নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

shemul

shemul › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনীয় টিপস্ পড়ুন কাজে দিবে

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৯

ব্রণ ও কালো দাগ হলে প্রথম থেকেই
সতর্কতা অবলম্বন করা উচিৎ। ত্বকের
ক্ষেত্রে অবহেলার ফল মারাত্নক হতে পারে।
আর নষ্ট করে দিতে পারে আপনার সুন্দর
চেহারার সৌন্দর্য মুখের এসব কালো দাগ ও ব্রণ
দূর করার জন্য বাড়তি একটু পরিচর্যা দরকার।
*প্রচুর পরিমাণে শাক-সবজি আর মওসুমী ফল
খেতে হবে রোজ পর্যাপ্ত পরিমানে।
*২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১
চা চামচ কমলার
খোসা বাটা একসাথে মিশিয়ে পেষ্ট
তৈরি করুন। এবার
এটা মুখে ঘাড়ে মাখিয়ে রেখে ১৫-২০
মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
*আপেল এবং কমলার
খোসা একসাথে বেটে এর সাথে ১ চামচ দুধ,
ডিমের সাদা অংশ এবং কমলার রস মেশান।
এবার মিশ্রনটা ত্বকে ২০ মিনিট
লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
*পাকা পেঁপের শাঁস মুখে মেখে নিন। ১ চামচ
পাকা পেঁপের শাঁস ও ১ চামচ শশার রস
মুখে মেখে নিন। ত্বক উজ্জ্বল হবে।
*ব্রণ থাকাকালীন মুখমন্ডলের ত্বকে কোন
তৈলাক্ত পদার্থ ও ক্রিম লাগাবেন না।
*একটি ডিম, ২ টেবিল চামচ অলিভ অয়েল,
একটি গোটা লেবুর রস
ভালো করে মিশিয়ে নিন, এটি নখ, গলা, হাত
ও ঘাড়ের কালো ছোপে ১৫-২০ মিনিট
লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের দাগ, হাত,
ঘাড়ের কালো ছোপ ইত্যাদি সেরে যাবে।
*আধাপাকা চিনির সাথে অলিভ অয়েল
মিশিয়ে সারাগায়ে মেখে শুকাতে দিন।
শুকিয়ে গেলে এটিকে ঘষে তুলে ফেলুন। এবার
সামান্য গরম পানিতে ভালো করে গোসল
করে নিন। সপ্তাহে একবার করবেন।
এতে শরীরের ত্বক মসৃণ থাকবে।
*১ চা চামচ লেবুর রস ও ১ চামচ মধু
মিশিয়ে মুখে লাগিয়ে ১০-২০ মিনিট পর
ধুয়ে ফেলবন। মুখে লাবন্য আসবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.