নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যে সময়ের সুরতহাল

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮



বিবর্তন


ঘুমের ঘোরে মানবীয় পায়ের শব্দে আচমকা জেগে উঠি
দেখি কতগুলো বুনো বরাহের দল চঞ্চু উঁচিয়ে হেঁটে যাচ্ছে !
ভাবছি বনের জানোয়ার মানুষে বিবর্তিত হয়ে যাচ্ছে বুঝি,
নাকি মানুষই ক্রমশ বয়ে নিয়ে যাচ্ছে শুয়োরের জীবনাচার!
ভাবতে ভাবতে কখন যে চাঁদের ঠিকানায় গ্রহণের চিঠি এসেছে
কোন কিছুই টের পাইনি তাহার ।

অন্ধকার

সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে দাঁড়িয়েছি
আমরা এক অন্ধকার উপত্যকায়,
লোকেরা বলাবলি করছে এটা আমাদের স্বদেশ;
আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না,
কেননা আমার মুক্তিযোদ্ধা বাবার ডায়েরিতে
অন্ধকার বলে কোন শব্দ লিখা নেই।

নাগরিক

আমাদের কিছু বিশ্বাস চাঁদতারায়,
কিছু বিশ্বাস সীমান্তের ওপারে;
আমাদের স্বপ্ন টেবিলের তলায়
আমাদের দেশপ্রেম টনসিল আক্রান্ত গলায়।
মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।


মন্তব্য ৯২ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭

রিপি বলেছেন:
বেশ ভালো লাগলো ভাইয়া। বাস্তবের সাথে অনেকটাই মিলে গেছে।

মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।



প্লাস প্লাস প্লাস।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রিপি আপনাকে

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দ্বিতীয়টা অসাধারণ, অনেক অনেক ভালো লাগা রইল +++

প্রথমটা'র তৃতীয় লাইনে মানুষের জায়গায় মানুষে হবে বোধহয়, একটু দেখবেন প্লিজ।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দেওয়া হয়েছে । কবিতায় হোক প্রতিবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সবগুলোই ভাল লাগার মত।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ছন্দ্ররথা সব সময় পড়ার জন্য

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: শেষ দু'টো চমৎকার।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিজন রয় বলেছেন: হতাশা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়?

আমরা মানুষ এখন চারপেয়ে কিছুই হবো।

অতুলনীয় উপহার দিলেন।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বিজন রয়

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।


চমৎকারভাবে ফুটে উঠেছে হতাশার কবিতা। ধন্যবাদ

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

নেক্সাস বলেছেন: হতাশার চাইতে কবিতায় উঠে এসেছে আমাদের নাগরিক জীবনের সমসাময়িক ব্যাবচ্ছেদ এবং সেই সাথে আমাদের গর্বিত ইতিহাসও। ধন্যবাদ প্রিয় ছড়াকার প্রামাণিক ভাই

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সব গুলাই চমৎকার...
তবে শেষেরটা সবছেয়ে ভালো লাগছে...আমরা!!
.
সত্যিই অসাধারণ।।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। শেষেরটাতে আমাদের নাগরিক চরিত্রের হিপোক্রেসী তুলে ধরা হয়েছে।

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ।
মুগ্ধতা অনেক।গভীর।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

নেক্সাস বলেছেন: প্রিয় রাজপুত্র ধন্যবাদ মুগ্ধতার মতই গভীর

৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: সবগুলো ভাল লাগলো।
ধন্যবাদ,ভাল থাকুন

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

উল্টা দূরবীন বলেছেন: তিনটিই দূর্দান্ত। চমৎকার লিখেছেন।

কেননা আমার মুক্তিযোদ্ধা বাবার ডাইরী-তে
অন্ধকার বলে কোন শব্দ লিখা নেই।

এই দুইটা লাইন থেকে অনেক সাহস সঞ্চয় করার আছে।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দূরবীন।
এটা অন্ধকার কবিতার টুইষ্ট এবং ম্যাসেজ।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনুকাব্য লেখাটা একটু মাথা ধরা কাজ । কারণ কিছু শব্দে একটা পূর্ণাঙ্গ কবিতা সৃষ্টি করা ! আপনার অনুকাব্যে সেই স্বাদই পেয়েছি । যেমন গভীরতা তেমনি বিস্তর ।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ।
অনুকবিতার ধারণাই এটা।
একটা বিষয় ছুঁড়ে দিয়ে সেটাকে ইন্টেরেষ্টিং টুইষ্ট আকারে ম্যাসেজ আকারে শেষ করা, যেখানে একটি লাইন বিস্তর কথা বলে।

১২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই

১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

আবু শাকিল বলেছেন: নেক্সাস দা সব ধরনের লেখাই ভাল লিখতে পারেন।
অনুকাব্য ভাল লাগল ।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

নেক্সাস বলেছেন: শাকিল দা আপনার কমেন্ট ভিন্নমাত্রিক অনুপ্রেরণা এখানে ফেবুতে সবখানে

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ।
সমসাময়িক প্রেক্ষাপটের অনু কিন্তু অসাধারণ গুহ্য অর্থের কবিতা।
খাউব ভালো লাগলো

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাখাল বুঝে পড়ার জন্য

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

আরণ্যক রাখাল বলেছেন: দুঃখিত খুব হতো

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগে নাই কেন জানি একটাও।

আপনার আগের কবিতাগুলোর তুলনায় দুর্বল লাগছে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তানিম ভাই।
কিন্তু কেন ভাল লাগেনি বা ঠিক কোন জায়গায় দূর্বলতা সেটা বলেননি। বল্লে শিখে নেওয়া যেত।
অনুকাব্যে আমি ম্যাসেজ এবং টুইষ্ট দুটো রেখেছি। খুব বেশী বৈচিত্র অনুকাব্যে রাখা সম্ভব কি?
কবিতাগুলোর সারমর্ম আলোচনা করা যেত। কিন্তু আপাতত থাক পাঠকের জন্য উন্মুক্ত রাখলাম। সবার শেষে করব

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮

নিরল হৃদয় বলেছেন: ভালো লাগল অনেক বেশি। বাস্তবতায় সিক্ত হয়েছে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৩

একজন নশ্বর বলেছেন: হুম! ভাই আসলেই অনেক বাস্তব লিখেছেন,
আশা করি সামনে আরও ভালো কিছু দিবেন।
আর হ্যা, আমার ব্লগেও আপনকে স্বাগতম

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নশ্বর।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

তাসলিমা আক্তার বলেছেন: কলেজে পড়ার সময় কিছু কবিতার বই পেয়েছিলাম। এই বইগুলো আটদশ পৃষ্ঠার হত। অসম্ভব বাঙময় সেইসব কবিতা। আপনার অনুকাব্য পড়ে মনে পড়ে গেল। তিনটে লাইন বলি,
সব শালা রাজা হবে
বন থেকে দাঁতাল শুয়োর গোঁ ধরেছে
রাজাসনে বসবেই।

আনুকাব্য সবগুলোই ভালো লেগেছে। প্রথমটাতো অসাধারন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ

মোহাম্মদ রফিক/ খোলা কবিতা

এগুলো এরশাদ বিরোধী আন্দোলনের সময় লিখা। এখানে অনুকবিতার উদ্দেশ্য, তাৎপর্যও স্বার্থকতা নিহিত। অনুকবিতায় বর্ণনা বা উপমার আধিক্য নয় বরং বিশেষ ঢংয়ে, চমৎকার টুইষ্টের মাধ্যমে সমাজের কোন বিশেষ দিক কে সাধরণের জন্য তুলে ধরা প্রাধান্য পায়, যাতে পাঠকের মনোযোগ সে বিষয় বিশেষভাবে আকৃষ্ট হয়।

আরেকটা কবিতা দেখুন

"তোর হাতে রক্ত, পায়ে কুষ্ট,
কন্ঠে নালী ঘা-
আল্লার দোহাই লাগে, তুই নেমে যা, নেমে যা ।"

নির্মলেন্দু গুণ/ দূর হ দু:শাসন)

২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।

অসাধারণ! বুকে থাকুক দেশপ্রেম, মুখে নয়।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শামীম ব্রো

২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

অলওয়েজ ড্রিম বলেছেন: কখন যে চাঁদের ঠিকানায় গ্রহণের চিঠি এসেছে আমরা কেউ টের পাইনি। তাই দেশ আজ লুটেপুটে নিচ্ছে বরাহের দল কিন্তু আমাদের তবু হুশ নেই।

শেষেরটাতে আমাদের পাক আর ইন্ডিয়া প্রীতি ভাল ফুটে উঠেছে।
আমাদের কিছু বিশ্বাস চাঁদতারায়,
কিছু বিশ্বাস সীমান্তের ওপারে;


বর্তমানের অবস্থা দর্শনে মনেহয়:
মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় রানা ভাই পয়েন্ট ধরে আলোনা করার জন্য

২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধতা রইলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ একরাশ

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক এবং বিদগ্ধ উচ্চারণ। ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

আলোরিকা বলেছেন: তিনটিই চমৎকার ! এটি বেশি ভাল লেগেছে -

'আমাদের কিছু বিশ্বাস চাঁদতারায়,
কিছু বিশ্বাস সীমান্তের ওপারে;
আমাদের স্বপ্ন টেবিলের তলায়
আমাদের দেশপ্রেম টনসিল আক্রান্ত গলায়।
মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে। '

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলোরিকা সুন্দর মন্তব্যের জন্য

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

মহা সমন্বয় বলেছেন: আহহ কতই না সুন্দর বলেছেন :)

এটা চরম হইছে- আমাদের কিছু বিশ্বাস চাঁদতারায়,
কিছু বিশ্বাস সীমান্তের ওপারে;
আমাদের স্বপ্ন টেবিলের তলায়
আমাদের দেশপ্রেম টনসিল আক্রান্ত গলায়।
মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মহাসমন্বয়

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা একরাশ!


+++++++++++++++++++

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর পড়ে তৃপ্তি পেলাম

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

আমিই মিসির আলী বলেছেন:

আমাদের কিছু বিশ্বাস চাঁদতারায়,
কিছু বিশ্বাস সীমান্তের ওপারে;
আমাদের স্বপ্ন টেবিলের তলায়
আমাদের দেশপ্রেম টনসিল আক্রান্ত গলায়।
মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।


বাস্তবিক লাইনগুলা।
ভালো লাগলো।
+

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মিসির আলি।

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: অন্ধকারটা ভালো লাগলো।

শুয়োর, গ্রহণ, ডায়েরি হবে, হচ্ছে না - এভাবে হবে। কবিতায় ভুল বানান কি কবিদের কবিতায় শোভা পায় কবি সাহেব?
আপনার কবিতায় টনসিল দেখে মনে পড়লো আমিও এই ব্যথায় ভুগছি! খুব ব্যস্ততায় দিন যাচ্ছে তাই মোটামুটি অনেকের ব্লগে আমার অনুপস্থিতি। ভালো থাকবেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

বানানের ব্যাপরে সচেতন নই এটা যেমন সত্যি তেমনি অনেকগুলো ভুল অনিচ্ছাকৃত। এক বাংলা টাইপিং ঝামেলা দুই অফিসে বার বার মিনিমাইজ করে লুকোচুরি করে লিখার কারণ। শুয়োর, গ্রণ বানানের ভুল একেবারে কিববোর্ড মিসটেক।
ক্রিয়ার পরের না আলাদা হয় জেনেও মিসটেক করলাম।
ডায়েরি বানানের ভুল অজ্ঞতাবশত। ভেবেছি ী কার সঠিক।

ধন্যবাদ আপনাকে

৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

পুলহ বলেছেন: নাগরিক অংশটুকু সত্যি খুব তীব্র। এবং দৃঢ়- সুন্দর!

'....ভাবতে ভাবতে কখন যে চাঁদের ঠিকানায় গ্রহনের চিঠি এসেছে
কোন কিছুই টের পাইনি তাহার ।'-- তাহার শব্দটা ব্যবহার কি ইচ্ছাকৃত? পুরো কবিতাটা চলিত রীতিতে লিখেছেন তো- তাই জিজ্ঞেস করলাম আর কি।
সময়োপযোগী কবিতা। সত্যি সত্যি এটা এই অস্থির সময়ের সুরতহাল বটে।
শুভকামনা জানবেন কবি।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় পুলহ।

হুম তাহার শব্দটা ইচ্ছাকৃত। লাইনের রিদম এবং বয়াপ্তু বুঝাতে তাহার লিখেছি।
আর কবিতায় সাধু চলিত ভুরি ভুরি ব্যবহার হয়।

কি কথা তাহার সাথে?
তার সাথে !

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়ের সুরতহাল! তিনটাই করুণ!

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সাধু

৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



স্বপ্নকে টেবিলের তলায় ঢুকিয়ে আমরা ক্রমশ বয়ে নিয়ে যাচ্ছি শুয়োরের জীবনাচার ! এ এক আজব অন্ধকার উপত্যকায় আমাদের নির্বিঘ্ন বসবাস ।
এ হলো আমাদের থেতলে যাওয়া সময়ের সুরতহাল..............

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ।

আমাদের তরুন প্রজন্ম একটা ক্ষয়িষ্ণু সময় পার করছে। যে তরুণেরা দেশ কে গড়ে তুলবে তারা মানসিক ভাবে বৈষয়িক অসুস্থ হয়ে পড়ছে। তরুনদের একটা বিশাল অংশ ভাবে বা স্বপ্ন দেখে কিভাবে একটা জব নেওয়া যাবে যেখানে আন্ডার টেবল কামাই করা যায়। যে ছেলেগুলি পুলিশে, কাষ্টমে ঢুকছে তাদের প্রথম উদ্দেশ্য বা ইন্টেনশান দেশ সেবা নয়, বরং এখান থেকে ঘুষ খেয়ে রাতারাতি গাড়ি বাড়ির মালিক হওয়া।
এই লাইন সেটাকে তুলে ধরেছি। এটাই আমাদের দেশপ্রেম

৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

ফারিহা নোভা বলেছেন: আপনার লেখা সত্যই অসাধারণ। অনেক অনেক মুগ্ধ হলাম ভাইয়া।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য পেতেো আমার ভাল লাগে। ধন্যবাদ সব সময় পড়ার জন্য

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬

রাজসোহান বলেছেন: মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।

এখানে কি ঐযে কিছু হলেই গালি চলে আসে মুখে, এরকম কিছু বোঝালেন? তুখোড় ছিলো বিষয়টা!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: মেলাদিন পরে আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ ভাই।

আপনি যেটা ভেবেছেন সেটাও হতে পারে। ভাবনা সঠিক পথেই আছে।

৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
comotkar to! besh LagLo.

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুন

৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

ফরিদ আহমাদ বলেছেন: লোকেরা বলাবলি করছে এটা আমাদের স্বদেশ;
আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না,
কেননা আমার মুক্তিযোদ্ধা বাবার ডাইরি-তে
অন্ধকার বলে কোন শব্দ লিখা নেই।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ফরিদ আহমেদ

৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: ওআল্লাহ! কি অপূর্ব সুন্দর। আমি মুগ্ধ । প্রিয়তে রাখছি :)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: কবিতারমায়ের এমন অকৃত্রিম মন্তব্য পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ

৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

আরাফআহনাফ বলেছেন: "মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকার।"

+++++

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আরাফ

৪০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

কালনী নদী বলেছেন: অনুসারিত!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নদী

৪১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

অঘ্রান প্রান্তরে বলেছেন: আপনার উপরের লেখাটি চমৎকার......... কে হায়; হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়!!

কবিতা. ......

কেননা আমার মুক্তিযোদ্ধা বাবার ডাইরি-তে
অন্ধকার বলে কোন শব্দ লিখা নেই।

ঠিক তাই... হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়ে ভালো লাগা টুকু রেখে গেলাম নেক্সাস.........।।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন:

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৪২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

হাফিজ বিন শামসী বলেছেন: মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।

খুবই বাস্তব শব্দাবলী।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই । নতুন বছরের শুভেচ্ছা

৪৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব অনুকাব্য ! আমি লিখতে জানলে তিনটা কবিতা দিয়ে তিনটা পোস্ট ঝেড়ে দিতাম =p~

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ব্রো।

৪৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬

আমি এ আর বলছি বলেছেন: sonet er kisu mil cilo

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

নেক্সাস বলেছেন: ভেবে দেখিনি। ধন্যবাদ

৪৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

আরজু পনি বলেছেন:
বিবর্তন কবিতাটা আজকে এবং বিভিন্ন উৎসবের দিনের/রাতের জন্যে একেবারে উপযুক্ত কবিতা।

- অালো যে কবে ছিল তাই তো বুঝি না !

-দেশপ্রেম আজকালকার ডিজুস প্রেমের মতোই ঠুনকো...

খুব কঠিন বাস্তবতার কবিতা লিখেছেন।

তিনটা আলাদা করে লাইক দেয়ার ব্যবস্থা থাকলে তাই দিতাম।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

B-)

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: বাস্তবতা কে টুইষ্টের মাধ্যমে বলতে চেয়েছি আপা।

আমাদের দেশপ্রেম ব্যাবহারিক না হয়ে বায়বীয় হয়ে গেছে। একজন তরুন চাকরীতে ঢুকে দেশের সেবা করবে কিভাবে সেটা না ভেবে আগে ভাবে টেবিলের নীচে কামাই করার সুযোগ পাবোতো।

ধন্যবাদ পনিপা মন্তব্য করার জন্য

৪৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

রাবার বলেছেন: মুগ্ধপাঠ। শুভ নববর্ষ।

১৭ ই মে, ২০১৬ সকাল ১০:১৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

৪৭| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৩১

তামান্না তাবাসসুম বলেছেন: তিনটা কবিতাই ধারালো।
হোক প্রতিবাদ।
শুভকামনা কবি।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.