নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

shemul

shemul › বিস্তারিত পোস্টঃ

সুখ ও দুঃখের অবস্থান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

সুখ একটি অদ্ভত জিনিস । সুখ তো সবাই

চাই । সবাই কি তা পায় ? তার পরও

কেন জানি দুঃখ ফিরে ফিরে আসে ।

এটা আল্লাহতাআলা প্রদও নিয়ম

যা কিনা অনেক সময় মেনে নিতে বড্ড্

কষ্ট হয় বিশেষ করে কিছু কিছু সময়ে ।

সুখ দুঃখ আছে বলেই তো সুখের

প্রয়োজনটা বুঝি । কিছু কিছু দুঃখ

আছে যা অন্তর ভেঙ্গে চুর মার করে দেয়

কেমন জানি অন্যরকম ব্যাথা অনুভব হয় ।

তাই বলে মনে করবেন না ভালবাসায়

ব্যার্থ হওয়ার কথা বলছি । ভালবাসায়

ব্যার্থ হওয়ার বিষয় টা অন্য দিকে যায়

সেইটার কারণ আমি জানি না সেই

ভাবে ভেবও দেখিনি আর ভাববার

প্রয়োজনও হয়নি । তা না হয় থাক

সে অন্য বিষয় । তার পরও কেন

জানি মনে হয় সেই গুলোর থেকেও

মারাত্মক কিছু দুঃখ আছে । এক কথায়

অবর্নণীয় জীবণের

প্রতি পদে পদে মনে পড়বে এই রকম

দুঃখগুলো । আর এ গুলোর মধ্যে ছাএদের

জীবণে একটি উল্লেখযোগ্য দুঃখ হল

ভর্তি পরীক্ষায় ভাল কোন পাবলিক

বিশ্ববিদ্যালয়ে ভাল কোন বিষয়ে চান্ছ

না পাওয়া । দীর্ঘ সাধনার পর ও

যদি চান্ছ না পাওয়া যায় সে দুঃখ যেন

কিছু দিয়েই মেটানো সম্ভব নয় আর তখন

শুধু মনে হয় কোথায় যেন ঘাটতি ছিল

যেমনটা হয় :- ট্রেন তার কাঙ্খিত

লক্ষের শেষ প্রান্তে ঠিক সময় মত

পৌছাতে গিয়ে একটুর

জন্যে পৌছাতে পারলনা সামনে দিকের

লাইন কোন কারণে নষ্ট হওয়ায় লাইন

ম্যান লাল পতাকা দেখাচ্ছে । সেই দুঃখ

কত মাত্রায় বৃদ্ধি পায় যারা ২য় বার

দিয়েও চান্ছ পায় না তারা কেবল

জানেন পৃথিবীর কোন মাপযন্ত্র দিয়েও

তা মাপা সম্ভব নয় । সেই দুঃখ ততদিন

মনে থাকবে যতদিন না এর চেয়ে বড়

দুঃখ অথবা সুখ এসে না দাঁড়াবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.