![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চতুর্থ আকাশে আকীক পাথরে নির্মিত 'বায়তুল মা'মূর' নামক একটি পবিত্র মসজিদ রয়েছে । ফেরেশ্তাগণ এ মসজিদে আল্লাহতায়ালার ইবাদত করেন । মানব জাতির পিতা হযরত আদম (আঃ) ইবাদতের জন্য এ পৃথিবীতে একটি মসজিদ নির্মাণের জন্য আল্লাহর নিকট দোয়া করেন । আল্লাহতায়ালার হুকুমে ফেরেশ্তাগণ 'বায়তূল মা'মুরের' নুরানী নকশা পৃথিবীর মধ্যস্হলে ফেলে দেন ।
অতঃপর হযরত আদম (আঃ) এবং উনার ছেলে হযরত শীছ (আঃ) ঐ নকশার উপর ভিত্তি করে ঐ স্হানে একটি মসজিদ নির্মাণ করেন । এটাই আমাদের বায়তুল্লাহ বা আল্লাহর ঘর ।
হযরত নূহ (আঃ) এর সময় কা'বা শরীফের কিছূ অংশ মাটির নীচে চাপা পড়ে যায় । অতঃপর হযরত ইব্রাহীম (আঃ) ও উনার ছেলে হযরত ইসমাঈল (আঃ) আল্লাহর হুকুমে কাবা শরীফ পুনঃনির্মান করেন এবং এই জনহীন বিরান ভূমি আবাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেন ।
এই কা'বা শরীফ পৃথিবীর প্রথম মসজিদ ।
আল-কুরআনে আল্লাহপাক বলেন,
-মানুষের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়, তা মক্কায় অবস্হিত এবং এ গৃহ বিশ্ববাসীর জন্য হেদায়াত ও বরকতের উৎস ।
কাবা শরীফের অবস্হান ও গোল্ডেন রেসিও
২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৩
দ্যা ডার্ক নাইট বলেছেন: ধন্যবাদ অনেক পোস্ট শেয়ার করার জন্য। আর একটু বিস্তারিত হলে ভালো হত। +++++++++
১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৬
েশখসাদী বলেছেন: দুঃখিত , এই মূহুর্তে হাতের কাছে বিস্তারিত ইতিহাস নাই । ভবিষ্যতে দিব ইনশাল্লাহ ।
৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:২১
ইউক্লিড রনি বলেছেন: আমি অলৌকিকটা ঘৃণা করি। যুক্তিবাদি দুনিয়ায় বাস করি।
আপনার পোস্ট ভালো ছিল।
২০ শে আগস্ট, ২০১২ রাত ৩:০২
েশখসাদী বলেছেন:
বাস্তব জীবন এক বিষয় আর গায়েবী দুনিয়া আরেক বিষয় ।
মানুষের জীবন, মৃত্যু ও বেচে থাকা সবই অলৈাকিক নয় কি ??
৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:২২
আলফা-কণা বলেছেন: ++
৫| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৩
সাব্বির শওকত শাওন বলেছেন: ১৯৪১ কাবা অলৈাকিক ভাবে পানির নিচে ডুবে যায় বন্যায়।আর মুহাম্মাদ এর আগে অলৈাকিক ভাবে মানুষ কাবায় দেব দেবির পুজা শুরু করে,অলৈাকিক ভাবে আল্লাহ কিছু করতে পারেনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩৭
মোহাম্মদ আবুল হোসেন বলেছেন: ধন্যবাদ