![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল কয়েকজনের কাছে শুনলাম আমরা নাকি বাঙালি জাতি। শুনে টাসকি খাইলাম, জন্মের পর থেকে জেনে আসছি আমাদের জাতীয়তা বাংলাদেশি। হ্যা, আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু জাতীয়তার প্রশ্নে সেটা বাঙ্গালি কিভাবে হয়?
বাংলাদেশের সংবিধান থেকে জানতে পারলাম বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। আমার মনে হয় এইটা নিয়ে আর কোন বিতর্ক থাকা উচিত না। আগেও লিখেছি, একই কথা আবার ও লিখছি। আমি আগে বাংলাদেশী পরে বাঙ্গালী। যদি বলি বাংলাদেশের লোকেদের জাতীয়তা বাঙ্গালী তাহলে উপজাতিদের কে অস্বীকার করা হয়। সেইসাথে ভারতে বসবাসকারী বাংলাভাষী/বাঙ্গালী দের সাথে আমাদের পরিচয় কে একাকার করে ফেলা হয়।
চলুন দেখি জাতীয়তা প্রশ্নে আমাদের সংবিধান কি বলে?
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১০
শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭
নীল_সুপ্ত বলেছেন: পোস্টে প্লাস দিতে চাচ্ছিলাম কিন্তু বাটন টা কাজ করছে না কেন জানি !
অ্যাণিওয়ে, হ্যাপি ব্লগিং
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮
শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ, সুপ্ত ভাই।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
এম মশিউর বলেছেন: বাঙালি হইলেই বাংলাদেশী হয় না, কিন্তু বাংলাদেশী হইলেই বাঙালি হওয়া যায়!
কলকাতার মানুষও বাঙালি কিন্তু ওরা বাংলাদেশী না।
তাই, আগে বাংলাদেশী, পরে বাঙালি।
ভালো লাগলো।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ, মশিউর ভাই।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
সাদেক বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
সাইফ সানি বলেছেন: অতীব সত্য কথন। পোষ্টে প্লাস।