নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ভুল মলাটের কাব্য

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

অদ্ভুত জোনাকী এক
তার মন ও যৌবন নিসৃত আলোকে
আধাঁর রাতে রোমাঞ্চিত কবি:
তারপর কবিতার ট্রেন ছুটে চলে ----
কত রূপালী নদী,
কত উত্তাল সাগর,
কত শ্রান্ত সরোবর,
কত তুষারাবৃত রাত পাড়ি দিয়ে
অন্ধকারে ছুঁয়ে দেয় চাঁদের পাহাড়।

হঠাৎ শিকলে টান পড়ে
কর্কশ হুইসেলের শব্দে ঘুম ভাঙে,
এতদিন যে ঘুমে আচ্ছন্ন ছিল কবি !

কবিতার শরীর ছেড়ে উড়ে যায় জোনাকী
তখন সে কেবলই এক নারী,
কবির হাত শূন্য রেখে তাহারে
ঐশ্বর্যের বন্দরে নিয়ে যায় সোনার তরী।

অভিমানি কবি তারে আর ডাকেনি!
কি সাধ্য তার, ফের তারে ডাকে
কাদামাটির নিরস বুকে --

এই সব ভূল মলাটের কাব্যে
জোনাকীদের আসা যাওয়া-
পৃথিবীর বয়সী কবিরাও জানে-
ঝরে যাওয়ার জন্যই সমস্ত গোলাপ ফোটে।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০

নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০

নিশাচড় বলেছেন: পড়ে ভালো লাগলো

২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

নেক্সাস বলেছেন: হামা ভাই কবে যে বড় হবে। ধন্যবাদ আপনাকে

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২

গেম চেঞ্জার বলেছেন: ভাললাগা রেখে গেলুম!

২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আমিও ভাল লাগা রেখে দিলুম

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪

এস কাজী বলেছেন: কবিতা খানা সুন্দর হয়েছে!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাজী সাহেব

৬| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬

কাবিল বলেছেন: কবি জানে-
ঝরে যাওয়ার জন্যই পৃথিবীর সমস্ত গোলাপ ফুটে।

বাহ সুন্দর তো।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

নেক্সাস বলেছেন: প্রিয় কাবিল ধন্যবাদ

৭| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

আমি মিন্টু বলেছেন: কবিতা খানা হয়েছে মাসসাল্লা B-)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কাব্য । ভাল লাগিছে ।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কথামালা

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: কবিতা পড়ে আমি মুগ্ধ! কিন্তু সবাই কেমন যেন দুঃখ দুঃখ কবিতা লিখছে !:(

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

নেক্সাস বলেছেন: শায়মা শায়মা আমি দুঃখের ফেরিওয়ালা ভাই। আপনার মুগ্ধতা এনজয় করলাম। ধন্যবাদ

১০| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: কবি জানে-
ঝরে যাওয়ার জন্যই পৃথিবীর সমস্ত গোলাপ ফুটে।


সুন্দর।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ভুল মলাটের কাব্যে ভাল লাগা ।+

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুখপাঠ্য! কিছু অংশ গানের লিরিক্সের মত।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: কোন জায়গা লিরিক্সের মত সুর কইরা দেন না হলে কিন্তু কইলাম খবর আছে। :) ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

১৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনবদ্য ভিন্ন স্বাদের বিশুদ্ধ ভাললাগার কবিতা...
অনেক ভালোবাসা
সতত শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

১৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার সাঁজানো গোছানো লেখা ।

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

নেক্সাস বলেছেন: জ্বী ভাই যা লিখি সাজিয়ে লিখতে চেষ্টা করি অন্তত পাঠক যাতে পড়ে কিছু বুঝে নিতে পারে

১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৪

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রইল

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৭

জুন বলেছেন: কবি জানে-
ঝরে যাওয়ার জন্যই পৃথিবীর সমস্ত গোলাপ ফুটে।

কবি ভুল জেনেছে। ঝরে যাওয়ার জন্য নয়, সুগন্ধ বিলিয়ে যাবার জন্যই গোলাপ ফোটে ধরায়।
+

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

নেক্সাস বলেছেন: জুনাপা হয়তো জুন কবির বেলায় ভূল। জুনাপুর জীবনে সকল গোলাপ নিত্য সুবাস বিলিয়ে দিক এই কামনা।

ধন্যবাদ

১৭| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

আহমেদ জী এস বলেছেন:

নেক্সাস ,




এসব ভূল মলাটের কাব্যে
জোনাকীর আসা যাওয়া
কিছু পাওয়া , না পাওয়া
খানিকটা গোলাপ গন্ধ নিয়ে
আমৃত্যু ঝরে যাওয়া ......

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

নেক্সাস বলেছেন: বাহ বাহ আহমেদ ভাই। অনেক সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ

১৮| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নামকরণ সুন্দর... কবিতাতেও ভালোলাগা রইল!

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১

নেক্সাস বলেছেন: নামকরণ সুন্দর হয়েছে? ওকে মনে থাকবে এই কথা। ধন্যবাদ আপনাকে

১৯| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

নেক্সাস বলেছেন: প্রামাণিক ভাই ধন্যবাদ

২০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম প্যারা এবং শেষ লাইনটা দারুন, অর্থবহ।

অল্প কয়টা টাইপো, আর কিছু শব্দের ব্যবহার ঠিক মনে হয়নি। যেমন এই কবিতার ভাষার যে ধারা ব্যবহার করছেন সেটার সাথে তারে শব্দটা যায়না মনে হয়। আবার ফুটে না বলে ফোটেই সঠিক হতো হয়তো।

শুভকামনা রইলো। :)

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯

নেক্সাস বলেছেন: কবিতাটার সরামর্ম খুব সাধারন এবং গতানুগথিক। শুধু চেষ্টা করেছি আমার ঢংয়ে বলতে। আমার লিখার ধারাতাি মূলত এমন। যাই লিখি সবাই যাতে বুঝে বা আমি যাতে বুঝি সেটা খেয়াল করে লিখি। আমার কাছে কবিতা নিজেই একটা গল্প যার শুরু এবং পরিণতি আছে। শুধু প্রকাশভংগি টা আলাদা। কিছু দৃশ্যকল্প কিছু ম্যাসেজ এই নিয়ে কবিতা।
কবিতাটার মূল ড্রাফটে ফোটে - এখানে ভূলে ফুটে এসেছে। বিদগ্ধ পাঠক হিসেবে এই অসংগতিটুকু নজরে আনায় কৃতজ্ঞতা। ঠিক করে দেওয়া হয়েছে।

তারে শব্দটা আমি র ধারাবিহকতা রাখতে ছেয়েছি। তারে শব্দটায় আপনার অভিযোগ টা ক্লিয়ার নয়। একটু সুনির্দিষ্ট করে বল্লে শিখার সুযোগ হত নদী ভাই।

ধন্যবাদ সমালোচনামূলক মন্তব্যের জন্য

২১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কিরমানী লিটন বলেছেন: একটি বিশুদ্ধ স্বাদের কবিতা খেলাম,চমৎকার ভালোলাগা +++
সতত শুভকামনা ...।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। আপনার জন্যও শুভকামনা

২২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০১

মানবী বলেছেন: এমন ভুল মলাটের কাব্য যদি এতো ভালো হয় তাহলে সঠিক মলাট না হলেও চলবে।

কবির শেষ অনুধাবন সুন্দর
"কবি জানে-
ঝরে যাওয়ার জন্যই পৃথিবীর সমস্ত গোলাপ ফুটে"

সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ নেক্সাস।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯

নেক্সাস বলেছেন: হাহা সঠিক মলাট না হলে জীবন কি আর চলে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২০

অন্ধবিন্দু বলেছেন:
ঘুমে আচ্ছন্ন থাকা কবির শূন্যঘুম কত অদ্ভুত। কবির অভিমান কার্যত কাদামাটির মতোই উর্বর। পৃথিবী না-বুঝুক, ঝরে যাওয়া গোলাপ জানে কবি তার সাধ্যে কত ঐশ্বর্যবান।

হোক তা লেখা ভুল মলাটে...

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: প্রিয় অন্ধবিন্ধু ভাই। অনেকদিন পড় এলেন। এত সুন্দর মন্তব্যে প্রতি উত্তর কিভাবে দিতে হয় আমার জানা নাই। আপনার মন্তব্যতাি যেন একটা অমিয় সুধাময় কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন:

ঐশ্বর্যের বন্দরে নিয়ে যায় তারে সোনার তরী
অভিমানি কবি তারে আর ডাকেনি,
কি সাধ্য তার ফের তারে ডাকে
কাদামাটির নিরস বুকে --

এখানে তারে বারবার আসছে, একই শব্দের বার বার ব্যবহার না করাই মনে হয় ভালো হয়। আর তারের বদলে তাকে ব্যবহার করলেই ভালো হতো হয়তো।

ঐশ্বর্যের বন্দরে নিয়ে যায় সোনার তরী
অভিমানি কবি তাকে আর ডাকেনি,
কি সাধ্য তার ফের ডাকে
কাদামাটির নিরস বুকে --

আমার মনে হয় বাদ দিলেই আরো শক্তিশালী হতো। তারে আমার মতে কিছুটা সাধু ঘেষা শব্দ, যার মাঝে কিছুটা আঞ্চলিকতার ছোঁয়াও আছে। আর আপনি এটা আধুনিক চলিতে লিখছেন।

উদাহরন দেই,
কেমনে ভুলিবো আমি বাঁচিনা তারে চারা
আমি ফুল বন্ধু ফুলের ভোমরা।

এখানে মানায়, কিন্তু আপনার আধুনিক ষ্টাইলের সাথে যাচ্ছেনা বলে মনে হচ্ছিলো। এই আরকি।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় নদী।

আমি চেষ্টা করেছিলাম র' এর অনুপ্রাশ ছন্দ টা ধরে রাখতে। তাকে ব্যাবহার করে পড়ে দেখেছি সেটা আমার কানে লাগে। আর কবিতা শব্দ থেকে শব্দে সাবলীল গমনের জন্য সাধু চলিত ভাষার মিশ্রণ সচরাচর দেখা যায়।

উদাহরণ
কল্যাণী
......জসীম উদ্দীন

শোন, শোন মেয়ে, কার ঘর তুমি জড়ায়েছ
জোছনায়,
রাঙা অনুরাগ ছড়ায়েছ তুমি কার মেহেদির
ছায়!
কার আঙিনার ধূলি রাঙা হল চুমি ওই পদতল,
কারে দিলে তুমি সুশীতল ছায়া প্রসারিয়া
অঞ্চল!
তুমি আকাশের চাঁদ হয়েছিলে, কাহার
ফুলের শরে,
বিদ্ধ হইয়া হে নভচারিনী নেমেছ মাটির
ঘরে!
কোন্ সে তমাল মেঘের মায়ায় ওগো
বিদ্যুৎলতা!
ভুলিলে আজিকে বিরামবিহীন গতির
চঞ্চলতা।

আকাশলীনা – জীবনানন্দ দাশ

কি কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ
তার প্রেম ঘাস হয়ে আসে।

বনলতা সেন

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে


ধন্যবাদ আপনাকে

২৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮

বিদগ্ধ বলেছেন: ==এই সব ভূল মলাটের কাব্যে
জোনাকীদের আসা যাওয়া-
পৃথিবীর বয়সী কবিরাও জানে-
ঝরে যাওয়ার জন্যই সমস্ত গোলাপ ফোটে।===


সুন্দর!

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ ভাই

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

উধাও ভাবুক বলেছেন: দারুন লাগলো।
জীবনান্দের আবেশ পেলাম।

শুভকামনা রইল।

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাবুক কবি

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন: হাহাকার মন ছুঁয়ে গেল। অসাধারণ ভাবনা।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা

২৮| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লিখেছেন নেক্সাস ভাই।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বন্ধু

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: শুধু ভাললাগলনা :)খুবভাললাগল:D

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.