নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

shemul

shemul › বিস্তারিত পোস্টঃ

এক মায়াবী কণ্ঠ

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

গতকাল রাত দশটার

দিকে মা এসে আমাকে বললো, উনার ঔষধ

শেষ, আমি যাতে কিনে নিয়ে আসি।

অনেক ঠান্ডা বাইরে।

হুডিসটা পড়ে নিয়ে বাসার পাশের

ঔষধের দোকানে গেলাম।

আমার পাশে অপরূপা এক

রমণী আসিয়া দাঁড়াইলো। ক্রাশ

খাইবো কি খাইবো না যখন ভাবিতেছি,

ঠিক তখনই স্বর্গের পরীটি আমার

দিকে তাকাইয়া হাসি দিয়া বলিলো,

"আসিফ, ভালো আছো??"

ওরে আল্লাহ... মনে হইতেছিল অরণ্য

নামটা চেঞ্জ করিয়া আসিফ

রাখিয়া দেই!!!

কিন্তু বাস্তবে আমি নীরস

কন্ঠে শুধাইলাম, "চিনতে পারি নাই!

"

কিঞ্চিৎ কষ্ট পাইয়া কুহুকুহু

কন্ঠে ইন্দ্রের অপ্সরী আবার

কহিলো, "আমাকে চিনতে পারো নাই!!

আমি অন্তরা.....।" (ফিলিং -

আমি অন্তরা, তোমার অন্তরের

অন্তরা...)

মনে হইতেছিলো বলিয়াই ফেলি,

আগে চিনতাম না তো কি হইয়াছে, এখন

তো চিনিলাম... তোমারে চিনিলাম...

কিন্তু বাস্তবে নীরস

কন্ঠে আবারো বলিয়া ফেলিলাম,

"এখনো চিনি নাই...।"

"তুমি নাদিয়ার ভাই না????? "

পরীটি হতবাক হইয়া গেলো...

(ফিলিং - কেনো? কেনো??

কেনো???..... নাদিয়া নামে আমার

কোনো বোন নাই

কেনো!!!!!........... :@:@:@)

"না..." সংক্ষেপে আমি বলিয়া দিলাম!

<3

তন্বী লজ্জিত কন্ঠে সরি জানাইয়া,

বিপরীত দিকে মুখ ঘুরাইয়া লইলো....

আল্লাহ!!! এই নিষ্পাপ অরণ্যের

সহিতই কেনো এমনটা হয় ....

দোকানদার ঔষধ ধরাইয়া দিলো হাতে

টাকা প্রদান করিয়া হাঁটা ধরিলাম

নিজ বাড়ির পথে...

মনে হইতেছিল ফিরিয়া গিইয়া বলি,

"অন্তরা.... তুমি কি মোর

ইসাবেলা হইবে??"

কিন্তু তাহা আর

বাস্তবে রূপান্তরিত

করিতে পারিলাম না...

একা একা থাকিয়াই ২০১৩ শেষ

করিয়া দিলাম.... বাস্তবতা এমনই হয়

সুমনের বাপ... বাস্তবতা এমনই হয়....

সকলের জন্য ২০১৪ এর

শুভেচ্ছা রইলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

নূর আদনান বলেছেন: আগে চিনতাম না তো কি হইয়াছে, এখন
তো চিনিলাম... এই কথাখানা বুলিলেন না কেনু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.