কিছু দিন পর পর

স্বপ্নের সাংবিধানিক প্রজনন মৌসুম এলে,

ফসফরাসের গন্ধে আমরা শুধু

অসুস্থ মাছেদের মত খাবি খাই।



তবুও নিরন্তর রাস্তার মোড়ে মোড়ে

স্বপ্ন ওয়ালাদের শব্দ দুষন।

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

জেন রসি বলেছেন: রাস্তার মোড়ে ডাষ্টবিনের গন্ধ অবিকল আছে,
পুরোনো হয়নি আততায়ীর ধারালো ছুরি
এখনো বেকার যুবকের পদভারে কাঁদে বোবা মাটি।

সুন্দর।

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জেন রস।

২| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো কবি নেক্সাস

শুভেচ্ছা

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: নাজমুল ভাই অনেক ধন্যবাদ

৩| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগের প্রেক্ষাপটে পরিচিত কবিদের মধ্যে আপনার কবিতা আমার বেশ ভালো লাগে। কারন আপনি কবিতায় খুব চমৎকার করে সমসাময়িক বিষয় তুলে আনতে পারেন।

তবে, এই কবিতায় কিছু কিছু ম্যাটাফোরের প্রয়োগ মনে হয় আরো গভীর হতে পারত। আমি কবি না। কারো কবিতা নিয়ে তেমন কিছু বলার মত জ্ঞান আমার নেই তথাপি জানার প্রেক্ষাপট থেকেই বললাম।

শুভেচ্ছা রইল।

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

নেক্সাস বলেছেন: হুম সুন্দর বলেছেন। আপনার এই উপলব্দি স্বাভাবিক। একজন বিদগ্ধ পাঠকের উপলব্দি এমনটা হওয়াই বাঞ্চনীয়।

এই জন্যই এর নাম সাহিত্য। সাহিত্যে শব্দ, উপমা, ম্যাটাফোর এসবের ক্ষুধা কোনদিন মিটেনা। বাংলার ক্লাসের ম্যাডামের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন রবি ঠাকুরের কোন প্রবন্ধ থেকে কোন বিশেষ লাইন ব্যাখ্যা করতে বলা হলে স্বয়ং রবি ঠাকুর যদি তার ব্যাখ্যা করে তখন পরীক্ষক তাকে ফুল মার্কস দিবেনা। কেননা তার মানে হবে আরো সুন্দর করে হয়তো কিছু লিখার ছিল। এটাই সাহিত্য। পাঠকের রস আস্বাদী মন কোন একটা জায়গায় পূর্ন মাত্রায় তৃপ্ত হয়না। তার ভাবনা আরো গভিরে চলে যায় সে আরো আরো রস খুঁজে বেড়ায়।

সাহিত্য এবং পাঠকের এই সম্পর্ক টা চিরন্তন। এটা সাহিত্যে নব নব সৃষ্টির প্রেরণাও।

ধন্যবাদ আপনাকে।

৪| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বলেছেন। সহমত জানাইলাম।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: স্বপ্ন দেখার মধ্যে স্বার্থের কোন সংঘাত থাকে না, তবে বাস্তবায়নে থাকে। সেই জন্যই স্বপ্নরা অধরাই থেকে যায়। আমরা প্রতিনিয়ত কেবল স্বপ্ন দেখায় আর স্বপ্ন দেখানোয় ব্যস্ত।
স্বপ্নকে বাস্তবায়নের পথ খুঁজে বের করা উচিৎ। না হলে এক সময় আমরা স্বপ্ন দেখতেও ভুলে যাবে। তখন আমাদের আগামী হবে অনিশ্চিত আর অন্ধকার, মনুষ্যত্ব আর মানবতা যেখানে ভূলুণ্ঠিত থাকবে।
কবিতা ভালো লাগলো নেক্সাস। মেটাফোরের আলতো ব্যবহার আমার কাছে ভালো লেগেছে। পাঠকের ন্যূনতম ইচ্ছাই কবিতার গভীরে প্রবেশ করে এর মর্মোদ্ধার বের করার একটা সুযোগ আছে। নিরন্তর শুভ কামনা রইলো নেক্সাস।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৩

নেক্সাস বলেছেন: স্বপ্ন দেখতে দেখতে প্রজন্মের পর প্রজন্ম শুধু গত হচ্ছে। কিন্তু কেউ কাংখিত স্বপ্নের নাগাল পাচ্ছেনা।

হুম ঐ যে বল্লাম এটা সাহিত্য। সাহিত্য একমাত্র উন্মুক্ত জায়গা যেখানে নিজের মত করে ভাবার সুযোগ আছে। যা গনিতে নাই, বিজ্ঞানে নাই। সাহিত্যে যেমন লেখকের মনের মাধুরী মিশেয়ে লিখার সুযোগ আছে তেমনি পাঠকের মনের মাধুরি মিশিয়ে ভাবার সযোগ আছে।

আপনাকে অনেক ধন্যবাদ

৬| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৯

জুন বলেছেন: আমার বাবাও স্বপ্ন দেখতো
আমিও স্বপ্ন দেখি
আমার সন্তানও স্বপ্ন দেখবে,


নেক্সাস আমাদের আর কিছু নেই শুধু স্বপ্নই ভরষা । কবিতায় প্লাস
+

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপা। স্বপ্ন, স্বপ্ন দেখে মন

৭| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

তৌফিক চাকমা বলেছেন: তিলোত্তমার স্বপ্নে নিষিদ্ধ হয়েছে আকাশ
নিয়নের স্বপ্নে চাঁদ।

নেক্সাস , তবু হুইল চেয়ারটা বুড়িয়ে গেলেও সপ্নরা কি আর পড়ে পড়ে মরে ?
স্বপ্ন তো ডানা মেলে ঠিকই শ্মশানেও বীজ ঢালে ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

নেক্সাস বলেছেন: হুম স্বপ্ন সচল। হংস বলাকার মত সচল। স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছুটছে। কিন্তু সেটা একি স্বপ্ন। একি স্বপ্নের বার বার ফিরে আসা নয়। চাই নতুন স্বপ্ন।

৮| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার লাগল। অনেক সুন্দর।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৯| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন দেখতে দেখতে বেলা গেল । সুন্দর কবিতা ।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

নেক্সাস বলেছেন: সঠিক বলেছেন সেলিম ভাই। ধন্যবাদ

১০| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

রাইসুল সাগর বলেছেন: বেশি ভালো হই হে কাব্য। আশাকরি ভালো আছেন? শুভকামনা জানিবেন নিরন্তর...

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

নেক্সাস বলেছেন: জী ভাই ভাল আছি। আপনার জন্যও শুভ কামনা। ধন্যবাদ আপনাকে

১১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৮

অতঃপর জাহিদ বলেছেন: আমাদের স্বপ্ন গুলো খুবই সহজ ভাবেই দেখি। কেউই কঠিন অথবা কষ্টের স্বপ্ন দেখতে রাজি না। সহজ ভাবে কিছু পাওয়ার স্বপ্ন অথবা অসম্ভবকে খুব কঠিন করে সহজ ভাবে পাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জাহিদ সুন্দর মন্তব্যের জন্য

১২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

টুম্পা মনি বলেছেন: তিলোত্তমার স্বপ্নে নিষিদ্ধ হয়েছে আকাশ,
নিয়নের স্বপ্নে চাঁদ।
কিছুই অর্জিত হয়নি,
বিকল ল্যাম্প পোষ্টের নিচে আবছা দেখা যায়
বিকল দেশের ছবি।

বাহ চমৎকার কবি। বেশ সুন্দর লিখেছেন।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৪

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ আপনাকে।

১৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:



আর কিছু দিন পর পর
স্বপ্নের সাংবিধানিক প্রজনন মৌসুম এলে,
ফসফরাসের গন্ধে আমরা শুধু
অসুস্থ মাছেদের মত খাবি খাই।


খুব ভালো লাগলো প্রিয় নেক্সাস ভাই,
অনেকদিন পর লেখা দিলেন আজ।
ভালোলাগা আর শুভকামনা নিরন্তর। ++

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় গ্রানমা। আসলে হুট করে মাথায় আসলে লিখি। সেরকম ঘটা করে কিছু হয়না।

১৪| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১

মাটিরময়না বলেছেন: সুখপাঠ্য একটা কবিতা। বেশ ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০০

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাটির ময়না

১৫| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৬

ডি মুন বলেছেন: দুর্দান্ত কবিতা।

আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এই প্যারাটা

তিলোত্তমার স্বপ্নে নিষিদ্ধ হয়েছে আকাশ,
নিয়নের স্বপ্নে চাঁদ।
কিছুই অর্জিত হয়নি,
বিকল ল্যাম্প পোষ্টের নিচে আবছা দেখা যায়
বিকল দেশের ছবি।


বাহ, দারুণ।

শুভেচ্ছা কবির প্রতি

+++

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৫

নেক্সাস বলেছেন: বাহ কবি মুনের ভাল লাগা মানে একটা প্রাপ্তি। শুভেচ্ছা আপনাকেও ভাই।

ভাল থাকবেন। ধন্যবাদ

১৬| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০৯

জাফরুল মবীন বলেছেন: সমসাময়িক বাস্তবতার উপর চমৎকার ও অর্থপূর্ণ কবিতা।

অভিনন্দন ও ধন্যবাদ কবি।

শুভকামনা জানবেন।

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: মবীন ভাই আপনার সুন্দর মন্তবয়ের জন্য কৃতজ্ঞতা

১৭| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা বেশ । নির্দিষ্ট কোন চরণ নয় ।পুরোটাই ।

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই

১৮| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

তুষার কাব্য বলেছেন: তবুও নিরন্তর রাস্তার মোড়ে মোড়ে
স্বপ্ন ওয়ালাদের শব্দ দুষন।

বাহ ! কবি । মুগ্ধতা !

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২২

নেক্সাস বলেছেন: তুষার খালি সারাদিন ঘুরাঘুরি তাইনা। হিংসা হয় ভাই হিংসা।

অনেক ভাল থাকবেন। ধন্যবাদ

২০| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লাগল নেক্সাস।

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব

২১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:১১

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




হুমমমম... শুধু স্বপ্নই বেঁচে থাকে । তামাম পৃথিবীর অনেক কিছুই পাল্টে গেলেও স্বপ্ন মোটামুটি একই থাকে । এমনকি একজন অভিশপ্ত মানুষের ও নিজস্ব কিছু স্বপ্ন থাকে ..........

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬

নেক্সাস বলেছেন: হুম আহমেদ ভাই এটা ভিন্বমাত্রিক স্বপ্ন । বলা যায় সময়ের সাথে হেঁটে চলা নান্দনিক স্বপ্ন।কবিতায় আলোচ্য স্বপ্ন আরেকটা স্বপ্ন। নাগরিক হিসেবে আমাদের নুন্যতম রাজনৈতিক স্বপ্ন। যে স্বপ্নটা আমরা একিভাবে বংশ পরম্পরায় দেখতে চাইনা।

২২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা ...

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

অন্ধবিন্দু বলেছেন:
লুথার কিং 'আই হ্যাভ আ ড্রিম' বলে থেমে যান নি। স্বপ্ন দেখলেই হয় কি ! বরং তা বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করাকেই “স্বপ্ন দেখা” বলে। কিন্তু আমরা স্বপ্ন দেখার এই পুর্নাঙ্গ অর্থটি বদলে দিয়েছি রাজনৈতিক কারণেই ...

নেক্সাস,
আপনি যথার্থে শব্দ দূষণ বলছেন। দূষণই হচ্ছে ...

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫

নেক্সাস বলেছেন: কিন্তু আমরা স্বপ্ন দেখার এই পুর্নাঙ্গ অর্থটি বদলে দিয়েছি রাজনৈতিক কারণেই
মন্তব্যের জন্য ধন্যবাদ

২৪| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭

আমি তুমি আমরা বলেছেন: আর কিছু দিন পর পর
স্বপ্নের সাংবিধানিক প্রজনন মৌসুম এলে,
ফসফরাসের গন্ধে আমরা শুধু
অসুস্থ মাছেদের মত খাবি খাই।

তবুও নিরন্তর রাস্তার মোড়ে মোড়ে
স্বপ্ন ওয়ালাদের শব্দ দুষন।

১১ তম ভাল লাগা :)

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। মেলাদিন পর আমার ব্লগে আসলেন। কেমন আছেন?

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: বিকল ল্যাম্প পোষ্টের নিচে আবছা দেখা যায়
বিকল দেশের ছবি।

আসলেই সপ্নওয়ালাদের শব্দদূষণ । খুব অসাধারন লিখেছেন

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০১

আমি সাজিদ বলেছেন: মুগ্ধতার শেষ নেই। অসাধারণ। চমৎকার।

ভাইয়া অনেকদিন পর আপনাকে দেখলাম, শরীর স্বাস্থ্য কেমন আছে ?

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬

নেক্সাস বলেছেন: কেমন আছেন সাজিদ। অনেক ধন্যবাদ

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৩

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ

২৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.