নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

আঁধারের ভরা যৌবন

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

কি অদ্ভুত ,
মধ্যম আয়ের দেশ
তবুও আমি চিৎ হয়ে শুয়ে থাকি
কারওয়ান বাজারের ফুটপাথে,
আকাশ দেখি আর ডেঙ্গির গান শুনি
আকাশ দেখার সাধ
কোনদিন মিটবেনা বুঝি হায় !
জানিনা কি প্রহসন লুকিয়ে আছে
ঐ দুর ছায়াপথে ?
বিলবোর্ডে?


পাশ দিয়ে হেঁটে যায় নিশি কন্যা
রাত প্রহরীর হুইসেলে ঘৃণা
-দুর হ' ছিনাল, বেশ্যা মাগী
- যত সব বদ অভ্যাস !
অথচ ঠোঁটে লালসা জাবর কাটে-
জানিনা ক্ষুধার প্রতিশব্দ বদ অভ্যাস কোন অভিধানে !
কোন ছলনায় ঘরের মেয়েরা
বদ অভ্যাসে বেশ্যা হয়ে যায়?

শুনেছি কারা যেন শুয়ে আছে প্রেসক্লাবের সন্মুখ রাস্তায়-
হাসি পায়-
তারাও কি আমার মত মুত্র গন্ধ বিলাসী?
লোকে বলে ওরা স্কুল মাষ্টার
আমরণ অনশনে,
ক্ষুধা ও ঘামের দাম নিয়ে রাজার সাথে হয়নি বনিবনা-
তেড়ে আসা অজগর ছোট লোকের
সব অধিকার খেয়েছে গিলে !
আমার হাসি পায়
ওরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়?


মুত ও বারুদের গন্ধে আমি ঘুমিয়ে পড়ি,
পুরো শহর ঘুমায়-
ধমনিতে আপোষের বিষ আয়োজন
সবুজ পল্লবীর দামে কিনে নেয় বারমাসি শীত;
অাঁধারের ভরা যৌবনে
ক্ষোভ আর অভিমানে শুধু ভাঙে কাঁচঘর।

প্রেসের শ্রমিকেরা জেগে থাকে রাতের প্রহর
রক্তাক্ত খবরের প্রথম পাঠের নেশায়।
আর জেগে থাকে কতগুলো বুভুক্ষ কুকুর
সারাক্ষণ ঘেউ ঘেউ করে ডাকে।
সমস্ত শহর-
সমস্ত দেশ-
জেনেছি এসব কুকুরের একচ্ছত্র ভোগ দখলে।

মন্তব্য ৯১ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অন্যায় আর ভালোবাসা না থাকলে পৃথিবীতে কবি তৈরি হতো না।
কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ কাভা ভাই। ৭ বছরে এই পত্তুম আপনার পত্তুম কমেন্ত পাইলাম।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনেতো আবার সিগারেট খান না। খাইলে এই কবিতার জন্য একটা সিগারেট খাওয়াইতাম।

অস্থির লিখছেন বস। প্রশ্ন পত্র ফাঁসের না, একদম খাঁটি গোল্ডেন এ প্লাস দিলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

নেক্সাস বলেছেন: আরে কান্ডারী ভাই। আপনি আমার ব্লগে। ধইন্যা পাতা দিয়া বরণ করে নিলাম মেলা দিন পরে।
কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,
ছুঁড়ি মেরে মেরে কবিতা লিখেছেন নাকি। আমার রক্ত ঝড়ছে। আপনার আসে যায় কি ? ধমনিতে আপোষের আয়োজন যদি না করতে জানি; সত্যি বলছি সমস্ত দেশ কারবালা হয়ে যেতো ...

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০

নেক্সাস বলেছেন: কিন্তু এমিনেতো সারা দেশ দোযখ হয়ে গেছে। সবসময় আপোষ সঠিক নয় বন্ধু। সাময়ে সময়ে দ্রোহ লাগে। আমাদের অতি আপোষ আজ গোটা দেশকে অন্ধকার গুহার দিকে নিয়ে যাচ্ছে।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: সত্যিই নষ্টদের দখলে চলে গেছে দেশ। তবুও সত্যিকারের মানুষের হাতে পড়বে আর শানিত হবে আমাদের মানবিক বোধগুলো এ কামনাই নিরন্তর।
ভালো লাগলো ভাই। প্রতিবাদের ভাষা এর চেয়ে রুক্ষ আর কেমন?

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

নেক্সাস বলেছেন: আর শানিত হবে আমাদের মানবিক বোধগুলো। কবে হবে জানিনা। রক্তে আপোষের আয়োজন নিয়ে জাতি্যতাবোধ জাগানো যায়না। দেশ টা কে বাঁচাতে হলে এখনি রক্তে দ্রোহের আগুন জ্বালাতে হবে ডান-বাম-আস্তিক-নাস্তিক সকল অপশক্তির বিরুদ্ধে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যায়া বাত! বহুত অাচ্ছা!

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

সাবলীল মনির বলেছেন: দেশের প্রতি এক ধরনের দায় বদ্ধতা থাকলেই কেবল এ ধরনের লেখার জন্ম হতে পারে, অাপনার এই চেতনা অামাকে ছুঁয়ে গেল ।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: আপনার মন ছু্ূ্যে গেছে জেনে বেশ ভাল লাগছে। একজন লেখকের জন্য অনেক বড় পাওয়া এটা

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

আলমগীর হোেসন িনলয় বলেছেন: কুড়ানো মানিক ।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
**ছুরি**

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

গেম চেঞ্জার বলেছেন: অন্যায় আর ন্যায় পরিমাণে ব্যপক ও ক্ষুদ্রতর হয়ে সমান্তরালে চলে অসীম শুন্যতায়। তাই এটা চলবেই।

কিন্তু সমস্যা হলো আমাদের দেশে অন্যায়ের ও দূর্নীতির প্রকোপ এতই বেশি, এতই যে তা অসহ্য!!

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য গুলো অনেক সুন্দর হয়। বিদগ্ধ পাঠক আপনি। আপনাকে ধন্যবাদ

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: অনেক কিবতাই পড়ি কিন্তু আপনার কবিতা পড়ে খুব ভাল লাগল। জীবনবাদী কবিতা।

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

নেক্সাস বলেছেন: প্রামানিক ভাই ধন্যবাদ। আপনার ছড়া পড়ে আমারো ভাল লাগে

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি ! চমৎকার কবিতা উপহার দিয়েছেন

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেলা দিন পর এই ব্লগ বাড়িতে আপনাকে পেলাম

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

হামিদ আহসান বলেছেন: দারুন কবিতা৷ অন্যরকম ৷ভাল লাগা রইল

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মো: আশিকুজ্জামান বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাললাগল। মন ছুঁয়ে গেল।

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্যে অনেক প্রেরণা পেলাম।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

এস কাজী বলেছেন: বিদ্রোহী বিদ্রোহী ভাব মামা।

কবিতা জূষ হয়েছে ;)

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মামা

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

কিরমানী লিটন বলেছেন: -দুর হ' ছিনাল, বেশ্যা মাগী
- যত সব বদ অভ্যাস !
অথচ ঠোঁটে লালসা জাবর কাটে-
জানিনা ক্ষুধার প্রতিশব্দ বদ অভ্যাস কোন অভিধানে !
কোন ছলনায় ঘরের মেয়েরা
বদ অভ্যাসে বেশ্যা হয়ে যায়?

অনেক কথার মরন হলে,হৃদয় কথা বলে... কবিতা নয়-এ তো,বঞ্চিত মানুষের হৃদয়ের হাহাকার,দাম দিয়ে কেনা যন্ত্রণার আহাজারি-সত্যিই,অসাধারণ দ্রোহের বিশুদ্ধ কবিতার স্বাদ!অনেক অভিবাদন প্রি সুহৃদ নেক্সাস ,শুভকামনা নিরন্তর ...

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

নেক্সাস বলেছেন: প্রিয় লিটন ভাই আপনার মন্তব্য সবসময় বিশাল প্রেরণার উৎস। সাথে থাকার জন্য ধন্যবাদ

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রেসের শ্রমিকেরা জেগে থাকে রাতের প্রহর
রক্তাক্ত খবরের প্রথম পাঠের নেশায়।
আর জেগে থাকে কতগুলো বুভুক্ষ কুকুর
সারাক্ষণ ঘেউ ঘেউ করে ডাকে।
সমস্ত শহর-
সমস্ত দেশ-
জেনেছি এসব কুকুরের একচ্ছত্র ভোগ দখলে।

বাহ ঝাঝালো কবিতা ।

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনার বইয়ের জন্য শুভ কামনা

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

মোঃমোজাম হক বলেছেন: কবিতা শুধু প্রেমিকদের জন্য নয় এমন প্রতিবাদী কবিতাও আমরা চাই।
ভাল লেগেছে,খুব ভাল :)

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০

নেক্সাস বলেছেন: মোজাম ভাই অনেক দিন পর আপনাকে আমার পোষ্টে পেলাম। ধন্যবাদ আপনাকে।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: অনেক ভালো হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন আপনাকে

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

তারছেড়া লিমন বলেছেন: দারুন হৈচে বস..................

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বস

২০| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

সায়েদা সোহেলী বলেছেন: হাতুড়ি পেটানো কবিতা

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

নেক্সাস বলেছেন: হাহাহাহহা। হাতুড়ি পেটানো গেল কই। আমরা তো ধমনীতে শীতল রক্ত পুষে দিব্যি ঘুমাচ্ছি।

২১| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

আলোরিকা বলেছেন: দ্রোহের আগুন উঠুক জ্বলে ! ........অসাধারণ +++

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

নেক্সাস বলেছেন: অনেকদিন পর +++ লিখা মন্তব্য পেলাম। অনেক ধন্যবাদ আলোরিকা

২২| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

জেন রসি বলেছেন: মধ্যম আয়ের দেশ, ফুটপাতে শুয়ে থাকা, বেশ্যা- কবিতা দিয়ে যেন উপহাসের বোম ফাটালেন।

ভালো লেগেছে।

++

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

নেক্সাস বলেছেন: ইয়েস আপনি কবিতার উদেশ্যটা বুঝে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: দ্রোহের অনবদ্য প্রকাশ। ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমস্ত শহর-
সমস্ত দেশ-
জেনেছি এসব কুকুরের একচ্ছত্র ভোগ দখলে।




এখনি সময় মুগুর নিয়ে প্রতিহত করার ।



অসাধারণ কবিতা ! ১২ নাম্বার লাইক কিন্তু আমি হাঁকাইছি ;)

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

নেক্সাস বলেছেন: এখনি সময়ে রক্তে আগুন জ্বালাবার।

ধন্যবাদ গিয়াস লিটন ভাই

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



এটাকে দ্রোহ বলা যাবে কি ? মনে হয় , না ।
দ্রোহতে হুঙ্কার থাকে ভাঙার । এখানে মুত্র গন্ধ বিলাসী এক ঘুমকাতুরের নাক ডাকার আওয়াজ শুধু ।
ঘেউ ঘেউ যা করলো তা ঐ বুভুক্ষ কুকুরগুলো !!!!!!!!! :(

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

নেক্সাস বলেছেন: না আহমেদ ভাই এটা কে দ্রোহ বলা যাবেনা। এটা মুলত দ্রোহের জন্য আক্ষেপ। কিন্তু পাঠক যেভাবে নেয় আরকি। ঘুমকাতুরে নাগরিকদের রক্তে আপোষের যে আয়োজন তার প্রতি এখানে উষ্মা ও উপহাস করা হয়েছে।

আপনাকে ধন্যবাদ

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



এটাকে দ্রোহ বলা যাবে কি ? মনে হয় , না ।
দ্রোহতে হুঙ্কার থাকে ভাঙার । এখানে মুত্র গন্ধ বিলাসী এক ঘুমকাতুরের নাক ডাকার আওয়াজ শুধু ।
ঘেউ ঘেউ যা করলো তা ঐ বুভুক্ষ কুকুরগুলো !!!!!!!!! :(

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভাল লেগেছে খুব ।

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে কথা ভাই

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: মুত ও বারুদের গন্ধে আমি ঘুমিয়ে পড়ি,
পুরো শহর ঘুমায়-
ধমনিতে আপোষের বিষ আয়োজন
সবুজ পল্লবীর দামে কিনে নেয় বারমাসি শীত;
অাঁধারের ভরা যৌবনে
ক্ষোভ আর অভিমানে শুধু ভাঙে কাঁচঘর।
- চরম হইছে কবি।

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সারথি

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো অনেক নেক্সাস ভাই ।

ভাল থাকুন । :)

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

নেক্সাস বলেছেন: কলম ভাই আপনাকে মেলাদিন পরে পেলাম। ধন্যবাদ অনেক।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতায় একরাশ মুগ্ধতা!!!

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

নেক্সাস বলেছেন: একরাশ ধন্যবাদ বড় ভাই

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর। বেশ গরম গরম। তবে মুত শব্দটা চোখে লাগছে এট্টু।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

নেক্সাস বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। আপনার লিখা পড়ে আসলাম। নিয়মিত লিখুন ।

অনেক ধন্যবাদ

৩২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আপনার লেখার ধার- কাট কাট করে ফেলে। ব্যাপক!!

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আজাদ ভাই। মেলাদিন পরে দেখলাম। আছেন কেমন? দেশে না বৈদেশে ?

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

কলমের কালি শেষ বলেছেন: ব্লগে এখন আসা হয় কম । কিন্তু সময় পেলে প্রতিবেশীদের দেখতে চলে আসি ! ;)

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কলম ভাই পাশে থাকার জন্য

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: শুনেছি কারা যেন শুয়ে আছে প্রেসক্লাবের সন্মুখ রাস্তায়-
হাসি পায়-
তারাও কি আমার মত মুত্র গন্ধ বিলাসী?
লোকে বলে ওরা স্কুল মাষ্টার
আমরণ অনশনে,
ক্ষুধা ও ঘামের দাম নিয়ে রাজার সাথে হয়নি বনিবনা-
তেড়ে আসা অজগর ছোট লোকের
সব অধিকার খেয়েছে গিলে !
আমার হাসি পায়
ওরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়? --- চমৎকার !!

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম আপনাকে

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

উর্বি বলেছেন: শুনেছি কারা যেন শুয়ে আছে প্রেসক্লাবের সন্মুখ রাস্তায়-
হাসি পায়-
তারাও কি আমার মত মুত্র গন্ধ বিলাসী?
লোকে বলে ওরা স্কুল মাষ্টার
আমরণ অনশনে,
ক্ষুধা ও ঘামের দাম নিয়ে রাজার সাথে হয়নি বনিবনা-
তেড়ে আসা অজগর ছোট লোকের
সব অধিকার খেয়েছে গিলে !
আমার হাসি পায়
ওরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়? + + + +

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উর্বি আপনাকে

৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: হতাশার কবিতা তবুও বাস্তব ছবি।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ময়ুরের চোখ

৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:
অথচ ঠোঁটে লালসা জাবর কাটে- সাধারণত সব পুরুষই। ব্যতিক্রম কারা সে তারা নিজেরাই জানে ।

ক্ষুধা ও ঘামের দাম নিয়ে রাজার সাথে হয়নি বনিবনা-
তেড়ে আসা অজগর ছোট লোকের
সব অধিকার খেয়েছে গিলে !


আমরা সবাই ছোটলোক, অজগরের সংখ্যা অনেক কম, কিন্তু কম সংখ্যক অজগরই গিলে খাচ্ছে সব ।

খুব দারুণ কবিতা...প্রতিবাদ এভাবেই হোক তবে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

নেক্সাস বলেছেন: সব পুরুষ জাবর কাটে আমি বিশ্বাস করিনা। তবে পুরুষ বেশি নৃপংশুকেরা জাবর কাটে এটা সত্য। আর আই শাস্ত্র ও নীতির কথা বলে তারাই নীতি ও শাস্ত্র ভর্তা বানিয়ে খায়। এটাই বলতে চেয়েছিলাম।

কম সংখ্য অজগর খেলে খাচ্ছে সব। এটাই এখন সমাজ বাস্তবতা। নাহলে সংবিধান যে শিক্ষা কে মৌলিক অধিকার বলেছে সে শিক্ষার কারিগরেরা কেন অভুক্ত থাকবে? আর বিশেষ শ্রেণীর অজগরেরা গাড়ি বাড়ি ক্ষমতা সব কিছুর মালিক হবে ?

অনেকদিন পর আপনাকে পেলাম পনিপা। আপনাকে দেখে ভাল লাগলো। ধন্যবাদ

৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

সুলতানা রহমান বলেছেন: পড়তে পড়তে আমি দেখছিলাম।
ফুটপাতে শুয়ে আছে এক যুবক, তারা দেখছে, পাশ দিয়ে নিশিকন্যা হেঁটে যায়, শিক্ষকেরা প্রেসক্লাবের সামনের রাস্তায় অনশনে বসেছে …………
সবমিলিয়ে খুব ভাল লাগলো।
আর হ্যাঁ „এরকম এক কাপ রং চা পেলে এখন মন্দ লাগতো না।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। আমার ব্লগে এই চা সবার জন্য উন্মুক্ত। ইচ্ছেমত কবিতার সাথে পান করুন চায়ের রক্তীম লীকার। এই চা আমারো ভীষন প্রিয়।
আপনার একটা কবিতায় অনেক লম্বা একটা কমেন্ট করেছিলাম। কিন্তু পোষ্ট করতে গিয়ে দেখি কমেন্ট অপশন বন্ধ। কিন্তু কেন?

৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

সুলতানা রহমান বলেছেন: আমিতো জানিনা কেন কমেন্ট করা যাচ্ছে না।

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

নেক্সাস বলেছেন: হুম আপনি বন্ধ করে রেখেছিলেন অজান্তে

৪০| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

সুলতানা রহমান বলেছেন: হ্যাঁ, ধণ্যবাদ। :)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

নেক্সাস বলেছেন: স্বাগতম

৪১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ​!
আপনার আইডি দেখলেই আমার নেক্সাস ৭ ২০১৩ ট্যাবের কথা মনে প​ড়ে যায়​- কিনার খুব ইচ্ছা ছিল​, ব্বাজেটে কুলায় নাই ||

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: মেলা দিন পর আপনাকে দেখলাম। হাহাহা নেক্সাস নিক টা ৭২০১৩ এর অনেক আগের। এটা আমার একটা সংগঠনের নাম।

ধন্যবাদ মুন আপনাকে

৪২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

জুন বলেছেন: ভালোলাগা নেক্সাস

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপা দ্যা গ্রেট

৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

বাংলার ফেসবুক বলেছেন: মুত ও বারুদের গন্ধে আমি ঘুমিয়ে পড়ি,
পুরো শহর ঘুমায়- @অনেক সুন্দর।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাংলার ফেইসবুক

৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

খন্দকার সাদ্দাম বলেছেন: এতটা বাস্তব কিভাবে কবিতা হয়?ভাষাহীন শুধু বলব অসাধারণ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

খন্দকার সাদ্দাম বলেছেন: তারাও কি আমার মত মুত্র গন্ধ বিলাসী?লোকে বলে ওরা স্কুল মাষ্টারআমরণ অনশনে,ক্ষুধা ও ঘামের দাম নিয়ে রাজার সাথে হয়নি বনিবনা-তেড়ে আসা অজগর ছোট লোকেরসব অধিকার খেয়েছে গিলে !আমার হাসি পায়ওরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়?

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

রুদ্র জাহেদ বলেছেন:
দ্রোহ-ক্ষোভের অসাধারন প্রকাশ।খুব ভালো লাগল কবিতা
+++

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই

৪৭| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা ভালো লেগেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.