নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

শান্তির বাজ পাখি ওড়ে ধ্বংসস্তুপের ভেতর

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

শান্তির ভগবান!
মিথ্যে তোমার শান্তির ইশতেহার-
লিটল বয়, ফ্যাটম্যান,
ওরা তো তোমার মগজে নিষিক্ত অগ্নি দানব,
টমাহক, ক্রুজ, স্কাড;
দুরপাল্লা থেকে স্বল্প পাল্লা-
ক্রেমলিন থেকে সাদা ঘর
বারুদের দর্পাঘাতে কেঁপে উঠে জ্বালামুখ।

তবুও তুমি,
অথবা তোমরা
শান্তির খই ছড়াও বিরাণ জনপদে,
স্বয়ংক্রিয় বন্দুকের চালান পত্রে
লিখে দিয়েছো শান্তির মটো।
বলকান থেকে ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা-
সমস্ত ধরিত্রী তুমি দাঁপিয়ে বেড়াও
মুক্তির সনদ নিয়ে,
শিকারী ঈগলের সুপারসনিক ডানায়।

সে কেমন মুক্তি !
সে কেমন শান্তি !
জানে শাতিল-ই-আরবের রক্ত স্রোত
যেখানে মিশে আছে অজস্র চোখের জল
পিতা হারা সন্তানের,
সন্তান হারা জননীর,
স্বামী হারা কুল রমণীর।
কাবুল থেকে বাগদাদ হয়ে ডেমাস্কাস
জয়তুন সুশোভিত প্যালেষ্টাইনের সবুজ মাঠ
শান্তির বাজ পাখি ওড়ে ধ্বংসস্তুপের ভেতর।

আর কত ?
আর কত দজলা ফোরাত
ভারী হবে আপন ভাইয়ের রক্ত স্রোত মিশে?
তোমার আশীর্বাদে
আর কত সুরম্য নগরী মৃত্যুকুপ হলে
আর কত তেলের জাহাজ হরমুজ পাড়ি দিলে
তবে শান্ত হবে রক্ত মাখা পৃথিবীর বুক?
জবাব দাও-
মুখোশধারী বিশ্ব ভগবান।
কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় দেখি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আগেরটাইতো মনে হয় বেশি ভাল ছিলো।
এইটাও অনেক ভাল লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

নেক্সাস বলেছেন: হুম..

ধন্যবাদ বন্ধু

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন:
মুখোশধারী বিশ্ব ভাগবান
কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান

-ভাল লিখেছো

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

লাবনী আক্তার বলেছেন: মুখোশধারী বিশ্ব ভাগবান।
কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান।



কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। চমৎকার লাগল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

নেক্সাস বলেছেন: আরে লাবু.... মেলাদিন পর। কেমন আছো?

ধন্যবাদ কবিতা পাঠের জন্য

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

বনমহুয়া বলেছেন: দারুন নেক্সাসভাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বনমহুয়া

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

কাবিল বলেছেন: জবাব দাও-
মুখোশধারী বিশ্ব ভাগবান।
কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান।


কবিতায় ভাল লাগা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কাবিল

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান।
-- চমৎকার হয়েছে।

বিজয়ের শুভেচ্ছা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

দর্পণ বলেছেন: শান্তির আনতে কত ধ্বংস হয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

নেক্সাস বলেছেন: হুম। আসলে শান্তির নামে চলছে যুদ্ধ বানিজ্য

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

ফেরদৌসা রুহী বলেছেন: মুখোশধারী বিশ্ব ভাগবান।
কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান।


মুখোশধারীরা শান্তির বানী শুনিয়ে পুরা বিশ্বকে অশান্তিতে ভরে রেখেছে তাদের নানা কৌশলে।

ভাল লাগেনা এসব। আমরা তো আফ্রিকার এক দেশে থাকি। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার আগে চিন্তা করি সেই এলাকা বোকোহারাম মুক্ত কিনা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন:
মুখোশধারীরা শান্তির বানী শুনিয়ে পুরা বিশ্বকে অশান্তিতে ভরে রেখেছে তাদের নানা কৌশলে।

এই বোকো হারাম কারা আমরা সবাই চিনি। কিন্তু এই বোকো হারাম যারা তৈরি করে তাদের চিনিনা। এই ভুখা নাংগা মানুষগুলো স্বয়ংক্রিয় রাইফেল কোথায় পায়। কে দেয় তাদের বুলেট সরবরাহ। এসব ভাবতে হবে। বিশ্ব শান্তি যারা ফেরি করে বেড়ায় তারা বুলেটেরও ফেরি করে।

ধন্যবাদ আপনাকে

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: জবাব দাও-
মুখোশধারী বিশ্ব ভাগবান।
কোন চুক্তি স্বাক্ষরিত হলে আর কেউ লিখবেনা
কোনদিন মরনাস্ত্রের চালান।


খুব ভাল লাগল কবিতার কথামালা। ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় চলমান ধ্বংস সংগাতের অনেক কিছু তুলে ধরেছেন । আপনার কবিতায় ফুটে উঠেছে পৃথিবী এখন কতটা অশান্ত ।

বাস্তবতার চিত্রায়নের কবিতা ভাল লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুন্দর করে কবিতার মূলে গিয়ে মন্তব্য করার জন্য। সবসময় সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

সুলতানা রহমান বলেছেন: প্রশ্ন কাকে? মুখোশধারী বিশ্ব ভগবান?
প্রশ্ন গুলো সুন্দর, যথার্থ, ভাষায় ফুটেছে চমৎকার।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উচ্ছ সাহিত্যমান সমৃদ্ধ চমৎকার একটি কবিতা !
খুব ভাল লাগলো !

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: কবিতার পাঠক কম। এই কম পাঠকের ভিড়ে এসে মন্তব্য করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। আর সাহিত্যমান ! আমি আমার মত করে ভাল কিছু লিখার চেষ্ঠা করি। তবে পাঠকের মন জয়ী কবিতা লিখা হয়না একটাও।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক পৃথিবী নিয়ে আগুন চিৎকার। ভালো লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে হামা ভাই

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
ভগবান শব্দটিতে, “ভগ” এর অর্থ/ দৃষ্টিকোণ জানেন নিশ্চয়। কবিতায় শান্তির ভগবান সম্মোধনটি তাই বড় কাঁচা লাগছে-গো। শেষের দিকে আবার লিখেছেন মুখোশধারী বিশ্ব ভাগবান। “মুক্তির ভুল সনদ” “রক্ত মাখা পৃথিবীর বুক” ইত্যাদিতে শব্দার্থিক বিষয়বস্তুর মুহূর্ত-ব্যপ্তিও দূর্বল।

যাইহোক, ধ্বংসস্তুপের ভেতর থেকে তথাকথিত শান্তির যে বারুদ প্রসিক্ত মুখোশ দেখালেন। আমরাও আছি এর মধ্যি।চুক্তির স্বাক্ষরে যতোদিন স্ব স্বার্থের চালান থাকবে। আমার মনে হয় না, কেউ এর জবাব দিতে পারবেন...

শুভ কামনা, নেক্সাস।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

নেক্সাস বলেছেন: (অর্থ) ভগ-বান= পরমেশ্বর, ঈশ্বর,পূজ্য, মান্য, শ্রদ্ধেয়।
( দৃষ্টিকোণ) এখানে শব্দটি এসেছে ব্যাঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকে , ধর্মীয় দৃষ্টিকোণ নয়।

পশ্চিমা বিশ্ব তথা পরাশক্তি গুলো নিজেদের কে বিশ্ব শান্তির সোল এজেন্ট বা শান্তি রক্ষাকারী বা শান্ত রাখার মালিক জাহির করছে গত কয়েক দশক ধরে। আমরা তৃতীয় বিশ্বের মানুষ সেটা মানছিও। আর তাই আমরা তাদের কথা মত উঠছি, বসছি এবং বলছি। তাই আমি তাদের কে ভগবান ( স্বামী বা প্রভু) সম্বোধন করে তাদের এবং যারা তাদের কে মানছে উভয়কে ব্যাঙ্গ করার চেষ্টা করেছি।
কবিতায় এমন শব্দের ব্যাবহার আছে
" আমি খোদার আরশ আসন ছেদিয়া"
"আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা গুরুতর অন্যয় বেমানান। কিন্তু কবিতার মেরিটের দিকে খেয়াল করলে একটা ভাবানুভব ছাড়া আর কিছু নয়।

মুক্তির ভুল সনদ।
জ্বী যথার্ত বলেছেন এখানে ভুল শব্দের ব্যাবহার কাব্যগুন কে নষ্ট করেছে। সংশোধন করে দেওয়া হল।



যাই হোক শান্তিবাদীর গাল ভরা বুলি থাকলে বিশ্ব কিন্তু শান্তি নাই। শান্তি রক্ষার নামে গোটা মধ্যপ্রাচ্য এখন রক্তাক্ত ও ধ্বংসস্তুপ। একদিকে তারা শান্তির কথা বলছে অন্যদিকে মারনাস্ত্রের উৎপাদন দিনের পর দিন বাড়াচ্ছে। সারা বিশ্বে কোটি কৌটি টাকার অস্ত্র ব্যাবসা ওরাই নিয়ন্ত্রণ করছে। কবিতায় এই সত্য কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এই হল আমার ব্যাখ্যা। তারপরও নিজের জ্ঞান যেহেতু সিমীত ভুল আমার হতেই পারে।
কোথায় কোন সূত্র বা নিয়মের ব্যাতয় ঘটায় "শব্দার্থিক বিষয়বস্তুর মুহূর্ত-ব্যপ্তিও দূর্বল" একটু ডিটেইলস আলোচনা করে বুঝিয়ে দিলে পরবর্তিতে নিজেকে শানিয়ে নিতে সুবিধা হত।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অন্ধবিন্দু বলেছেন:
প্রতিউত্তর পড়ে ডিটেইলস আলোচনা করার আর প্রয়োজন মনে করছিনে, নেক্সাস। সবল ব্যাখ্যায় কবিতার মেরিট আদায় করা গেলো। আপনাকেও ধন্যবাদ কবি, আন্তরিকভাবে কথা বলার জন্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

নেক্সাস বলেছেন: আপনি আমার অন্যতম প্রিয় ব্লগার। আপনার আন্তিরকতা আমাকেও মুগ্ধ করে।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার কবিতা মানেই অন্যরকম কিছু। যার আবেদন সমাজের জন্য মানুষের জন্য মানবতার জন্য। অসাধারণ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আজাদ ভাই। আপনার চোখে হয়তো অন্যরকম কবিতা আবার কারো চোখে কবিতাই না। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা বন্ধু

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৮

কিরমানী লিটন বলেছেন: তবুও তুমি,
অথবা তোমরা
শান্তির খই ছড়াও বিরাণ জনপদে,
স্বয়ংক্রিয় বন্দুকের চালান পত্রে
লিখে দিয়েছো শান্তির মটো।
বলকান থেকে ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা-
সমস্ত ধরিত্রী তুমি দাঁপিয়ে বেড়াও
মুক্তির সনদ নিয়ে,
শিকারী ঈগলের সুপারসনিক ডানায়। -অসাধারণ, ভিন্ন স্বাদের,ভিন্ন মাত্রার কবিতা,নান্দনিক ভালোলাগার অনবদ্য কাব্য, শুভকামনা রইলো প্রিয় নেক্সাস ভাইয়ার জন্য ...

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

নেক্সাস বলেছেন: প্রিয় ব্লগার কিরমানী লিটন ভাই আপনার মন্তব্য অন্থীন উৎসাহ যোগায়। সবসময় পাশে থেকে পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! চমৎকার! ভালো লাগলো। শুভেচ্ছা রইল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটাও সুন্দর

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

তিমিরবিলাসী বলেছেন: ভাল লাগলো। শুভেচ্ছা রইল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ, বেশ লাগলো ||

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: মুন আপনি অনেকদিন পরে আসলেন। আপনাকে ধন্যবাদ ভাই

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

মুখ ও মুখোস বলেছেন: আপনার কবিতায় শুরুর দিকের ৬০/ ৭০ দশকের একটা ছাপ আছে। সেই সময়ের কবিতাগুলোর পুঁজি কেবল প্রেম কিংবা স্বস্তা মানবীয় আবেগ ছিল না। জীবনের অনেক গভীর দর্শন সেখানে লুকায়িত ছিল। শোষনের কথা ছিল, দ্রোহের কথা ছিল, প্রেমের কথা ছিল, মানুষের কথা ছিল, ধর্ম, বর্ণ, জাতি সব কিছুই ছিল সেই সময়ের কবিতায়।

আমি কবিতা খুব একটা পড়ার সময় পাই না। কবিতা আত্মস্থ করার জন্য যে মানসিক শক্তি ও দক্ষতা থাকা প্রয়োজন, তা আমার প্রায় নেই বললেই চলে। ফলে কবিতার ব্যপারে তেমন আগ্রহ পাই না। তবে ইদানিং ব্লগে প্রচুর কবিতা পোস্টের কল্যানে দুই একটা পোস্টে ঢুঁ মারছি। কৈশরে আমরা সুনীল, সুকান্ত, মাইকেল, রবীন্দ্রনাথ, জীবনানন্দের হাত ধরে সেই কবিতার স্বাদ বুঝার চেষ্টা করেছি। যদিও আমাদের কবিতার ইতিহাস অনেক পুরানো।

আমি আশা করি, নতুনদের হাত ধরেই কবিতা সামনে এগিয়ে যাবে। কেননা কবিতা একটি অগ্রসমান বা গতিশীল সাহিত্য। আপনার কবিতা আমার কাছে বেশ পরিনতই মনে হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

নেক্সাস বলেছেন: অনেকদিন পরে একটা সুন্দর মন্তব্য পেলাম। কিভাবে আপনার কৃতজ্ঞতা জানাবো তা জানা নাই। যেন এমন একটা মন্তব্যের জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম।

আমি কবিতা লিখি এটা নিজেও মানতে নারাজ। শুধু চেষ্টা করি। চেষ্টা করি কবিতার আদলে কিছু শব্দ জাল বুনতে, তবে অবশ্য সেটা যেন পাঠকের বোধ শক্তির মধ্যে থাকে। আমি নেজে কবিতাকে বিশেষ কোন সময়, ঘটনা, দৃশ্য, দর্শন, ভাব, কিংবা কল্পনার আখ্যান কাব্য হিসেবে বিবেচনা করে। সেটা আমার কাছে একটি রূপক বা উপমাশ্রিত কাহিনী। কাজেই সেখানে শব্দ, উপমা, বাক্য সবকিছুর ধারাবাহিকতা ও পারষ্পরিক সমঝোতা থাকা জরুরী।

তবে এটা সত্য বাংলা কবিতা একটা এক্সপেরিমেন্টাল সময় অতিক্রম করছে। কবিতার সে নানামুখি স্রোতও কিন্তু তারই বহিঃপ্রকাশ।

যাইহোক ভাই চেষ্টা করি ভাল কিছু লিখার। কবে সফল হব জানিনা। আপনার এই মন্তব্য আমাকে আরো ভালো লিখার অনুপ্রেরণা জোগালো। ২০০ কমেন্টের চাইতে ১ টা গুনগত ভাল কমেন্ট অনেক বেশী প্রাপ্তি।

ভাল থাকেবন। অশেষ কৃতজ্ঞতা.....

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

জুন বলেছেন: কাবুল থেকে বাগদাদ হয়ে ডেমাস্কাস
জয়তুন সুশোভিত প্যালেষ্টাইনের সবুজ মাঠ
শান্তির বাজ পাখি ওড়ে ধ্বংসস্তুপের ভেতর।

মনে হয়না নেক্সাস আর কোন শান্তির বাজপাখি উড়বে সেখানে । অনেক ভালোলাগা ।
+

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা মন্তব্যের জন্য।

এই লাইনটা পুরো কবিতাটা কে ধারণ করে। মূলত কবিতাটি তথাকথিত বিশ্ব নেতৃত্ব বলে যারা স্বীকৃত তাদের দ্বিমুখী নীতির কথা তুলে ধরতে চেষ্টা করেছে ব্যাঙ্গ ও ক্ষোভের মাধ্যমে।

শান্তির বাজ পাখি ওড়ে ধ্বংসস্তুপের ভেতর-
এখানে একটা প্যারাড্ক্সিক্যাল ইংগিত আছে।
বাজ পাখি হিংস্র চোখ, নখ ও ঠোঁটের সমন্বয়ে একটা শীকারি পাখি। সাধারণ অর্থে সে নিষ্ঠুরতার প্রতীক। কাজেি শান্টির সাথে বাজ পাখি যায়না। কিন্তু গত দুই দশক ধরে গোটা মধ্যপ্রাচ্যে শান্তির নামে, শান্তির জন্য বিশালাকার বিমান থেকে ফেলা হচ্ছে টনে টনে বোমা। এই বোমা ফেলে শান্তি আনার যে প্যারাডক্সিক্যাল থিউরি সেটা এই লাইনে তুলে ধরার চেষ্টা করেছি।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

কেউ নেই বলে নয় বলেছেন: লাস্ট দুটা লাইন, বিশেষ করে লাস্ট বাট ওয়ান লাইনটা দারুন। জানি না কবে এই প্রশ্নগুলো দুনিয়া থেকে মুছে যাবে। হয়তো দুনিয়া ধ্বংস হবার পর। ++

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: এই প্রশ্ন গুলো যেদিন সারা বিশ্বে সমস্বরে উচ্চারিত হবে সেদিন মুছে যাবে।

ধন্যবাদ আপনাকে

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: দারুন

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বিশাল নিকের ভাই

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

তুষার কাব্য বলেছেন: দারুন নেক্সাসভাই।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: মেলাদিন পরে তুষার বতুতা এলেন আমার বাড়ি। কেমন চলছে ঘুরাঘুরি ?

ধন্যবাদ

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

স্পর্শিয়া বলেছেন: প্রশ্নগুলোর জবাব বড় কঠিন। দারুন কবিতা।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: লক্ষ্যের সীমানায়
এসে গেছ ভ্রাতা
খুবি কাছে
কথা গুলি
এক একটা
মিস্রি ছুরির মত
শুভ কামনা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নুর ভাই।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

সকাল রয় বলেছেন: গতানুগতিক ভাবনার বাইরে বলেই কবিতা অনেক বেশী ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দাদা .আপনার মন্তব্য পেয়ে ভীষন ভাল লাগছে

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

জনম দাসী বলেছেন: লিখে জানাতে হলে পুরো কবিতাটাই লিখতে হয়, প্রতিটা কথাই সুন্দর সাবলীল, তাই সব টাকেই শ্রদ্ধার সহিত ভাল লাগা রেখে গেলাম, ভাল থাকুন নেক্সাস সব সময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জনমদাসী। আশা করি আবার ফিরে আসবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.